আগস্ট ০৩, ২০২২ ১৪:২২ Asia/Dhaka
  • কৃষকের খরচ বাড়বে ১৬০০ কোটি টাকা

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না: পেলোসি-দৈনিক প্রথম আলো
  • জাওয়াহিরি হত্যার বদলায় মরিয়া জঙ্গিরা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান-মানবজমিন
  • ব্যাংকক পোস্টের প্রতিবেদন: বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না-দৈনিক ইত্তেফাক

  • সরকারকে সরানোর যুগপৎ আন্দোলনে বিএনপি-গণঅধিকারের ঐকমত্য- দৈনিক নয়া দিগন্ত
  • শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় হুমকি!-যুগান্তর
  • কৃষকের খরচ বাড়বে ১৬০০ কোটি টাকা-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • টাকা কার? প্রশ্ন শুনে মুখ ঢাকলেন মুঠোয়, চোখও বুজে ফেললেন পার্থ-আনন্দবাজার
  • স্বাস্থ্যপরীক্ষার পর আজ আদালতে পেশ করা হবে পার্থ-অর্পিতাকে, বাড়বে কি হেফাজতের মেয়াদ?দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভারতের উপরে নজরদারি চালাতেই শ্রীলঙ্কায় চিনা জাহাজ! বাড়ছে নয়াদিল্লির উদ্বেগ- দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না: পেলোসি-দৈনিক প্রথম আলো

ওয়াশিংটন তাইওয়ানকে ছেড়ে যাবে না বলে আশ্বস্ত করেছেন তাইপে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। আজ বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বিবিসি ও আল-জাজিরার।পেলোসি বলেন, ‘আজ আমাদের প্রতিনিধিদল তাইওয়ানে এসেছে দ্ব্যর্থহীনভাবে এটা স্পষ্ট করে দিতে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ত্যাগ করব না। আমিও এই প্রতিনিধিদলের একজন গর্বিত সদস্য। আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত।’

তিনি বলেন, ‘এখন আগের যেকোনো সময়ের চেয়ে তাইওয়ানের প্রতি আমেরিকার সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা আজ সেই বার্তাটিই এখানে নিয়ে এসেছি।’

কৃষকের খরচ বাড়বে ১৬০০ কোটি টাকা-কালের কণ্ঠ

ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়ায় চলতি আমন ও পরবর্তী বোরো মৌসুমে চাল উৎপাদনে কৃষকের এক হাজার ৬০০ কোটি টাকা খরচ বাড়বে। কৃষি অর্থনীতিবিদরা এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার থেকে ইউরিয়া সারের দাম বাড়ানো হয়। দেশে এখন প্রায় ৭৫ শতাংশ জমিতে ধানের আবাদ হয়। ফলে এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়বে চাল উৎপাদনে। যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএর তথ্য মতে, গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে চালের উৎপাদন হয়েছে প্রায় তিন কোটি ৫৮ লাখ টন। চলতি অর্থবছরে কিছুটা বৃদ্ধি পেয়ে তিন কোটি ৬৩ লাখ টন হতে পারে।কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরে ইউরিয়া সারের প্রয়োজন প্রায় ২৬ লাখ ৫০ হাজার টন। কৃষক পর্যায়ে যদি এই পরিমাণ সারের ব্যবহার হয়, তাহলে মূল্যবৃদ্ধির ফলে কৃষকের বাড়তি খরচ হবে প্রায় এক হাজার ৫৯০ কোটি টাকা, প্রতি মণে যা প্রায় ১৬ টাকা। এ ছাড়া কৃষকের উৎপাদনশীলতা কমে যাওয়া ছাড়াও সার্বিকভাবে দেশে চালের উৎপাদন কমে যেতে পারে। এর ফলে চালের আমদানিনির্ভরতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় হুমকি!-যুগান্তর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে বিমানবন্দরসংলগ্ন ২টি বেসরকারি তারকা হোটেল ও ১টি শপিং কমপ্লেক্সসহ ৫টি বহুতল ভবন।

