জানুয়ারি ১১, ২০২২ ২০:৪৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজোয়ান হোসেন, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বরাবরের মতোই একটি বাণী শুনিয়ে আসর শুরু করতে চাই। আমীরুল মু‘মিনীন হযরত আলী (আ.) বলেছেন, "ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত খেতে বসো না, ক্ষুধা থাকা অবস্থায় খাওয়া বন্ধ করো না, খাবার ভালো করে চিবিয়ে খাও এবং ঘুমাতে যাবার আগে শৌচাগারে যাও। তুমি যদি এগুলো মেনে চল তাহলে চিকিৎসা থেকে অমুখাপেক্ষী হবে।"

আকতার জাহান: আমরা সবাই এই চারটি স্বভাবকে অভ্যাসে পরিণত করার চেষ্টা করব- এ আহ্বান জানিয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মোঃ পলাশ মিয়া পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "রেডিও তেহরান থেকে ২০ ডিসেম্বর  প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প খুবই ভালো লেগেছে। বিশেষতঃ বিশ্ব সংবাদ আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কাজে লাগে। একটি বিষয়ের বিশদ আলোচনা, বিষয়ের গভীরে প্রবেশ করা- এসব কারণে বিশ্ব সংবাদ আমার অতি প্রিয়।  এমন সুন্দর, তথ্যবহুল ও যৌক্তিক একটি বিশ্লেষণমূলক অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।"  

রেজোয়ান হোসেন: বিশ্বসংবাদসহ আমাদের প্রাত্যহিক ও সাপ্তাহিক পরিবেশনা আপনার ভালো লেগেছে জেনে আমাদের ভালো লাগছে। তো মোঃ পলাশ মিয়া, চিঠি লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের পর এবার ভারতের চিঠি। এটি এসেছে আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে। আর পাঠিয়েছেন আব্দুস সালাম সিদ্দিক।

তিনি লিখেছেন, "গত ১৭ ডিসেম্বর তারিখে রেডিও তেহরান থেকে প্রচারিত সর্বকালের সেরা মহামানবী হজরত ফাতেমা জাহরা সালামুল্লাহে আলাইহার শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। ওই মহীয়সী নারী, নবীনন্দিনী হজরত ফাতেমার বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। সেইসাথে পরের দিন 'ইরান ভ্রমণ' শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে  আরেক সুফী সাধক বায়েজিদ বোস্তামী (রহ.)-এর জীবনের অনেক কিছু জানতে পারলাম। বেশ ভালো লাগল অনুষ্ঠানটি।" একইদিন 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' অনুষ্ঠানটিও বেশ ভালো লেগেছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।  

আশরাফুর রহমান: আমাদের একটি বিশেষ এবং দুটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোয় আব্দুস সালাম সিদ্দিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের সাতক্ষীরা জেলার ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাবের সভাপতি গাজী মোমিন উদ্দীন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, "২০ ডিসেম্বর রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনলাম। সুরা বাকারার ২৮৪ ও ২৮৫ নম্বর আয়াতের তেলাওয়াতের পর বিশ্বসংবাদে গুরুত্বপূর্ণ খবর পরিবেশন করা হয়। বাংলাদেশ-ভারতের পাশাপাশি ফিলিস্তিনের খবর স্থান পেয়েছে দেখে ভালো লাগল।

বিশ্বসংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে 'ওআইসি সম্মেলনে আফগানিস্তান বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি'  এবং বাংলাদেশে  নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুরুর প্রতিবেদনটি ভালো লেগেছে বলে এ শ্রোতাবন্ধু চিঠিতে উল্লেখ করেছেন।

