নভেম্বর ০৪, ২০২২ ১৬:১১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বরিশালে বিএনপির সমাবেশ-বঙ্গবন্ধু উদ্যানে জনতার ঢল-মানবজমিন
  • অবরুদ্ধ বরিশালে তীব্র উত্তেজনা- যুগান্তর 
  • বরিশালে যানবাহন বন্ধ, গণসমাবেশস্থলে বিএনপির নেতা–কর্মীদের অবস্থান-প্রথম আলো
  • বিএনপির আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে: কাদের- ফখরুল বললেন- আন্দোলন দমানোর ক্ষমতা কারও নেই-ইত্তেফাক কাঠগড়ায় আম্পায়ারিং-মানবজমিন
  • ডলার নেই ২০ ব্যাংকে, এলসি খুলতে সংকট-কালের কণ্ঠ
  • বিরাট কোহলির ‘প্রতারণা’ বাংলাদেশের পরাজয়ের কারণ : অস্ট্রেলিয়ার গণমাধ্যম -বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে তৃণমূলের পার্টি অফিসেই গণধর্ষিতা? পুলিশের কাছে ‘নির্যাতিতা’ -আনন্দবাজার পত্রিকা
  • সার্বভৌমত্বে আঘাত! চিন-পাকিস্তান করিডর নিয়ে তোপ ভারতের -সংবাদ প্রতিদিন
  • রোহিতদের শিবিরে চলছে ময়নাতদন্ত -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ভারী অস্ত্র কিনতে কেএনএফকে ১৭ লাখ টাকা দিয়েছিল জঙ্গি সংগঠন শারক্বীয়া: র‌্যাব-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ অর্থবিষয়ক সমন্বয়ক মুনতাছির আহম্মেদসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বান্দরবানের চার উপজেলায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমে পর্যটক ভ্রমণে দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

মির্জা ফখরুল-ওবায়দুল কাদের

আন্দোলন দমানোর সক্ষমতা কারও নেই: ফখরুল-ইত্তেফাকের এখবরে লেখা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আন্দোলন শুরু হয়েছে, এটা দমানোর সক্ষমতা কারও নেই। জনগণ জেগে উঠেছে। যে কোনো ত্যাগের বিনিময়ে তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আমরা এ লক্ষ্যে অটল ও অবিচল।

‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। হুমকি-ধমকি দিয়ে দমানো যাবে না।

তিনি বলেন, বাড়াবাড়ি বলতে উনি কী বলছেন, তার ব্যাখ্যা উনিই দেবেন। আমরা ফাঁদে পা দেবো না। জনগণের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি এ ধরনের কথা বলছেন।

বিএনপির আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে: কাদের-ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি-বাড়াবাড়ি করছে, তাতে আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে। আসলে তারা লাফায় কেন সেটাও তো বুঝি না। ‘প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান প্রধানমন্ত্রী’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি।

ডলার নেই ২০ ব্যাংকে, এলসি খুলতে সংকট-কালের কণ্ঠ

ব্যাংকে ডলার নেই

দেশের অন্তত ২০টি ব্যাংকের কাছে ঋণপত্র (এলসি) দায় মেটানোর মতো কোনো ডলার নেই। আমদানি দায় পরিশোধ করতে গিয়েই ঘাটতিতে পড়েছে এসব ব্যাংক। রেমিট্যান্স (প্রবাস আয়) ও রপ্তানি আয় থেকে আসা ডলার দিয়েও নিজেদের আমদানি দায় এবং গ্রাহকদের বিদেশি ঋণ পরিশোধ করতে পারছে না। এ কারণে আমদানির নতুন এলসি খোলা প্রায় বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। ব্যাংক নির্বাহীরা বলছেন, বিদ্যমান ডলারসংকট পরিস্থিতি ভয়াবহ। কিন্তু নীতিনির্ধারকরা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছেন না। প্রতিদিনই কোনো না কোনো ব্যাংক এলসি দায় পরিশোধে ব্যর্থ হচ্ছে। এদিকে, চাল ডাল আটা ও তেলের দাম চড়া- বলে খবর দিয়েছে যুগান্তর।

হামলা ঠেকিয়ে দেওয়া তরুণকে ‘হিরো’ বললেন ইমরানের সাবেক স্ত্রী-প্রথম আলো

ইমরানের অবস্থা স্থিতিশীল আছে। ইমরান খান সম্পর্কিত ফলোআপ খবর আজও প্রায় সব দৈনিকের  পাতা জুড়ে পরিবেশিত হয়েছে।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলা ঠেকিয়ে দেওয়া তরুণকে ‘হিরো’ অভিহিত করেছেন তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।টুইটারে ওই তরুণে ছবি পোস্ট করে ইমরানের সাবেক স্ত্রী লিখেন, ‘তাঁর ছেলেদের পক্ষ থেকে সমাবেশে অংশ নেওয়া এই বীর পুরুষকে ধন্যবাদ যিনি হামলাকারী ঠেকিয়ে দিয়েছেন।’

গতকাল বৃহস্পতিবার লংমার্চ কর্মসূচি চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক ব্যক্তি। তাঁর ডান পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ওই ঘটনায় পিটিআইয়ের আরও কয়েকজন নেতা আহত হন। ইমরান খান লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা ‘স্থিতিশীল এবং তিনি ভালো আছেন’ বলে দল এবং পাঞ্জাব প্রাদেশিক সরকারের পক্ষ থেকে আজ শুক্রবার জানানো হয়েছে। হামলার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ইবতিসাম নামের ওই তরুণ পিস্তলধারী হামলাকারীকে বাধা দিচ্ছেন। হামলাকারীর সঙ্গে তাঁকে রীতিমতো ধস্তাধস্তি করতে দেখা যায়।

ধস্তাধস্তির মুহূর্তের একটি ছবির সঙ্গে ইবতিসামের ছবিও টুইট করেন জেমিমা। তিনি লিখেন, ‘এই খবরে আমরা শিউরে উঠি... ঈশ্বরকে ধন্যবাদ সে (ইমরান খান) ভালো আছে।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

যুগান্তরের খবর- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলির ঘটনায় তিনিসহ দলের কয়েকজন নেতা আহত এবং এক কর্মী নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

এক টুইটবার্তায় পিটিআই নেতা আসাদ উমর বলেন, শুক্রবার জুমার নামাজের পর তার দল দেশজুড়ে প্রতিবাদে নামবে। ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। খবর দ্য ডনের।

এদিকে পাঞ্জাবের বার কাউন্সিলও (পিবিসি) শুক্রবার ইমরান খান হত্যা প্রচেষ্টার প্রতিবাদে প্রদেশজুড়ে আদালত বয়কটের ঘোষণা দিয়েছে।

কাঠগড়ায় আম্পায়ারিং-মানবজমিন

বিরাট কোহলি বল না ধরেই ছুড়ে মারার অভিনয় করলেন! এমসিসি’র বেঁধে দেয়া ক্রিকেটের নতুন নিয়মে ক্রিকেটে এমনটা করলেই ৫ রান জরিমানা। কিন্তু তা করা হলো না। আর সেটি হলে বাংলাদেশের যে ৫ রানের হারা সেটি বদলে যেত! বিতর্ক এখানে থেমে নেই। হার্দিক পান্ডিয়ার শেষ বলটি কি ওয়াইড ছিল। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী বলটি ওয়াইড ছিল না। বাংলাদেশের ব্যাটার নুরুল হাসান সোহান তা মানতে চাননি। তিনি দাবি করেন বলটি ওয়াইড ছিল। শুধু তাই নয়, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান মুখ না খুললেও কোহলির ফেক ফিল্ডিংয়ের বিষয় নিয়ে কথা বলেন সোহানই। তার মুখ থেকেই জানা যায় মাঠে এমন ঘটনা নাকি আম্পায়াররা দেখেননি বলে উড়িয়ে দিয়েছেন! মানে ৬টি রান চুরি হয়েছে। গতকাল অ্যাডিলেড থেকে ঢাকা সর্বত্র আলোচনা এমনটা না হলে বাংলাদেশ ম্যাচ জিততো।

আম্পায়ারদের সাথে কথা বলছেন সাকিবুল হাসান

ভক্ত-সমর্থকদের দাবি জিতেও হেরেছে বাংলাদেশ। ফেক ফিল্ডিংয়ের ওই ঘটনার সময় ক্রিজে থাকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তাৎক্ষণিক আম্পায়ারকে জানান। তবে আম্পায়ার তখন বলেছিলেন যে, তাদের নজরে পড়েনি। এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনূস। তিনি বলেন, ‘আম্পায়ারকে বিষয়টি জানানো হয়েছে।

 তিনি বলেছেন- এটা খেয়াল করেননি। এজন্যই রিভিউতে যায়নি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছেন এরাসমাসের (আম্পায়ার) সঙ্গে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে।’ বলার অপেক্ষা রাখে না এবারও সেই টাইগারদের জন্য ভিলেন আম্পায়ার। গুঞ্জন আছে ভারত নাকি ১২ জন নিয়ে মাঠে নামে। ১১ ক্রিকেটার ছাড়াও তাদের হয়ে অদৃশ্য ভাবে খেলেন আম্পায়াররা! বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেইকি টান টান উত্তেজনা! ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও তাই হয়েছিল। সেবার রোহিত শর্মার নো বল নিয়ে যে বিতর্ক তা এখনো ভুলতে পারেনি বাংলাদেশ। তাই ভয় ছিল, শঙ্কা ছিল ৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি এমন হবে! হলোও তাই, এবারও টাইগাররা ম্যাচ হারলো সেখানে এক গাদা গুঞ্জন, ফিসফাস, ষড়যন্ত্রের গন্ধ! গোটা অ্যাডিলেড শহরে তুমুল আলোচনা। বিশেষ করে বাংলাদেশিদের খাওয়ার অন্যতম স্থান করিক্সসে এ  নিয়ে চলছিল তুমুল আলোচনা। কানাডা থেকে পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে খেলা দেখতে এসেছেন রেহনা বেগম। বাংলাদেশি সংবাদকর্মী জেনে জানালেন তাদের ক্ষোভ আর অভিমানের কথা। তিনি বলেন, ‘আমরা গ্যালারিতে বসে খেলা দেখছিলাম। বৃষ্টির পর পুরো মাঠ তখন  ভেজা।  দেখেন তো দৌড়াতে গিয়ে লিটন পড়ে গেল। ওরা জোর করে বাংলাদেশকে ভেজা মাঠে নামিয়েছে। আর ৫টা রানওতো চুরি করলো। যদি এমন না হতো বাংলাদেশ জিততেও পারতো। ওরা আসলে আমাদের জোর করেই হারিয়েছে।’ 

বিরাট কোহেলি ফেক ফিল্ডিং

তবে এ নিয়ে ভারতীয়দের অবস্থান একেবারেই পরিষ্কার যে, ব্যাটিং ব্যর্থতা আর ভারতের দুর্দান্ত বোলিংয়েই হেরেছে টাইগাররা। সবসময় ভারতীয় ক্রিকেটের খারাপকে তীর্যক সমালোচনা করে থাকেন গাভাস্কার, টাইগাররা ভারতকে হারিয়ে দিলে নিশ্চয়ই চড়াও হতেন রোহিত শর্মা পান্ডিয়াদের উপর। কিন্তু তা হয়নি। বলছেন, বাংলাদেশ বৃষ্টির পরে ভালো ক্রিকেট উপহার দিতে পারেনি। অন্যদিকে জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার হার্শা ভোগলে ভেজা মাঠ ফেইক ফিল্ডিংয়ের যেসব গুঞ্জন বাংলাদেশে শুনছে, সেগুলো স্রেফ উড়িয়ে দিয়েছেন, তিনি বলেন. ‘বাংলাদেশ ব্যাটাররা ম্যাচটা জিততে পারতো, কিন্তু ম্যাচ শেষে বিভিন্ন এক্সিউজ এগুলো ঠিক হচ্ছে না।’  এছাড়াও তিনি জানিয়েছেন তিনি এসব আলোচনার পক্ষেও নন।

 যদিও বিসিবি’র পক্ষ থেকে যে সরাসরি আইসিসি’র কাছে অভিযোগ করা হবে এমন বিষয়টি উড়িয়ে দিয়েছেন জালাল ইউনূস। এমনকি এ নিয়ে বিসিবি’র বোর্ডেও আলোচানার কোনো কারণ নেই বলে মনে করেন। তিনি বলেন, ‘এটা সহজ না কিছু হলেই যে বোর্ডে আলাপ করতে হবে আমাদের। এটা তো স্কুল না কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরও আমাদের মাথায় আছে এটা প্রপার ফোরামে গিয়ে যেন কথা বলতে পারি সেটা আমাদের মাথায় আছে।’ তবে বিসিবি বলুক আর না বলুক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এ নিয়ে চলছে দারুণ বিতর্ক। এটি এখন বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ  থাকেনি আলোচনা চলছে ভারত পাকিস্তান জুড়েও এমনকি অস্ট্রেলিয়াতেও।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সার্বভৌমত্বে আঘাত! চিন-পাকিস্তান করিডর নিয়ে তোপ ভারতের-সংবাদ প্রতিদিন

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) নিয়ে ক্ষুব্ধ ভারত। বেজিং ও ইসলামাবাদকে নয়াদিল্লির কড়া বার্তা, কোনওভাবেই আঞ্চলিক স্থিতাবস্থায় বদল মেনে নেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, সিপিইসি-র জন্য চিন ও পাকিস্তানের সঙ্গে বড়সড় কূটনৈতিক সংঘাত তৈরি হতে চলেছে।

গত বুধবার, ভারতের আপত্তি উড়িয়ে ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’-এ দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সংকেত দেয় চিন। সেদিন বেজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। ওই বৈঠকের অধিকাংশ জুড়ে সিপিইসি নিয়েই আলোচনা হয়। তারপর দুই রাষ্ট্রনেতার যৌথ বিবৃতিতে প্রকাশ পায় কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ। আর এতেই চরম ক্ষুব্ধ নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের মাধ্যমে আঞ্চলিক স্থিতাবস্থা বদলের চেষ্টা হচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। ওই প্রকল্পের একটি অংশ পাকিস্তানের জবরদখলে থাকা ভারতীয় ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে। এটা বেআইনি ও অবৈধ। এসব মেনে নেওয়া হবে না।”

আকাশে কিমের ১৮০টি ফাইটার জেট! যুদ্ধের প্রস্তুতি উদ্বিগ্ন উত্তর কোরিয়ার-সংবাদ প্রতিদিন

উত্তর কোরিয়ার আকাশে ১৮০ টি যুদ্ধবিমান

কোরীয় উপদ্বীপে ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ! যে কোনও মুহূর্তে বেজে উঠতে পারে রণভেরী। এহেন পরিস্থিতিতে শুক্রবার যুদ্ধংদেহী মেজাজে দেখা যায় উত্তর কোরিয়ার প্রায় ১৮০টি যুদ্ধবিমানকে। সীমান্তের কাছে এহেন বিপুল বিমানবহর দেখে উদ্বিগ্ন হয়ে পালটা ৮০টি ফাইটার জেট পাঠায় দক্ষিণ কোরিয়া।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে কিমের ফৌজের প্রায় ১৮০টি যুদ্ধবিমানের গতিবিধি ধরা পড়ে রাডারে। অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ছিল বিমানগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পালটা ৮০টি ফাইটার জেট পাঠানো হয়। এর মধ্যে ছিল আমেরিকার দেওয়া অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমানও। বিশ্লেষকদের মতে, দুই কোরিয়ার মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে ইউক্রেন যুদ্ধের আবহে আরও একটি সংঘাতের সম্মুখীন হতে চলেছে বিশ্ব। এবং তেমনটা হলে এই লড়াইয়ে জড়িয়ে যাবে আমেরিকা, চিন, রাশিয়ার মতো দেশগুলি। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে বেশি দেরি হবে না।

বলে রাখা ভাল, গত সোমবার থেকে ‘ভিজিল্যান্ট স্টর্ম’ শীর্ষক যৌথ সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। রণতরী, যুদ্ধবিমান নিয়ে যুদ্ধের কলাকৌশল দেখায় দুই দেশের হাজার হাজার সেনা। পিয়ংইয়ংয়ের দাবি, এই মহড়া আসলে যুদ্ধের প্রস্তুতি। এভাবেই উসকানি দিয়ে উপদ্বীপকে দ্রুত সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও সিওল। তারপরই বুধবার সমুদ্রে ২৩টি মিসাইল ছুঁড়ে কমিউনিস্ট কোরিয়ার একনায়ক কিম জং উনের ফৌজ। জবাবে মিসাইল উৎক্ষেপণ করে দক্ষিণ কোরিয়ার সেনাও।

