জানুয়ারি ২৩, ২০২৩ ১৫:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ২৩ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • নিজের মৃত্যুর ‘খবর’ শুনেছেন ওবায়দুল কাদের -যুগান্তর
  • এত কষ্টে গড়ে তোলা মেয়েকে হারিয়ে দিশাহারা বাবা–মা -প্রথম আলো
  • দেড় লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের হালনাগাদ তথ্য নেই -ইত্তেফাক
  • আর্থিক সংকটে ইভিএম কেনা হচ্ছে না: ইসি সচিব -মানবজমিন
  • উন্নয়নের ধারায় ঢাকার পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংক এমডির -কালের কণ্ঠ
  • রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির পর আটক দুই -বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • গোহত্যা বন্ধ হলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা, ভারতীয় বিচারকের মন্তব্য -এনডিটিভি
  • ‘লাদাখ ভাল নেই’, বার্তা দিয়ে ধরনার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের, অস্বস্তিতে কেন্দ্র -সংবাদ প্রতিদিন
  • হিজাব আমাদের অধিকার, চাই নারী সুরক্ষা, মহিলাদের কণ্ঠে মুখরিত পার্ক সার্কাস ময়দান-পুবের কলম
  • জেলে ৬০০ দিন পার, মাদক পরীক্ষার রিপোর্ট কই? স্বরাষ্ট্রসচিবকে তলব কলকাতা হাই কোর্টের আনন্দবাজার
  • ‘বিয়ে করব, যখন…’, জীবনের নয়া ইনিংস শুরু নিয়ে বড়সড় আপডেট দিলেন রাহুল গান্ধী! -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আর্থিক সংকটে ইভিএম কেনা হচ্ছে না: ইসি সচিব-মানবজমিন

ইভিএম প্রকল্পটি আপাতত বন্ধ

ইভিএমের প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। সোমবার দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, এটা এ মুহূর্তে রান করছে না, পরবর্তীতে রান করবে। এর মধ্য দিয়ে সর্বোচ্চ দেড়শ’ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোট হচ্ছে না। সেক্ষেত্রে ইসির কাছে যা আছে তা দিয়ে ৭০-৮০ আসনে ইভিএমে প্রস্তুতি চলবে।

গত বছরের অক্টোবরে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ইভিএম ক্রয় ও ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল নির্বাচন কমিশন ।

টানা তিন দিন দূষণের শীর্ষে ঢাকা-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা আবারও প্রথম স্থানে উঠে এসেছে। গতকাল রোববারের পর আজ সোমবার সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৯৩ নিয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ঢাকা। এর আগে গত শনিবারও শীর্ষে ছিল ঢাকা। এ নিয়ে টানা তিন দিন তালিকার শীর্ষ অবস্থানে ঢাকা। এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং এ বছরে জানুয়ারির শুরু থেকে একাধিকবার তালিকার শীর্ষে ছিল ঢাকা। দূষিত বাতাসের শহরের একটি তালিকা নিয়মিত প্রকাশ করে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার। আজ সকালে সেই তালিকায় একিউআই ২৯১ ও ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় উজবেকিস্তানের তাসখন্দ ও তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি।

এত কষ্টে গড়ে তোলা মেয়েকে হারিয়ে দিশাহারা বাবা–মা-প্রথম আলোর প্রতিবেদন

নাদিয়া সুলতানার (১৯) স্বপ্ন ছিল ফার্মাসিস্ট হবেন। সেই স্বপ্নপূরণে দুই সপ্তাহ  গে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হন। ক্লাস করতে এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের বাসা ছেড়ে উত্তরার একটি মেসে ওঠেন। এক সড়ক দুর্ঘটনায় তাঁর সেই স্বপ্নযাত্রার ইতি ঘটল। মেয়ের মৃত্যুর খবরে নারায়ণগঞ্জের বাসা থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আসেন মা-বাবা।

হাসপাতালের মর্গের সামনে জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়ের স্বপ্ন ছিল বড় ফার্মাসিস্ট হবে। আমার সব শেষ! ওরা আমার সব স্বপ্ন শেষ করে দিল! আমি পরিবার নিয়ে খেয়ে না-খেয়ে লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে বিশ্ববিদ্যালয় ভর্তি করিয়েছিলাম।’

কথা বলতে বলতে চেয়ার থেকে পড়ে যান জাহাঙ্গীর হোসেন। কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘আমি এখন কী নিয়ে বাঁচব!’ পরক্ষণেই উঠে মেয়ের লাশ দেখতে মর্গের দিকে দৌড়ে যেতে শুরু করেন। আত্মীয়স্বজন তাঁকে নিবৃত্ত করেন।

অন্যদিকে মা পারভিন আক্তার মেয়ের জন্য আহাজারি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়েন অন্যরা। এ অবস্থায় সেখানে উপস্থিত অন্যদেরও এই মা-বাবার সন্তান হারানোর শোক ছুঁয়ে যায়। তাঁদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, ঢাকায় মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীরা মারা যাচ্ছেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। পুলিশ জানায়, তারা বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।

