ডিসেম্বর ২২, ২০২২ ১৩:৫৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের খবর বেশি গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • সাধারণ সম্পাদকের পদ: আওয়ামী লীগে কাদেরের ‘হ্যাটট্রিক’, না অন্য কেউ: প্রথম আলো
  • পদত্যাগপত্র জমা দিলেন এমপি হারুন- সমকাল
  • ১২ দলীয় জোটের আত্মপ্রকাশ: নয়াদিগন্ত
  • বাংলাদেশের প্রত্যেক নাগরিক হবে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন: প্রধানমন্ত্রী: ডেইলি স্টার
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক রেজুলেশন গৃহীত: ইত্তেফাক
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির জোরালো ভূমিকা চায় বাংলাদেশ: মানবজমিন
  • চিঠি পেয়েছেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত: ২০২৩ সালেই ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস- কালেরকণ্ঠ

ভারতের পত্রপত্রিকার শিরোনাম

  • অসমে অব্যাহত উচ্ছেদ অভিযান: শীতে খোলা আকাশের নীচে হাজার মুসলিম পরিবার: পূবের কলম
  • চিনা উপরূপে উদ্বিগ্ন কেন্দ্র! করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • ভারতে ঋণখেলাপির তালিকায় শীর্ষে চোকসি: ৫০ জনের বকেয়া প্রায় ৯৩ হাজার কোটি: বর্তমান পত্রিকা
  • ভোররাতে সাগরের বামনখালিতে আগুন, ভস্মীভূত অন্তত ১২ টি দোকান: আজকাল

বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশের ১২টি দল একাত্মতা প্রকাশ করে নতুন রাজনৈতিক জোট গঠন করেছে। প্রশ্ন হচ্ছে দলগুলো সবই ছোট। রাজনীতিতে এই জোট গঠনের কী গুরুত্ব থাকবে?

২. আমেরিকা সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ বাড়তি আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। এর কী প্রভাব পড়বে ইউক্রেনে-রুশ যুদ্ধে?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

 

সাধারণ সম্পাদকের পদ: আওয়ামী লীগে কাদেরের ‘হ্যাটট্রিক’, না অন্য কেউ: প্রথম আলো

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখন পর্যন্ত প্রকাশ্যে কেউ নিজেকে সাধারণ সম্পাদক পদের দাবিদার হিসেবে ঘোষণা দেননি। নিজের অনুসারী–শুভাকাঙ্ক্ষীদের কাছে এই পদ পেতে আগ্রহের কথা জানাচ্ছেন নেতাদের অনেকে। তবে প্রকাশ্যে তাঁরা এ বিষয়ে কোনো কথা বলতে চান না, নীরব থাকেন।

দলের কেন্দ্রীয় নেতাদের কাছে সাধারণ সম্পাদকের পদ সবচেয়ে কাঙ্ক্ষিত। কর্মী-সমর্থকেরাও এই পদে কে আসছেন, তা জানতে বেশি আগ্রহী, এই পদ নিয়ে আলোচনাও বেশি। কিন্তু বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা তিন মেয়াদে এই পদে থেকে ‘হ্যাটট্রিক’ করতে যাচ্ছেন, নাকি নতুন কেউ আসছেন—এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত অজানা।

পদত্যাগপত্র জমা দিলেন এমপি হারুন- সমকাল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির সকল সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ সময় সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ তার সঙ্গে ছিলেন।

পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশীদ বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি।

এর আগে গত মঙ্গলবার রাতে হারুনুর রশীদ অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন। দেশে ফিরে বৃহস্পতিবার সকালে সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

'১২ দলীয় জোটের আত্মপ্রকাশ': নয়াদিগন্ত

যুগপৎ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে ১২টি রাজনৈতিক দল। ১২টি দল একাত্মতা প্রকাশ করে নতুন রাজনৈতিক জোট গড়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘১২ দলীয় জোটের’ আত্মপ্রকাশ ঘটে। এ সময় লিখিত বক্তব্যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান সাত দফা দাবি তুলে ধরেন। একইসাথে বিএনপির ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকবে ও ২৭ দফা রুপরেখার সাথে একমত প্রকাশ করেছে আত্মপ্রকাশ করা ‘১২ দলীয় জোট’।

১২ দলীয় এই জোটে রয়েছে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল অব: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা: মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এলডিপি (একাংশ), অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, একাংশ)।

বাংলাদেশের প্রত্যেক নাগরিক হবে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন: প্রধানমন্ত্রী: ডেইলি স্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশের জনগণ হবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। ডিজিটাল ডিভাইসে শিক্ষা নিয়ে তারা প্রত্যেকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান-এ এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার-বি (ডিইও) ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক রেজুলেশন গৃহীত: ইত্তেফাক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো ‘মিয়ানমারের পরিস্থিতি’ বিষয়ক একটি রেজুলেশন গৃহীত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) মিয়ানমারের বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতা, জরুরি অবস্থা, বন্দি মুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। রেজুলেশনটির ওপর ভোট আহ্বান করা হলে তা ১২-০ ভোটে অনুমোদিত হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভোটাভুটি পর্বে প্রস্তাবনার বিপক্ষে কোনো সদস্য ভোট অথবা ভেটো প্রদান করেনি। চীন, ভারত ও রাশিয়া ভোটদানে বিরত ছিল।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির জোরালো ভূমিকা চায় বাংলাদেশ: মানবজমিন

বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর রাখাইনে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ওআইসির জোরালো ভূমিকা চায় বাংলাদেশ। এ নিয়ে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি)- এর কার্যকর পদক্ষেপ আশা করে ঢাকা। বাংলাদেশ মনে করে পিইউআইসি প্রতিনিধি দলের সদস্যদেরকে ক্ষমতা দিয়ে নেগোসিয়েশনে পাঠানো হলে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জট খুলতে পারে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পিইউআইসি-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ওরহান আতালয়ের নেতৃত্বে  ১১ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দেখা করেন। ওই দলে তুরস্ক, ইরান ও উগান্ডার পার্লামেন্ট সদস্যও ছিলেন। সেখানে মন্ত্রী মোমেন এ নিয়ে খোলামেলা আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সদস্যদের কাছে নির্যাতিত রোহিঙ্গাদের চিত্র তুলে ধরেন। পরিদর্শনকারী পিইউআইসি প্রতিনিধিদল মানবিক ভিত্তিতে নির্যাতিত রোহিঙ্গাদের আতিথেয়তা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় এবং রোহিঙ্গা সঙ্কট নিরসনে তাদের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ বর্তমানে কক্সবাজার জেলা ও ভাসানচরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। সফররত পিইউআইসি প্রতিনিধিদল গত ১৯ ডিসেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন।  

চিঠি পেয়েছেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত: ২০২৩ সালেই ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস- কালেরকণ্ঠ

আগামী বছরই বাংলাদেশে দূতাবাস স্থাপনের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ভোরে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানায়, আর্জেন্টিনারসমবর্তী দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে বৃহস্পতিবার ভোরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের চিঠি পৌঁছেছে। উল্লেখ্য ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস আর্জেন্টিনায় বাংলাদেশের স্বার্থ দেখভাল করে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ওই চিঠিটি পঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

অসমে অব্যাহত উচ্ছেদ অভিযান: শীতে খোলা আকাশের নীচে হাজার মুসলিম পরিবার: পূবের কলম

ফের উচ্ছেদ। সরকারি জমি দখলমুক্ত করার নাম বেছে বেছে মুসলিম অধ্যুষিত এলাকায় চলছে উচ্ছেদ অভিযান এই চিত্র অসমের। বক্তৃতা ও কাজে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিশানায় সেই মুসলিমরাই। দিনকয়েক আগে বরাক উপত্যকা সফরে গিয়ে হিমস্ত মুসলিম মহিলাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ইমাম-মুয়াজ্জিন - জোনাব নয়, বরং ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্মদিন। এই নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয়ে উঠেছিল অসমের মুসলিম সমাজ। কারণ মুসলিম সমাজের কাছে ইমাম এবং মুয়াজ্জিনরা যথেষ্ট শ্রদ্ধার ব্যক্তি। ১৯ ডিসেম্বর থেকে কড়া পুলিশি হিমন্তের মুসলিম বিরোধিতা কতখানি নিরাপত্তা নিয়ে নগাঁও জেলায় উচ্ছেদ অমানবিক পর্যায়ে পৌঁছতে পারে অভিযান শুরু করল অসম প্রশাসন।