বিমানবন্দরে আসা দেশি-বিদেশি ভিআইপিদের চলাচলে মারাত্মক হুমকি হতে পারে এই স্থাপনাগুলো। ভবনগুলো থেকে বিমানবন্দরের প্রতিটি স্পর্শকাতর স্থান দেখা যায়। বহুতল ৫টি ভবনের ছাদ ব্যবহার করে যে কোনো ধরনের নাশকতা হতে পারে। হতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। অভিযোগ উঠেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ না করেই এ রকম একটি স্পর্শকাতর এলাকায় বেসরকারি মালিকানার ৫টি বহুতল ভবন করার অনুমতি দিয়েছে। সিদ্ধান্তটি বেবিচকের চরম অদূরদর্শী ছিল।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনবাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না-দৈনিক ইত্তেফাক

থাইল্যান্ড থেকে প্রকাশিত ‘ব্যাংকক পোস্ট’ এর এক প্রতিবেদনে সোমবার (১ আগস্ট)  বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি কখনো  শ্রীলঙ্কার মতো হবেনা। প্রতিবেদনটি লিখেছেন তুলনামূলক ভারতের কর্ণাটকের গবেষক ও বিশ্লেষক জন রোজারিও।

প্রতিবেদনে তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনীতির তুলনামূলক বিচার করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিছুটা চাপে থাকলেও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নাই।শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় গত কয়েক মাস ধরে আলোচনায়। এই আলোচনার মধ্যে বিশ্লেষকরা বিকাশমান অর্থনীতির দেশগুলোতে একই সঙ্গে সংকট খুঁজছেন।বাংলাদেশের মতো এমন অর্থনীতির কয়েকটি দেশকে অন্যদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে গুলোতে একটি ঋণ সংকট বা খারাপ পরিস্থিতি হয়তো দেখা দিতে পারে।

সরকারকে সরানোর যুগপৎ আন্দোলনে বিএনপি-গণঅধিকারের ঐকমত্য- দৈনিক নয়া দিগন্ত

সরকারকে সরাতে যুগপৎ আন্দোলন করার বিষয়ে বিএনপির সাথে ঐকমত্য পোষণ করছে গণঅধিকার পরিষদ।

বুধবার দুপুরে গণঅধিকার পরিষদের নেতাদের সাথে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেয়া হবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নেয়া হবে। জয়ী হলে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র মেরামতের জন্য।মির্জা ফখরুল বলেন, আমরা গণঅধিকার পরিষদের সাথে আলোচনায় সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। তারা আমাদের সাথে প্রায় সব বিষয়েই একমত পোষণ করেছেন। বিশেষ করে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আমরা এই বিষয় একমত হয়েছি যে এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না।

তিনি আরো বলেন, এই সরকার অত্যন্ত সচেতনতার সাথে আমাদের যে অর্জনগুলো ছিল- গণতন্ত্র, বাকস্বাধীনতা - সেগুলো ধ্বংস করে দিয়েছে।‘এই কারণে আমরা জনগণকে সাথে নিয়ে একটা আন্দোলন করার জন্য একমত হয়েছি,’ বলেন তিনি।

জাওয়াহিরি হত্যার বদলায় মরিয়া জঙ্গিরা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান-মানবজমিন

বিদেশে থাকা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার ফলে সংগঠনটি মার্কিনিদের টার্গেট করে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাওয়াহিরির মৃত্যু আল-কায়দা সমর্থক এবং সংশ্লিষ্ট অন্য সন্ত্রাসী গোষ্ঠীকে মার্কিন ঘাটি ও সেনাদের টার্গেট করে হামলায় উৎসাহিত করতে পারে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় ৭১ বছর বয়স্ক জাওয়াহিরি নিহত হন। পরদিন সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরিকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল-কায়েদার সন্ত্রাসী হামলায় জাওয়াহিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়।

