কথাবার্তা
বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৪ ফেব্রুয়ারি শুক্রবাারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো
বাংলাদেশের শিরোনাম:
-
বইমেলায় বোমা হামলার হুমকি-দৃষ্টি আকর্ষণের জন্যই হামলার হুমকি দিয়ে উড়োচিঠি: সিটিটিসি-মানবজমিন
- বাধ্যতামূলক অবসরে সিআইডির এক পুলিশ সুপার- বাংলাদেশ প্রতিদিন
-
সরকার সংবিধান নিয়ে তামাশা করছে : নজরুল ইসলাম-কালেরকণ্ঠ
-
যুদ্ধ বন্ধে জাতিসংঘের আহ্বান-প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ–চীন–ভারতসহ ৩২ দেশ-প্রথম আলো
-
জাহাজ ভিড়তে না দেওয়ায় রাশিয়ার উদ্বেগ-ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ-যুগান্তর
- কোনো পক্ষেই নয় চীন'-ইত্তেফাক
কোলকাতার শিরোনাম:
- বাজার থেকে উধাও পিঁয়াজ? বিশ্বজুড়ে তীব্র হচ্ছে সংকট-সংবাদ প্রতিদিন
- বাংলার পথে বড় বরাদ্দ ঘোষণা কেন্দ্রের, ভোটের রাস্তা সুগম করতেই কি সড়কে নজর?-আনন্দবাজার
- শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দেখা করলেন সৌরভ: দৈনিক পুবের কলম -
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
যুদ্ধ বন্ধে জাতিসংঘের আহ্বান-প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ–চীন–ভারতসহ ৩২ দেশ-প্রথম আলো
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।
ইউএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর প্রায় সবই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে সাতটি। এই সাতটি দেশ হলো—রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি ইরিত্রিয়া ও নিকারাগুয়া।
অন্যদিকে সাধারণ পরিষদের প্রস্তাবটিতে ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ। এই তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো—বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজিরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম, জিম্বাবুয়ে।
সরকার সংবিধান নিয়ে তামাশা করছে : নজরুল ইসলাম-কালেরকণ্ঠ
সরকার সংবিধান নিয়ে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম সরকারকে উদ্দেশ করে বলেন, ‘কী শুরু করেছেন আপনারা? সংবিধানের কথা বলেন। আরে সংবিধান নিয়ে তো আপনারা তামাশা করছেন। আপনারা সংবিধানে লিখে রেখেছেন সমাজতন্ত্র কায়েম করবেন, আর চর্চা করেন মুক্তবাজার অর্থনীতি। এই দুইটা কি একসঙ্গে যায়? বইতে লিখে রাখবেন রাষ্ট্রধর্ম ইসলাম। আবার বলবেন আপনারা ধর্মনিরপেক্ষ। এটা কী হয়?’
