হামাসের বিরুদ্ধে ইসরাইলি গুপ্তচরদের ব্যর্থতা; দখলদারদের জন্য চ্যালেঞ্জের নাম মুহাম্মাদ সিনওয়ার
https://parstoday.ir/bn/news/world-i149368-হামাসের_বিরুদ্ধে_ইসরাইলি_গুপ্তচরদের_ব্যর্থতা_দখলদারদের_জন্য_চ্যালেঞ্জের_নাম_মুহাম্মাদ_সিনওয়ার
পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস'র সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের বিরুদ্ধে ইসরাইলের গুপ্তচর ও নিরাপত্তা সংস্থাগুলোর গোয়েন্দা ব্যর্থতা সম্পর্কে জর্ডানের একজন গোয়েন্দা বিশেষজ্ঞ তথ্য প্রকাশ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৯, ২০২৫ ১৮:০৩ Asia/Dhaka
  • মুহাম্মাদ সিনওয়ার
    মুহাম্মাদ সিনওয়ার

পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস'র সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের বিরুদ্ধে ইসরাইলের গুপ্তচর ও নিরাপত্তা সংস্থাগুলোর গোয়েন্দা ব্যর্থতা সম্পর্কে জর্ডানের একজন গোয়েন্দা বিশেষজ্ঞ তথ্য প্রকাশ করেছেন।

পার্সটুডে'র মতে, জর্ডানের গোয়েন্দা বিশেষজ্ঞ নিদাল আবু জায়েদ সোমবার হামাসের কমান্ডার মোহাম্মদ সিনওয়ার সম্পর্কে ইসরাইলের গুপ্তচর সংস্থার ব্যর্থতার কথা উল্লেখ করে বলেছেন- মুহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন কিনা সে বিষয়টিও নিশ্চিত করতে পারছে না ইসরাইল। এ কারণে তারা এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। মুহাম্মাদ সিনওয়ার হলেন শহীদ কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারের ভাই। 

আবু জায়েদ জোর দিয়ে বলেন, ইসরাইলি বাহিনী কেবল গুপ্তচর বাহিনীর তথ্যের উপর নির্ভর করতে পারে না এবং সরাসরি গুপ্তচর না পাঠিয়ে সিনওয়ারের হত্যাকাণ্ড নিশ্চিত করা তাদের জন্য কঠিন।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর গোয়েন্দা ক্ষেত্রে দক্ষতার প্রশংসা করে বলেছেন, প্রতিরোধ ব্রিগেডগুলো এ ক্ষেত্রে চমৎকার সক্ষমতা দেখিয়েছে। তারা এমন কৌশল অবলম্বন করছে যাতে  দখলদারেরা বোমা হামলার ফলাফল সম্পর্কে অবহিত হতে না পারে।

আবু জায়েদের মতে, গাজা উপত্যকার প্রতিরোধ বাহিনী স্বাধীনভাবে কাজ করে এবং তাদের মিশনের ওপর পূর্ণ কর্তৃত্ব রয়েছে। একক কোনো কমান্ডারের অনুপস্থিতি তাদের কর্মক্ষমতার উপর খুব বেশি প্রভাব ফেলতে পারে নি।

আবু জায়েদ আরও বলেন, ইসরাইলি শত্রুর কৌশল হলো গাজা উপত্যকার নির্দিষ্ট এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া, কারণ তারা এই এলাকা সম্পূর্ণরূপে দখলের ঝুঁকি নিতে পারে না।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।