অক্টোবর ০৭, ২০২২ ১৭:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৭ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্লাটফর্ম: ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • ঢাবিতে আবরারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ -ডেইলি স্টার
  • দুর্নীতি প্রকাশ করায় চাকরি হারালেন নারী-কালের কণ্ঠ
  • আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সুযোগ নেই: মির্জা ফখরুল-প্রথম আলো
  • একদিনে করোনায় আরও পাঁচ জনের মৃত্যু-মানবজমিন
  • মেগা প্রকল্পের বিদ্যুতে বাড়বে গ্রিড বিপর্যয়ের শঙ্কা- যুগান্তর 

ভারতের শিরোনাম:

  • জ্ঞানবাপী মসজিদের সেই ‘শিবলিঙ্গের’ কার্বন ডেটিং পরীক্ষা নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের-আনন্দবাজার পত্রিকা
  • একযোগে ৩৫ জায়গায় তল্লাশি ইডির, টুইটে কী লিখলেন কেজরিওয়াল?-আজকাল
  • ‘মশকরা করছেন না পুতিন’, পরমাণু হামলার আশঙ্কা উসকে মন্তব্য বাইডেনের-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

প্রথম আলোর খবরে লেখা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংলাপ বিরোধীদের সঙ্গে হবে, আওয়ামী লীগের সঙ্গে সুযোগ নেই।’নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংলাপ করছি তাদের সাথে, যারা এই সরকারকে মানে না, যারা মনে করে যে এই সরকার দেশের গণতন্ত্রকে ধবংস করে দিয়েছে; তাদের সঙ্গে আমরা সংলাপ করছি।আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নাই, প্রশ্নই ওঠে না। দে মাস্ট লিভ, তাদেরকে চলে যেতে হবে। আমরা বারবার করে বলছি যে চলে গিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে।’

দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্লাটফর্ম বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে। তাদের হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।কাদের বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃঙ্খলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।

উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন একসঙ্গে হচ্ছে না। এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাওয়া মেগা প্রকল্পগুলোর বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের বড় ধরনের শঙ্কা সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা বলেছেন, সঞ্চালন জটিলতার কারণে মূলত গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটে। বিদ্যুৎ উৎপাদনের পর সেটি গ্রিড সাবস্টেশনে পৌঁছানো এবং সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার সময় এই সমস্যা সৃষ্টি হয়। উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলেই বিপর্যয় ঘটে। এ ক্ষেত্রে সিস্টেম ফ্রিকোয়েন্সি রেঞ্জের নিচে নেমে যায় এবং আন্ডার ফ্রিকোয়েন্সির কারণেই বিদ্যুৎ ব্যবস্থা আনস্টেবল হয়ে পড়ে। এ অবস্থায় স্থিতিশীল গ্রিডের জন্য উৎপাদন এবং সঞ্চালন ব্যবস্থায় দ্রুত অটোমেশন চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খবরটি যুগান্তরে পরিবেশিত হয়েছে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির মান-সংবাদ প্রতিদিন

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুখে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির পতন অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে বাজার খুলতেই ১৬ পয়সা পড়ে যায় রুপির দাম। এতে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৮২.৩৩ রুপি। ডলারের বিপরীতে এই প্রথমবার ৮২ রুপি পেরিয়ে গেল ভারতীয় মুদ্রার দাম। ফলে এই মুহূর্তে সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপির মান।

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদে দেবদেবীর মূর্তি আছে দাবি করে পুজোর অনুমতি চেয়েছেন। বারাণসী আদালতকে সেই আবেদনের নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মসজিদ চত্বরে ওজুখানায় শিবলিঙ্গের উপস্থিতি সম্পর্কে দাবি করে তার বয়স জানার জন্য ‘কার্বন ডেটিং’ পরীক্ষার আবেদন জানানো হয়েছিল বারাণসী জেলা। শুক্রবার সেই আবেদনের শুনানি মঙ্গলবার (১১ অক্টোবর) পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বিচারক অজয়কুমার বিশ্বেশ।

সংবাদ প্মুরতিদিনের খবরে বলা হয়েছে, ম্বইয়ের এক গুদামঘর থেকে উদ্ধার হল ৬০ কেজি মাদক । উদ্ধার হওয়া মেফাড্রোন নামের ওই মাদকের মূল্য ১২০ কোটি টাকারও বেশি। তেমনটাই জানিয়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমান চালক। মনে করা হচ্ছে, এই মাদক কারবারিরা একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ।

একযোগে ৩৫ জায়গায় তল্লাশি ইডির, টুইটে কী লিখলেন কেজরিওয়াল?-আজকাল

একযোগে ৩৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আজ, শুক্রবার দিল্লি, পাঞ্জাব, হায়দ্রাবাদের ৩৫ জায়গায় দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। দিল্লির বাতিল হওয়া আবগারি নীতির নিয়মে যে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে সেই মামলাতেই এই তল্লাশি। এই রাজ্য গুলিতে আবগারি কোম্পানি, ব্যবসায়ী, পরিবেশক ইত্যাদির সঙ্গে যুক্ত একাধিক জায়গায় নজর রয়েছে তদন্তকারী আধিকারিকদের।গোটা ঘটনার প্রেক্ষিতে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে তিনি লিখেছেন, নোংরা রাজনীতির জন্য এই বহু সংখ্যক আধিকারিকের সময় নষ্ট করা হচ্ছে। প্রশ্ন করেছেন, এভাবে চললে দেশ এগোবে কিভাবে?#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭

ট্যাগ