মার্চ ১৫, ২০২২ ১৮:০২ Asia/Dhaka

শ্রোতা ভাই-বোন ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন- সবাই ভালো ও সুস্থ আছেন। চিঠিপত্রের আসর 'প্রিয়জন'-এর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ, আমি গাজী আবদুর রশীদ এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই আমিরুল মোমেনীন ইমাম আলী (আ.) বলেছেন: "দয়াবান দয়া প্রদর্শনে নমনীয় হয় আর হীন লোক দয়া প্রদর্শনে কঠিন হয়।"

গাজী আবদুর রশীদ: আমরা সবাই দয়া প্রদর্শনে নমনীয় হব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। আর পাঠিয়েছেন মুহাম্মদ নাজিমউদ্দিন। সালাম জানাবার পর তিনি লিখেছেন, "দীর্ঘদিন ধরে আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানের শ্রোতা হিসেবে বলতে পারি যে, অতীতের যেকোনো সময়ের চাইতে বর্তমানে রেডিও তেহরান অনেক বেশি শ্রোতাবান্ধব যা আমাকে মুগ্ধ করেছে। সেইসাথে শ্রোতাদের বাছাই করা মতামত, ও তথ্যপূর্ণ লেখাগুলো দিয়ে পার্সটুডে ওয়েব পেইজের মতামত বিভাগকে ভরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আপনারা। এটা যেকোনো শ্রোতা ও লেখকদের একটি বড় পাওয়া; যা বিশ্বের আর কোনো বেতারের এমন দৃষ্টান্ত চোখে পড়েনি।"

চিঠির একাংশে এ শ্রোতা ভাই দুটি প্রশ্ন করেছেন। সেইসাথে একটি গানও শুনতে চেয়েছেন।

নাসির মাহমুদ: নাজিম ভাইয়ের একটি প্রশ্নের উত্তর আজকের আসরে দেওয়া যেতে পারে। আর অনুরোধের গানটির শোনানো যাবে অনুষ্ঠানের শেষে দিকে।  

আকতার জাহান: ঠিক আছে। নাজিম ভাই জানতে চেয়েছেন,  ইরানের সুন্নি মসজিদে শিয়ারা এবং শিয়া মসজিদে সুন্নীরা কি নামাজ আদায় করতে পারেন?

আশরাফুর রহমান: মসজিদ হচ্ছে মহান আল্লাহর ঘর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন ও সংবিধান অনুযায়ী- কোনো মসজিদকে শিয়া কিংবা সুন্নি নামে সীমাবদ্ধ করা যাবে না। তাই ইরানে না আছে কোনো শিয়া মসজিদ, আর না আছে কোনো সুন্নি মসজিদ। ইরানে রয়েছে কেবল ইসলামী মসজিদ। ইরানে সকল মসজিদেই শিয়া-সুন্নি একত্রে নামাজ আদায় করতে পারেন।

গাজী আবদুর রশীদ: নাজিমউদ্দিন ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি কৌতুহল মিটেছে।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে। আর পাঠিয়েছেন হারুন অর রশীদ।

তিনি লিখেছেন, "অপরুপ পৃথিবীর অপার সৌন্দর্যের দেশ ইরান। ধ্রুপদী সাহিত্যের উঁচুমানের কবি শেখ সাদি’র দেশ ইরানের পরতে পরতে জুড়ে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্য। বাঙালি সাহিত্য ও রূপকথাতেও প্রচলিত রয়েছে ইরানি নানা গল্পগাঁথা। তাইতো, ইরান ভ্রমণের ইচ্ছা মনকে দোলায়িত করে। আর হ্যাঁ, ইরান ভ্রমণের এই ইচ্ছাকে মিটিয়ে দিচ্ছে রেডিও তেহরান থেকে প্রচারিত 'ইরান ভ্রমণ' অনুষ্ঠানটি। ঘরে বসেই ইরানের দর্শনীয় ও ঐতিহ্যবাহী সেসব বিখ্যাত স্থান সমন্ধে জেনে ভালো লাগার মূর্ছনায় হারিয়ে যেতে আমি শুনি 'ইরান ভ্রমণ' অনুষ্ঠান। আমি বিমোহিত হই ইরানের অপরুপ সৌন্দর্যের জাদুতে। ধন্যবাদ রেডিও তেহরান।"

নাসির মাহমুদ:  'ইরান ভ্রমণ' অনুষ্ঠানটি সম্পর্কে চমৎকার মতামতের জন্য শ্রোতাবন্ধু হারুন অর রশীদকে অসংখ্য ধন্যবাদ।

আশরাফুর রহমান: আসরের পরের মেইলটি এসেছে ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে। আর পাঠিয়েছেন আনন্দমোহন বাইন।

নাসির মাহমুদ: বেশ কিছুদিন এ শ্রোতাবন্ধুর কোনো মেইল পাইনি আমরা। তো আজকের মেইলে তিনি কী লিখেছেন?

