অক্টোবর ১৫, ২০২২ ১৯:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৫ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপির কর্মীদের লাঠি নিয়ে আসা আইনসিদ্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
  • নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয়: ওবায়দুল-প্রথম আলো
  • খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই : রাষ্ট্রপতি:-দৈনিক নয়াদিগন্ত
  • বাধা উপেক্ষা করে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল-দৈনিক মানবজমিন
  • ময়মনসিংহে বিএনপির গণসমাবেশ-সংঘাত এড়াতে নগরীতে ৬ শতাধিক পুলিশ-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • আশায় বসে পাকিস্তান, আচমকা বাইডেনের ‘বোমা’: সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটা-আনন্দবাজার পত্রিকা
  • সোপিয়ানে ফের কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করল জঙ্গিরা-আজকাল
  • ভিডিও রেকর্ডিং হবে গোটা ইন্টারভিউ প্রক্রিয়া, প্রাথমিক নিয়োগে স্বচ্ছতার লক্ষ্যে বেনজির পদক্ষেপ পর্ষদের-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয়: ওবায়দুল-প্রথম আলো

সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম অঙ্গীকার (কমিটমেন্ট) থাকলে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না। আজ শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ব্রিফিং দেওয়ার সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে বিএনপি একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি। তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল। এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়।

বিএনপির কর্মীদের লাঠি নিয়ে আসা আইনসিদ্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

ঘোষণা দিয়ে বলা হয়েছিল, বিএনপি নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে আসার জন্য। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা লাঠি নিয়ে এসেছে। এটি আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য করেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে আসে। এটা কি ইঙ্গিত বহন করেছিল, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। এগুলো মিন করে কি, আপনারা নিজেরাও বুঝেন, নিজেরাও জানেন। আমরা তাদের বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা, এটা আইনগত সিদ্ধ নয়। ’

খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই : রাষ্ট্রপতি:-দৈনিক নয়াদিগন্ত

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, খাদ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।

‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষ্যে আজ শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল রোববার (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস ২০২২’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি এ উদ্যোগকে স্বাগত জানাই’।

এ বছর নির্ধারিত ‘বিশ্ব খাদ্য দিবসের’ প্রতিপাদ্য ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’- যা বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলেও তিনি মনে করেন।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশে দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় কৃষিই অন্যতম প্রধান নিয়ামক। কৃষি জনগণের খাদ্য ও পুষ্টি সরবরাহ, কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের কাঁচামাল সরবরাহের নিশ্চয়তা প্রদান করে।

বাধা উপেক্ষা করে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল-দৈনিক মানবজমিন

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। বেলা ২টার দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে ঘিরে গণপরিবহন বন্ধ করে দেয়ায় বিকল্প উপায়ে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। আশপাশের জেলা থেকে ট্রলারযোগে ময়মনসিংহ শহরে আসেন, অনেকে আবার দূরদূরান্ত থেকে দীর্ঘপথ হেঁটে, ছোট ছোট যানে ভেঙে ভেঙে শহরে পৌঁছান। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। পোস্টার, ফেস্টুন আর ব্যানার হাতে মাঠে অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। জেলার বাইপাস থেকে শহরের চরপাড়া মোড় পর্যন্ত পুরো রাস্তায় সমাবেশ ছড়িয়ে পড়েছে।

ময়মনসিংহে বিএনপির গণসমাবেশ-সংঘাত এড়াতে নগরীতে ৬ শতাধিক পুলিশ-দৈনিক সমকাল

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সংঘাত এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার বেলা দেড়টা পর্যন্ত নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে আওয়ামী লীগের অবস্থান দেখা যায়নি। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বেলা ১টার দিকে আওয়ামী লীগের অবস্থান না থাকলেও মোতায়েন ছিল পুলিশ। নগরীর জিরো পয়েন্ট সিজিএম কোর্ট এলাকা, শম্ভুগঞ্জ ব্রিজ মোড়, চরপাড়ামোড়-সহ নগরীর প্রবেশ মুখগুলোতে পুলিশের অবস্থান দেখা গেছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। 

আশায় বসে পাকিস্তান, আচমকা বাইডেনের ‘বোমা’: সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটা-আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির অন্যতম’ বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে চার বছর ‘ধূসর তালিকায়’ থাকার পরে চলতি মাসে আন্তর্জাতিক মহল ইসলামাবাদকে মুক্তি দিতে পারে বলে জল্পনা। তার আগে বাইডেনের এই মন্তব্য পাকিস্তানকে বেকায়দায় ফেলল বলে মনে করা হচ্ছে।

আমেরিকার কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সভায় শুক্রবার বাইডেন বলেন, ‘‘আমি মনে করি পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির একটি। উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই তাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে।’’ সম্প্রতি বাইডেন সরকার, এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকীকরণে ইসলামাবাদকে সহায়তার সিদ্ধান্ত নেওয়ায়, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিল নয়াদিল্লি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমেরিকায় গিয়ে বাইডেন সরকারকে নিশানা করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, ‘‘আপনারা আমাদের বোকা বানাতে পারবেন না।’’ তার পরেই আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

সোপিয়ানে ফের কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করল জঙ্গিরা-আজকাল

উপত্যকায় ফের কাশ্মীরি পণ্ডিতকে হত্যা।

সোপিয়ানে পুরাণকৃষাণ ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নামে সেনাশনিবার সকালে বাড়ির সামনে তাঁকে গুলি করে জঙ্গিরা। কাশ্মীর পুলিশ টুইটারে জানিয়েছে, ‘সোপিয়ানের চৌদারি গুণ্ড এলাকায় বাগিচায় যাচ্ছিলেন পুরাণকৃষাণ। তখন ওই সংখ্যালঘুকে নিশানা করে গুলি করে পালায় জঙ্গিরা। হাসপাতালে তিনি মারা যান। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।’‌ এক প্রত্যক্ষদর্শীর কথায়, পিছন থেকে পুরাণকৃষাণকে গুলি করে জঙ্গিরা। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে গত ১৬ আগস্ট সোপিয়ানেই সুনীল কুমার নামে এক কাশ্মীরি পণ্ডিতকে আপেল বাগানে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। তাঁর ভাই গুলির আঘাতে আহত হন। এমনকী মে, জুন মাসেও জঙ্গিরা হত্যা করেছিল কাশ্মীরি পণ্ডিতদের। #

ট্যাগ