জুলাই ০৪, ২০২২ ২০:৫২ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশীদ, আকতার জাহান এবং আমি রেজওয়ান হোসেন। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান।

আকতার জাহান: প্রত্যেক পর্বের মতো আজকের আসরের শুরুতেই থাকছে একটি মূল্যবান বাণী। নবী বংশের মহান ইমাম হযরত আলী ইবনে মূসা রেজা (আ.) বলেছেন: কোনো বান্দাই প্রকৃতপক্ষে ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারবে না যতক্ষণ না তিনটি গুণের অধিকারী হবে। গুণ তিনটি হল- দীনে গভীর জ্ঞান, জীবন-জীবিকায় পরিমিতি এবং বিপদে ধৈর্যধারণ।

রেজওয়ান হোসেন: আমরা সবাই এই তিনটি গুণ অর্জনের চেষ্টা করব- এ প্রত্যাশা রেখে নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেইলের দিকে।

বাংলাদেশের সাতক্ষীরা জেলার ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাবের সভাপতি গাজী মোমিন উদ্দীন পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। তিনি লিখেছেন, "রেডিও আমার জীবন যুদ্ধের সারথী। কথাটি শুনে অনেকে হয়তো ভ্রু কুঁচকাবেন কিন্তু এটাই বাস্তবতা। আমার যখন খারাপ লাগতো তখন রেডিও দিতো শান্তির প্রলেপ। আমার কাছে একটি ডায়েরি থাকতো রেডিও যখন যে তথ্য দিতো আমি তা লিখে রাখতাম। মানুষের মৌলিক অধিকারের কথাগুলি আমি প্রথম রেডিও থেকে জেনেছি। আমার কাছে সাধারণ জ্ঞানের যে ভাণ্ডার তাও রেডিও থেকে প্রাপ্ত। সময়ের কাল পরিক্রমায় হয়তো রেডিওর আবেদন কিছুটা কমেছে। আমার কাছে রেডিওর আবেদন আগের চেয়ে বেড়েছে এই কারণে রেডিও এখন ডিজিটাল। যুগের সাথে তাল মিলিয়ে একটা ভালো সময় পার করছে। রেডিওকে আরও আধুনিক করতে হবে। কীভাবে মানুষের হৃদয়ের সেই জায়গা আবার রেডিও দখল করতে পারে সেদিকে কাজ করতে হবে। বহুমুখী উপকারের ও বিনোদনের একচ্ছত্র দাবিদার এই রেডিওর জন্য নিজের জীবনের বাকী সময়টাও বরাদ্দ।"

আকতার জাহান: ভাই গাজী মোমিন উদ্দীন, রেডিও'র প্রতি আপনার ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি আগামী চিঠিতে রেডিও তেহরান সম্পর্কেও লিখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আজাদ পাওয়ার বিশ্বাস পাঠিয়েছেন এবারের মেইলটি।

গাজী আব্দুর রশীদ: অনেকদিন পর এ শ্রোতাবন্ধুর ইমেইল পেলাম। তো কী লিখেছেন তিনি?

আকতার জাহান: ছোট্ট এ চিঠিতে তিনি জানিয়েছেন, 'গল্প ও প্রবাদের গল্প' এবং 'সুখের নীড়' অনুষ্ঠান দুটির প্রতি পর্বে খুব ভালো লাগে। আর রেডিও তেহরান আয়োজিত ২০২০ সালের কুইজ প্রতিযোগিতার পুরস্কার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।

রেজওয়ান হোসেন: দেরিতে হলেও পুরস্কার পেয়েছেন জেনে ভালো লাগল। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে হরিদাস রায় পাঠিয়েছেন এবারের মেইলটি। প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে  প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে যেমন- চিঠিপত্র আসর প্রিয়জন, সুখের নীড় এবং বিশ্বসংবাদ আমার খুব  ভালো লাগে। রেডিও তেহরান শ্রোতাদের গুরুত্বপূর্ণ মতামতকে যথেষ্ট মূল্যায়ন করে বলেও এ শ্রোতা বন্ধু মন্তব্য করেছেন।

আকতার জাহান: শ্রোতাবন্ধু হরিদাস রায়কে ধন্যবাদ তার ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এই চিঠিটির জন্য।

গাজী আব্দুর রশীদ: আসরের এবারের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে। আর পাঠিয়েছেন মনীষা রায়।

