1025
সূরা মূলক: ১-৫ (পর্ব-১)
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা তাহরিমের আলোচনা শেষ করেছিলাম। কাজেই আজ আমরা পবিত্র কুরআনে এর পরবর্তী সূরা, অর্থাৎ সূরা মূলকের আলোচনা শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় ৩০টি আয়াত রয়েছে। সূরাটিতে সৃষ্টির উৎস, তৌহিদ বা একত্ববাদের আলোচনা, বিশ্বজগতের বিস্ময়কর ব্যবস্থাপনা, পরকাল এবং পাপীদের কঠিন শাস্তি প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। প্রথমেই এই সূরার ১ ও ২ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক: