জুলাই ১২, ২০২২ ২১:০২ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন: ‘যে ব্যক্তি তার নিজের ও তার পরিবারের রুজি উপার্জনের জন্য সফরে যায় কিয়ামতের দিনে সে আরশের ছায়ায় অবস্থান করবে।’

আকতার জাহান: খুবই মূল্যবান একটি হাদিস শুনলাম। আমরা সবাই হাদিসটির আলোকে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করব- এই কামনায় নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেইলের দিকে।

আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদী থেকে। আর পাঠিয়েছেন ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সরোয়ার। একটি খামে দুটি চিঠি পাঠিয়েছেন তিনি। একটি চিঠিতে গোলাম সরোয়ার ভাই লিখেছেন-

গাজী আব্দুর রশীদ: "রেডিও তেহরান আমার প্রাণের স্পন্দন। আমি এই বেতারের একজন গর্বিত ও ভাগ্যবান শ্রোতা। রেডিও তেহরানের প্রতিটি পরিবেশনা বিশেষকরে বিশ্বসংবাদ, প্রিয়জন, আলাপন আমাকে আন্দোলিত করে, দ্বীনি চেতনাবোধ শাণিত করে। ভালোলাগা আর ভালোবাসায় রেডিও তেহরান আমার কাছে অনন্যসাধারণ।"

আশরাফুর রহমান: গোলাম সরোয়ার ভাই সবসময়ই ভালো লিখেন। তার এ চিঠিটিও আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তবে আমরা কেবল প্রশংসা শুনতে চাই না, গঠনমূলক সমালোচনা ও পরামর্শও পেতে চাই। তো, ডাকযোগে চিঠি লিখার জন্য গোলাম সরোয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ডাকবাক্সের পর এবার ইমেইলের ইনবক্সে নজর দিচ্ছি। প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে। আর পাঠিয়েছেন হারুন অর রশীদ।

তিনি লিখেছেন, রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা হিসেবে আনন্দ চিত্তে বিকশিত মননে, সততা ও সুন্দরের খেয়ায় আমি ভাসি প্রতিদিনে আইআরআইবি'র আয়োজন ডালায়। কখনো বেতার ক্ষুদ্র তরঙ্গে কখনোবা ফেসবুক লাইভে আমি শুনি রেডিও তেহরানের প্রজ্ঞাময় মনোমুগ্ধকর সব অনুষ্ঠান। গত ২৩ জুন প্রচারিত রেডিও তেহরানে বাংলাদেশি গল্পকার আশরাফুল আলম পিন্টুর অনুবাদে আশরাফুর রহমানের তৈরিকৃত রংধনু আসরের গল্পগুলো ছিলো খুবই শিক্ষণীয়। তাছাড়া বন্ধু সাবা তাসনুভা'র গানটিও ভালো লেগেছে। 

চিঠির শেষাশে তিনি শিল্পী মান্না দে'র কণ্ঠে "আমি যে জলসা ঘরে" গানটি শোনানোর অনুরোধ করেছেন। 

আকতার জাহান: ভাই হারুন অর রশীদ, রংধনু আসর ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আর আপনার অনুরোধের গানটি আজকের আসরের শেষের দিকে বাজিয়ে শোনানোর ইচ্ছে রইল। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।

গাজী আব্দুর রশীদ: ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে সকাল- সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের ইমেইলটি। লিখেছেন, "রেডিও তেহরানের জনপ্রিয়তার কথা বলার অপেক্ষা রাখে না। রেডিও তেহরানের অনুষ্ঠান ভালো লাগা সম্পর্কে কোনটা ছাড়ব, কোনটা ধরব। সবগুলো অনুষ্ঠানই সময়োপযোগী, তথ্যসমৃদ্ধ, নিরপেক্ষ, তরতাজা ও জ্ঞানবর্ধক।"