এই ঘটনায় নাদিয়ার বাবা সড়ক পরিবহন আইনে মামলা করেছেন বলে জানান ভাটারা থানার ওসি এ বি এম আছাদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, রোড সেফটি ফাউন্ডেশন এক তথ্যে জানিয়েছে এক বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনা বেড়েছে প্রায় ৯৮%

দেড় লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের হালনাগাদ তথ্য নেই-ইত্তেফাক

বৈধ অস্ত্রের সঠিক পরিসংখ্যান নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আর এ কারণেই দিনদিন বাড়ছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার। এসব অস্ত্র দিয়ে চাঁদাবাজি, প্রতিপক্ষকে ঘায়েল করতে ভয়ভীতি দেখানো, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা, জমিজমার বিরোধ ও অপরাধ জগৎ নিয়ন্ত্রণের ৫ হাজার অভিযোগ জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে। সারা দেশে প্রায় ২ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে পুলিশের বিশেষ শাখায় ৪৪ হাজার বৈধ আগ্নেয়াস্ত্রের হিসাব রয়েছে। প্রায় দেড় লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের হালনাগাদ তথ্য পুলিশের বিশেষ শাখায় নেই। এমন পরিস্থিতিতে বৈধ অস্ত্রধারীদের ডিজিটাল ডেটাবেইজ তৈরির কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আসন্ন নির্বাচনের আগেই এই তালিকা তৈরির কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিজের মৃত্যুর ‘খবর’ শুনেছেন ওবায়দুল কাদের-যুগান্তর

সোশাল মিডিয়ায় নিজের মৃত্যুর গুজব শোনার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি এসব বিষয়কে পাত্তা দিতে চাইছেন না। অপপ্রচারকারীরা মৃত্যুর মতো বিষয়কে নিয়েও গুজব ছড়াচ্ছে উল্লেখ করে হাসতে হাসতে তিনি বলেন, মৃত্যু সংবাদ নিয়েও যে…বসুরহাটে কলেজ ময়দানে জানাজাও হয়েছে, আমি শুনলাম। জানাজা হয়েছে, তার পরে আমার গ্রামের বাড়িতে কবর দিছে।

তিনি বলেন, শোনেন এসব প্রশ্ন করে লাভ নাই। এসব বিষয়গুলা খুবই নোংরামি। এই নোংরা রাজনীতি যারা করে…কুকুরের কাজ ককুর করেছে, কামড় দিয়েছে পায়; তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়?

হাজার হাজার সদস্য গ্রেফতার, বাংলাদেশের বিরোধী দল এখন দমন-পীড়নের শিকার-মানবজমিন

বিস্তারিত প্রতিবেদনে গার্ডিয়ানের বরাত দিয়ে লেখা হয়েছে, মসনদে থাকাকালীন হাসিনার ১৩ বছরের সময়কালে  বাংলাদেশ পশ্চিমি দেশগুলিতে পোশাকের প্রধান সরবরাহকারী হয়ে এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসাবে উন্নতি করেছে। তবে এই সময়কালে রাষ্ট্রের হাতে, বিশেষ করে র‌্যাবের হাতে কর্তৃত্ববাদ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও দেখা গেছে। গত বছর,  বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের অভিযোগে ছয় র‌্যাব কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা ।

এক বছর আগে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও, মানবাধিকার গোষ্ঠীগুলি বলছে যে র‌্যাব এখনও এই ধরনের অপব্যবহারের সাথে জড়িত এবং বাংলাদেশে অন্তত ১৬ জনকে বলপূর্বক গুম করা হয়েছে। 

ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রীয়াজ বলেন, “বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং বলপূর্বক গুমের সংখ্যা এর স্পষ্ট প্রমাণ।" হাসিনা সরকারের ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্যদের আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাওয়ায় দেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সরকারপক্ষ সমর্থন করে তিনি বলেন -'' আমাদের সরকার সবসময় সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এসেছে। আসন্ন নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে , যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। '' যদিও  হংকংয়ের এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টারের  কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান মনে করেন বর্তমান পরিস্থিতিতে “একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অকল্পনীয়”। তার মতে ,  বাংলাদেশে ক্ষমতাসীন দলকে জবাবদিহি করার মতো কোনো স্বাধীন প্রতিষ্ঠান নেই। আশরাফুজ্জামান বলেছেন -''বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা এবং আইন-শৃঙ্খলা বাহিনী সবাই ক্ষমতাসীন দলের হয়ে নির্বাচনে কারচুপি করতে এবং শাসকের অপরাধ আড়াল করার জন্য একে অপরের সাথে সংঘবদ্ধ হয়ে কাজ করছে ''।

উন্নয়নের ধারায় ঢাকার পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংক এমডির-কালের কণ্ঠ

বিশ্বব্যাংকের এমডি বাংলাদেশের উন্নয়নকে ‘অবিশ্বাস্য’ হিসেবে বর্ণনা করেন এবং উন্নয়নের ধারায় ঢাকার পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমরা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের পাশে আছি এবং দেশের উন্নয়ন প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত রাখব।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

