জুলাই ২০, ২০২২ ১৩:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২০ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • কমলাপুরে রনির অবস্থানের কারণ জানতে চান হাইকোর্ট–ইত্তেফাক
  • তৈরি পোশাকের রপ্তানি আদেশ কমছে, লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা-মানবজমিন
  • অংশ নেবে না বললেও বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি- প্রথম আলো
  • রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা-যুগান্তর
  • পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর -বাংলাদেশ প্রতিদিন
  • গ্যাস সংকটে চট্টগ্রামে সার কারখানায় উৎপাদন বন্ধ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • শিবসেনা তুমি কার? শিন্ডের না উদ্ধবের, জবাব খোঁজার ভার কি বৃহত্তর বেঞ্চের উপর-আনন্দবাজার
  •  আন্তর্জাতিক বাজারে পড়েছে তেলের দাম, পেট্রল-ডিজেল রপ্তানিতে কর কমাল কেন্দ্র-আজকাল

  •   রনিল নতুন প্রেসিডেন্ট হতেই শ্রীলঙ্কায় বিক্ষোভ জোরালো হওয়ার ইঙ্গিত-আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

অংশ নেবে না বললেও বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি- প্রথম আলো

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে না বলে সাফ জানিয়েছে বিএনপি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এই দলের জন্য অপেক্ষা করবেন। আজ বুধবার সকালে নির্বাচন ভবনে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি।

আজ বিকেল তিনটায় বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি সূত্র জানায় দলটিকে জানিয়েছে তারা এই সংলাপে অংশ নেবে না। বিএনপি সংলাপে আসছে না এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, 'আমরা ওয়েট করব।'বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কিনা জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি।

সিইসি সাংবাদিকদের বলেন,এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সকলের মনোভাব ইতিবাচক। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে বলেছেন তাঁরা। ইসিও তাদের এ ব্যাপারে নিশ্চিত করেছে।

তৈরি পোশাকের রপ্তানি আদেশ কমছে, লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা-মানবজমিন

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে উচ্চ মূল্যস্ফীতি সৃষ্টি হয়েছে। আর সেই উত্তাপ এসে লেগেছে দেশের পোশাক খাতে। কারণ বাংলাদেশের বৃহত্তম এই দুই বাজারের ক্রেতারা নতুন পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। ফলে বাংলাদেশের বেশির ভাগ তৈরি পোশাক কারখানার ক্রেতারাও প্রায় ৩০ ভাগ অর্ডার কমিয়ে দিয়েছেন বলে বিজিএমইএ ও বিকেএমইএ সূত্রে জানা গেছে। অথচ কয়েক মাস আগেও বিপুল কার্যাদেশ পাচ্ছিল দেশের পোশাক কারখানাগুলো। এখন একেবারে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে রপ্তানি আয় গত মাসের তুলনায় কমে গেছে। আর ডলারের বাজারে অস্থিরতায় রেমিট্যান্স কমার পাশাপাশি দেশের রিজার্ভও কমেছে। এতে পণ্যের কাঁচামাল আমদানিতে এলসি খুলতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।  সূত্র মতে, ইতিমধ্যে ইউরোপে অর্থনৈতিক মন্দার আঁচ পড়তে শুরু করেছে।

গ্যাস সংকটে চট্টগ্রামে সার কারখানায় উৎপাদন বন্ধ-কালের কণ্ঠ

দীর্ঘ আড়াই মাস বন্ধের পর গত ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সার উৎপাদন শুরু হয় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল)। তবে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।  

সিইউএফএল সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়।

কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কথা বললেও মূলত বাল্ক গুদামে সার রাখার জায়গা না থাকায় গত সপ্তাহে সাত দিন কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। গত ৯ জুলাই বিকেল ৩টা থেকে ১৭ জুলাই পর্যন্ত যান্ত্রিক ত্রুটি দেখিয়ে উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ।

কমলাপুরে রনির অবস্থানের কারণ জানতে চান হাইকোর্ট–ইত্তেফাক  

রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেওয়া মহিউদ্দিন রনির অবস্থানের কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে রনির বিষয়ে তথ্য জানানোর জন্য বলেন আদালত।

সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সংশ্লিষ্ট বেঞ্চ বসার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিকের কাছে রনির অবস্থানের কারণ জানতে চান আদালত। তখন মানিক বলেন, আমরাও পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, রেলপথে টিকিটবাণিজ্য ও অনিয়ম নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন ওই ঢাবি শিক্ষার্থী।

তখন আদালত বলেন, ‘ঘটনা কী, খোঁজ নেন। কমলাপুর রেলস্টেশনে একজন ছেলে দিনের পর দিন অবস্থান করছেন, পত্র-পত্রিকা, ফেসবুক, ইউটিউব সবখানে বিষয়টি ভাইরাল এবং আলোচনা হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন সমস্যা সমাধান করা যায় কি না।’

রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা-যুগান্তর

চলতি (২০২২-২৩) অর্থবছরে রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১-২১ অর্থবছরে রপ্তানিতে আমরা ৬০ বিলিয়ন ডলার আয় করেছি। সবদিক বিবেচনা করে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, পণ্য রপ্তানি খাতে নতুন আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫৮ বিলিয়ন ডলার। আর সেবা খাতে ৯ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণার আগে বাণিজ্যমন্ত্রী জানান, নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে সরকার বেশ কিছু বিষয় বিবেচনায় এনেছে। সেগুলো হলো- সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি ও বিগত ২০২১-২২ অর্থবছরের রপ্তানি প্রবৃদ্ধির অর্জনের গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণে সরকার প্রদত্ত আর্থিক সুবিধা, বিশ্ববাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, দেশে করোনার প্রভাব, রপ্তানি সম্ভাবনাময় পণ্য ও সেবা খাতের বিকাশ, রপ্তানি সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ এবং চলতি অর্থবছরের বাজেটে করোনা মোকাবিলায় সরকারের নেয়া নানামুখী উদ্যোগ।

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

শিবসেনা তুমি কার? শিন্ডের না উদ্ধবের, জবাব খোঁজার ভার কি বৃহত্তর বেঞ্চের উপর-আনন্দবাজার

শিবসেনা তুমি কার? প্রাক্তনের না বর্তমানের? এই প্রশ্নের জবাব খোঁজার ভার বৃহত্তর বেঞ্চের উপর দিতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানিতে তা স্পষ্ট হবে। ১ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

মোট ছ’টি আবেদন। তার মধ্যে পাঁচটি আবেদন উদ্ধব ঠাকরে শিবিরের পক্ষ থেকে। একটি আবেদন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের তরফ থেকে। বুধবার শুনানির শুরুতেই, সুপ্রিম কোর্টে উদ্ধবের পক্ষ সওয়াল করার জন্য হাজির হন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। অন্য দিকে শিন্ডে শিবিরের হয়ে উপস্থিত হন আর এক প্রবীণ আইনজীবী হরিশ সালভে। সিব্বল সওয়াল করেন, মহারাষ্ট্র গণতন্ত্র ঘোর বিপদে। ওই রাজ্যে যা ঘটেছে তাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তামাশায় পরিণত হয়েছে। পাল্টা জবাব দেন শিন্ডে শিবিরের আইনজীবী হরিশ। তাঁর সওয়াল, এই তর্ক এখানে একেবারেই যথাযথ নয়, যেখানে এক জন মুখ্যমন্ত্রীকে (উদ্ধব) তাঁরই দলের সদস্যরা ছুঁড়ে ফেলে দিয়েছেন।

 আন্তর্জাতিক বাজারে পড়েছে তেলের দাম, পেট্রল-ডিজেল রপ্তানিতে কর কমাল কেন্দ্র- দৈনিক সংবাদ প্রতিদিন

তেল রপ্তানিতে করের (Export Tax) পরিমাণ কমাল কেন্দ্রীয় সরকার। লিটার পিছু ৬ টাকা করে কমবে পেট্রল রপ্তানির খরচ। ডিজেলে লিটার পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। অপরিশোধিত তেল (Crude Oil) রপ্তানিতেও কর ছাড় মিলেছে। আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে তেলের দাম। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, জুলাই মাসের শুরুতেই জ্বালানি রপ্তানিতে করের পরিমান বাড়ানো হয়েছিল।

দেশীয় বাজারে জ্বালানির জোগান কমে যাওয়ার কারণে রপ্তানিতে কর বসানোর কথা জানিয়েছিল কেন্দ্র। বুধবার একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টন পিছু সতেরো হাজার টাকা কর দিতে হবে। আগের নিয়ম অনুযায়ী ২৩২৫০ টাকা কর গুণতে হত রপ্তানিকারক সংস্থাগুলিকে। বিমানের জ্বালানিতেও লিটার পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। ডিজেলেও একই পরিমাণ কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। বুধবার অর্থাৎ ২০ জুলাই থেকেই নতুন নিয়মবিধি কার্যকর হবে।

 রনিল নতুন প্রেসিডেন্ট হতেই শ্রীলঙ্কায় বিক্ষোভ জোরালো হওয়ার ইঙ্গিত-আজকাল

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিঙ্ঘে।

বুধবারই প্রেসিডেন্ট নির্বাচনে পার্লামেন্টের সদস্যরা গোপনে ভোট দেন। তাতে শেষ হাসি বিক্রমাসিঙ্ঘেরই। তবে শ্রীলঙ্কার সাধারণ মানুষ কিন্তু বিক্রমাসিঙ্ঘেকে প্রেসিডেন্ট হিসেবে একেবারেই চান না। তাই বিক্ষোভ শেষ নয়, হয়ত ফের নতুন করে শুরু হতে চলেছে শ্রীলঙ্কায়। জনরোষের হাত থেকে বাঁচতে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালান। আপাতত মালদ্বীপে তিনি। সেখান থেকেই ইস্তফাপত্র পাঠান। তারপর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। তিনিই শেষ অবধি হলেন প্রেসিডেন্ট। এটা ঘটনা, প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন রনিল বিক্রমাসিঙ্ঘে। কারণ বিক্রমাসিঙ্ঘের প্রার্থীপদ নিয়ে অসন্তুষ্ট শ্রীলঙ্কার সাধারণ মানুষ। তাই শ্রীলঙ্কায় বিক্ষোভ আরও জোরদার হওয়ার সম্ভাবনা। 

পার্সটুডে/বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