মার্চ ১৯, ২০২২ ১৭:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • আমলাদের কি অধিকার আছে রাষ্ট্রীয় পুরস্কারের যোগ্য ব্যক্তি ঠিক করার-প্রথম আলো
  • আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল-মানবজমিন
  • রাশিয়াকে সাহায্য করলে চীনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের-মানবজমিন
  • ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহার রাশিয়ার-বাংলাদেশ প্রতিদিন/ইত্তেফাক
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই-ইত্তেফাক
  •  বাংলাদেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে-যুগান্তর
  • বাংলাদেশের মানুষের ভিক্ষার দরকার নেই : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • যত সমস্যা রাহুলকে নিয়ে! সভাপতির বদলে সোনিয়া-তনয়কে অন্য পদ দিতে চান কংগ্রেসের বিক্ষুব্ধরা- সংবাদ প্রতিদিন
  • আরও বিধ্বংসী ইউক্রেন যুদ্ধ!- আনন্দবাজার পত্রিকা
  • প্রতিবাদীদের হুঙ্কার পুতিনের, আলোচনায় বসার আর্জি জানালেন জেলেনস্কি-- আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের খবরই বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর প্রধান খবর। মানবজমিনে এ সম্পর্কে লেখা হয়েছে, মারিউপোলে ঢুকে পড়েছে রুশ সেনারা, শহর দখলে যুদ্ধ অব্যাহত রয়েছে। আর প্রায় সব দৈনিকের খবর বাইডেনের সঙ্গে ফোনালাপে শি জিনপিং।তারা বলেছে ‘যুদ্ধে কারও স্বার্থ হাসিল হবে না’, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যখন ওয়াশিংটন ও বেইজিং-এর মধ্যেকার সম্পর্ক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, তখনই দুই নেতার মধ্যে এই ফোনালাপ হলো।

রুশ পরিকল্পনায় পরিবর্তন

আল-জাজিরা জানিয়েছে, প্রায় দুই ঘন্টা ধরে কথা বলেন বাইডেন ও শি জিনপিং।রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সাহায্য চেয়েছে এমন উদ্বেগের মধ্যেই চীনা প্রেসিডেন্টকে ফোন করেন বাইডেন।

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটো দায়ী। এসময় তিনি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সমালোচনাও করেছেন। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার নিন্দা করার আহ্বানে সাড়া দেবেন না।

সুপারসনিক মিসাইল 

দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনে লেখা হয়েছে, , ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। হাইপারসনিক মিসাইল হল শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতিসম্পন্ন অস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব খবরে লেখা হয়েছে, হঠাৎ করে আকাশ থেকে নামল মৃত্যুদূত ‘কিনঝল’। বলা হচ্ছে যুদ্ধের আবহে এর ব্যবহার এই প্রথম।

কিনঝল মিসাইল

অন্য এক খবরে লেখা হয়েছে, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাজ্য দেশটিতে সামরিক সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত তার আসল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। আর এ সম্পর্কে যুগান্তরের খবরে লেখা হয়েছে, সকালে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন পরিস্থিতির হালনাগাদ তথ্য জানিয়ে এক টুইটার পোস্টে দাবি করে, রাশিয়া রণকৌশল বদলাচ্ছে। রাশিয়ার এই কৌশলের কারণে ইউক্রেনে আরও বেশি বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটতে পারে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেছে।

কালের কণ্ঠের খবর-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভিক্ষার দরকার নেই ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের দেশের প্রকৃত ইতিহাস শেখাতে হবে। যাতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী বাঙালির অর্জনগুলো আবারও ছিনিয়ে নিতে না পারে। এ জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের গতি অব্যাহত রাখতে হবে।প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের যে দারিদ্রের হার ছিল ৪০ ভাগেরও ওপরে তাকে আমরা এখন ২০ ভাগে নামিয়ে এনেছি। সেনসাস রিপোর্ট বের হলে এই সংখ্যা আরো কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হওয়ার পরপরই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল-মানবজমিন

সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া মো. আমির হামজার পুরস্কার (মরণোত্তর) গতকাল বাতিল করেছে সরকার। রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেলার পর আমির হামজাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এদিকে প্রথম আলোতে মুনতাসির মামুনের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে তিনি বলেছেন,আমলাদের কি অধিকার আছে রাষ্ট্রীয় পুরস্কারের যোগ্য ব্যক্তি ঠিক করার। তিনি বলেছেন, আবার প্রমাণিত হলো, যাঁরা পুরস্কারের জন্য মনোনয়ন দেন তাঁরা কতটা অজ্ঞ, কতটা অবিবেচক। এ ঘটনা আমাকে ক্ষুব্ধ করেছে, ব্যথিত করেছে। আরও কষ্ট লেগেছে এ জন্য যে এখন রাষ্ট্রশাসনে আছে আওয়ামী লীগ। যে দলটির একটি সুমহান ঐতিহ্য আছে। দেশের ঐতিহ্য, সংস্কৃতির রক্ষায় এই দল লড়াই–সংগ্রাম করেছে।মনে রাখতে হবে, পুরস্কারটি চালু করা হয়েছিল সামরিক সরকারের আমলে। সেই আমলের ধারাবাহিকতা আমরা বহন করে চলেছি। সামরিক সরকার যেমন করে আমলানির্ভর ছিল, পুরস্কারের প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা তারা বজায় রেখেছে। পুরো প্রক্রিয়া একজন ব্যক্তির জন্য মর্যাদাহানিকর। এখানে একটি ফরম দিয়ে সেখানে বাপ-দাদা চৌদ্দপুরুষের বর্ণনা দিতে হয়। আর এখানে কে যোগ্য, তা নির্ধারণ করেন আমলারা। আমলাদের কি অধিকার আছে রাষ্ট্রীয় পুরস্কারের যোগ্য ব্যক্তি ঠিক করার? আর এত করে যে বংশপরিচয় বিচার করা হয়, তারপর এমন ভুল হয় কীভাবে? এসব কোনো ভুল নয়, পুরোটাই আমলাতান্ত্রিক স্বেচ্ছাচারিতার ফল। আর আমলাদের এসব তালিকা বাছবিচারহীনভাবে মন্ত্রীরা মেনে নিচ্ছেন। এটা লজ্জার কথা।

বিশ্বের সবচেয়ে সুখি দেশ ফিনল্যান্ড

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, সবথেকে অসুখী আফগানিস্তান-মানবজমিন

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। আর সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। এমনটাই বলছে জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। বিশ্বের প্রায় ১৫০ দেশের মধ্যে জরিপ চালিয়ে প্রতি বছর এই রিপোর্ট প্রকাশ করা হয়। এতে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ৯৪তম স্থানে।

অসুখী দেশ আফগানিস্তান

ভালো থাকার ব্যাপারে ব্যক্তিগত অনুভূতি, জিডিপি লেভেল, জীবনের প্রসারতা সহ বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে এই সুখের মাপকাঠি ঠিক করা হয়। এ খবর দিয়েছে সিএনএন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

যত সমস্যা রাহুলকে নিয়ে! সভাপতির বদলে সোনিয়া-তনয়কে অন্য পদ দিতে চান কংগ্রেসের বিক্ষুব্ধরা-সংবাদ প্রতিদিন

কংগ্রেসের অন্দরের বিক্ষোভ প্রশমিত হওয়ার পথে একমাত্র অন্তরায় রাহুল গান্ধী! রাহুল জি-২৩ বা বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলোচনার বিপক্ষে নন। বিক্ষুব্ধ নেতাদের দাবিদাওয়ায় শুনতেও রাজি তিনি। কিন্তু সমস্যা হল G-23 গ্রুপের নেতারাই কংগ্রেসের শীর্ষনেতা হিসাবে আর রাহুলকে দেখতে চান না। বরং, তারা চান প্রাক্তন কংগ্রেস সভাপতি সংসদে কংগ্রেসের দলনেতা হোন। এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি গান্ধী পরিবারের বাইরে কাউকে করা হোক। অন্তত এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের বিক্ষুব্ধ শিবিরের যে মেজাজ ছিল, তা এখন খানিকটা হলেও প্রশমিত।

পুতিন-জেলেনস্কি

প্রতিবাদীদের হুঙ্কার পুতিনের, আলোচনায় বসার আর্জি জানালেন জেলেনস্কি-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রতিবাদীদের হুঙ্কার দিরেন পুতিন, এদিকে, আলোচনায় বসার আর্জি জানালেন জেলেনস্কি।প্রায় একমাস হতে চলল রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। থামছেই না। এই পরিস্থিতিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। মাঝপথে প্রেসিডেন্টের ভাষণ বন্ধ করে দিল রুশ সংবাদমাধ্যম।কেন রুশ সংবাদমাধ্যম এভাবে ভাষণ বন্ধ করে দিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভাষণে রাশিয়ার অভ্যন্তরে যাঁরা সরকারের বিরোধিতা করছেন, তাঁদের হুমকি দিয়েছেন পুতিন। তাঁর কথায়, অনেক রাশিয়ান আমেরিকা ও পশ্চিমী দেশগুলির সঙ্গে হাত মিলিয়েছেন। তাঁদের শাস্তি দেওয়া হবে। পুতিনের কথায়, ‘রাশিয়াকে আমি দুষ্ট প্রকৃতির লোক ও দেশদ্রোহীদের হাত থেকে রক্ষা করব।’পুতিন আরও জানিয়ে দিয়েছেন, ‘ইউক্রেনে বিজয়ী হবে রাশিয়া।’ এদিকে, রাশিয়ার কাছে আলোচনার টেবিলে বসার আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯

ট্যাগ