মার্চ ১৪, ২০২৩ ১২:৩৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। আর উপস্থাপনায় রয়েছি- আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি গাজী আবদুর রশীদ।

গাজী আবদুর রশীদ: প্রত্যেক আসরের মতো আজও শুরুতেই একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন, 'চোখের পানি শুকায় না, অন্তর শক্ত হওয়া ছাড়া এবং অন্তর শক্ত হয় না, প্রচুর গুনাহ করা ছাড়া।'

আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটা বাণী শুনলাম। আমরা সবাই তা উপলব্ধি করার চেষ্টা করব- এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমঙ্গের নদীয়া জেলার রায়পুর থেকে। আর লিখেছেন খোশ মোহাম্মদ।

নাসির মাহমুদ: এই শ্রোতাবন্ধু মনে হয় অনেকদিন পর চিঠি লিখলেন!

আকতার জাহান: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সত্যিই অনেকদিন পর তার চিঠি পেলাম আমরা। সালাম ও শুভেচ্ছা জানাবার পর খানিকটা অভিযোগের সুরে তিনি লিখেছেন, "আপনাদের কাছে থেকে বিভিন্ন রকমের পত্রিকা ও কিউএসএল কার্ড পেতাম। বর্তমানে কিছু পাচ্ছি না। কী ব্যাপার জানি না। আমি রেডিও তেহরানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আশা করছি আপনারা আমাদের ক্লাবের প্রতি একটু দৃষ্টি রাখবেন।"

গাজী আবদুর রশীদ: ভাই খোশ মোহাম্মদ, আমরা সাধারণত নিয়মিত শ্রোতা কিংবা কর্মমুখর ক্লাবের কাছে মাঝেমধ্যে প্রচারসামগ্রী পাঠিয়ে থাকি। এছাড়া, যারা নিয়মিত শ্রবণমান রিপোর্ট পাঠান তাদের কাছে পাঠানো হয় ই-কিউএসএল কার্ড। আর আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ঠিকানায় পুরস্কার পাঠানো হয়ে থাকে। আপনি নিয়মিত লিখুন, শ্রবণমান রিপোর্ট পাঠান এবং প্রতিযোগিতায় অংশ নিন- নিশ্চয়ই আমাদের সাড়া পাবেন। তো, দীর্ঘদিন পর চিঠি পাঠানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

নাসির মাহমুদ: আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে। আর পাঠিয়েছেন ফ্রিল্যান্স সংবাদকর্মী এস. এম. হৃদয় রহমান।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা শ্রোতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগপূর্ণ একটি অনুষ্ঠান নিয়মিত আয়োজন করে যাচ্ছে যা ‘প্রিয়জন’ নামে পরিচিত। ‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম। রেডিও তেহরান শ্রোতাদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিধায় প্রিয়জন অনুষ্ঠান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রেডিও তেহরান আন্তর্জাতিক বেতারমাধ্যমগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে শ্রোতাদের ভালোবাসায়। ইনশাআল্লাহ রেডিও তেহরান আরও জনপ্রিয় হবে সেটাই প্রত্যাশা করি সব সময়।"

আকতার জাহান: আপনার প্রত্যাশা পূরণ হোক- আমরা সেটাই চাই। তো ভাই হৃদয় রহমান, মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর থেকে সুরজিৎ মাহান্তী পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, "রেডিও তেহরান একটি উৎকৃষ্ট গণমাধ্যম। এ বেতারের প্রতিটি অনুষ্ঠান শ্রোতাদের মন ভরে তোলে। প্রিয়জন অনুষ্ঠানটি শুনতে শুনতে সময় কখন যে কেটে যায় তা বুঝতেই পারি না। রেডিও তেহরানের বস্তুনিষ্ঠ খবর শুনতে খুব ভালো লাগে।"

গাজী আবদুর রশীদ: ভাই সুরজিৎ মাহান্তী, ছোট্ট চিঠিতে রেডিও তেহরান সম্পর্কে সুন্দর মূল্যায়ন করেছেন আপনি। আশা করি নিয়মিত লিখবেন।

নাসির মাহমুদ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "আম, কাঠাল, লিচুর মুকুল আর শিমুল-পলাশের পুস্পরাজির সমাবেশ প্রকৃতির মাঝে এক অপরূপ সৌন্দর্যের মাদকতা বিরাজ করছে। চারিদিকে ফুলের সমারোহ আর ফলের আগমনী আবহে বাংলার প্রকৃতিকে আচ্ছন্ন করে রেখেছে। এই মনোমুগ্ধকর সুগন্ধ আস্বাদন করতে করতে অন্য এক জগতে হারিয়ে যাই 'পার্স টুডে'র ওয়েবসাইটে গেলেই। ওয়েব পেইজের পরতে পরতে ছড়িয়ে রয়েছে তথ্য, বিনোদন আর জ্ঞানের আকর। সেই সাথে শ্রোতাদের পাঠানো মেইল চিঠি ছবিসহ 'মতামত বিভাগ'-এর সাথে সাথে অনুষ্ঠান শোনার খুঁটিনাটি বিষয়। সব মিলিয়ে খুব সুন্দর, পরিপাটি করে সাজানো, গোছানো চমৎকার একটি ওয়েব সাইট।"

আকতার জাহান: রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে সম্পর্কে চমৎকার মূল্যায়ন করেছেন এ শ্রোতাভাই।