তিনি লিখেছেন, ‘১৮ জুন শনিবার সান্ধ্য অধিবেশনে আক্তার জাহান এবং সোহেল আহমেদের সুমিষ্ট উচ্চারণে 'ইরান ভ্রমণ' পরিবেশনাটি আমার কাছে অত্যন্ত শ্রুতিমধুর লেগেছে। পরিবেশনাটিতে ইরানের উত্তর খোরাসান প্রদেশের গুরুত্বপূর্ণ শহর 'স্পারায়ন' সম্পর্কে অনেক অজানা তথ্য আলোচিত হয়েছে যা শুনে আমি মুগ্ধ হয়েছি। আশা রাখি এভাবে ইরান ভ্রমণ অনুষ্ঠানের মাধ্যমে ইরান সম্পর্কে অনেক অজানা তথ্য পেয়ে নিজের কৌতুহল মেটাতে সমর্থ হব।’ 

আকতার জাহান: বোন মনীষা রায়, ইরান ভ্রমণ অনুষ্ঠানটি আপনার কৌতুহল মেটাতে পেরেছে জেনে ভালো লাগল। আশা করি অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লিখা অব্যাহত রাখবেন।

নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে মোঃ আলী আহম্মেদ আরিফ পাঠিয়েছেন বেশকিছু ইমেইল। ২৩ জুন প্রচারিত রংধনু আসর সম্পর্কে তিনি লিখেছেন, আশরাফুর রহমানের গ্রন্থনা ও প্রযোজনায় রংধনু অনুষ্ঠানটি শিশু-কিশোরদের জন্য নির্মিত হলেও এতে ছোট-বড় সবার শিক্ষণীয় বিষয় থাকে। ২৩ জুনের রংধনু আসরটি শুনে শিক্ষার পাশাপাশি বেশ মজাও পেয়েছি। অনুষ্ঠানের শেষে ঢাকার বন্ধু সাবা তাসনুভার কণ্ঠে গানটিও ছিল চমৎকার। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তেহরান বেতারকে ধন্যবাদ।

রেজওয়ান হোসেন: রংধনু আসর সম্পর্কে মূল্যায়নধর্মী লেখাটির জন্য আলী আহম্মেদ আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, “রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৫ জুন বুধবার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে কুরআনের আলো আমাদের খুব ভালো লেগেছে। নিঃসন্দেহে ‘কুরআনের আলো’ রেডিও তেহরান বাংলা বিভাগের সবচেয়ে সেরা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে পবিত্র কুরআনের তেলাওয়াত, তেলাওয়াতকৃত অংশের তরজমা ও বিশ্লেষণ প্রচারিত হয়। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরিফ, আর এটি পাঠ করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। অবশ্য কর্তব্য অর্থবুঝে পাঠ করা। কিন্তু আমরা বাংলাভাষী মুসলমানেরা আরবি পাঠ করতে পারলেও অনেকেই অর্থ বুঝি না। ফলে কুরআনের প্রকৃত মর্ম অনুধাবন করা সম্ভব হয়ে উঠে না। আমাদের এ দূরাবস্থা দূরকরণে এগিয়ে এসেছে রেডিও তেহরান। এর ফলে আমরা শ্রোতারা কুরআনের সুন্দর তেলাওয়াত শোনার সুযোগ পাচ্ছি, সুযোগ পাচ্ছি তেলাওয়াতকৃত আয়াতের অর্থ ও তাৎপর্য জানার। আবার ধর্ম সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সাথে সাথে সওয়াবের অংশীদার হওয়ারও সুযোগ হচ্ছে। তাই আমার দৃষ্টিতে কুরআনের আলো রেডিও তেহরানের সেরা অনুষ্ঠান।”

আকতার জাহান: পবিত্র কুরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠানে কুরআনের আলো সম্পর্কে চমৎকার লেখাটির জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদী গ্রাম থেকে ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এম, এম, গোলাম সারওয়ার পাঠিয়েছেন এই মেইলটি।

হৃদয় নিংড়ানো ভালোবাসা জানানোর পর তিনি লিখেছেন, “বাংলা বিভাগের সূচনালগ্ন থেকেই আমি রেডিও তেহরানের এগিয়ে চলার সাথী। অনেক চড়াই-উৎরাই পেরিয়েই, হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের পূর্ণমাত্রা ৪০তম বৎসরে পদার্পণ করেছে। আমি খুবই সৌভাগ্যবান যে, রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ৪০তম বর্ষপূর্তি অনুষ্ঠান মানেই রেডিও তেহরানের শক্তি, সামর্থ্য, ও সাহসিকতার চূড়ান্ত মহড়া। রেডিও তেহরান আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাক- আমিন।“

