কথাবার্তা
হাজার টাকার কর্মী থেকে শত কোটি টাকার মালিক মেয়র নজরুল!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১১ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ক্ষমতাসীন দল ও সরকারের দুর্নীতির তদন্তের দাবিতে দুদকে চিঠি বিএনপির- প্রথম আলো
- মাদক মামলায়ও সম্রাটের জামিন–ইত্তেফাক
- পরীক্ষার হলে লাইভ করা সেই ছাত্রলীগ নেতা মহিষ চুরি মামলার আসামি-মানবজমিন
- ‘কিয়েভের কাছে ১২২২ লাশ পাওয়া গেছে, দাবি ইউক্রেনের–যুগান্তর
- ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে ইমরান খান-সমকাল
- সিন্ডিকেট ও চাঁদাবাজি অস্থির করে তুলছে নিত্যপণ্যের বাজার-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- হাঁসখালির ধর্ষণ-কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন হাই কোর্টে, আটক হাতুড়ে ডাক্তার-আনন্দবাজার
- জ্বালানির দামবৃদ্ধিতে বিমানে কংগ্রেস নেত্রীর প্রশ্নের মুখে স্মৃতি ইরানি-আজকাল
- এহেন জনসমুদ্র কখনও দেখিনি’, রাজপথে হাজার হাজার সমর্থকদের দেখে আপ্লুত ইমরান-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
ক্ষমতাসীন দল এবং সরকারের দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ সিদ্ধান্তের কথা জানান। প্রথম আলোর এ খবরে আরো লেখা হয়েছে, তিনি বলেছেন, ‘বাংলাদেশে বর্তমানে দুর্নীতির একটা মহোৎসব চলছে। আমরা দুর্নীতির বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছি। মির্জা ফখরুল বলেন, ‘দুদক অত্যন্ত সেনসেটিভ ইস্যুগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। দুর্নীতির বিষয় দুদক আমলে নিচ্ছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে আমাদের শ্বেতপত্র প্রকাশের কোনো সিদ্ধান্ত হয়নি।তবে বিষয়টি আমাদের বিবেচনায় আছে।
মাদক মামলায়ও সম্রাটের জামিন-ইত্তেফাক/প্রথমআলোসহ প্রায় সব দৈনিকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, অস্ত্র ও অর্থপাচার মামলার পর এবার রাজধানীর রমনা থানার মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।এতে তার বিরুদ্ধে চলমান চার মামলার মধ্যে তিন মামলায় জামিন পেলেন সম্রাট। তবে দুদকের করা মামলায় সম্রাট গ্রেফতার থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।
দুর্নীতি এবং প্রতারণা বিষয়ক মানবজমিনের দুটি খবরে বিস্মিত হতে হয়। খবর দুটি এরকম, হাজার টাকার কর্মী থেকে শত কোটি টাকার মালিক মেয়র নজরুল।নজরুল ইসলাম মণ্ডল। গোয়ালন্দ পৌরসভার মেয়র। ২০০৩ সালে চাকরি শুরু করেন পায়াক্ট নামের একটি এনজিওতে। শুরুতে ছিলেন পিআর অর্গানাইজার। বেতন এক হাজার। ২০০৯ সালে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে। একপর্যায়ে ছেড়ে দেন চাকরি। রাতারাতি পাল্টে যায় তার কপাল।একে একে গড়ে তোলেন সম্পদের পাহাড়। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরু মণ্ডলের হাত ধরেই নজরুলের উত্থান।বর্তমানে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা নজরুলের এক সময় ছিল ভাঙা ঘর।জরাজীর্ণ পৈতৃক বাড়ি নদীতে ভেঙে গেলে গোয়ালন্দ শহরে প্রধান সড়কের পাশে নতুন জায়গা কিনে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। চলাচল করেন বুলেটপ্রুপ গাড়িতে। নজরুলের বর্তমান বাড়িটির মূল্য কয়েক কোটি টাকা। কোটি টাকার গাড়ি চড়েন তার স্ত্রী। দেড়শতাধিক বিঘা জমি রাজবাড়িতে, ৫০ বিঘার ওপর বালুর চাতাল। মেয়র হওয়ার পরথেকে পৌরসভার সকল টেণ্ডার নিয়ন্ত্রণ করেন নজরুল। এখান থেকে কেউ কোনো কাজ নিতে হলে তাকে দিতে হয় ১৬ পারসেন্ট কমিশন।গোয়ালন্দে নজরুলের রয়েছে নিজস্ব বলয়, ফেরিঘাটের পরিবহন নিয়ন্ত্রণে চাঁদাবাজির সিন্ডিকেট।নজরুল মণ্ডলের বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সব পরিবহন। আরো বহুরকম অভিযোগ তার বিরুদ্ধে। তবে নিজের বিরুদ্ধে আসা সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন নজরুল মণ্ডল।
কে এই কেয়া চৌধুরী? এমপি’র মেয়ে পরিচয়ে ভয়ঙ্কর প্রতারণা করেছেন। রেজওয়ানা চৌধুরী বৃষ্টি। কখনো সোহা চৌধুরী নামেও নিজেকে পরিচয় দেন ত্রিশোর্ধ্ব এই নারী। তার মায়ের নাম কেয়া চৌধুরী। এক সময় জাতীয় পার্টির রাজনীতি করলেও তিনি কখনো এমপি ছিলেন না। তবে পরিচয় দেন এমপি। বর্তমানে নেই তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা। কিন্তু মায়ের নামের সঙ্গে মিলের কারণে নিজেকে সাবেক একজন এমপি’র মেয়ে পরিচয় দিয়ে খুলে বসেছিলেন ভয়ঙ্কর প্রতারণার দোকান। সম্প্রতি এ ঘটনায় একাধিক মামলা হলে প্রতারক বৃষ্টি পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদে এমনই ভয়ঙ্কর প্রতারণার ফিরিস্তি তুলে ধরেছেন।তার মা কেয়া চৌধুরী, মেয়ে বৃষ্টিসহ পরিবারের সবাই ভয়ঙ্কর প্রতারক। কথিত এমপি বৃষ্টির মা কেয়া চৌধুরী পালাতক রয়েছে।ওদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিজের নাম জড়িয়ে খবর প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট কেয়া চৌধুরী।
সরকারের আকাঙ্ক্ষা আছে, পূরণের সক্ষমতা নেই- বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য।-প্রথম আলোতে প্রকাশিত তার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, চলতি অর্থবছরটি একটি দুর্বল ভিত্তিতে শেষ হবে এবং আগামী অর্থবছর থাকবে অনিশ্চিত যাত্রায়।এটি একটি অদ্ভুত অর্থনীতি, যেখানে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি হয় কিন্তু কর আদায়ের হার বাড়ে না।আসলে সম্প্রসারণমূলক বাজেট দেওয়া একধরনের বাগাড়ম্বর, বাস্তবতা নয়।দেশের আর্থিক খাত একধরনের নড়বড়ে অবস্থায় ছিল, এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বৈদেশিক খাতের দুর্বলতা।
বেপরোয়া বিদেশে পলাতক সন্ত্রাসীরা-যুগান্তর
পুলিশের আন্তর্জাতিক সংস্থার (ইন্টারপোল) রেড নোটিশপ্রাপ্ত পলাতক সন্ত্রাসীরা ফের বেপরোয়া। বিদেশে বসেই তারা নিয়ন্ত্রণ করছেন দেশের অপরাধ জগত। রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের নামে চলছে চাঁদাবাজি অস্ত্রবাজি এবং মাদক ব্যবসা। ঈদ সামনে রেখে তারা সক্রিয় হয়ে উঠেছেন। বারবার নোটিশ করেও আইনের আওতায় আনা যাচ্ছে না তাদের।
পাকিস্তান সম্পর্কিত খবর: ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর নাম ‘স্টপ-লিস্টে’। এরমানে হচ্ছে পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ছয় ঘনিষ্ঠ সহযোগী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না। এরইমধ্যে একজনের বাড়িতে রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিযান চালিয়েছে। তাছাড়া সেখানে গভর্নর পদেও আসছে রদবদল। তবে পাকিস্তানের নতুন সরকার মারাত্মক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ আবিদ সুলেরি। এদিকে সমকালের খবরে লেখা হয়েছে, ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে এলেন ইমরান খান।ইমরান খান পার্লামেন্টে আসার পরপরই পিটিআই নেতারা স্লোগান দিতে থাকেন। এ সময় রোববার রাতে তার আহ্বানে হওয়া দেশজুড়ে বিক্ষোভ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ হায় (সম্মান দেওয়ার মালিক আল্লাহ)। রোববার রাতে পাকিস্তানের বিভিন্ন শহরে ইমরান খানের আহ্বানে লাখ লাখ মানুষ রাস্তায় অহিংস বিক্ষোভ করেন।