আশরাফুর রহমান: চিঠির একাংশে আব্দুস সালাম সিদ্দিক রেডিও তেহরানের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে লিখেছেন, "আজকে সারাবিশ্বে বিশেষ করে মুসলিমদের ওপরে ইহুদিবাদী, যায়নবাদী, হিন্দুত্ববাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো যেভাবে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে তাঁর খবরা-খবর ও প্রতিবাদ শুধুমাত্র রেডিও তেহরানই জোড়ালোভাবে করে যাচ্ছে। অন্য কোনো বেতার করার সাহসী হচ্ছে না। মজলুমের আহাজারি শুধু রেডিও তেহরানই তুলে ধরছে।"

আকতার জাহান: আমাদের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রেডিও তেহরানের বৈশিষ্ট্য সম্পর্কে মতামত দেওয়ায় আব্দুস সালাম সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত আপনার লেখা পাব।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের বরিশাল সদরের কাশিপুর থেকে। আর পাঠিয়েছেন তৃণমূল বেতারশ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু।  

তিনি লিখেছেন, "ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান। নাস্তিক ছাড়া সবাই কম-বেশী নিজ নিজ ধর্মে বিশ্বাসী। আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম। ইসলাম ন্যায়, শান্তি ও সত্যের ধর্ম। ইসলামের পরিপূর্ণ মর্ম বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিতে মহান আল্লাহপাক তার প্রিয় হাবীব মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে পৃথিবীতে প্রেরণ করেন সকল মানুষের জন্য রহমতস্বরূপ। আমার নবী এবং তাঁর পরিবার নিয়ে যে বা যারা কটুক্তি করেছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই।"  

গাজী আব্দুর রশীদ: ভাই জিল্লুর রহমান জিল্লু, আপনার মতামতটি তুলে ধরা হলো। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।   

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এই মেইলটি।

রেডিও তেহরানের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্যকথা সম্পর্কে তিনি লিখেছেন, "এটি শ্রোতাদের অতি প্রিয় একটি অনুষ্ঠান। কেননা, মানুষ তার আয়ের একটা বড় অংশ ব্যয় করে শিক্ষা ও চিকিৎসা খাতে। কিন্তু রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ পাওয়া যায়। ফলে একদিকে স্বাস্থ্য সমস্যার সমাধান হয় ও নিশ্চিন্ত থাকা যায় এবং অন্যদিকে আর্থিক সাশ্রয়ও হয়। শ্রোতাদের জন্য রেডিও তেহরানের এ ভালোবাসা সত্যিই অপূর্ব।"

চিঠির শেষাংশে তিনি লিখেছেন, ২২ জুন স্বাস্থ্যকথা অনুষ্ঠানে প্যালিয়েটিব কেয়ার নিয়ে ডা. মাসুমের সাবলীল আলোচনা থেকে অনেক তথ্যই জানতে পেরেছি।

আশরাফুর রহমান: স্বাস্থ্যকথা অনুষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার রোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোবাশ্বার হাসান মাসুমের তৃতীয় পর্বের আলোচনা ভালো লেগেছে বলে জানিয়েছেন নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা থেকে আলী আহম্মেদ আরিফ। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আকতার জাহান: ভাই শাহাদত হোসেন ও আলী আহম্মেদ আরিফ, স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি আপনাদের উপকারে আসছে জেনে ভালো লাগল। আশা করি নিয়মিত লিখবেন।

এবারের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে। আর পাঠিয়েছেন মনীষা রায়। তিনি তার লেখাটি শুরু করেছেন এভাবে-

"ইরানি বালিকা যেন মরু–চারিণী

পল্লির প্রান্তর–বন মনোহারিণী-

-এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের কলি। এই গান শুনে আমি জেনে ছিলাম 'ইরান' একটি মরুভূমি প্রধান রাষ্ট্র। আর মরুভূমি মানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, খেজুর গাছ এবং প্রাণীদের মধ্যে থাকে উট। ইরান সম্পর্কে এর বেশি কিছু জানতাম না। এই ভুল ধারণা আমার থেকেই যেত যদি না রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতাম। ইরান সম্বন্ধে আমার সব ধারণা অজ্ঞাত থেকে যেত।" 

