অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন
(last modified Mon, 01 Nov 2021 12:08:18 GMT )
নভেম্বর ০১, ২০২১ ১৮:০৮ Asia/Dhaka
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন
    সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মিথ্যা বলার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিযুক্ত করেছেন। ম্যাক্রন বলেছেন, ফ্রান্সের কাছ থেকে নয় হাজার কোটি ডলার মূল্যের সাবমেরিন কেনার ব্যাপারে সই হওয়া চুক্তি বাতিলের ক্ষেত্রে মরিসন মিথ্যার আশ্রয় নিয়েছেন।

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অবকাশে অস্ট্রেলিয় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ম্যাক্রন এ মন্তব্য করেন। তার এই বক্তব্য ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।  

ম্যাক্রন বলেন, “আপনাদের দেশের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। শ্রদ্ধার পাশাপাশি আপনাদের দেশের জনগণের প্রতি আমার বিপুল ভালোবাসা আছে। যখন আপনাদের প্রতি আমাদের এই সম্মান রয়েছে তখন আপনাদেরকে সত্যবাদী হতে হবে এবং এই মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করতে হবে।”

সাবমেরিন

তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে তার দেশের সম্পর্কে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে বহু সময় লাগবে।

গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে। এরপর ম্যাক্রন ও মরিসন প্রথমবারের মতো রোমে পরস্পরের মুখোমুখি হয়েছেন। অস্ট্রেলিয়া ওই চুক্তি বাতিল করে আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন কেনার চুক্তি করেছে। এর ফলে অস্ট্রেলিয়া পরমাণু সাবমেরিনের প্রযুক্তি হাতে পাবে।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