জুলাই ১৯, ২০২২ ১৬:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • এবার ক্ষমা চাইলেন সিইসি-মানবজমিন
  • মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ ছাড়াল - প্রথম আলো
  • রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন ডা. সাবরিনা-যুগান্তর
  • ৯০ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন-বাংলাদেশ প্রতিদিন 
  • সরকার এখন চোখে সর্ষে ফুল দেখবে : ফখরুল-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • মোদীজি অগ্নিবীর তৈরি করছেন, না ‘জাতিবীর’! অগ্নিপথ নিয়ে অভিযোগ বিরোধীদের-আনন্দবাজার
  • শপিং মলে নমাজ কাণ্ডে গ্রেপ্তার ৪, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চান যোগী -আজকাল
  • উদ্বেগ বাড়িয়ে বেনজির পতন, প্রথমবার ৮০ টাকা ছুঁল ডলারের দাম-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

গুম-খুন-জাতিসংঘকে তথ্য দিতে সময় চেয়েছে ঢাকা-মানবজমিন

বছরব্যাপী সংঘটিত গুম-খুন তথা স্পর্শকাতর ঘটনাগুলো এবং এ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে তথ্য দিয়ে সহায়তাকারী ব্যক্তি এবং মানবাধিকার সংগঠনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য চেয়েছিল জাতিসংঘ। সুনির্দিষ্টভাবে কিছু ঘটনার কথা উল্লেখ করে ১৫ই জুলাই’র মধ্যে ঢাকাকে জবাব দিতে সময় বেঁধে দিয়েছিল সংস্থাটি। কিন্তু ঢাকা সেই সময়ের মধ্যে জবাব দিতে পারেনি বরং ওই সময়ে দেশে ঈদুল আজহার ছুটি থাকার কথা জানিয়ে বাড়তি সময় চেয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন বাংলাদেশের অনুরোধে কিছুটা সময় বাড়িয়ে দিতে সম্মত হয়েছে জাতিসংঘ।

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন ডা. সাবরিনা-যুগান্তর

কোভিড ১৯-এর নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল চৌধুরীসহ আটজনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১১ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চাকরিচ্যুত চিকিৎসক সাবরিনা বলেন, আমি চেয়ারম্যান ছিলাম না— এই সাজা কীভাবে হলো? কী হবে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি।তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান।

এবার ক্ষমা চাইলেন সিইসি-যুগান্তর/মানবজমিন

নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে তা প্রতিরোধ করতে রাইফেল নিয়ে দাঁড়াতে হবে- এমন বক্তব্য দেয়ায় ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা কখনো কখনো ভুল করে ফেলি। এজন্য আমি অনুতপ্ত। মঙ্গলবার নির্বাচন ভবনের ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসে এসব কথা বলেন। সিইসি বলেন, আমাদের কিছু শক্তি থাকবে, সেগুলো আমরা নির্বাচনে প্রয়োগ করবো।

মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ ছাড়াল-প্রথম আলো

মূল্যস্ফীতি এবার সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে। গত জুন শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। আজ মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বাজারে সব ধরনের পণ্যেরই দাম বাড়তি। এ কারণে কয়েক মাস ধরে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য আবারও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, বিবিএস মূল্যস্ফীতির যে হিসাব দিচ্ছে, প্রকৃত মূল্যস্ফীতি তার চেয়ে বেশি।

ব্যয় বাড়ল মেট্রোরেল প্রকল্পের-যুগান্তর

মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ করায় ব্যয় বেড়েছে মেট্রোরেল প্রকল্পের। এই প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। প্রকল্প ব্যয় ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

৯০ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন-বাংলাদেশ প্রতিদিন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯০ বারের মতো পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ।আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মোদীজি অগ্নিবীর তৈরি করছেন, না ‘জাতিবীর’! অগ্নিপথ নিয়ে অভিযোগ বিরোধীদের-আনন্দবাজার পত্রিকা

সেনায় সংরক্ষণের কোনও ব্যবস্থা নেই। তা হলে নিয়োগপত্রে কেন প্রার্থীকে জাতির উল্লেখ করতে হবে, তা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন আম আদমি পার্টি (আপ) সাংসদ সঞ্জয় সিংহ। একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করছেন, ভারতের ইতিহাসে এই প্রথম বার সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম উল্লেখ করতে হচ্ছে! আপ নেতা সঞ্জয় টুইট করেছেন, ‘মোদী সরকারের নিন্দাজনক চেহারা দেশের সামনে এসে গিয়েছে। মোদীজি কি দলিত, ওবিসি এবং আদিবাসীদের সেনায় নিয়োগে উপযুক্ত মনে করেন না? ভারতের ইতিহাসে এই প্রথম সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম বলতে হচ্ছে। মোদীজি, আপনি অগ্নিবীর তৈরি করতে চাইছেন, না জাতিবীর?’

শপিং মলে নমাজ কাণ্ডে গ্রেপ্তার ৪, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চান যোগী-আজকাল

উত্তরপ্রদেশের লখনউয়ে নবনির্মিত শপিং মলে নমাজ পড়ার ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওই চারজনই মুসলিম সম্প্রদায়ের এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও এক প্রেস বিবৃতিতে লখনউ পুলিশ জানিয়ে দিয়েছে, ক্যামেরায় ধরা পড়া আট জনের অ-মুসলিম হওয়ার দাবি মিথ্যে।

মঙ্গলবার লখনউ কমিশনেয়ারের রিপোর্টে বলা হয়েছিল, সরোজ নাথ যোগী, কৃষ্ণকুমার পাঠক, গৌরব গোস্বামী এবং আরশাদ আলিকে লুলু মলে ধর্মীয় আচার পালনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জুলাই। যোগী, পাঠক এবং গোস্বামী পুজো এবং আলি নমাজ পড়ার চেষ্টা করছিলেন বলে দাবি। কিন্তু এই দাবি নস্যাৎ করল লখনউ পুলিশ।

উদ্বেগ বাড়িয়ে বেনজির পতন, প্রথমবার ৮০ টাকা ছুঁল ডলারের দাম-সংবাদ প্রতিদিন

অর্থনীতিবিদদের উদ্বেগ বাড়িয়ে টাকার দামে বেনজির পতন। ভারতীয় অর্থনীতির ইতিহাসে এই প্রথম এক ডলারের দাম পৌঁছেছে ৮০ টাকায়। শেষ পর্যন্ত অবশ্য আমেরিকার মুদ্রাটি বেড়েছে ১৬ পয়সা, থেমেছে ৭৯.৯৮ টাকায়।

ভারতীয় অর্থনীতির উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার ১ মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৮০.০৬ টাকা। শেষ পর্যন্ত অবশ্য আমেরিকার মুদ্রাটি বেড়েছে ১৬ পয়সা, থেমেছে ৭৯.৯৮ টাকায়। কিন্তু কেন এভাবে পড়ছে টাকার দাম? সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থির মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে পতন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯

ট্যাগ