গাজী আব্দুর রশীদ: ৪০ বছর অনুষ্ঠান শোনার পর রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারাটা সত্যিই সৌভাগ্যের। আপনার উপস্থিতি আমাদেরও অনুপ্রাণিত করেছে। আশা করি সবসময় এভাবেই আমাদের পাশে থাকবেন।

শ্রোতাবন্ধুরা, আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার খিলগাঁও-এর ইকো ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের সভাপতি ড. সালেহ মতীন। ওই অনুষ্ঠান সম্পর্কে এবার সরাসরি তার মূল্যায়ন জানব।

আকতার জাহান: প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্পর্কে চমৎকার কিছু কথা বলেন ড. সালেহ মতীন ভাই, দিলেন যৌক্তিক পরামর্শও। আমরা সাধ্যানুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করব- ইনশাআল্লাহ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা ও ডিএক্সার মুহাম্মদ নাজিম উদ্দিন। তিনি লিখেছেন, “দীর্ঘদিন ধরে আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানের শ্রোতা হিসেবে বলতে পারি যে, অতীতের যেকোনো সময়ের চাইতে বর্তমানে রেডিও তেহরানের নানা শ্রোতাবান্ধব পদক্ষেপ আমাকে মুগ্ধ করেছে। নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের পাশাপাশি শ্রোতাদের নিয়ে নানা ধরনের তৎপরতা আমাকে আকৃষ্ট করে। শ্রোতাদের বাছাই করা মতামত ও তথ্যপূর্ণ লেখাগুলো দিয়ে parstoday ওয়েব পেজ-এর মতামত বিভাগকে ভরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আপনারা। এটা যেকোনো শ্রোতা ও লেখকদের একটি বড় পাওয়া; যা বিশ্বের আর কোনো বেতারের এমন দৃষ্টান্ত চোখে পড়েনি।”

রেজওয়ান হোসেন: নাজিম ভাই আরও লিখেছেন, “বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও তাতে পুরস্কার দেবার ব্যবস্থা রাখায় শ্রোতারা অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে। নতুন নতুন শ্রোতার পাশাপশি, পুরোনো শ্রোতারাও আবার নব উদ্যমে অনুষ্ঠান ও চিঠি লেখা শুরু করেছে। প্রিয়জন অনুষ্ঠানে এ সকল শ্রোতাদের মতামতপূর্ণ চিঠির আসর যেন এক জমাটি আড্ডার মতো মনে হয়। অনুষ্ঠানের শেষে মাঝে মাঝেই ইসলামী সংগীতের মূর্ছনায় হারিয়ে যায় অন্য ভুবনে।”

আকতার জাহান: রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, শ্রোতাবান্ধব কর্মসূচি ও প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে নাজিম ভাইয়ের মতামত খুব ভালো লাগল।

গাজী আব্দুর রশীদ: এ শ্রোতাবন্ধুর চিঠি কিন্তু এখনও শেষ হয়নি। তিনি আজকের আসরে শিল্পী মেহের জেইন-এর কণ্ঠে একটি আরবী গান শুনতে চেয়েছেন।

আকতার জাহান: তাই নাকি! মেহের জেইনের গান আমারও ভীষণ ভালো লাগে। আজকের আসরের শেষ দিকে আমরা নাজিম ভাইয়ের অনুরোধের একটি গান বাজিয়ে শোনাব। তো চিঠি লিখার জন্য নাজিম উদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সার বন্ধুর নাম-ঠিকানা জানিয়ে দেবো- যারা আমাদের কাছে শর্টওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
  • পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল
  • মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে মুহাম্মদ নাজিমউদ্দিন
  • পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য
  • বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম
  • কিশোরগঞ্জ থেকে মোঃ শাহাদাত হোসেন
  • জাওয়াদ সাবের মরক্কো থেকে
  • এবং আমেরিকার নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ

রেজওয়ান হোসেন: রিসিপশন রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে লেবাননি বংশোদ্ভুত মুসলিম সুইডিশ গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা মেহের জেইনের গাওয়া মুহাম্মদ: রাহমাতুল্লিল আলামিন শিরোনামের গানটি।

আকতার জাহান: বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। কথা হবে আবারো আগামী আসরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/০৪

  

 

ট্যাগ