কথাবার্তা
'বাম জোটের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে'
-
বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার খবরের বিশ্লেষণমূলক অনুষ্ঠান \\\'কথাবার্তা\\\'।
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৭ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম:
- জ্বালানি তেলের দাম বাড়ায় সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী-মানবজমিন
- বায়ুদূষণে ঢাকার অবস্থান ৫ম, ২০১৯ সালে ২২ হাজার মানুষের মৃত্যু -প্রথম আলো
- ঢাকায় গণপরিবহণে ‘ভাড়া সন্ত্রাস’–যুগান্তর।
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না, খবরটি গুজব -কালের কণ্ঠ
- 'বাম জোটের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে' -বাংলাদেশ প্রতিদিন
- ভারতের শিরোনাম:
- রুশদির পর এবার তসলিমা! একাধিকবার খুনের হুমকি পেয়ে উদ্বিগ্ন লেখিকা - দৈনিক আজকাল
- ফেডারেশনের উপর থেকে ফিফার নির্বাসন তুলতে ভূমিকা নিক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের - দৈনিক সংবাদ প্রতিদিন
- দক্ষিণ কলকাতা জুড়ে ‘নতুন তৃণমূল’ হোর্ডিং, দুবাই থেকে ফিরে কি স্পষ্ট করবেন অভিষেক? -আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবরে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
জ্বালানি তেলের দাম বাড়ায় সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী - শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, জ্বালানি তেলের দাম বাড়ায় ব্যবসায়ীরা অনেক বেশি সুযোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা সুযোগ যখন নেয়, সবাই একবারে লাফ দিয়ে নেয়। কিন্তু আমরা তো এসব একবারে শেষ করতে পারবো না। তাদের সঙ্গে বসে ঠিক করতে হবে। আমাদেরকে একটু সময় দেন। কবে নাগাদ বাজার স্বাভাবিক হতে পারে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সেটা বলা যাবে না। তবে আমরা খুব আশাবাদী, অক্টোবরের মধ্যে কিছুটা কমে আসবে।
বায়ুদূষণে ঢাকার অবস্থান ৫ম, ২০১৯ সালে ২২ হাজার মানুষের মৃত্যু– শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। একটি বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী, দূষিত বায়ুর কারণে ২০১৯ সালে রাজধানীতে ২২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠনের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় বড় শহর ও শহর এলাকাগুলোয় বায়ুমান সবচেয়ে খারাপ। এতে সাত হাজারেরও বেশি শহরের বায়ুদূষণ ও স্বাস্থ্যের ওপর এর প্রভাব পর্যালোচনা করা হয়েছে।
ঢাকায় গণপরিবহণে ‘ভাড়া সন্ত্রাস’- শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, তেলের দামের কারণে ঢাকার গণপরিবহণে ১৬.২৭ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কিন্তু যাত্রীদের কাছ থেকে দূরত্বভেদে দ্বিগুণেরও বেশি আদায় করা হচ্ছে।
এদিকে মালিক সমিতি গত বুধবার ওয়েবিল প্রথা বন্ধের ঘোষণা দিলেও তা এখনো কার্যকর হয়নি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী যুগান্তরকে বলেন, সরকার চাইলে পরিবহণ নৈরাজ্য থেকে জনগণকে মুক্তি দিতে পারে। দেশ ডিজিটালাইজেশন হলেও পরিবহণ সেক্টরটি এখনো এনালগ পদ্ধতিতে চলছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না, খবরটি গুজব–শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বলে গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। কিন্তু প্রচারিত তথ্যটি সঠিক নয়।
'বাম জোটের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে'-শীর্ষক খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ২৫ আগস্টের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
হরতালের বিষয়ে হাছান মাহমুদ বলেন, বাম ভাইয়েরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এজন্য আমি তাদের সম্মান করি। বাম ভাইয়েরা হরতাল ডেকেছেন, গণতান্ত্রিক নিয়ম মেনে যে কেউ প্রতিবাদ করতে পারেন। কিন্তু বাম ভাইদের আমি অনুরোধ করবো তাদের কর্মকাণ্ডে যেন স্বাধীনতা বিরোধী, জঙ্গিগোষ্ঠী এবং দেশবিরোধী অপশক্তি বিএনপিসহ অন্যরা লাভবান না হয়। তাদের হাতে যেন দেশটা চলে না যায়।
জ্বালানির দাম বাড়িয়ে অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয়েছে : মির্জা ফখরুল শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম, সরকারের অব্যবস্থাপনা ও সিন্ডিকেশনের যাঁতাকলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধির ফলে দেশের অর্থনীতির কফিনে শেষ পেরেকটুকু ঠুকে দেয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চিত্র আমরা সবাই জানি। কারণ এখানে আমরা যারা উপস্থিত আছি, সাংবাদিকবৃন্দসহ আমাদের সবারই বলতে গেলে নির্দিষ্ট টাকায় সংসার চালাতে হয়। তাই আমরা যতটা তিক্তভাবে বাজারের মূল্যবৃদ্ধি অনুভব করতে পারি, তা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা সম্পদের পাহাড় জমিয়েছে, যাদের দুর্নীতির টাকা এখন সুইস ব্যাংক, মালয়েশিয়ার সেকেন্ড হোম, কানাডার বেগমপাড়া, ইউরোপ, আমেরিকা কিংবা লাতিন আমেরিকান দ্বীপরাষ্ট্রে পাচার হচ্ছে তারা কখনোই অনুভব করতে পারবেন না।
শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।
রুশদির পর এবার তসলিমা! একাধিকবার খুনের হুমকি পেয়ে উদ্বিগ্ন লেখিকা – শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, আগেও তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। কিন্তু এবার এক ভরা জনসভায় তাঁকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে দেখে, রীতিমতো উদ্বিগ্ন 'সাহসী' লেখিকা। সেই উদ্বেগের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যা ঘিরে দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরাও।
দিন কয়েক আগেই নিউ ইয়র্কে ছুরিকাহত হয়েছেন লেখক সলমন রুশদি। রুশদির উপর এই আক্রমণের জোরদার প্রতিবাদ করেছিলেন তসলিমা। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টেও প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। সরাসরি অনেকেই লিখেছেন, 'পরের নিশানা তুমি।'
ফেডারেশনের উপর থেকে ফিফার নির্বাসন তুলতে ভূমিকা নিক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের -শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর থেকে ফিফার নির্বাসন তুলতে অগ্রণী ভূমিকা নিক কেন্দ্র সরকার। সেই সঙ্গে ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতীয় ফুটবলের উপর নির্বাসনের খাঁড়া চাপিয়েছে ফিফা। যার জেরে জাতীয় দল থেকে বিভিন্ন ক্লাব, ভারতীয় ফুটবলের সব স্তরেই সমস্যার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ।
দক্ষিণ কলকাতা জুড়ে ‘নতুন তৃণমূল’ হোর্ডিং, দুবাই থেকে ফিরে কি স্পষ্ট করবেন অভিষেক? –শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, ১৪ অগস্ট সকালের বিমানে কলকাতা থেকে দুবাই গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় ফিরবেন তিনি।
দক্ষিণ কলকাতা জুড়ে তাঁর নামে ‘নতুন তৃণমূল’ সংক্রান্ত যে হোর্ডিং পড়েছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তা নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। ঘটনাচক্রে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন আছেন দুবাইয়ে। চলতি সপ্তাহেই তাঁর শহরে ফেরার কথা।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।