গোহত্যা বন্ধ নিয়ে বিচারকের মন্তব্যে তোলপাড় ভারতজুড়ে

এনডিটিভি, জিনিউজের প্রতিবেদন গোহত্যা বন্ধ হলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা, ভারতীয় বিচারকের মন্তব্য- বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, গোহত্যা বন্ধ হলেই পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের গুজরাট আদালতের এক বিচারক। 

গরুপাচারের এক মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজার নির্দেশ দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। গরু নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের আদালতের বিচারকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে ভারতজুড়ে।

তাপি জেলা আদালতের বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যস এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, “গোবর দিয়ে তৈরি বাড়ি পারমাণবিক বিকিরণেও ক্ষতিগ্রস্ত হয় না।” গোমূত্র বহু রোগের উপশম করে বলেও মন্তব্য করেছেন ওই বিচারক।

গরু, গোমূত্রের মাহাত্ম্য নিয়ে অতীতে বিজেপির একাধিক নেতার মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল দেশটিতে। করোনা মহামারীর সময়ও গোমূত্রের উপকারিতা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। বলেছিলেন, “দেশি গরুর মূত্র করোনা আক্রান্তদের ফুসফুসের সংক্রমণ হওয়া থেকে বাঁচায়। আমার অনেক শারীরিক সমস্যা আছে। আমি প্রতিদিন গোমূত্র পান করি।”

যদিও পরে তিনি নিজেই করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনাকে হারানোর ওষুধ হিসেবে গোমূত্র পানের কথা বলে বিতর্ক বাধিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিংও। ‘গরুর দুধে সোনা রয়েছে’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার গুজরাটের আদালতের বিচারক যেভাবে গোমূত্রের মহিমার কথা বললেন, তা নতুন মাত্রা যোগ করল এ সংক্রান্ত বিতর্কে। ওই বিচারক এও বলেছেন, “গরুকে যদি অখুশি রাখা হয়, তাহলে সম্পত্তি গায়েব হয়ে যায়।” তার কথায়, “গরু কোনও প্রাণী নয়, গরু হল মা। ৬৮ কোটি পবিত্র স্থান ও ৩৩ কোটি দেবতার জীবিত গ্রহ হল গরু।”

‘লাদাখ ভাল নেই’, বার্তা দিয়ে ধরনার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের, অস্বস্তিতে কেন্দ্র-সংবাদ প্রতিদিন

লাদাখ ভাল নেই। এই অঞ্চলের মন কি বাত প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরলেন বাস্তবের ফুংসুক ওয়াংডু (Phunsukh Wangdu)। একটি ভিডিও প্রকাশ করে সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) বলেছেন, নানা সমস্যায় জর্জরিত লাদাখের মানুষ। রাজনীতি থেকে সরকারি প্রকল্প-একাধিক কারণে ক্ষতির মুখে পড়ছে লাদাখের প্রকৃতি ও সাধারণ মানুষ। সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছেন সোনম ওয়াংচুক। প্রসঙ্গত, ২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তারপর পূর্ণ রাজ্যের স্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব সেই অঞ্চলের বাসিন্দারা। রাজনৈতিক সমস্যার পাশাপাশি পরিবেশের ক্ষতির কথাও নিজের ভিডিওতে তুলে ধরেছেন সোনম ওয়াংচুক। দীর্ঘদিন ধরেই লাদাখের মানুষ দাবি করেছেন, পূর্ণ রাজ্য হিসাবে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হোক তাঁদের। রাজ্যের স্বীকৃতি না হলেও, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের দাবিতে সরব লাদাখের মানুষ।

প্রসঙ্গত, কাশ্মীরের (Kashmir) অংশ হিসাবেই ভাল ছিল লাদাখ, এই কথা ঘোষণা করে কেন্দ্র সরকারের বিশেষ কমিটি থেকে সরে দাঁড়ান লাদাখের নেতৃবৃন্দ। তাঁদের মতে, একাধিক প্রতিশ্রতি দিয়েও তা পূরণ করেনি মোদি সরকার। তাই সাফ বার্তা দিয়ে লাদাখি (Ladakh) নেতাদের বক্তব্য, যতদিন পর্যন্ত অঙ্গরাজ্যের স্বীকৃতি পাচ্ছে না লাদাখ,ততদিন কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসবেন না তাঁরা। চিনের সঙ্গে বিবাদের মধ্যে লাদাখি নেতাদের মনোভাব নিয়ে বেশ বেকায়দায় কেন্দ্র। তাদের অস্বস্তি আরও বাড়াবে সোনমের মন্তব্য।

জেলে ৬০০ দিন পার, মাদক পরীক্ষার রিপোর্ট কই? স্বরাষ্ট্রসচিবকে তলব কলকাতা হাই কোর্টের-আনন্দবাজার পত্রিকা

মাদক পরীক্ষায় কেটে গিয়েছে প্রায় ৬০০ দিন। মেলেনি জামিন। এত দিন ধরে জেলেই রয়েছেন অভিযুক্ত। মামলাকারীর অভিযোগ শুনে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালীকাকে তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার তলব করা হয়েছে স্বরাষ্ট্রসচিবকে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩

ট্যাগ