জুলাই ১০, ২০২২ ১৭:৫৪ Asia/Dhaka
  • কথাবার্তা:  ঈদ আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয় : রাষ্ট্রপতি

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১০ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ঈদ জামাতে দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া–ইত্তেফাক
  • স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা ঈদকে যেন বিষাদে রূপ দিতে না পারে: কাদের-মানবজমিন
  • পদ্মা সেতুতে তিন দিনে আয় প্রায় ১১ কোটি- প্রথম আলো
  • ‘ত্রাণ বিতরণে দুর্নীতি হচ্ছে না কেন জানালেন পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
  • ঈদে ঘরে ফেরা মানুষের ‘আনন্দ’ নেই : মির্জা ফখরুল -কালের কণ্ঠ
  • ঈদ আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয় : রাষ্ট্রপতি-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো অবস্থা হবে মোদির, কটাক্ষ তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির-দৈনিক সংবাদ প্রতিদিন
  • তৃণমূলে দায়িত্ব বাড়ল বাবুলের, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ধন্যবাদ জানালেন দলনেত্রীকে-আজকাল
  • রাজনৈতিক স্বার্থে দেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে’, মন্তব্য অমর্ত্য সেনের-দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ঈদ জামাতে দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া–ইত্তেফাক

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রবিবার (১০ জুলাই) সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। নামাজ শেষে দেশ-জাতির  সমৃদ্ধি ও মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদুল আজহা বেশি পরিচিত কোরবানির ঈদ নামে। ইসলামের পরিভাষায় কোরবানি হলো নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তারই নামে জবাই করা। মহান সৃষ্টিকর্তার দরবারে জবাই করা পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, কেবল নিয়ত ছাড়া। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে ‘এগুলোর গোশত আমার কাছে পৌঁছায় না। কিন্তু তোমাদের তাকওয়া পৌঁছে যায়।’ ঈদুল আজহার অন্যতম শিক্ষা হচ্ছে, মনের পশু অর্থাৎ ‘কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা।’ মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ।

পদ্মা সেতুতে তিন দিনে আয় প্রায় ১১ কোটি- প্রথম আলো

পদ্মা সেতুতে গত তিন দিনে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা। এ হিসাব গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এসব তথ্য নিশ্চিত করেছে।

পদ্মা সেতুতে বৃহস্পতিবার ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। আর শুক্রবার ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা এ পর্যন্ত এক দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। আর সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায়ের রেকর্ড। শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।

ঈদে ঘরে ফেরা মানুষের ‘আনন্দ’ নেই : মির্জা ফখরুল -কালের কণ্ঠ

দুর্ভোগ-ভোগান্তিতে ঈদে ঘরে ফেরা মানুষের ‘আনন্দ’ নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হয়রত আলী নামের এক ট্রেন যাত্রী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে নিজের বাড়িতে পৌঁছতে পারেননি―ফেসবুকে তার দেওয়া পোস্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে গতকাল সকালে শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে ট্রেনের কথা আপনি বলছেন, এগুলোর কোনো অথরিটি আছে, কোনো কর্তৃত্ব আছে―সেটাই মনে হয় না। রাস্তাঘাটে আপনারা দেখেছেন প্রতিদিন কিভাবে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। রেলের সময়সূচির বিপর্যয়, দেরি করে ছাড়া, দেরি করে যাওয়া―আসলে মূল কথাটা হচ্ছে, এই সরকারের কোথাও কোনো কর্তৃত্ব নেই। মানুষের এই যে দুর্ভোগ-ভোগান্তি, তাদের কোনো আনন্দ নেই। ’

‘এই সরকার বলতে আমরা যেটা মনে করি, কোনো সুশাসন নেই, কোনো গভর্ন্যান্স নেই। শুধু একটা দিকে তাদের লক্ষ্য―দুর্নীতি করা এবং প্রকৃতপক্ষে দেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। ’

‘ত্রাণ বিতরণে দুর্নীতি হচ্ছে না কেন জানালেন পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তর

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।

রোববার সকাল আটটার দিকে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে এ কে আবদুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

দেশে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মাধ্যমে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। এ কারণে দুর্নীতি হচ্ছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

নিজেকে সিলেটের ছেলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যা আমাদের জন্য শিক্ষা। আগে সব সময় বন্যা আসত। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন নেমে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ, এখন নদীনালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভাবতে হবে।’

ঈদ আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয় : রাষ্ট্রপতি-দৈনিক নয়াদিগন্ত

ঈদের আনন্দ হতে কেউ যাতে বঞ্চিত না হয় সে লক্ষ্যে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। রোববার সকালে বঙ্গভবনে ঈদের নামাজ শেষে জাতির উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে এ আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা মোকাবিলায় বন্যাদুর্গত, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে চলমান বিভিন্ন সহায়তা কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ গ্রহণ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘সকল সংকট মোকাবিলা করে নতুন সম্ভাবনায় এগিয়ে যেতে দরকার সকলের সম্মিলিত প্রয়াস-বিশেষ করে করোনাভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে। সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’

বৈশ্বিক নানামুখি সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিগত দুই বছরের করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সাথে এখন যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকট। এসব যুদ্ধ-সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ।

তৃণমূলে দায়িত্ব বাড়ল বাবুলের, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ধন্যবাদ জানালেন দলনেত্রীকে-আজকাল

দলে দায়িত্ব বাড়ল বাবুল সুপ্রিয়র। নতুন দায়িত্ব পেয়েই নিজের ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জিকে। একসময় তিনি বলেছিলেন এই তৃণমূল আর না। বাংলার রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে তারপরে। বদলে গিয়েছে বাবুল সুপ্রিয়র রাজনৈতিক দলের নামও।

গত সেপ্টেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বালিগঞ্জ কেন্দ্র থেকে বিধানসভার উপনির্বাচন জিতে এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক। ফের তাঁর ওপরেই গুরুদায়িত্ব দিল দল। বালিগঞ্জের বিধায়ককে এবার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র হিসেবে নিয়োগ করেছে তৃণমূল। 

বড় দায়িত্ব পেয়ে আনন্দিত বাবুল সুপ্রিয় নিজের মনের কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তৃণমূলের জাতীয় মুখপাত্রদের মধ্যে তাঁর নাম নির্বাচন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়-এর প্রতি। দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা তিনি যথাযথ ভাবে পালন করবেন বলেও জানিয়েছেন।

রাজনৈতিক স্বার্থে দেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে’, মন্তব্য অমর্ত্য সেনের-দৈনিক সংবাদ প্রতিদিন

ত বৃহস্পতিবারই তিনি জানিয়েছিলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয় পাওয়ার মতো। সেই একই সুর বজায় রেখে ফের শনিবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নোবেলজয়ী (Nobel) অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। তাঁর দাবি, রাজনৈতিক সুবিধা পেতে দেশে হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে।

এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অর্থনীতিবিদ। ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ”ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এদেশের হিন্দু ও মুসলমানের সহাবস্থানে ফাটল ধরানো হচ্ছে রাজনৈতিক সুবিধার জন্য।” সেই সঙ্গে দেশে স্বাধীন চর্চায় কোপ পড়ছে বলেও আক্ষেপ করতে দেখা যায় তাঁকে।

শনিবারই জানা গিয়েছে, করোনায় আক্রান্ত অমর্ত্য সেন। তিনি রয়েছেন তাঁর শান্তিনিকেতনের বাড়িতে। সেখান থেকেই ভিডিও বার্তায় তিনি বলেন, ”স্বাধীনতার আগে দেখতাম মানুষকে দমিয়ে রাখতে নিরপরাধ লোকদেরও জেলে ভরে রাখা হত। তখন আমি তরুণ। এরপর দেশ স্বাধীন হল। কিন্তু বিনা অপরাধে কারাবন্দি করার ঘটনা আজও ঘটে চলেছে।” উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকে প্রতীচী ট্রাস্টের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অমর্ত্য সেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”ভারত কেবল হিন্দুদের দেশ নয়। আবার কেবল মুসলিমদেরও নয়। সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে এখানে।”

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো অবস্থা হবে মোদির, কটাক্ষ তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির-দৈনিক সংবাদ প্রতিদিন

সরকার বিরোধী বিক্ষোভকারীদের হামলায় রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka) রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। কিছুদিন পর এই রাজাপক্ষের মতোই অবস্থা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi), রবিবার বললেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)।

সোমবার শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) স্টেশনের উদ্বোধন। ওই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়নি প্রাথমিক ভাবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani)। এই ঘটনার পরেই গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে মোদির তুলনা টেনে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস। তিনি আরও বলেন, এই শিয়ালদহ মেট্রোর পরিকল্পক ছিলেন তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে উদ্বোধনে না ডাকা চূড়ান্ত অসৌজন্যের নমুনা। রাজ্য সরকারের কোনও প্রতিনিধিকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোও চরম অভদ্রতা।

যদিও শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে বিতর্কের মধ্যে শেষ মুহুর্তে প্রলেপ দিতে আসরে নেমেছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ। জানানো হয়েছে, সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

পার্সটুডে/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