ডিসেম্বর ১৪, ২০২১ ১৯:১৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বরাবরের মতোই একটি হাদিস শুনিয়ে আসর শুরু করতে চাই। হযরত রাসূলে আকরাম (সা.) বলেছেন : ‘কাউকে খাওয়ার জন্য দাওয়াত করা হলে সে যদি তা কবুল না করে অথবা কবুল করেও খেতে না যায় তাহলে তা নিষ্ঠুরতা।’

আকতার জাহান: আমরা সবাই এই হাদিসটি মেনে চলার চেষ্টা করব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আমাদের ইমেইলের ইনবক্সে আজ ভারতের চিঠিই বেশি দেখতে পাচ্ছি। প্রথম মেইলটি এসেছে ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে। আর পাঠিয়েছেন আব্দুস সালাম সিদ্দিক।

তিনি লিখেছেন, "গত ১৮ নভেম্বর সাপ্তাহিক পরিবেশনা রংধনু আসরের আরও একটি নতুন আয়োজন শুনে মন প্রাণ ভরে গেল। অনুষ্ঠানটির শুরুতেই 'কথা না রাখার পরিণতি' সম্পর্কে কুরআন ও হাদিসের বক্তব্য জানতে পারলাম। এরপর একই বিষয়ে একটি গল্প প্রচার করা হয় যা ছিল দারুণ শিক্ষণীয়। আর সবশেষে 'আবার আসুক কোলাহল' শিরোনামের গানটি শুনে মোহিত হলাম।"

নাসির মাহমুদ: চিঠির শেষাংশে রংধনু আসর সম্পর্কে আব্দুস সালাম সিদ্দিক ভাই মূল্যায়ন করেছেন এভাবে:  রংধনু আসর যদিও শিশু-কিশোরদের জন্য পরিবেশিত হয়। তবে আমি মনে করি আট থেকে আশি বছরের সবাই অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করে এবং মনোরঞ্জন ও বিনোদনের খোরাক পায়। তাইতো রংধনু আসরের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। সুন্দর অনুভবের অসাধারণ উপস্থাপনা ও পরিবেশনায় মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"

আশরাফুর রহমান: নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি সুন্দর করে প্রায় প্রতিদিনই মতামত জানিয়ে চিঠি লিখায় আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রামের জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুন অর রশীদ পাঠিয়েছেন পরের মেইলটি।

প্রীতি ও শুভেচ্ছা জানোনোর পর তিনি লিখেছেন, "পুস্পরাজী যেমন তার সৌরভ বিলিয়ে প্রকৃতিকে মাতিয়ে রাখে, সাগর যেমন তার সুবিশাল জলরাশির ঢেউয়ের দোলায় মানব চিত্তকে অপরিসীম আনন্দ লহরে বিমোহিত করে তোলে; রেডিও তেহরান ঠিক তেমনি করে আমাদেরকে আলো বিলিয়ে সমৃদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। আর তাইতো আমরা লক্ষ শ্রোতা পরমানন্দে আজও শুনি রেডিও তেহরান শর্টওয়েভ সার্ভিস। কোরআনের আলো, খোদাপ্রেমের অনন্য উৎসব, প্রিয়জন আর রংধনুর মতো চমৎকার ও পরিশীলিত অনুষ্ঠান শুনে হৃদয়ে প্রশান্তি পাই। স্বার্থের দাঁড়িপাল্লায় বিভাজিত পৃথিবীতে আমরা আজও ভালোলাগার আবেশে একত্রিত হই রেডিও তেহরানের প্ল্যাটফর্মে। হাহাকার আর বেদনার চোরাবালির অতল তলে ডুবে থাকা পৃথিবীতে রেডিও তেহরান একমাত্র প্রশান্তির অনন্য আশ্রম।" 

আকতার জাহান: বরাবরের মতোই রেডিও তেহরানের প্রতি ভালোবাসা ও গভীর মমত্ববোধ ফুটে ওঠেছে হারুন ভাইয়ের লেখায়। চমৎকার চিঠিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাজীপাড়া থেকে মুন্সি দরুদ পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, "২২ শে নভেম্বর প্রিয়জন অনুষ্ঠানে চিঠিপত্র শুনে ভালো লেগেছে। পশ্চিমবঙ্গের অনেক পত্রলেখক রেডিও তেহরানে চিঠি লিখায় খুব‌ই ভালো লাগছে। চিঠিপত্রের মাঝে সাক্ষাৎকার শুনে চমৎকার লেগেছে। এছাড়া, 'গল্প ও প্রবাদের গল্প' অনুষ্ঠানের ২৩তম পর্বে 'এক চালাক দর্জির গল্প' পরিবেশন করায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।"

নাসির মাহমুদ: চিঠিপত্রের আসর প্রিয়জন এবং 'গল্প ও প্রবাদের গল্প' অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "১৯ নভেম্বর তারিখের পুরো অনুষ্ঠান শুনলাম। বিশ্বসংবাদ, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা এবং কথাবার্তা খুব ভালো লেগেছে। 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা' অনুষ্ঠানে আমেরিকার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রচারিত নানা বিষয় খুব ভালো লেগেছে।  এর আগের পর্বে আমেরিকায় শয়তানের পূজা কেন্দ্র শীর্ষক পর্বেও নানান অদ্ভূত বিষয়ে জেনেছি। আল্লাহ এই সকল জাতিকে কিভাবে দেখবেন জানি না তবে এই সব অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে দ্বীনি শিক্ষা গ্রহণের দিকে মনোযোগী হতে হবে। পাশ্চাত্য জীবন ব্যবস্থার কুফল থেকে আমরা আমাদের পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করার সঠিক দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাবো এক নতুন পৃথিবীর দিকে।"

আশরাফুর রহমান: 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা' শীর্ষক অনুষ্ঠানটি সম্পর্কে মতামতসমৃদ্ধ চিঠিটির জন্য সোহেল রানা হৃদয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "২৮ অক্টোবর প্রচারিত 'রংধনু' অনুষ্ঠানটি অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। এদিনের অনুষ্ঠানে খলিফা হারুনুর রশীদের দুঃশাসন এবং বাহলুল পাগলের জীবন ও জগৎ সম্পর্কে সুন্দর উপদেশ, সুস্পষ্ট ধারণা, প্রবল ঈশ্বর ভক্তির অনেক তথ্য পাওয়া গেছে। সুন্দর শিক্ষণীয় রংধনু আসর উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে অশেষ ধন্যবাদ।"

আকতার জাহান: রংধনু আসর সম্পর্কে মতামতের জন্য মনীষা রায়কে ধন্যবাদ জানিয়ে পরের মেইলটির দিকে নজর দিচ্ছি।

এটি পাঠিয়েছেন বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ী গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান আমার ভালোলাগা ও ভালোবাসার গণমাধ্যম। ব্যক্তিগত ব্যস্ততার কারণে আগের মতো সময় করে লেখা হয়ে উঠছে না কিন্তু অনুষ্ঠান শোনার চেষ্টা করি। আমি মাঝে মধ্যে অনেক বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে থাকি কিন্তু রেডিও তেহরানের মতো তৃপ্তি কোথাও খুঁজে পাই না। রেডিও তেহরান শুধুমাত্র একটি বেতার কেন্দ্র বললে ভুল হবে। বর্তমানে এটি বাংলাদেশ ও ভারতের শ্রোতা বন্ধুদের সক্রিয় অংশগ্রহণে রেডিও তেহরান একটি পরিবারে রূপ নিয়েছে। বর্তমানের ইন্টারনেট প্রযুক্তির যুগেও রেডিও তেহরান এগিয়ে যাবে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে- সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি।"

নাসির মাহমুদ: রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগল। তো ব্যস্ততা সত্ত্বেও চিঠি লিখায় শাওন হোসাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা গত এক বছরে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়ন এবং আগামী বছরের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ জানব ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র সান্যালের কাছ থেকে। 

আশরাফুর রহমান: চমৎকার বাচনভঙ্গিতে ২০২১ সালে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, আমাদের শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের জন্য পরামর্শ দেওয়ায় বিধান চন্দ্র সান্যাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতাবন্ধুরা, আপনারাও চাইলে মূল্যায়নধর্মী মতামতের ভয়েস ফাইল পাঠাতে পারেন আমাদের কাছে। মনোনীত হলে প্রচার করা হবে প্রিয়জন অনুষ্ঠানে।

প্রিয়জনকে উদ্দেশ করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে পুষ্প মৈত্র পাঠিয়েছেন এই মেইলটি।  

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান নিরপেক্ষ ও সমান দৃষ্টিতে শ্রোতাদের মূল্যায়ন করে। যেটা আমার কাছে সবচেয়ে বড় বিষয় বলে মনে করি। ২৬ নভেম্বর বিশ্বসংবাদে বিশ্বের বিভিন্ন ঘটনাবলী জেনে ভালো লাগল। পরবর্তীতে রংধনু অনুষ্ঠানটি ছিল খুবই শিক্ষামূলক। অনুষ্ঠানটিতে বিচক্ষণতা সম্পর্কে চমকপ্রদ আলোচনা ও তথ্য জানতে পারলাম। সেই সাথে সুন্দর একটা গল্প বলা হয়েছে যেটা ছিল খুবই আকর্ষণীয়। সবশেষে শিশু শিল্পীদের গান পরিবেশন করা হয়। এতো সুন্দর অনুষ্ঠান প্রচার করা জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।"

আকতার জাহান: রংধনু আসর সম্পর্কে মতামত জানানোয় পুষ্প মৈত্র আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই মাঝেমধ্যে লিখে আমাদের প্রেরণা যোগাবেন।

আসরের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের খবর। এটি পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা। তিনি লিখেছেন,

"রেডিও তেহরানের ‘রংধনু আসর’-এর জনপ্রিয়তা বাড়ানোসহ শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারমূলক কর্মসূচি পালন করেছে দেশ ও বিদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

২০ নভেম্বর শনিবার বিকেলে রাজধানী ঢাকার মোহাম্মদপুর বায়তুল আমান হাউজিং সোসাইটিতে “আলোকিত জীবন গড়তে এসো ‘রংধনু’র সাথে থাকি” শিরোনামে এই কর্মসূচি পালিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো: ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রেডিও তেহরান বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক ও কথাবার্তা অনুষ্ঠানের বিশ্লেষক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ রেজাউল করিম বেলাল।"

নাসির মাহমুদ: রংধনু আসর সম্পর্কে প্রচারমূলক কর্মসূচি পালন করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার নাগেশ্বরপুর থেকে আব্দুর রহিম সেখ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "২১ অক্টোবর রেডিও তেহরান থেকে প্রচারিত 'আদর্শ মানুষ গড়ার কৌশল' অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। ছাত্র-ছাত্রীদের প্রতি একজন শিক্ষক-শিক্ষিকার আচরণ কেমন হবে, এই অনুষ্ঠানে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় রেডিও তেহরান পরিবারকে ধন্যবাদ।"

আশরাফুর রহমান: 'আদর্শ মানুষ গড়ার কৌশল' অনুষ্ঠানটি আপনাদের উপকারে আসছে জেনে আমাদেরও ভালো লাগছে। মতামত জানিয়ে চিঠি লিখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের শেষ মেইলটিও এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। আর পাঠিয়েছেন উত্তর ২৪ পরগণা জেলার মহেন্দ্রনগর থেকে ভাস্কর পাল। 

তিনি লিখেছেন, "গত ১৭ নভেম্বর 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানে ব্লাড ক্যান্সার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ভীষণভাবে উপকৃত হয়েছি। অনুষ্ঠানে ড. কামরুল হাসান ব্লাড ক্যান্সারের বিভিন্ন লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কী কী পরীক্ষা করলে ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং এই রোগ ধরা পড়লে চিকিৎসা কীভাবে হবে তাও জানতে পারলাম ওইদিনের অনুষ্ঠান থেকে। সময়োপযোগী এই আলোচনা থেকে অনেকেই উপকৃত হবেন বলে আশা করি।"

আকতার জাহান: স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য ভাস্কর পাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের পরিচয় তুলে ধরছি।

  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
  • বিধান চন্দ্র সান্যাল- দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ, ভারত থেকে
  • আসামের বড়পেটা থেকে আব্দুস সালাম সিদ্দিক
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে নাজিমউদ্দিন
  • ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয়
  • এবং টাঙ্গাইল থেকে আবু তাহের

নাসির মাহমুদ: কষ্ট করে শর্টওয়েভে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠানোয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। 'নাজরানাহ' শিরোনামের গানটি গীতিকার হিফজুর রহমান তাসনিম। সুরকার ও শিল্পী দিদারুল ইসলাম।

আশরাফুর রহমান: আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।  

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