আশরাফুর রহমান: চিঠি না লেখার দুটি কারণ উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, "২০২১ আমাদের পরিবারের জন্য চরম দুঃখ বয়ে নিয়ে এলো। ২ সেপ্টেম্বরে মারা গেলেন আমার স্ত্রী শ্রীমতি ফুলমালা বাইন এবং ৩০ ডিসেম্বরে অকাল মৃত্যু হলো আমার ছোট মেয়ে সুতপা বাইনের। এই জীবনে সবাইকে চলে যেতে হবে কিন্তু একসাথে আমরা দুজনকে হারাবো আমরা কেউ ভাবিনি।"

গাজী আবদুর রশীদ: সত্যিই দুঃখজনক ও হৃদয়বিদারক দুটি ঘটনা ঘটেছে আপনার জীবন। আপনার সাথে আমরাও শোকাহত।  সৃষ্টিকর্তা আপনাকে ধৈর্য ধরার তৌফিক দিন।

আশরাফুর রহমান: আনন্দ দা'র চিঠি এখনও শেষ হয়নি। ২১ ফেব্রুয়ারি প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি লিখেছেন, পত্রপত্রিকার অনুষ্ঠান কথাবার্তা আমি মনোযোগ দিয়ে শুনি। এই অনুষ্ঠানটি শুনলে গুরুত্বপূর্ণ সব খবর জানা যায়।

নাসির মাহমুদ: পরপর দুটি দুঃখজনক ঘটনা সত্ত্বেও আমাদের অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবসময় আমাদের সাথেই থাকবেন।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশ থেকে। এটি পাঠিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কুদ্দুস।

তিনি এ চিঠিতে দুটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন- 

১. ইরানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কত বছর বয়স থেকে ছেলেমেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য স্কুলে পাঠাতে হয় এবং সন্তানের পড়ালেখার জন্য অভিভাবকদের কোনোপ্রকার মাসিক বেতন বা টাকা পয়সা দিতে হয় কিনা?

২. কোন্‌ শ্রেণি পর্যন্ত ইরানে প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত এবং দেশটিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পরীক্ষা পদ্ধতিই বা কেমন?

গাজী আবদুর রশীদ: আব্দুল কুদ্দুস ভাইয়ের প্রশ্ন দুটির উত্তর দিচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ড. সোহেল আহম্মেদ।

আশরাফুর রহমান: প্রশ্নের জন্য আব্দুল কুদ্দুস ভাইকে আর উত্তর দেওয়ার জন্য সোহেল ভাইকে ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। লিখেছেন- "২১ জানুয়ারি প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে দৃষ্টিপাত খুবই ভালো লেগেছে। বিশেষতঃ আফগানিস্তানের হেলমান্দ নদীর উপর নির্মিত কামাল খান বাঁধ খুলে দেয়া প্রসঙ্গে দৃষ্টিপাতের প্রতিবেদনটি আমাকে বেশ উৎফুল্ল করেছে। প্রতিবেদন থেকে জানতে পারি যে, প্রায় কুড়ি বছর পর ইরান আবার হেলমান্দ নদীর পানি পাচ্ছে। এটি ইরান ও মুসলিম দেশগুলোর জন্য একটি আনন্দঘন ও ইতিবাচক ঘটনা। এর ফলে ইরানের সংশ্লিষ্ট অঞ্চল আবার কৃষিকাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।"

নাসির মাহমুদ: এরপর শাহাদত ভাই লিখেছেন, "বাংলাদেশের উজানেও বেশ কয়েকটি নদী রয়েছে, যেগুলোর পানি আমাদের বন্ধু রাষ্ট্র ভারত নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা পর্যাপ্ত ও পরিমিত পানি পাচ্ছি না। আমরা এ থেকে উত্তরণে সংশ্লিষ্ট সকলের সহানুভূতি কামনা করি।"

