ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১৭:৩৪ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। আর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ এবং আমি নাসির মাহমুদ।

নাসির মাহমুদ: প্রত্যেক আসরের মতো শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন: "ভালো আশা এবং মহৎ উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিযোগিতা করো। এতে তোমার পুরস্কার ক্রমেই বাড়তে থাকবে।" 

আসরের প্রথমেই বাংলাদেশের রংপুর শহরের পূর্ব গোয়ালু থেকে আসা একটি মেইল চেক করছি। এটি পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগের সভাপতি ডক্টর মো: মোস্তাফিজুর রহমান। 

আইআরআইবি বাংলা বিভাগ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি লিখেছেন, "বর্তমান সময়ের যুগোপযোগী, আধুনিক এবং শ্রোতানন্দিত ও জনপ্রিয় বেতার 'রেডিও তেহরান'। এ বেতার দিন দিন যেমন জনপ্রিয় হয়ে উঠছে ঠিক তেমনি বৃদ্ধি পাচ্ছে এর শ্রোতা সংখ্যাও। নিরপেক্ষ সংবাদের জন্য মানুষের এখন একটাই ভরসা রেডিও তেহরান।"

গাজী আবদুর রশীদ: ড. মোস্তাফিজ ভাই আরও লিখেছেন, “রেডিও তেহরান মানুষকে সৎকর্ম করতে, সৎ পথে চলতে, সৎভাবে জীবন যাপন করতে উদ্বুদ্ধ করে। এ বেতারকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হবে না। কারণ রেডিও তেহরানের শিক্ষা সার্বজনীন ও জনকল্যাণমূলক। সূর্যোদয় যেমন রাতের অন্ধকারকে দূরীভূত করে, ইথারে ভেসে আসা রেডিও তেহরানের অনুষ্ঠানমালাও তেমনি মানুষের মনের অন্ধকারকে দূরীভূত করে। মানুষকে নব আলোর পথ দেখায়। মানুষ ফিরে পায় তার আত্মিক প্রশান্তি।" 

নাসির মাহমুদ: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার কিছু কথা বলেছেন মোস্তাফিজ ভাই। এজন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর চিঠির শেষাংশে তিনি একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন-  ইরানে কি রিকশা বা অটোরিকশা আছে? থাকলে সেগুলোর আকার আকৃতি কি আমাদের দেশের মতো-জানাতে অনুরোধ করছি। 

গাজী আবদুর রশীদ:  না ভাই, ইরানে রিকশা কিংবা অটোরিকশা নেই। ইরানিরা ট্যাক্সি, বাস, মিনিবাস, ট্রেন, পাতাল রেল- এসব পরিবহণে যাতায়াত করেন।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাতিশালা থেকে আশরাফ হোসেন পাঠিয়েছেন বেশকিছু মেইল। ২১ ফেব্রুয়ারির মেইলে তিনি লিখেছেন, “স্বাস্থ্যকথা অনুষ্ঠানে চিকিৎসকরা যেসব পরামর্শ দেন তা সবার মেনে চলা উচিত। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রেডিও তেহরান যে ভূমিকা পালন করছে, তার জন্যে আমরা সবাই আপনাদের কাছে কৃজ্ঞতা প্রকাশ করি। আর কুরআনের আলো রেডিও তেহরানের একটি অনবদ্য উপস্থাপনা। অনুষ্ঠানটি আমার মতো অনেকের কাছেই শিক্ষার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আশা করি রেডিও তেহরান এভাবে কুরআন শিখতে সাহায্য করবে।”

নাসির মাহমুদ: স্বাস্থ্যকথা ও কুরআনের আলো অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে পরের মেইলটি পাঠিয়েছেন মোখলেছুর রহমান। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজারে।

তিনি লিখেছেন, “২১ ফেব্রুয়ারি প্রচারিত ও পরিবেশিত প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি। ‘স্বাস্থ্যকথা’ অনুষ্ঠানে পাইলস বা অর্শ রোগ সম্পর্কে সাতক্ষীরা মেডিকেল হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আসাদুজ্জামান সাহেবের সুন্দর আলোচনাটি শুনে আমার ভীষণ ভালো লেগেছে এবং খুবই উপকৃত হয়েছি। অন্যদিকে, ‘কুরআনের আলো’ অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিমের সূরা মোজাম্মেলের ভূমিকা, অবতীর্ণ এবং ১নং আয়াত থেকে ৫ নং আয়াতের তেলাওয়াত, তর্জমা ও শিক্ষণীয় দিক সম্পর্কে চমৎকার আলোচনাটি শুনে আমি দারুণভাবে বিমোহিত হয়েছি।” 

গাজী আবদুর রশীদ:  স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথা এবং পবিত্র কুরআনের তাফসিরবিষয়ক অনুষ্ঠান কুরআনের আলো অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে ইমেইল করার জন্য ভাই আশরাফ হোসেন ও মোখলেছুর রহমান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী চিঠিতে অন্যকোনো বিষয়েও লিখবেন।

নাসির মাহমুদ: আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপী মিলন সংঘ থেকে্ আর পাঠিয়েছেন মহ: হাফিজুর রহমান।

তিনি গত ১৬ জানুয়ারি প্রচারিত রংধনু আসর সম্পর্কে লিখেছেন, “শিশু-কিশোর বন্ধুদের জন্য রংধনু আসর প্রচারিত হয় প্রতি বৃস্পতিবার। চমৎকার শিক্ষণীয় গল্প, কবিতা আবৃত্তি, গান ও নানা স্বাদের আঙ্গিকে সাজানো হয় ছোট-বড় সকলের প্রিয় রংধনু আসর। গত ১৬ ফেব্রুয়ারি তারিখে রংধনু আসরে আফ্র-আমেরিকায় প্রচলিত রূপকথার গল্প ও চমৎকার গান নিয়ে সাজানো অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। বনের রাজা দাম্ভিক সিংহ, খরগোশ এবং ভাল্লুক আর অবশেষে মানুষের দেখা পাওয়া নিয়ে চমৎকার গল্প। পশু-পাখিদের উপর মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে অসাধারণ একটি গল্প। আসরের শেষ পর্যায়ে আব্দুল লতিফার কথা ও সুরে 'একটা শেয়াল’ শিরোনামের গানটি শুনলাম শিশু-শিল্পী নওরিন কুশের তাইফার কণ্ঠে। গানটি খুবই ভালো লাগল।”

গাজী আবদুর রশীদ: ভাই হাফিজুর রহমান, রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আশা করি নিয়মিত আপনার চিঠি পাব।

বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী থেকে মোঃ আতাউর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। এই চিঠিতে তিনি কোনো মতামত জানাননি কেবল একটি কবিতা লিখে পাঠিয়েছেন। অমর একুশে উপলক্ষে তার কবিতাটির শিরোনাম ভাষাই ‘আমার ভাষা’।

নাসির মাহমুদ: কবিতাটি দেখছি অনেক বড়! তো আবদুর রশিদ ভাই কিছু অংশ পড়ে শোনান না!

গাজী আবদুর রশীদ: ঠিক আছে, আমি চেষ্টা করছি খানিকটা পড়তে।

মায়ের ভাষাই আমার ভাষা 

সাগরতলের মুক্ত, 

এ ভাষাতেই লালন-পালন

এ ভাষাতেই সিক্ত।

বাংলাভাষা মোদের ভাষা

দেশ-বিদেশে ছড়াই,

বাংলা আমার মুখের বুলি

বাংলা আমার বড়াই। 

বাংলা ভাষায় ফোটে ফুল 

বাংলা ভাষায় চাষ,

বাংলাভাষায় খাওয়া-দাওয়া

চলে বার মাস।

জন্ম থেকেই জন্মান্তরে 

পেয়েছি মায়ের ভাষা,

মায়ের ভাষায় স্নিগ্ধ বুলি

সে যে দারুণ খাসা। 

নাসির মাহমুদ: আতাউর রহমান ভাইয়ের স্মরচিত কবিতার কিছু অংশ শুনলেন। আশা করি ভালো লেগেছে। শ্রোতাবন্ধুরা, আপনার নিশ্চয়ই জানেন যে, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রেডিও তেহরান কর্তৃক ২০২৩ সালে শ্রেষ্ঠ শ্রোতা ক্লাবের শিরোপা জিতেছে। এ বিষয়ে আমরা কথা বলেছি ক্লাবের সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজের সঙ্গে। তিনি বললেন: 

গাজী আবদুর রশীদ: আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর কর্মকাণ্ড ও ধারাবাহিক সাফল্যের রহস্য সম্পর্কে বলছিলেন যুবরাজ ভাই। তার ক্লাবসহ ২০২৩ সালে পুরস্কারপ্রাপ্ত সকল ক্লাবকে অভিনন্দন জানাই।

 গাজী আবদুর রশীদ: ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে তপতী সরকার পাঠিয়েছেন এবারের মেইল।

তিনি রিখেছেন, “প্রতিদিনকার মত আজও ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনেছি। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বাংলা তর্জমা পাঠ পরিবেশিত হয়। বিশ্বসংবাদের মাঝে ঢাকা ও কলকাতার প্রতিনিধিদ্বয়ের পাঠানো টেলিফোন রিপোর্ট পরিবেশিত হয়। প্রাত্যহিক দৃষ্টিপাত‌ অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাষ্য শুনলাম,প্রথমটি আন্তর্জাতিক এবং দ্বিতীয়টি বাংলাদেশ সংক্রান্ত। এরপর শুরু হলো সাপ্তাহিক রংধনু  আসর। এই অনুষ্ঠানে সিংহ, খরগোশ ও ভাল্লুকের গল্প শুনলাম। সবশেষে প্রাত্যহিক কথাবার্তা অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় পত্রিকার সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ পরিবেশিত হয়। সবগুলো অনুষ্ঠান স্পষ্ট শোনা গেছে।”

নাসির মাহমুদ: আমাদের একদিনের পুরো অনুষ্ঠান শোনার পর মতামত জানিয়ে ইমেইল করায় বোন তপতী সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটিও এসেছে ভারত থেকে।পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে এটি পাঠিয়েছেন দেবাশীষ গোপ। 

তিনি লিখেছেন, “১৬ই ফেব্রুয়ারি রংধনু আসরে প্রচারিত গল্পটি থেকে জানতে পারলাম যে, সিংহের ভয়ে বনের পশুপাখি সবাই পালিয়ে বেড়াত। সিংহ হুঙ্কার ছেড়ে বলত- ‘আমি,আমিই একমাত্র বনের রাজা’। ভালুক ও খরগোশ একদিন সিংহকে মানুষ দেখাল। তখন মানুষ তাকে গুলি করল। পশুপাখির ওপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত পড়ল। সুন্দর এই গল্পটি বেশ ভালো লাগল। অনুষ্ঠান শেষে প্রচারিত গানটিও চমৎকার লেগেছে।” 

গাজী আবদুর রশীদ:  ভাই দেবাশীষ গোপ, রংধনু আসর আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, “স্বাস্থ্যকথা রেডিও তেহরানের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নানা বিষয়ে আলোচনা ও পরামর্শ দেয়া হয় এ অনুষ্ঠানটিতে। সেজন্য শ্রোতাদের কাছে এটি বিনামূল্যের ডাক্তার হিসেবে পরিচিত।

১৭ জানুয়ারি বুধবার প্রচারিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনেক বাবা-মা তাদের সন্তানের সামনেই নিজেরা ঝগড়ায় লিপ্ত হন। তারা জানেন না যে, মা-বাবার ঝগড়া সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলে। তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সন্তানের স্বার্থে তাদের সামনে কোনরূপ ঝগড়া করা উচিত নয়। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে চমৎকার আলোচনা করায় ডা. তাজুল ইসলামকে ধন্যবাদ জানাই। আর রেডিও তেহরান বাংলা বিভাগের প্রতি জানাই কৃতজ্ঞতা।  

নাসির মাহমুদ: ভাই শাহাদত হোসেন, স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন হিরামন সেখ।

তিনি লিখেছেন, “গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রেডিও তেহরান বাংলা থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনলাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইমাম হোসেন (আ.) এর শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতি ইমাম হোসেনের শুভ জন্মদিনে বিশেষ অনুষ্ঠান শুনতে পেরে খুশি এবং নিজেকে ধন্য মনে করছি। এর পর ‘গল্প ও প্রবাদের গল্প’ অনুষ্ঠানে শিয়াল ও শকুনের গল্পটি চমৎকার ও শিক্ষণীয় ছিল।”

গাজী আবদুর রশীদ: আমাদের দুটি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই হিরামন সেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি চিঠি ও ইমেইলের প্রাপ্তিস্বীকার করছি:

  • ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই থেকে আনন্দ মোহন বাইন
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিমউদ্দিন
  •  বিহারের ভাগালপুর জেলার গোরাদিহ থেকে ডা. হেমান্ত কুমার
  • পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল
  • বাংলাদেশের নারাযনগঞ্জের বন্দর থানার আলী সাহারদি থেকে এইচ এম তারেক
  • এবং ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম

নাসির মাহমুদ: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসর শেষ করব একটি নাতে রাসূল শুনিয়ে। কালা কোকিল শিরোনামের নাতটির কথা ও সুর আমিরুল মোনেনীন মানিক-এর। আর গেয়েছেন শিল্প আগুন।

গাজী আবদুর রশীদ: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