গাজী আব্দুর রশীদ: মনীষা দিদি নজরুলের গান দিয়ে লেখাটি শুরু করলেও শেষ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে। রেডিও তেহরান বাংলা সম্পর্কে কবিগুরুর ভাষায় তিনি লিখেছেন,  

"কত অজানারে জানাইলে তুমি
কত ঘরে দিলে ঠাঁই
দূরকে করিলে নিকট, বন্ধু
পরকে করিলে ভাই।"

আশরাফুর রহমান: সত্যিই চমৎকার একটা চিঠি পড়লাম আজ। মনীষা দিদি'র পুরো লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আগ্রহীরা পড়ে নিতে পারেন।

আকতার জাহান: বেশকিছু চিঠির জবাব তো দেওয়া হলো। এবার নাহয় সরাসরি কোনো শ্রোতার সাথে কথা বলি! কেউ কি লাইনে আছেন?

গাজী আব্দুর রশীদ: হ্যাঁ, এ মুহূর্তে টেলিফোনের অপর প্রান্তে অপেক্ষা করছেন ভারতের একজন সিনিয়র শ্রোতা। তার পরিচয়টি তার মুখ থেকেই শোনা যাক।  

গাজী আব্দুর রশীদ: আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে। আর পাঠিয়েছেন মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা। 

তিনি লিখেছেন, "রেডিও তেহরান অনুষ্ঠান প্রচার শুরু করে পবিত্র কুরআন তিলাওয়াত ও বাংলা তরজমা দিয়ে যা মুসলিম অমুসলিম সকল শ্রোতাকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে। ধর্মীয় জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে রেডিও তেহরানের জুড়ি মেলা ভার। কোরআনে আলো, স্বাস্থ্যকথা, প্রিয়জন ও রংধনু আসর শিশু-কিশোরসহ সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত করছে।"

সবশেষে আব্দুল হাকিম ভাই একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, ইরানের ব্যাংক-বিমা কিসের ভিত্তিতে পরিচালিত হয়? ইরানে কি সুদভিত্তিক অর্থনীতি চালু আছে?

আশরাফুর রহমান: ইরানে ইসলামী বিপ্লবের পরে কেন্দ্রীয় ব্যাংককে ইসলামী ব্যাংকিং আইন প্রতিষ্ঠার জন্য দায়িত্ব দেয়া হয়েছিল। ১৯৮৩ সালে ইরানের পার্লামেন্ট দেশের জন্য ইসলামী ব্যাংকিং আইন পাস করে। এই আইন অনুসারে, ইরানি ব্যাংকগুলো কেবল সুদমুক্ত ইসলামী ব্যাংকিং লেনদেন ও সেবায় জড়িত থাকতে পারবে। যেহেতু 'সুদ' বা রিবা-কে পবিত্র কুরআনে নিষিদ্ধ করা হয়েছে সে কারণে ইরানি ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইসলামি শরীয়াহসম্মত লেনদেন করে থাকে।  

আকতার জাহান: ভাই মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি কৌতুহল মিটেছে।

বন্ধুরা, এবার আমরা কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করব।

  • কাতারের দোহা থেকে এইচ এম কাউসার
  • কুমিল্লার ঝাকুনীপাড়া থেকে মাহফুজুর রহমান
  • সাতক্ষীরার আশাশুনি থানার গাজীপুর থেকে মোঃ আলামিন হোসেন
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • পাবনার আটুয়া থেকে মোঃ আবদুল কাফি
  • ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম নাজিমউদ্দিন
  • এবং দক্ষিণ দিনাজপুর জেলার ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল

গাজী আব্দুর রশীদ: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে শ্রোতাবন্ধু হারুন অর রশীদের অনুরোধের গানটি।

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, আপনারা শিল্পী মান্না দে'র কণ্ঠে 'আমি যে জলসা ঘরে' গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

 

 

ট্যাগ