ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে: মেজর জেনারেল বাকেরি
-
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি
পার্সটুডে-ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সনাক্তকরণ, অনুসন্ধান, প্রতিবন্ধকতা এবং ধ্বংসক্ষমতা গত বছরের তুলনায় অনেক বেড়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আজ (সোমবার) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের উচ্চ-স্তরের অপারেশন সভায় এ কথা বলেন। পার্সটুডে আরও জানায়, মেজর জেনারেল বাকেরি বলেছেন: এ বৈঠকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী, আইআরজিসি এরোস্পেস ফোর্স এবং খাতামুল আম্বিয়া (সা.) বিমান প্রতিরক্ষার যৌথ সদর দপ্তরের প্রস্তুতি মূল্যায়ন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন: আজ আমরা ইরানের বিমান প্রতিরক্ষার সক্ষমতা এবং প্রস্তুতিতে উল্লেখযোগ্য উন্নতি প্রত্যক্ষ করছি।
তিনি বলেন: আমাদের কিছু কিছু ক্ষেত্রে, গত বছরের তুলনায় আমাদের রাডার, নজরদারি ব্যবস্থা, শত্রুদের গতিবিধি সনাক্তকরণ ব্যবস্থার পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। সেইসাথে আক্রমণকারী ড্রোন আটকানো এবং ধ্বংস করার জন্য বিমান প্রতিরক্ষা ক্ষমতা কোনো কোনো ক্ষেত্রে দুই থেকে তিন গুণ উন্নত হয়েছে।
মেজর জেনারেল বাকেরি জোর দিয়ে বলেন যে ক্ষয়ক্ষতি চিহ্নিতকরণ এবং দুর্বলতা দূরীকরণের ক্ষেত্রে দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন: কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা দক্ষতার সাথে তাদের মিশন চালিয়ে যাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছে এবং ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন: "ইরানের বিমান প্রতিরক্ষায় আমাদের সহযোদ্ধারা দিনরাত দেশের আকাশসীমা নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং ঘন ঘন অনুশীলন এবং মহড়ার মাধ্যমে সম্ভাব্য যে-কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছে।
তিনি উল্লেখ করেন: ইরানি জাতির অমঙ্গল কামনাকারী এবং শত্রুদের জানা উচিত যে আমাদের দেশের আকাশসীমা লঙ্ঘন করলে তাদের জন্য বিরাট ক্ষতি বয়ে আনবে এবং তাদেরকে অবশ্যই তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি মূল্য দিতে হবে।
মেজর জেনারেল বাকেরি এই বলে শেষ করেন: ইরানি সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিনিয়োগ বহুগুণ বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে এই ক্ষমতা ধীরে ধীরে উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।