গাজী আবদুর রশীদ: অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে মতামতসমৃদ্ধ লেখাটির জন্য শাহাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে এক শ্রোতাবন্ধুর সাক্ষাৎকার। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন প্রথমেই তার পরিচয় জানা যাক। 

 

গাজী আবদুর রশীদ: ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "কিছু গৌরবের ঘটনাপ্রবাহ থেকে তৈরি হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়, চিন্তার খোরাক যোগায়। তেমনি একটি গৌরবময় ইতিহাস হলো রেডিও তেহরান। যা সুদীর্ঘ চার দশক ধরে মানুষকে জ্ঞান ও প্রজ্ঞার পথে, সমৃদ্ধির পথে, কল্যাণ ও মানবতার পথের আলোকদিশারী হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আহ্বান করেছে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করতে। পাশে দাঁড়িয়েছে আর্তজন ও মজলুমের।"

আশরাফুর রহমান:  রেডিও তেহরানকে চমৎকার ভাষায় মূল্যায়ন করার জন্য আব্দুস সালাম সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মাঝেমধ্যে পত্র লিখে মতামত দিয়ে থাকি। রেডিও তেরানের বাংলা অনুষ্ঠান শুনে আমি মানসিক তৃপ্তি অনুভব করি। বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিয়মিত শোনার মাধ্যমে চলতি ঘটনাবলী সম্পর্কে আপডেট হই এবং ইরান ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের খবরাখবর জানতে পারি। সংবাদ বিশ্লেষণের মাধ্যমে সংবাদের আদ্যপ্রান্ত জানা সম্ভব হয় যা আমাকে সংবাদের প্রতি মনোযোগী, আকৃষ্ট ও অনুপ্রাণিত করে।"

নাসির মাহমুদ: রেডিও তেহরানের অনুষ্ঠান ও বিশ্বসংবাদ আপনার মনোযোগ আকর্ষণ করছে জেনে ভালো লাগল। আশা করি নিয়মিত মতামত জানাবেন।

ফরিদপুরের মধুখালী থানার জগন্নাথদী থেকে এম, এম, গোলাম সারওয়ার পাঠিয়েছেন আজকের আসরের শেষ মেইলটি।

লিখেছেন, "শ্রোতাবান্ধব প্রিয়জন অনুষ্ঠানে শ্রোতাবন্ধুদের‌ চিঠি বা ই-মেইল মানেই ফুটন্ত গোলাপের এক/একটি পাপড়ি। শ্রোতা বন্ধুদের মনের ‌‌‌মাধুরী মেশানো কথামালা যেন ঐ গোলাপের খোশবু। শ্রোতাদের চিঠিপত্রের এই অনুষ্ঠানটির শ্রোতাপ্রিয়তা এখন আকাশচুম্বী।"

চিঠির একাংশে এ শ্রোতাভাই রেডিও তেহরানের বাংলা বিভাগের পক্ষে প্রচারমূলক অনুষ্ঠানের খবর 'ক্লাব কর্ণার' নামক একটি বিভাগে রাখার প্রস্তাব দিয়েছেন।

গাজী আবদুর রশীদ: ভাই গোলাম সারওয়ার, ক্লাব কর্মকাণ্ডের খবর কম আসে বলে আমাদের ওয়েবসাইটে আলাদা কোনো ক্যাটাগরি তৈরি করা হয়নি। ভবিষ্যতে এ সংক্রান্ত খবরাখবর বেশি এলে আপনার প্রস্তাবটি বিচেনা করা হবে।

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, আমাদের হাতে আরও কিছু চিঠি আছে। কিন্তু সময়ের অভাবে সেগুলোর জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। যারা চিঠিগুলো পাঠিয়েছেন তারা হলেন-

  • কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না
  • গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে বিধান চন্দ্র টিকাদার
  • ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল
  • এবং ওড়িশার ভুবনেশ্বর থেকে আলোক দাস।

নাসির মাহমুদ: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে মুর্শিদাবাদের শ্রোতাবন্ধু নাজিমউদ্দিনের অনুরোধের একটি গান। গানের শিল্পী লেবাননি বংশোদ্ভুত সুইডিশ শিল্পী মেহের জেইন। 

  

আকতার জাহান: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদাই নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

 

 

 

ট্যাগ