আকতার জাহান: বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত অনুষ্ঠান মনোযোগ দিয়ে শোনার পর চিঠি লিখে মতামত জানানোয় গাজী মোমিন উদ্দীন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আকতার জাহান: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন দুটি মেইল। প্রথমটিতে তিনি লিখেছেন, ১৭ ডিসেম্বর প্রচারিত আলাপন অনুষ্ঠানে মানবাধিকার কর্মী নুর খান লিটন বলেছেন, নারী ও কন্যা শিশুর ধর্ষণ প্রতিরোধে সমাজে নৈতিকতার শিক্ষার খুবই প্রয়োজন আছে। আমাদের সমাজে নৈতিকতার শিক্ষা থাকলে নারী ও শিশু কন্যা ধর্ষণের ঘটনা কখনও ঘটবে না। সমাজে নারীর ক্ষমতায়ন দরকার। তাহলে নারী তার সঠিক সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। মানবাধিকার কর্মী নুর খান লিটনের কথাগুলো ভালো লেগেছে বলে মনীষা রায় চিঠিতে উল্লেখ করেছেন।  

রেজোয়ান হোসেন: অন্য মেইলে এ শ্রোতাবোন একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, শীতকালে ইরানে খেজুর গাছ থেকে কি খেজুর রস পাওয়া যায়? আর খেজুর রস থেকে কি গুড় তৈরি করা হয়? 

আশরাফুর রহমান: খেজুর উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ ইরান। তবে এদেশে খেজুরের গাছ থেকে রস পাওয়া যায় না। সে কারণে গুড়ও তৈরি হয় না। তবে এদেশে খেজুর থেকে একপ্রকার রস তৈরি হয় যা দেখতে মধুর মতো। খেতেও সুস্বাদু ও পুষ্টিকর।

আকতার জাহান: বোন মনীষা রায়, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি কৌতুহল মিটেছে।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা গত এক বছরে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা ও শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়ন এবং আগামী বছরের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ জানব আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজের কাছ থেকে। 

রেজোয়ান হোসেন: ২০২১ সালে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের অনুষ্ঠানের জন্য পরামর্শ দেওয়ায় যুবরাজ চৌধুরী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আশরাফুর রহমান: বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তালতলা থেকে ডা. মাসুমা খান পাঠিয়েছেন এবারের মেইলটি।

আন্তরিক সালাম ও শুভেচ্ছা‌‌ জানাবার পর তিনি অনুষ্ঠানের সকল কলাকুশলীকে শীতের পিঠা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন।

আকতার জাহান: শীতের পিঠা খাওয়ার দাওয়াত পেয়ে আমার তো এখনই বাংলাদেশে যেতে ইচ্ছে করছে! এই লোভনীয় দাওয়াতটির জন্য ডা. মাসুমা খানকে ধন্যবাদ জানাচ্ছি। তো আশরাফ ভাই, এ শ্রোতাবোন আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু লিখেছেন কি?

আশরাফুর রহমান: না, অনুষ্ঠান সম্পর্কে তেমন কিছু লিখেননি। কেবল দীর্ঘদিন পর অনুষ্ঠান শোনার অনুভূতি প্রকাশ করেছেন তিনি। আমি বরং তার চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি। বোন মাসুমা খান লিখেছেন, "আমি আপনাদের অনেক পুরোনো বন্ধু অনেক নতুন বন্ধুর ভিড়ে আমার প্রিয় অনুষ্ঠান থেকে নামটি মুছে গেছে এটাই স্বাভাবিক তবে অনলাইনে অনুষ্ঠান শনতে পেরে ভীষণভাবে আনন্দিত হয়েছি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি"

