অক্টোবর ২৪, ২০২২ ১৭:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ঘূর্ণিঝড় সিত্রাং: যে ১৩ জেলায় বেশি ক্ষতির শঙ্কা–ইত্তেফাক
  • জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ১৫ জেলা-যুগান্তর
  • ইসিপিকে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদন হাইকোর্টে নাকচ-প্রথম আলো
  • কার্যালয়ে বসে সিত্রাং পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • বিরাজমান অর্থনৈতিক সঙ্কট একমাত্র জ্বালানি সঙ্কটের ফল নয়, মূল কারণ রাজনৈতিক -মানবজমিন
  • জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের; ম্যাচসেরা তাসকিন -বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • হিমাচলে বিজেপির আসন বণ্টনে উষ্মা, একাধিক কেন্দ্রে নির্দল প্রার্থী গেরুয়া ‘বিদ্রোহী’রা!--সংবাদ প্রতিদিন
  • 'নো বল' বিতর্কে সরগরম ক্রিকেটমহল, ফুঁসছেন পাকিস্তানের প্রাক্তনরা –আজকাল
  • বাজির আগুনের ফুলকি থেকে বিপর্যয়, চেন্নাইয়ে পুড়ে ছাই হয়ে গেল ওষুধ কারখানার গুদাম -আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ঘূর্ণিঝড় সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাং এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই ঝড়ে ১৩ জেলায় ক্ষতির আশঙ্কা বেশি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।এসব জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল।ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলের দিকেই  এগিয়ে আসছে। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, হচ্ছে প্রচুর বৃষ্টি। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, শ্যামনগরে সিত্রাং আতঙ্কে মানুষ, ২০০ কিমি নদীরক্ষা বাঁধ ঝুঁকিতে। চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা।

তোশাখানা কাণ্ডে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) আদেশ স্থগিত করতে ইমরান খানের আবেদন নাকচ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ সোমবার শুনানিতে হাইকোর্ট এ সিদ্ধান্ত দেন। গত শুক্রবার ইসিপি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রাদেশিক পরিষদের নির্বাচনে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করে। ইসিপি বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন ও দুর্নীতি করেছেন। তিনি অসত্য ও ভুল বিবৃতি দিয়েছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের চেয়ারম্যান। 

বিরাজমান অর্থনৈতিক সঙ্কট একমাত্র জ্বালানি সঙ্কটের ফল নয়, মূল কারণ রাজনৈতিক-মানবজমিন

বাংলাদেশে বিরাজমান অর্থনৈতিক সংকট যা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের টিকে থাকাই দুরূহ করে তুলেছে। তার কারণ কেবল মাত্র জ্বালানি সঙ্কট নয়। একে একমাত্র জ্বালানি সঙ্কটের ফল বলে হাজির করার মধ্যে একটা ভয়াবহ অসততা আছে। আছে অন্য সঙ্কটগুলো আড়াল করে এই অবস্থা অব্যাহত রাখার চেষ্টা।এখনকার অবস্থার জন্য বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটকে অজুহাত হিসেবে খাড়া করা হয়েছে। এক দশকের বেশি সময় ধরে জ্বালানি খাতে অনুসৃত নীতিমালা এই পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু কেবল জ্বালানি খাতের দিকে অঙ্গুলি নির্দেশ এই সঙ্কটের অন্য কারণগুলোকে আড়াল করার সরকারি প্রচেষ্টার একটা অংশ। লক্ষ্য করলে দেখবেন আগে যখন অন্যরা জ্বালানি খাতের অব্যবস্থাপনা, দুর্নীতির কথা  বলেছে সেই সময়ে সরকারের নীতি নির্ধারকরা বলেছেন- এই খাতে সঙ্কট নেই। সকলের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে, এমন কি বিদ্যুৎ রপ্তানির কথাও বলে হয়েছে। এখন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বলছেন যে জ্বালানি সঙ্কট আছে, সাশ্রয়ী হন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন,  ‘আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

বাজির আগুনের ফুলকি থেকে বিপর্যয়, চেন্নাইয়ে পুড়ে ছাই হয়ে গেল ওষুধ কারখানার গুদাম-আনন্দবাজারের এ খবরে লেখা হয়েছে, আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দমকল আধিকারিকেরা প্রাথমিক ভাবে মনে করছেন বাজির আগুন থেকেই এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কয়েক জনও একই অভিযোগ করেছেন। কয়েক ঘণ্টার মধ্যে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তামিলনাড়ুর চেন্নায়ইয়ের একটি ওষুধ কারখানার গুদাম। তবে সোমবার সকালে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে চেন্নাই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কোহলির চাপেই নো বল দিয়েছেন আম্পায়াররা’, শেষ ওভার বিতর্কে ক্ষুব্ধ আক্রম-ওয়াকাররা-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, মেলবোর্নে ভারত-পাকিস্তান (India vs Pakistan) উত্তেজক ম্যাচের নায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের জন্যই অসম্ভবকে সম্ভব করেছে ভারত। জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। সেখানে একটি নো বল এবং তাতে ৭ রান বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে। আম্পায়ারে নো বলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁরা জানতে চান কেন নো বল দেওয়া হল। আম্পায়রদের দেওয়া নো বলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাক সমর্থকরাও ক্ষুব্ধ আম্পায়ারের সিদ্ধান্তে। খেলা শেষ হওয়ার পরে সেই বিতর্কিত ফুলটস ডেলিভারিতে কোহলির মারা শটের ছবি পোস্ট করেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। সেই ছবি পোস্ট করে শোয়েব লেখেন, ”আম্পায়ার ভাইও, ফুড ফর থট আজ রাত কে লিয়ে।”

হিমাচলে বিজেপির আসন বণ্টনে উষ্মা, একাধিক কেন্দ্রে নির্দল প্রার্থী গেরুয়া ‘বিদ্রোহী’রা!-সংবাদ প্রতিদিন

হিমাচল (Himachal Pradesh) বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রকাশ্যে সে রাজ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। প্রথম দফায় ১১ জন বর্তমান বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়। এদের মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে দুই মন্ত্রী সুরেশ ভরদ্বাজ ও রাকেশ পাঠানিয়ার নির্বাচনী কেন্দ্র বদল করা হয়। এমন সব সিদ্ধান্ত পছন্দ হয়নি হিমাচল বিজেপির রাজ্য নেতাদের একাংশের। ‘বিদ্রোহী’দের অভিযোগ, পুরনোদের অবহেলা করে দল বদুলদের টিকিট দেওয়া হয়েছে। এমনকী আসন কেনাবেচা হয়েছে। এই পরিস্থিতিতে টিকিট না পাওয়া ‘বিদ্রোহী’ নেতারা নির্দল হয়ে দাঁড়াতে পারেন বলে জান গিয়েছে। সব মিলিয়ে হিমাচল নিয়ে অস্বস্তিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪

ট্যাগ