মার্চ ২৬, ২০২২ ১৭:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • টিপু হত্যাকাণ্ড: ‘তদন্ত চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না’ -কালের কণ্ঠ
  • ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
  • ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি-যুগান্তর
  • স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত: ফখরুল-মানবজমিন
  • রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবো না: এরদোয়ান-ইত্তেফাক
  • সোনার বাংলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আ’লীগ গড়তে হবে : ওবায়দুল কাদের-দৈ নিক নয়াদিগন্ত

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় ৫২ জন মন্ত্রীর মধ্যে মুসলিম মাত্র এক! মহিলার সংখ্যা ১০ শতাংশেরও কম -সংবাদ প্রতিদিন
  • দেশের মধ্যে প্রথম! রাজ্যকে কীসের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার?  - আজকাল
  • গত আট বছরে ঠিক কত কোটি টাকার অস্ত্র রফতানি করেছে ভারত, জানাল কেন্দ্র- আনন্দবাজার পত্রিকা

ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। আজ শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

ইউক্রেনে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে এ ভোটাভুটি হয়। আজ শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এসব ব্যাপারে জানতে চান সাংবাদিকেরা।

টিপু হত্যাকাণ্ড: ‘তদন্ত চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না’ -কালের কণ্ঠ

আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই উদঘাটন করা হবে। তদন্ত চলছে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, নাটের গুরু কারা সবকিছুই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসা হবে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিলিং পলিটিক্যাল কি না, সেই বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। আশা করি, খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারবো।

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি-যুগান্ত

রাশিয়ার আগ্রাসন প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল পরিমণ অস্ত্র সহায়তা দিয়েছে জার্মানি। এর মধ্যে ১ হাজার ৫০০ স্ট্রেলা অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট ক্ষেপণাস্ত্র এবং ১০০ এমজি৩ মেশিনগান রয়েছে।

ইউক্রনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবর খবর বিবিসির। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুদ্ধকবলিত এলাকায় অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতিতে বদল এনেছে জার্মানি।  এর আগে বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক রয়টার্সকে বলেছিলেন, ইউক্রেনের এ পরিস্থিতিতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীদের মধ্যে আমরা অন্যতম। তবে এটি আমাদের গর্বিত করে না, কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করার জন্য আমাদের এটি করতেই হচ্ছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবো না: এরদোয়ান-ইত্তেফাক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া চলছে  এতে যোগ দেবে না তুরস্ক। ব্রাসেলসে ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় তুর্কি সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

এরদীয়ান বলেন, নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, আমরা জাতিসংঘের কিছু নির্দেশিকা অবলম্বন করছি। কিন্তু আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে একপাশে রেখে দিতে পারি না। আপনারা জানেন, আমি আগেও এ বিষয় পরিষ্কার করেছি। শুধু গ্যাসের কথাই যদি বলি, পুরো দেশে যে গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আসে রাশিয়া থেকে। তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে তুর্কি জনগনকে আমরা ঠাণ্ডায় কষ্ট দিতে পারি না।

স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত: ফখরুল-মানবজমিন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সকাল ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত। যে লক্ষ্য এবং আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবেই ধূলিস্যাৎ হয়ে গেছে। আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠন করার সুবিধা নেই।

সোনার বাংলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আ’লীগ গড়তে হবে : ওবায়দুল কাদের-দৈ নিক নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়।

শনিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘অনেক রক্ত ও অশ্রুপথে দীর্ঘ লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এখন যে সংগ্রাম- তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এ মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা।এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দেশের মধ্যে প্রথম! রাজ্যকে কীসের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার?  - আজকাল

কেন্দ্রের পক্ষ থেকে ভাল কাজের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ।

রাজ্যে বিমান যোগাযোগ ব্যবস্থা প্রশস্ত করতে উদ্যোগ নিয়েছে মমতা ব্যানার্জির সরকার। তারই স্বীকৃতি দিয়ে রাজ্যকে ‘মোস্ট প্রো-অ্যাক্টিভ স্টেট স্টেট ফর ইমপ্লিমেন্টিং আরসিএস (RCS) স্কিম’ শিরোপা দিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কলকাতা বিমানবন্দরে প্রবল যাত্রীর চাপ। আর একটি চালু বিমানবন্দর বাগডোগরা রাজ্যের উত্তরপ্রান্তে। চাপ কমাতে তাই মালদা, পুরুলিয়া এবং কোচবিহারে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় পরিকল্পনা রয়েছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর নির্মাণের। এর জন্য জমি দেখা চলছে বলেও খবর। এই তৎপরতায় খুশি কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। 

উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় ৫২ জন মন্ত্রীর মধ্যে মুসলিম মাত্র এক! মহিলার সংখ্যা ১০ শতাংশেরও কম -সংবাদ প্রতিদিন

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় কোনও মুসলিম মুখ ছিল না। তবে মন্ত্রিসভায় শূন্য থাকতে হল না সংখ্যালঘুদের। কোনওক্রমে মুখরক্ষা করলেন দানিশ আজাদ আনসারি (Danish Azad Ansari)। ৩২ বছর বয়সি এই যুবক যোগী মন্ত্রিসভার একমাত্র মুসলিম মুখ। উত্তরপ্রদেশে মোট ৫২ জন মন্ত্রী শুক্রবার শপথ নিয়েছেন। এদের মধ্যে মহিলার সংখ্যাটাও আশানুরূপ নই।২০১৭ সালেও যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় একজনই মুসলিম মুখ ছিলেন। সেই মহসিন রেজাকে এবার মন্ত্রী করা হয়নি। তাঁর বদলে বালিয়ার যুব বিজেপি নেতা দানিশ আজাদ আনসারিকে মন্ত্রী করেছে বিজেপি। ডানিশ ২০১১ সাল থেকে বিজেপি (BJP) তথা এবিভিপির (ABVP) সঙ্গে যুক্ত। লখনউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন এবিভিপিতে যোগ দেন তিনি। ২০২২ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছিল আজাদকে।

গত আট বছরে ঠিক কত কোটি টাকার অস্ত্র রফতানি করেছে ভারত, জানাল কেন্দ্র- আনন্দবাজার পত্রিকা  

গত আট বছরে প্রায় ১১ হাজার ৬০৭ কোটি টাকার আগ্নেয়াস্ত্র রফতানি করেছে ভারত। ২০১৪ সাল থেকে চলতি আর্থিক বছরের মধ্যে প্রায় ৬ গুণ অস্ত্র রফতানি বাড়িয়েছে কেন্দ্র। শুক্রবার লোকসভায় এমনই তথ্য জানাল প্রতিরক্ষা মন্ত্রক। লোকসভায় একটি লিখিত জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট জানান ২০১৪-’১৫ আর্থিক বছর ভারত থেকে বিদেশে আগ্নেয়াস্ত্র রফতানির আর্থিক মূল্য ছিল ১,৯৪১ কোটি টাকা। ২০২০-’২১ আর্থিক বছরের ২১ মার্চ পর্যন্ত এই রফতানির মূল্য দাঁড়িয়েছে ১১,৬০৭ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘অস্ত্র রফতানিতে জোর দেওয়ার জন্য এই কয়েক বছরে বেশ কিছু সংস্কারের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার।’’ তিনি জানান এই সাফল্যের পিছনে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সহযোগিতা এবং প্রতিরক্ষা দফতরের কার্যকরী উদ্যোগ।#

পার্সটুডে/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