ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৩ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: শেখ হাসিনা-মানবজমিন
  • বাধ্যতামূলক অবসরে সিআইডির এক পুলিশ সুপার- বাংলাদেশ প্রতিদিন
  • ‘চালের জন্য এমন যুদ্ধ আগে দেখি নাই’-প্রথম আলো
  • ইডেনের ছাত্রীনিবাসে আবারও ছাত্রী নির্যাতন-যুগান্তর
  • ভোলায় খুঁটির সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, ভিডিও ভাইরাল-ইত্তেফাক

কোলকাতার শিরোনাম:

  • ‘কংগ্রেসের ভিমরতি হয়েছে’, মেঘালয়ে রাহুল তোপ দাগতেই ফুঁসে উঠলেন অভিষেক-সংবাদ প্রতিদিন
  • ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫ জনের বাইরে চলে গেলেন ‘মোদীর ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানি-আনন্দবাজার
  • প্রাচুর্যের জন্য রাজনীতি চলবে না: বিমান বসু-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বারবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত, বিধ্বস্ত ফুলপরী ও তাঁর বাবা। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগ নেত্রীদের নির্যাতনের শিকার ফুলপরী খাতুন ও তার বাবার ক্যাম্পাসে  যাবার কষ্টের বর্ণনা দিয়ে এই শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। কী বলবেন আপনি?

২. ইসরাইলি বাহিনীর গুলিতে আরো ১১ ফিলিস্তিনির শাহাদাত; গণদাফন অনুষ্ঠিত। এ পরিস্থিতি নিয়ে কী বলবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

‘চালের জন্য এমন যুদ্ধ আগে দেখি নাই’-প্রথম আলো

চালের জন্য লাইন

কেউ এসেছেন সকাল ছয়টায়, কেউ সাতটায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তেজ। সেই রোদ উপেক্ষা করে খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ট্রাকের সামনে চালের জন্য অপেক্ষা কমপক্ষে চার শতাধিক মানুষের। ভিড়ের মধ্যে একপর্যায়ে লেগে যায় হট্টগোল। গরমে ভিড় ছেড়ে পাশের ফুটপাতেও বসে পড়েন অনেকে। 

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এ চিত্র দেখা যায় চট্টগ্রাম নগরের সাগরিকার বিটাক মোড় এলাকায়। ভোগান্তি সয়ে হলেও চাল সংগ্রহে মরিয়া সারিতে থাকা লোকজন। ভিড় ঠেলে চাল নিয়ে বের হন পোশাকশ্রমিক আবেদুর রহমান (২৭)। ঘেমেনেয়ে একাকার তিনি। পরনের গেঞ্জি ঘামে জবজবে ভেজা। তিনি বলেন, ‘চালের জন্য এমন যুদ্ধ দেখি নাই। ভিড়ের কারণে দম বন্ধ হয়ে আসছিল। অপেক্ষা করছি তিন ঘণ্টার বেশি হয়েছে।’

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: শেখ হাসিনা-মানবজমিন

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলবো। বাধা আসবে, বাধা আসছে। অনেকে আন্দোলন করবে সরকার উৎখাত করবে, অনেক আয়োজনও করেছে। দেশে বিদেশে গিয়ে হাহাকার করে বেড়ায়। মনে হয় তাদের দোলনায় চড়ে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু দালালি করে এদেশে ক্ষমতায় যাবার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ফাইল ফটো)

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস মানুষ কীভাবে ভুলে যাবে? অগ্নি সন্ত্রাসী যারা এদের সম্পর্কে মানুষকে সজাগ থাকতে হবে। অনেকে আয়োজন করে সরকার উৎখাতের। অনেকে আছে তারা সুসময়ে সরব, অসময়ে নীরব। বাইরে থেকে কেউ কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে এমন স্বপ্নে বিএনপি জামায়াত বিভোর।

ইডেনের ছাত্রীনিবাসে আবারও ছাত্রী নির্যাতন-যুগান্তর

ইডেন মহিলা কলেজের ছাত্রীনিবাসে আবারও ছাত্রী নির্যাতনের ঘটনা ঘটেছে। কক্ষে আসন দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতির হাতে এক ছাত্রী মারধরের শিকার হয়েছেন।  নির্যাতনের এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে অন্য ছাত্রীদেরও নানা হুমকি-ধমকি দেন ছাত্রলীগের ওই নেত্রী।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রীনিবাসে মারধরের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মহুয়া আক্তার। তাকে মারধরে অভিযুক্ত নেত্রী হলেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি রোকসানা আক্তার।

