209
রংধনু আসর : কুরআনের প্রতি আকর্ষণ
রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ দেহ আর সুন্দর মন নিয়ে ভালোভাবেই লেখাপড়া চালিয়ে যাচ্ছো। প্রত্যেক আসরের মতো আজও রংধনুর আসর সাজিয়ে উপস্থিত হয়েছি আমি গাজী আব্দুর রশিদ এবং আমি আকতার জাহান। আর অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান।