মি. ট্রাম্প, ইরানি জনগণকে চিনতে পারেন নি: তেহরানের দৃঢ় প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i149348-মি._ট্রাম্প_ইরানি_জনগণকে_চিনতে_পারেন_নি_তেহরানের_দৃঢ়_প্রতিক্রিয়া
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি আরব দেশ সফরের সময় যেসব বক্তব্য দিয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তা। তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ট্রাম্পের দাবিগুলো কেবল ভিত্তিহীন নয় বরং ইরানসহ এই অঞ্চলের বাস্তবতা সম্পর্কে তার অজ্ঞতার পরিচায়ক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৮, ২০২৫ ১৯:৪০ Asia/Dhaka
  • ট্রাম্পের ভিত্তিহীন দাবির  ব্যাপারে ইরানের কঠোর প্রতিক্রিয়া: \
    ট্রাম্পের ভিত্তিহীন দাবির ব্যাপারে ইরানের কঠোর প্রতিক্রিয়া: \"আপনি ইরানি জনগণকে চেনেন না!\"

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি আরব দেশ সফরের সময় যেসব বক্তব্য দিয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তা। তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ট্রাম্পের দাবিগুলো কেবল ভিত্তিহীন নয় বরং ইরানসহ এই অঞ্চলের বাস্তবতা সম্পর্কে তার অজ্ঞতার পরিচায়ক।

সাম্প্রতিক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আক্রমণ করে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, কিন্তু ইরানি জনগণ ও কর্মকর্তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে এটা স্পষ্ট- "শক্তিশালী ইরান" ট্রাম্পের নানা ভিত্তিহীন কথাবার্তা প্রভাবিত হয় না বরং ঐক্য ও সংহতিই তাদের বড় শক্তি। ঐক্য ও সংহতির মাধ্যমে তারা যেকোনো মনস্তাত্ত্বিক আক্রমণকে নস্যাৎ করতে সক্ষম।

ট্রাম্পের বক্তব্য উত্তর পাওয়ার যোগ্য নয়: ইসলামী বিপ্লবের নেতার প্রতিক্রিয়া

গতকাল শনিবার ইরানের স্কুল শিক্ষকদের এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে নিম্নস্তরের ও লজ্জাজনক বলে অভিহিত করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, আমেরিকা শান্তির জন্য নয় বরং গাজায় গণহত্যা এবং যুদ্ধের উসকানি দিতে ক্ষমতা ব্যবহার করেছে।

ট্রাম্প ইরানিদের চিনতে পারেন নি: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কেরমানশাহে এক জনসমাবেশে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া বলেছেন, আপনি (ট্রাম্প) আইএস বা দায়েশকে সমর্থন ও সহযোগিতা করেছেন। সেই আপনারা এখন আমাদেরকে বলছেন আমরা যুদ্ধবাজ? আপনাদের সহযোগিতায় ইহুদিবাদী ইসরাইল নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করছে, আপনি এখন মানবতার কথা বলতে এসেছেন! আপনি ইরানিদের চিনতে পারেন নি।

ট্রাম্প বিভ্রান্ত: ইরানের সংসদ স্পিকার

ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ ইন্দোনেশিয়ায় মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় শীর্ষ সম্মেলনে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ এই অঞ্চলের জনগণের হৃদয়ে রয়েছে এবং কোনো বক্তব্যই এই বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় নেটিজেনরা মার্কিন প্রেসিডেন্টের দাবিকে অকার্যকর হিসেবে অভিহিত করে বলেছেন, এ ধরণের বক্তব্যের ফলে ইরানের জাতীয়  ঐক্য ও সংহতি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ট্রাম্প যেসব বক্তব্য দেন সেগুলো তার অজ্ঞতাই তুলে ধরে। #

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।