আবারও ছাত্রী নির্যাতনের ঘটনা

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘রোকসানা হলে সিট বাণিজ্য করেন। তিনি বাইরের মেয়েদের টাকার বিনিময়ে হলে রাখেন। তিনি এক রুমে ২০ জন করে মেয়ে রাখেন। তিনি টাকা নিয়ে আমাদের হলে তুললেও এখন পর্যন্ত সিট দেননি। বরং আমাদের দিয়ে তাঁর ব্যক্তিগত কাজ করান। তার জুতা পর্যন্ত পরিস্কার করান। তার কাজ করতে রাজি না হলে তিনি ছাত্রীদের বাজে ভাষায় গালিগালাজ করেন।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত: 

মধ্যপ্রদেশে ৬ হাজার ‘পাটোয়ারি’ পদে আবেদন ১২ লক্ষের, প্রার্থীরা কেউ ডক্টরেট, কেউ ইঞ্জিনিয়ার-সংবাদ প্রতিদিন পত্রিকায় চাকুরি সম্পর্কিত এ খবরে লেখা হয়েছে, সম্প্রতি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভূমি রাজস্ব দ্প্তর কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেয়। সাকুল্যে শূন্য পদ সংখ্যা ৬ হাজার। ১২ লক্ষ প্রার্থী আবেদন করেছেন ওই পদের জন্য। ওই পদের জন্য স্নাতক কর্মী চাইলেও দেখা যাচ্ছে আবেদনকারী অনেকেই ইঞ্জিনিয়ার। এমনকী ডক্টরেট প্রার্থীও ‘পাটওয়ারি’ (Patwari) পদে চাকরির জন্য আবেদন করেছেন। বিজেপি শাসিত রাজ্যের বিরোধীদের বক্তব্য, এই ঘটনা মধ্যপ্রদেশের বেকার সমস্যাকে তুলে ধরেছে। মুখ পুড়েছে গেরুয়া সরকারের।স্বভাবতই বিষয়টি প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের বেকার সমস্যা নিয়ে তোপ দাগছে বিরোধীরা।

প্রাচুর্যের জন্য রাজনীতি চলবে না: বিমান বসু-গণশক্তি

রাজনীতির ক্ষমতাধররা উচিত অনুচিতের ফারাক মুছে দিতে চাইছে। ভোগবাদী দর্শন। খাও-পিও-মৌজ করো। ক্ষমতাধররা রাজনীতির সুবাদে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা চাকরি বিক্রি করে ‘আয়’ করেছে। দুর্নীতির দায়ে জেলে রয়েছে। খোলা চোখেই সাদা কালোর ফারাক মানুষ বুঝতে পারলেও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যারা, তারা বলছে, অভিযোগ উঠলে কী হবে? প্রমাণ তো হয়নি! যেভাবে পারো ‘আয়’ করো। আয়ের জন্য রাজনীতি। এই অবস্থা চলতে পারে না। বুধবার আসানসোলে উপচে পড়া সভায় একথা বলেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু।

Image Caption

সংবাদ প্রতিদিনের খবর-বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের একজন মহিলা কনস্টেবলকে ধর্ষণ করার অভিযোগ দায়েরের পর কেটে গিয়েছে বেশ কয়েকঘন্টা। তা সত্ত্বেও বুধবার বিকেল পর্যন্ত অধরা অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কিতাব সিং। ইতিমধ্যেই ভবানীপুর থানা থেকে ওই মহিলা কনস্টেবলের দায়ের করা অভিযোগের কপি-সহ যাবতীয় নথিপত্র এসে পৌঁছেছে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারের কাছে। সেই অভিযোগের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণগঞ্জ থানাতেও।বুধবার নির্যাতিতা ওই মহিলা কনস্টেবলকে নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানাতে। সেখান থেকে তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়। যদিও ওই মহিলা কনস্টেবলের দায়ের করা অভিযোগের বেশ কয়েকঘন্টা কেটে যাওয়ার পরেও কেন বুধবার বিকেল পর্যন্ত অভিযুক্ত বিএসএফের ওই ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সংবদ প্রতিদিনের খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, বিএসএফের (BSF) মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার সীমান্তরক্ষা বাহিনীর ইন্সপেক্টর পদমর্যাদার কোম্পানি কমান্ডার। বুধবার রাতে চাপড়ায় বিএসএফের সীমানগর সেক্টর হেড কোয়ার্টার থেকে অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ।

কংগ্রেস নাকি তৃণমূল! কে বেশি বিজেপি বিরোধী? এই বিবাদে এবার নয়া মাত্রা যোগ হল। রাহুল গান্ধী মেঘালয়ে দাঁড়িয়ে তৃণমূলকে তোপ দাগতেই ফুঁসে উঠলেন ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সরাসরি রাহুলকে নিশানা করে অভিষেক বলে দিলেন, প্রাসঙ্গিকতা হারিয়ে ভিমরতি হয়েছে কংগ্রেসের। খবরটি সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি দৈনিকে পরিবেশিত হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪

ট্যাগ