আফগানিস্তানকেও বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় আনতে চায় চীন
https://parstoday.ir/bn/news/world-i96892-আফগানিস্তানকেও_বেল্ট_অ্যান্ড_রোড_প্রকল্পের_আওতায়_আনতে_চায়_চীন
তালেবান শাসিত আফগানিস্তানের ভেতর দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। এই নিয়ে এরইমধ্যে ভারতের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৮:৩১ Asia/Dhaka
  • আফগানিস্তানকেও বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় আনতে চায় চীন

তালেবান শাসিত আফগানিস্তানের ভেতর দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। এই নিয়ে এরইমধ্যে ভারতের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আফগানিস্তানে যখন তালেবানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই এ খবর এলো।

গতকাল (শুক্রবার) চীন বলেছে, তালেবান নেতারা বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প সমর্থন করেন। তারা বিশ্বাস করেন, এই প্রকল্প যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য লাভজনক হবে। এছাড়া, তালেবান চীনকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে। তালেবান নেতারা জানিয়েছেন, দেশের পুনর্গঠনে বিনিয়োগ করতে প্রস্তুত চীন।

তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তান

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের কাজ সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির আমলে খুব বেশি একটা এগোতে পারে নি কারণ হচ্ছে তালেবান ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ব্যাপক মতপার্থক্য ছিল। আশরাফ গনির ক্ষমতাচ্যুতির মধ্যদিয়ে চীনের জন্য সেই পথ খুলে গেছে।

২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প উদ্বোধন করেন। এই প্রকল্পে মূল লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, পারস্য উপসাগরীয় অঞ্চলে, আফ্রিকা এবং ইউরোপকে স্থল ও সমুদ্র পথের মাধ্যমে একটি নেটওয়ার্কের আওতায় আনা। ভারত শুরু থেকেই এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।