রোহিতদের শিবিরে চলছে ময়নাতদন্ত-আজকাল

রুদ্ধশ্বাস নাটক শেষে ভারতীয় দল সত্যিই কিছুটা অপ্রস্তুত অবস্থায় পৌঁছে গিয়েছে।শিবিরের সবাই আলোচনা করছেন যে বিরাট কোহলির অপরাজিত ৬৪ রানের ইনিংস সত্যিই তাদের বাঁচিয়ে দিয়েছে।

ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে তৃণমূলের পার্টি অফিসেই গণধর্ষিতা? পুলিশের কাছে ‘নির্যাতিতা’-আনন্দবাজার পত্রিকা

প্রতিবাদ

প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জানাতে গিয়েছিলেন তরুণী। দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কাউন্সিলরের। আর্জি জানিয়েছিলেন মীমাংসা করে দেওয়ার। কিন্তু মিটমাট তো দূর অস্ত, তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে অভিযুক্ত প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে গণধর্ষণ করা হয় বলে শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ‘নির্যাতিতা’ তরুণী। শুধু তা-ই নয়, তরুণীর দাবি, মুখ খুললে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়! গত তিন মাস ধরে মুখ বুজে থাকার পর শেষমেশ বাধ্য হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে চিঠি লিখে সুবিচার চেয়েছেন তিনি।

গত ২১ অক্টোবর পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমারকে চিঠি লিখেছেন ‘নির্যাতিতা’ তরুণী। তাঁর অভিযোগ, ওই ঘটনায় অভিযুক্ত তাঁর প্রেমিক এস অলোক কুমারকে গ্রেফতার করা হলেও বাকিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী তরুণীর সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) রানা মুখোপাধ্যায় বলেন, ‘‘তরুণী একাধিক অভিযোগ করেছেন। সবই তদন্ত করে দেখা হচ্ছে।’’

ভরত কালীচরণ-র‍্যাপিস্ট

ধর্ষক যখন মহিলাদের রোষে! কোথাও গাছে বেঁধে বেদম প্রহার, কোথাও এজলাসে ঢুকে কুপিয়ে খুন- আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে, ধর্ষককে গণধোলাই। কখনও মার খেয়ে ধর্ষক নিহত। কখনও বা গুরুতর আহত। সম্প্রতি এমন একটি ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের আলওয়ার। সেখান থেকে এক ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। আলওয়ার জেলার থানাগজী এলাকার ঘটনা। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই প্রতিবেশীরা অভিযুক্ত যুবক আর তাঁর পরিজনদের উপর হামলা চালান। স্থানীয়দের হামলায় অভিযুক্ত যুবক, অভিযুক্তের মা, ভাই-সহ মোট পাঁচজন আহত হন।

পরের ঘটনা ত্রিপুরার। ধর্ষণে অভিযুক্ত ৪৬ বছরের এক ব্যক্তিকে একদল মহিলা গাছে বেঁধে চরম শাস্তি দেন। পুলিশ সূত্রে খবর, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গাছে বেঁধে চলে বেদম প্রহার। মহিলাদের মারে ওই ব্যক্তির মৃত্যু হয়। ত্রিপুরার ঢালাই জেলার গন্ডচেরা থানা এলাকায় ঘটনাটি ঘটে।

পরের ঘটনা নাগপুরের। সে দিন যাঁরা ছিলেন এজলাসে, অনেকেরই মনে হয়েছিল, কোনও সিনেমার শুটিং চলছে। যাঁরা শুনেছিল সেই ঘটনা, তাঁদেরও একই কথা মনে হয়েছিল। আচমকাই এজলাস কক্ষে স্রোতের মতো ঢুকে আসছেন ২০০ থেকে ৪০০ মহিলা। তার পর তাঁরা সব্জি কাটার ছুরি দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করছেন অভিযুক্তকে। কয়েক মিনিটে সব শেষে। কাঠগড়া, এজলাসের দেওয়ালে তখন শুধুই রক্তের ছোপ। দেহে প্রাণ নেই ভারত কালীচরণের।#

  • পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