সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৭:৫৭ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে লকডাউন-বিরোধী বিক্ষোভ
    অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে লকডাউন-বিরোধী বিক্ষোভ

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে শত শত মানুষ লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভে অংশ নেয়ার অপরাধে পুলিশ অন্তত ২৩৫ জনকে আটক করেছে।

আজ (শনিবার) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে প্রায় এক হাজার বিক্ষোভকারী মেলবোর্ন শহরের রিচমন্ড এলাকায় জড়ো হন যাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না।

বিক্ষোভ মোকাবেলার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ নস্যাৎ করার জন্য পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয় এবং অনেকটা মারমুখীভাবে টহল দিতে থাকে।

পুলিশের বাধা উপেক্ষা করে  বিক্ষোভ শুরু করলে ২৩৫ জনকে আটক করা হয়। তারপরও লোকজন লকডাউনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং ১০ জন কর্মকর্তা আহত হয়েছেন যাদের ছয়জনকে হাসপাতালে নিতে হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে।

আজ একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানের কথা রয়েছে ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি এবং বায়রন বে-তে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