রেজোয়ান হোসেন: অনলাইনে অনুষ্ঠান শোনার পর অনুভূতি প্রকাশ এবং শীতের পিঠার নিমন্ত্রণ দেওয়ার জন্য ডা. মাসুমা খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত চিঠি লিখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মহেন্দ্রনগর থেকে ভাস্কর পাল পাঠিয়েছেন এই চিঠিটি। তিনি লিখেছেন, "গত ১৯ নভেম্বর সান্ধ্য অধিবেশনে 'আলাপন' অনুষ্ঠানে বাংলাদেশের সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মৃতিচারণা শুনে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। এই অনুষ্ঠানে সঞ্চালক গাজী আব্দুর রশিদ সাক্ষাৎকার গ্রহণ করেন বাংলা অ্যাকাডেমীর মহাপরিচালক জনাব মোঃ নূরুল হুদার। আলাপচারিতায় আজিজুল হকের বিভিন্ন সাহিত্যকর্ম ও সমাজে তাঁর সাহিত্যের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুধু সাহিত্য নয়, তাঁর অসাম্প্রদায়িক ও সাম্যবাদী দর্শন বাঙালী সমাজে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাও উঠে আসে নূরুল হুদার বক্তব্যে। আজিজুল হকের মতো প্রবাদপ্রতিম লেখকের জীবন ও কর্ম বিষয়ে জানার সুযোগ করে দেওয়ার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।"

আকতার জাহান: সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন সম্পর্কে মতামত জানানোয় ভাস্কর পাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাদির চর থেকে। আর পাঠিয়েছেন মোঃ সাগর মিয়া। তিনি লিখেছেন, ‘খবরের সঙ্গে ২৪ ঘণ্টা’ শ্লোগান দিয়ে নিয়মিত বস্তুনিষ্ঠ ও তরতাজা খবর পরিবেশন করে যাচ্ছে আন্তর্জাতিক বেতার কেন্দ্র রেডিও তেহরান। এখানে আরো আছে ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ সম্পর্কে জানার উপায়। আর বিনোদনের জন্য রয়েছে ‘রংধনু আসর’। বিনোদন ছাড়াও গল্প ও উপদেশের মাধ্যমে রংধনু আসরে মানুষকে সঠিক শিক্ষা দেয়া হয়ে থাকে। অন্যদিকে ইসলাম সম্পর্কে জানতে রয়েছে আসমাউল হুসনা। ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারছি একটি ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে। আর ইরানের দর্শনীয় স্থানগুলো সম্পর্কেও জানার সুযোগ রয়েছে ইরান ভ্রমণ অনুষ্ঠানের মাধ্যমে।

আশরাফুর রহমান: আমাদের কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য সাগর মিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের শেষ চিঠিও এসেছে কিশোরগঞ্জে থেকে। আর পাঠিয়েছেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।

তিনি লিখেছেন, "১৭ ডিসেম্বর শুক্রবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ. দৃষ্টিপাত, হজরত ফাতিমা (সা. আ.)'র শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, কথাবার্তা ও সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন। ওইদিন প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো লেগেছে। তন্মধ্যে আলাপন বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে। সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনের উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ। এতে নারী ও কন্যা শিশুর শ্লীলতাহানি নিয়েতত আলোচনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী নুর খান লিটন। তাঁর প্রাঞ্জল আলোচনা আমাদেরকে বিষয়টি বুঝতে সহায়ক হয়েছে।

রেজোয়ান হোসেন: আলাপন অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালোলাগার অনুভূতি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

শ্রোতাবন্ধুরা, আমাদের কাছে আরও কিছু চিঠি রয়েছে। যেগুলোতে অনুষ্ঠান সম্পর্কে মতামতের পাশাপাশি শ্রবণমান রিপোর্ট আছে। যারা এগুলো পাঠিয়েছেন আমি তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি। 

  • কিশোরগঞ্জের জয়বাংলা বাজার থেকে মোঃ রমজান আলী রবিন।
  • রংপুরের পীরগাছা থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু
  • হামিম হোসেন মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থেকে
  • একই জেলার বহরমপুর থানার মিতালি লিসেনার্স ক্লাব থেকে শিবেন্দু পাল।
  • এবং বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে মোঃ হাফিজুর রহমান।

আকতার জাহান: চিঠি ও মতামতের  জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি লোকসঙ্গীত। গেয়েছেন বাংলাদেশে বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল।    

আশরাফুর রহমান: আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