শ্রীলঙ্কা: অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় কোভিডের থেকেও বেশি মৃত্যু হতে পারে শুধুমাত্র চিকিৎসার অভাবে। উদ্বিগ্ন চিকিৎসকরা। তারা সতর্ক করেছেন এ বিষয়ে। খবরটি মানবজমিনের।
দৈনিকটি ইউক্রেন ইস্যুতে এক খবরে লিখেছে, যুদ্ধের কারণে ভয়াবহ অর্থনৈতিক সংকটের পথে ইউক্রেন। বিশ্বব্যাংক বলছে, এ বছর দেশটির অর্থনীতি ৪৫.১ শতাংশ সংকুচিত হবে। রপ্তানি বন্ধ হয়ে যাওয়া এবং যুদ্ধের কারণে স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম না চলায় দেশটির প্রায় অর্থনীতি অর্ধেক হয়ে যাবে। এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চরম ক্ষতিগ্রস্থ হবে রুশ অর্থনীতিও। এদিকে ইত্তেফাকের এক খবরে লেখা হয়েছে, রাশিয়ান বাহিনী কেবল ইউক্রেনের মারিউপোল বন্দরই নয়, একই সঙ্গে কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতেও আক্রমণ করবে ও দখল করে নেবে। আজ ভোরে এ কথা জানিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের শক্তিশালী প্রধান রমজান কাদিরভ।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
এহেন জনসমুদ্র কখনও দেখিনি’, রাজপথে হাজার হাজার সমর্থকদের দেখে আপ্লুত ইমরান-সংবাদ প্রতিদিন
শনিবার মাঝরাতে প্রধানমন্ত্রী পদ থেকে বিতাড়িত হয়েছেন ইমরান খান (Imran Khan)। শেষমুহূর্ত পর্যন্ত গদি আঁকড়ে ধরার মরিয়া চেষ্টা চালিয়েও শেষরক্ষা করতে পারেননি তিনি। ‘নিরপেক্ষ সেনাবাহিনী’ ও মারমুখী বিরোধীদের চাপে গর্জালেও বর্ষাতে পারলেন না আইএসআইয়ের ‘ফলেন অ্যাঞ্জেল’। তবে এখনও হাল ছাড়তে নারাজ তিনি। রবিবার রাতে ইমরানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের রাজপথে নেমে পড়েন তাঁর হাজার হাজার সমর্থক। আর এই ঘটনায় আপ্লুত প্রাক্তন প্রধানমন্ত্রী।সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে পাকিস্তান তেহরিক-ইনসাফ দলের প্রধান ইমরান লেখেন, “এহেন জনসমুদ্র কখনও দেখিনি। এতেই বোঝা যায় মানুষ জালিয়াতদের আমদানি করা বিদেশি সরকারকে নস্যাৎ করে দিয়েছে।
জ্বালানির দামবৃদ্ধিতে বিমানে কংগ্রেস নেত্রীর প্রশ্নের মুখে স্মৃতি ইরানি-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ফের পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত।১৬ দিনে ১৪ বার বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। যার প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারেও। এবার জ্বালানির দামবৃদ্ধির কারণে আচমকা অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিমানযাত্রায় জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে। তবে কোনও সাধারণ মানুষের তরফে নয়, জনসাধারণের হয়ে কংগ্রেসের মহিলা মোর্চার প্রধান নেট্টা ডিসুজার প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে।বিমানের মধ্যে তাঁদের কয়েক মিনিটের কথোপকথনের ভিডিও টুইট করেন কংগ্রেস নেত্রী। সেটিই ঝড়ের গতিতে ভাইরাল হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১