তিনি আরো বলেন, ‘আপনারা যে সংবিধান নিয়ে রঙ-তামাশা করেন, এই সংবিধানের দোহাই দিয়ে জনগণের আন্দোলন প্রতিহত করতে চান। অসম্ভব। পারবেন না। কেউ পারে নাই। আপনারাও পারবেন না। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এগিয়ে যাব।’ সরকার যেসব সংবাদপত্র-টিভি চ্যানেল ‘অন্যায়ভাবে বন্ধ করছে’, ক্ষমতার পরিবর্তনের পর তা খুলে দেওয়া হবে বলে অঙ্গীকার করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘যারা টিভি চ্যানেলে বসে বিভিন্ন সূত্র থেকে পাওয়া উল্টাপাল্টা সব প্রচারণা চালাচ্ছেন কিংবা সরকারের পক্ষে নির্লজ্জ দালালি করছেন, তা সৎ সাংবাদিকতার স্বার্থে বন্ধ করা উচিত।’
জাহাজ ভিড়তে না দেওয়ায় রাশিয়ার উদ্বেগ-ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ-যুগান্তর
মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার জাহাজ বাংলাদেশে ভিড়তে না দেওয়ায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে মস্কো।
বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ক্রেমলিনের এমন উষ্মা স্বাভাবিক কূটনৈতিক রীতি হলেও অনেকেই বিষয়টাকে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। শক্তিশালী দেশগুলোর ভূরাজনৈতিক এবং কৌশলগত প্রতিযোগিতার কারণে বাংলাদেশের ওপর চাপ বাড়ছে। কূটনৈতিক বিশ্লেষকরা উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণের প্রতি জোর দিচ্ছেন।
বিষয়টি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের বলেছেন, নিষেধাজ্ঞাভুক্ত রাশিয়ার সাত কোম্পানির ৬৯টি মাদার ভেসেলকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্রমন্ত্রী রুডেনকো আন্দ্রে ইউরেভিচ ২১ ফেব্রুয়ারি রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান।
এ সময় রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বিবেচনায় রাখার অনুরোধ জানান।
কোনো পক্ষেই নয় চীন'-ইত্তেফাক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক বছরে গড়িয়েছে। যুদ্ধ যে অচিরেই শেষ হচ্ছে, সে সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইউক্রেনের পক্ষে পশ্চিমা দেশগুলোর তৎপরতা, অন্যদিকে রাশিয়া ও চীনের কূটনৈতিক বন্ধন আরও মজবুত করার প্রকাশ্য ঘোষণা, এ ধারণাই দেয়, সামনে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে।
সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক ইউক্রেন সফর ও একই সময়ে চীনের শীর্ষ কূটনীতিকের রাশিয়া সফর বৈশ্বিক এই সংকটকে নতুন মাত্রা দিয়েছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, চীন তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে অস্ত্র সহযোগিতা দিতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক বছরে গড়িয়েছে।
অন্যদিকে চীন জানিয়েছে, তারা এ সংকটের কোনো পক্ষই নয় বরং তারা এ সংকটের একটি দীর্ঘস্থায়ী সমাধানের চেষ্টা করছে। এ লক্ষ্যে একটি রূপরেখাও প্রস্তুত করছে। এই যুদ্ধের চীনের ভূমিকা কী, এক কথায় একক কোনো সিদ্ধান্তে পৌঁছানো কিছুটা জটিল বৈকি।
বইমেলায় বোমা হামলার হুমকি-দৃষ্টি আকর্ষণের জন্যই হামলার হুমকি দিয়ে উড়োচিঠি: সিটিটিসি-মানবজমিন
জঙ্গি গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই উড়োচিঠি দিয়ে হামলার হুমকি দেয়া হয়েছে। তবুও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। শুক্রবার দুপুরে তিনি এসব কথা জানান।
সিটিটিসি প্রধান বলেন, চিঠি দিয়ে বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠির হামলার নজির নেই। জঙ্গি গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই উড়োচিঠি দিয়ে হামলার হুমকি দেয়া হয়েছে। তবুও একটি চিঠি দেয়া হয়েছে, এ বিষয়ে আমরা কাজ করছি।
চিঠিটি ডাকযোগে পাঠানো হলেও কোথা থেকে এবং কীভাবে পাঠানো হয়েছে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, ওই এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে হাতে লেখা চিঠি পাঠিয়েছে একটি জঙ্গি সংগঠন। বৃহস্পতিবার এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।চিঠিতে লেখা আছে, যাত্রাবাড়ীর দুটি বড় আবাসিক হোটেলে প্রকাশ্য দিবালোকে দেহব্যবসা হয়। এগুলো বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেয়া হয়। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
বাংলার পথে বড় বরাদ্দ ঘোষণা কেন্দ্রের, ভোটের রাস্তা সুগম করতেই কি সড়কে নজর?-আনন্দবাজার
বাংলায় জাতীয় সড়ক নির্মাণ এবং তার সম্প্রসারণে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। ১৪ নম্বর জাতীয় সড়ক (পূর্বতন ৬০ নম্বর জাতীয় সড়ক)-এর পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ রানিগঞ্জ বাইপাস তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৪ লেনের ওই বাইপাসটি তৈরি করার জন্য ইতিমধ্যেই প্রায় ৪১১ কোটি টাকা বরাদ্দ করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ থেকে প্রযুক্তিগত সহায়তা, সড়ক পরিবহণ মন্ত্রক সব কিছুরই দায়িত্বে থাকবে। আপাত ভাবে এটিকে রাজ্যের উন্নয়নে কেন্দ্রের পদক্ষেপ বলে মনে হলেও এর মধ্যে রাজনীতির সূক্ষ অঙ্ক দেখতে পাচ্ছেন কেউ।
বাজার থেকে উধাও পিঁয়াজ? বিশ্বজুড়ে তীব্র হচ্ছে সংকট-সংবাদ প্রতিদিন
নয়া খাদ্যসংকটের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। পিঁয়াজ (onion), টমেটোর মতো বহু ব্যবহৃত সবজির দাম হুহু করে বাড়ছে আন্তর্জাতিক বাজারে। ফলে পিঁয়াজের ব্যবহারে রাশ টানতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। রাষ্ট্রসংঘ (United Nations) ও বিশ্ব ব্যাংকের (World Bank) তরফে ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই সবজির দাম লাফিয়ে বাড়বে বলেই সতর্কবার্তা দিয়েছে দুই সংস্থা।
ইতিমধ্যেই সবজি রপ্তানি করা বন্ধ করেছে বেশ কয়েকটি দেশ। তুরস্ক (Turkey), মরক্কো, কাজখস্তানের মতো দেশগুলি কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল, তারা আপাতত সবজি রপ্তানি স্থগিত রাখতে চলেছে। নিজেদের দেশের জন্য পর্যাপ্ত সবজি মজুত রাখতেই এই সিদ্ধান্ত। তার জেরে নানা দেশেই সবজির অভাব চোখে পড়ছে। এমনকি ব্রিটেনের বেশ কিছু দোকানে সবজি কেনার নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে।
কেন আচমকা সবজির অভাব ঘটছে আন্তর্জাতিক বাজারে? নেপথ্যে একাধিক কারণ উঠে আসছে। গত মরশুমে স্পেন ও আফ্রিকার একাধিক অংশে সবজি চাষ হয়নি। প্রবল খরার কারণে কৃষিকাজ ব্যাহত হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের বন্যা, মধ্য এশিয়ার প্রবল ঠাণ্ডার জেরেও ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাষ। তাছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্যসামগ্রীর দাম আকাশ ছুঁয়েছে।
শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দেখা করলেন সৌরভ: দৈনিক পুবের কলম
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গতকাল লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছান। তাঁরা ঢাকা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রায় ঘন্টা খানেক কথা হয়েছে দুজনের মধ্যে। কী কারণে সৌরভকে বোর্ড থেকে সরতে হয়েছে সেই নিয়েও খোঁজ নেন হাসিনা।
একমাত্র সৌরভের আমন্ত্রণে হাসিনা কলকাতায় এসেছিলেন পিঙ্ক বল টেস্ট ম্যাচের সময়। তাই মহারাজের একটা শ্রদ্ধা আছে তাঁর প্রতি। হাসিনার সঙ্গে সৌরভের কথাতে রাজনীতির প্রসঙ্গ এসেছে। কেন কী কারণে বিজেপির সঙ্গে তাঁর নাম বারবার জড়িয়েছে, সেই নিয়েও জানতে চান বাংলাদেশে প্রধানমন্ত্রী।
সৌরভ জানান যে তিনি এই মুহূর্তে আই পি এলে দিল্লি দলের ডিরেক্টর পদে রয়েছেন। আগামী দিনে কোচ হলে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন কিনা সেটি জানতে চান হাসিনা। সৌরভ বুঝিয়ে দিয়েছেন এমন প্রস্তাব পেলে ভেবে দেখবেন।
পার্সটুডে/বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।