তার নজির কয়েক মাস আগে থেকে সামনে আসছে। সরকারি জমি দখলমুক্ত করার নামে কয়েক দশক ধরে বসবাস করে আসা পরিবারগুলিকে কোনোরকম পুনর্বাসনের ব্যবস্থা না করে নির্বিকারে উচ্ছেদ করছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বিষয়টি আরও কুৎসিত হয়ে নজর কাড়ছে, বেছে বেছে কেবল মুসলিম মহল্লাগুলিতেই চলছে হিমন্ত সরকারের বুলডোজার। জনজাতি কিংবা অমুসলিম যাঁরা সরকারি জমিতে বসবাস করছেন, তাদের দিকে ফিরেও তাকানো হচ্ছে না। কাজেই পরিপূর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে যে এমন উচ্ছেদ চলছে, তা কারোরই বুঝতে বাকি নেই।

চিনা উপরূপে উদ্বিগ্ন কেন্দ্র! করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: আনন্দবাজার

দু’বছর আগে করোনার দ্বিতীয় স্ফীতির গোড়ায় কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল ভূরি ভূরি। এ বার চিনে করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর বাড়বাড়ন্ত দেখে দ্রুত তৎপর হল নরেন্দ্র মোদী সরকার। ভারতেও যাতে সংক্রমণের পুরনো ছবি আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে বুধবার বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বি কে পল-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৃহস্পতিবার বিকেলে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী।

ভারতে ঋণখেলাপির তালিকায় শীর্ষে চোকসি: ৫০ জনের বকেয়া প্রায় ৯৩ হাজার কোটি: বর্তমান পত্রিকা

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের ‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’দের  তালিকায় প্রথম ৫০ জনের  বিভিন্ন ব্যাঙ্কে বকেয়ার পরিমাণ মোট ৯২ হাজার ৫৭০ কোটি টাকা। বুধবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য দিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভগবত কারাড। তালিকায় শীর্ষে রয়েছে পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসির সংস্থা গীতাঞ্জলি জেমস। তাদের অনাদায়ী ঋণের পরিমাণ ৭ হাজার ৮৪৮ কোটি টাকা। এছাড়াও লিস্টে ঠাঁই হয়েছে কনকাস্ট স্টিল (৪,৫৯৬ কোটি), এবিজি শিপইয়ার্ড (৩,৭০৮ কোটি), রোটোম্যাক গ্লোবাল (২,৮৯৩ কোটি)-এর মতো সংস্থারও। যেসমস্ত পরিশোধের ক্ষমতা থাকলেও যে সমস্ত ঋণগ্রহীতা তা করছেন না, অর্থনীতির পরিভাষায় তাঁদেরকেই বলা হয় ‘উইলফুল ডিফলটার’ বা ইচ্ছকৃত ঋণখেলাপি।

ভোররাতে সাগরের বামনখালিতে আগুন, ভস্মীভূত অন্তত ১২ টি দোকান: আজকাল

রাজ্যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে লাগাতার। এবার গঙ্গাসাগর মেলার আগেই বড় অগ্নিকাণ্ডের ঘটনা সাগরে। ভোররাতে সাগরের বামনখালিতে আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, প্রথমে একটি চায়ের দোকানে আগিসংযোগের ঘটনা ঘটে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। স্থানীয় সূত্রের খবর, অগ্নিকাণ্ডে ভস্মীভূত অন্তত ১২ টি দোকান।  অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রাথমিক ভাবে শটসার্কিট বলেই মনে করা হচ্ছে। আগুন লাগার পরেই একের পর এক সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