টাকা কার? প্রশ্ন শুনে মুখ ঢাকলেন মুঠোয়, চোখও বুজে ফেললেন পার্থ-আনন্দবাজার

এর আগে পর পর দু’দিন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে বুধবার আদালতে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতাল চত্বরে দৃশ্যতই মুখে কুলুপ আঁটলেন পার্থ। মাস্ক পরেই ছিলেন। দেখা গেল সেই মাস্কের উপরে দু’হাতের আঙুল একসঙ্গে মুঠো করে চেপে রেখেছেন পার্থ। পার্থকে বুধবারও প্রশ্ন করা হয়েছিল, টাকা কার? ইএসআইয়ের হাসপাতালের গেট থেকে বেরোতেই সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাঁকে লক্ষ্য করে। পার্থ জবাব দেননি। বরং বাইরে বেরিয়ে চোখও বুজে ফেলেন তিনি। মাস্কের উপর দু’হাত মুঠো করে আড়াল করে রাখা এবং চোখ বুজে থাকা পার্থকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে চলে যান ইডির আধিকারিকরা। টাকা কার? প্রশ্নে, বুধবার জোকা ইএসআই থেকে বেরিয়ে কোনও জবাবই দিলেন না পার্থ। ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন শিল্পমন্ত্রীকে। তিনি সেই প্রশ্নেরও উত্তর দেননি। 

স্বাস্থ্যপরীক্ষার পর আজ আদালতে পেশ করা হবে পার্থ-অর্পিতাকে, বাড়বে কি হেফাজতের মেয়াদ?দৈনিক সংবাদ প্রতিদিন 

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

তারপরই আদালতে পেশ করা হবে অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। ৩ আগস্ট অর্থাৎ আজ তাঁদের ১০ দিনের ইডি-র হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তাঁরা জামিন পাবেন নাকি হেফাজতের মেয়াদ বাড়ানো হবে, তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। 

বুধবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে পার্থ-অর্পিতাকে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যান ইডি-র আধিকারিকরা। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পরেই আদালতে পেশ করা হবে তাঁদের। 

উল্লেখ্য, এসএসসি নিয়োগে দুর্নীতি মামলার তদন্তে টানা ২৭ ঘণ্টা জেরার পর ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি-র আধিকারিকরা। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের বাড়ি থেকে ২২ কোটি টাকা উদ্ধার করার পর তাঁকেও গ্রেপ্তার করেন তদন্তকারীরা। এরপরই তদন্তের স্বার্থে পার্থ-অর্পিতাকে ১০ দিনের ইডি-র হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি সূত্রে খবর, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও, পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত সেভাবে কোনও তথ্য ফাঁস করেননি। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আরও তথ্য পেতে পার্থ চট্টোপাধ্যায়কে আরও কিছুদিন ইডি হেফাজতে রাখতে পারে বলেই ধারণা অনেকের। 

ভারতের উপরে নজরদারি চালাতেই শ্রীলঙ্কায় চিনা জাহাজ! বাড়ছে নয়াদিল্লির উদ্বেগ- দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রীলঙ্কার (Sri Lanka) হাম্বানটোটা বন্দরের উদ্দেশে রওয়ানা দিয়েছে চিনের (China) একটি জাহাজ। এমন গুঞ্জ ছড়াতেই ভারত জানিয়ে দিয়েছে, তারা বিষয়টির দিকে কড়া নজর রেখেছে। এদিকে মনে করা হচ্ছে, চিন এই জাহাজ শ্রীলঙ্কার বন্দরে ভেড়াতে চেয়েছে ভারতের উপরে নজরদারি চালাতেই! এই সম্ভাবনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের দাবি, আগস্টের ১১ তারিখেই হাম্বানটোটা বন্দরে ভিড়তে পারে চিনের ইউয়ান ওয়াং ৫ জাহাজটি। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ”দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলি সেগুলির দিকে সব সময় নজর রেখে চলে সরকার।” তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার, শ্রীলঙ্কার বন্দরের দিকে নজর রাখবে ভারত। এহেন মন্তব্য থেকে পরিষ্কার, শ্রীলঙ্কার বন্দরে কোনও রকম চিনা জাহাজের উপস্থিতি মোটেই ভালভাবে দেখছে না নয়াদিল্লি।

পার্সটুডে/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন