ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
রাওয়াতের মৃত্যুর নেপথ্যে লালফৌজের ষড়যন্ত্র? সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম :
- ডা. মুরাদ বিদেশ যেতে চাইলে সরকার বাধা দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী -দৈনিক কালেরকণ্ঠ
- ছাত্ররাজনীতি নিষিদ্ধের পরও বুয়েটে কমিটি করেছে ছাত্রদল, ভাঙেনি ছাত্রলীগ
- হানিফ’-প্রথম আলো
- অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারছে না: হাফিজ - দৈনিক মানবজমিন
- বিএনপি চ্যাম্পিয়ন গণমানুষের অধিকার হরণে : সেতুমন্ত্রী- যুগান্তর
- বেশি সংক্রমণ হলেও ডেল্টার চেয়ে দুর্বল ওমিক্রন: ডব্লিউএইচও -দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- উঠল ৩৭৮ দিনের কৃষক বিক্ষোভ, কেন্দ্রের চিঠিতে আপাতত ইতি সিঙ্ঘুর আন্দোলনে -আনন্দবাজার পত্রিকা
- চিনের ‘পথের কাঁটা’ রাওয়াতের মৃত্যুর নেপথ্যে লালফৌজের ষড়যন্ত্র? সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ- প্রতিদিন
- ৭ মিনিট আগে যোগাযোগ বিচ্ছিন্ন, ঘটনার তদন্তে তিন বহিনীর যৌথ কমিটি, সংসদে জানালেন রাজনাথ–আজকাল–আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার প্রশ্ন
১. মুরাদে জিম্মি ছিল সরিষাবাড়ী, এখন মুখ খুলছেন সবাই। বাংলাদেশের সদ্য পদত্যাগী তথ্যমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্পর্কে এই শিরোনাম করেছে মানবজমিন। কী বলবেন আপনি?
২. অবশেষে কাতার সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তার এই সফরকে কীভাবে দেখছেন আপনি?
ডা. মুরাদ বিদেশ যেতে চাইলে সরকার বাধা দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী -দৈনিক কালেরকণ্ঠ
ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন কি না এটা তার সিদ্ধান্ত। তিনি বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আসাদুজ্জামান খান কামাল বলেন, ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন কি যাবেন না, এটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই। নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথনের পর সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই বলেও জানান কামাল।
জানা গেছে, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মধ্যেই চট্টগ্রামে চলে যান ডা. মুরাদ। নারীর প্রতি শিষ্টাচারবহির্ভূত অবমাননাকর বক্তব্য দেওয়ায় তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর মঙ্গলবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর পর থেকেই সপরিবারে বাইরের দেশে যাওয়ার চেষ্টা শুরু করেন। পরে চূড়ান্তভাবে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন ডা. মুরাদ।
প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডা. মুরাদের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের কিছুক্ষণ আগে মঙ্গলবার তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র।
যদিও লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও অন্য দেশে যেতে কিছুটা জটিলতা রয়েছে। লাল পাসপোর্টধারী ব্যক্তি সরকারি আদেশ (জিও) ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারেন না। এ ক্ষেত্রে সদ্য পদত্যাগী প্রতিমন্ত্রী ডা. মুরাদ জিও না থাকায় বিদেশগমনে জটিলতায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া তিনি এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এ অবস্থায় তার বিদেশগমন অনিশ্চিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করে পাঠান ডা. মুরাদ। পরে বিকেল ৩টায় তার পক্ষে পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদসচিবের দপ্তরে জমা দেন তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
উঠল ৩৭৮ দিনের কৃষক বিক্ষোভ, কেন্দ্রের চিঠিতে আপাতত ইতি সিঙ্ঘুর আন্দোলনে -আনন্দবাজার পত্রিকা
দিল্লি সীমানায় ১৫ মাস ধরে চলা কৃষক আন্দোলনে আপতত ইতি টানলেন কৃষকরা। অনুষ্ঠানিক ভাবে সরকারি চিঠি আসার পরই তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে মোদী সরকারের তরফে কৃষকদের দাবি মেনে পদক্ষেপ করার খসড়া প্রস্তাব আসে। তারই অনুষ্ঠান চিঠি আসার বৃহস্পতিবার বৈঠকে বসেন কৃষক নেতারা। এই বৈঠকে সহমতের ভিত্তিতে তাঁরা ৩৭৮ দিনের আন্দোলনে আপাতত ইতি টানার সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় কৃষি সচিবের পাঠানো চিঠিতে, ফসলের নুন্যতম সহায়ক মূল্যে বা এমএসপি-র আইনি গ্যারেন্টি প্রসঙ্গে সরকার প্রস্তাব দিয়েছে, সব চাষিদের জন্য এমএসপি নিশ্চিত করার পথ খুঁজতে কমিটি তৈরি করা হবে। সেই কমিটিতে কৃষক মোর্চার প্রতিনিধিরাও থাকবেন। কেন্দ্র চিঠিতে জানিয়েছে, আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে বিষয়ে সম্মতি জানিয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ। কেন্দ্রীয় সংস্থারও সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। অন্য রাজ্যগুলিকে এ নিয়ে অনুরোধ জানানো হবে।
৭ মিনিট আগে যোগাযোগ বিচ্ছিন্ন, ঘটনার তদন্তে তিন বহিনীর যৌথ কমিটি, সংসদে জানালেন রাজনাথ–আজকাল
তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ মোট ১৩ জনের। বৃহস্পতিবার সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ‘দুর্ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনার হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে।’ প্রতিরক্ষামন্ত্রী জানান, ১২ টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ১২ টা ৮ মিনিট থেকে সুলুর এয়ারবেসের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি এই ঘটনার তদন্তের জন্য তিন বহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং, জানিয়েছেন রাজনাথ সিং।
চিনের ‘পথের কাঁটা’ রাওয়াতের মৃত্যুর নেপথ্যে লালফৌজের ষড়যন্ত্র? সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ- প্রতিদিন
কপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) মৃত্যু ঘিরে ক্রমশ দানা বাঁধছে রহস্য। উঠছে একাধিক প্রশ্ন। সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুর পিছনে বিদেশি শক্তির হাত থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞদের একাংশ। অনেকে আবার তামিলনাড়ু-কর্ণাটক সীমান্তে চপার দুর্ঘটনার সঙ্গে তাইওয়ানের এক সেনাপ্রধানের মৃত্যুর মিল খুঁজে পাচ্ছেন। তাঁদের দাবি, এই মিল নেহাতই অমূলক নয়। দেশের প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত একাধারে ছিলেন মাউন্টেন ওয়ারফেয়ারের দক্ষ কৌশলী। অন্যদিকে সন্ত্রাস দমন অভিযানে পারদর্শী ছিলেন তিনি। রাওয়াতের নেতৃত্বেই মোদি জমানায় প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল মায়ানমারে। স্বাভাবিকভাবে মাউন্টেন ওয়ারফেয়ার অর্থাৎ পাহাড়ি এলাকায় যুদ্ধে দক্ষ হওয়ায় ভারতের মাটিতে চিনা আগ্রাসন একাধিকবার রুখে দিতে সক্ষম হয়েছেন রাওয়াত। ডোকলাম এলাকায় লালফৌজের জারিজুরি রুখতে বড় ভূমিকা ছিল তাঁর। তখন তিনি ছিলেন সেনা প্রধান। এরপর দেশের সেনা সর্বাধিনায়ক হিসেবে অরুণাচল, উত্তরাখণ্ডে চিনা অনুপ্রবেশ থেকে গালওয়ান সংঘর্ষের কড়া হাতে মোকাবিলা করেছেন। এককথায় বলতে গেলে চিনা ফৌজের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিপিন লক্ষ্মণ সিং রাওয়াত।
চিনের ‘পথের কাঁটা’ রাওয়াতের মৃত্যুর নেপথ্যে লালফৌজের ষড়যন্ত্র? সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ- প্রতিদিন
পার্সটুডে/বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।