নাসির মাহমুদ: একদম ঠিক বলেছেন আপনি। সাম্প্রতিক সময়ে পার্সটুডে সম্পর্কে যেসব মতামত এসেছে তারমধ্যে এটিই সেরা বলে মনে হচ্ছে। যাইহোক, চিঠির শেষাংশে নাজিম উদ্দিন ভাই লেবানন বংশোদ্ভুত মুসলিম সুইডিশ গায়ক মেহের জেইন-এর কণ্ঠে একটি আরবী গান শোনানোর অনুরোধ জানিয়েছেন।

গাজী আবদুর রশীদ: এ শ্রোতাভাইয়ের অনুরোধের গানটি আজকের আসরের শেষের দিকে শোনানোর ইচ্ছে রইল। তো নিয়মিত ইমেইল পাঠানোর জন্য নাজিম উদ্দিন ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোচাপাড়া থেকে। আর পাঠিয়েছেন জননী বেতার শ্রোতা সংঘের সভাপতি আলী আহম্মেদ (আরিফ)।

তিনি লিখেছেন, ২৩ ফেব্রুয়ারি রেডিও তেহরান থেকে প্রচারিত রংধনু আসরটি বেশ ভালো লেগেছে। চিঠির শেষাংশে আরিফ ভাই একটি অভিযোগ করেছেন। লিখেছেন, "আমি শুনলাম- রংধনু আসরটি বন্ধ হয়ে যাচ্ছে। আমি সত্যিই বিষয়টি মেনে নিতে পাচ্ছি না। এত সুন্দর অনুষ্ঠানটি বন্ধ হওয়ার কারণ জানতে চাই।"

আকতার জাহান: রংধনু আসর বন্ধ হয়ে যাচ্ছে এমন কথা এই প্রথম শুনলাম। আপনি কোথা থেকে শুনেছে তা আমাদের জানা নেই। সত্যি বলতে কী, রংধনু আসর রেডিও তেহরানের একটি পুরোনো ও জনপ্রিয় অনুষ্ঠান। এটি বন্ধ করার পরিকল্পনা আমাদের নেই।  

নাসির মাহমুদ: শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশি এক শ্রোতাবোনের সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।

নাসির মাহমুদ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী মিলন সংঘ থেকে মহ: হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি বলেছেন, রেডিও তেহরানের কথাবার্তা, দৃষ্টিপাত এবং বিশ্বসংবাদ এই তিনটি প্রাত্যহিক আয়োজন আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। কারণ তিনটি অনুষ্ঠানই সংবাদভিত্তিক। সংবাদ বলতে আমার কাছে কেবলমাত্র রেডিও তেহরান। কারণ বিশ্বসংবাদ তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। বিশ্বের বড়ো বড়ো বেতার কেন্দ্র যেখানে বন্ধ হয়ে গেছে সেখানে শ্রোতা বান্ধব, আকর্ষণীয়, মনোগ্রাহী, সুন্দর, জ্ঞানবর্ধক, অসাধারণ এক ঘণ্টার অনুষ্ঠান উপহার দিয়ে চলেছে বলেও তিনি মন্তব্য করেছেন।

আকতার জাহান: হাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ, বরাবরের মতোই সুন্দর করে মতামত প্রকাশের জন্য।

আসরের পরের মেইলটিও ভারত থেকে এসেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে এটি পাঠিয়েছেন দেবাশীষ গোপ।

তিনি লিখেছেন, ৭ মার্চের  সান্ধ্য অধিবেশনে পবিত্র শবেবরাত ও ইমাম মাহদী  আলাইহিস সালামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ পরিবেশনাটি ভালো লেগেছে। অনুষ্ঠানটি থেকে জানতে পারলাম যে, ইমাম মাহ্দী (আ.)-এর যুগে জ্ঞান-বিজ্ঞানের এতো উন্নতি ঘটবে যে, সে সময় মানুষ এক ছায়াপথের গ্রহ থেকে ভিন্ন ছায়াপথে ভ্রমণ করবে। পৃথিবীর  যে  কোনো  জায়গার  মানুষ  পরস্পরকে দেখতে পারবে এবং   কথা  বলতেও  পারবে।"

গাজী আবদুর রশীদ: ভাই দেবাশীষ গোপ, আমাদের বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আশা করি আবারো লিখবেন।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন তিনটি ইমেইল।

একটিতে তিনি লিখেছেন, "পত্রপত্রিকার বিশ্লেষণমূলক অনুষ্ঠান 'কথাবার্তা' নিঃসন্দেহে শ্রোতাদের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। যেসব শ্রোতা দেশ-বিদেশের বিস্তারিত খবর রাখতে আগ্রহী, তাদের কাছে এটি একটি অনন্যসাধারণ অনুষ্ঠান। কথাবার্তায় প্রতিদিন বাংলাদেশ ও ভারতের বেশ কিছু পত্রিকার শিরোনাম ও গুরুত্বপূর্ণ খবরগুলো প্রচার করা হয়। ফলে একজন শ্রোতা ঘরে বসেই দেশ-বিদেশের নানা পত্রিকা পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে। এছাড়া কথাবার্তায় জনাব সিরাজুল ইসলামের বিশ্লেষণ তথ্যবহুল, নিরপেক্ষ, স্পষ্ট ও সহজবোধ্য। সেজন্য তাঁকে ধন্যবাদ জানাই।"

নাসির মাহমুদ: কথাবার্তা অনুষ্ঠানটি সম্পর্কে চমৎকার মতামতের জন্য ভাই শাহাদত হোসেন আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ছাতুমারা থেকে। আর পাঠিয়েছেন আজাদ পাওয়ার বিশ্বাস

তিনি লিখেছেন, 'নারী: মানব ফুল' অনুষ্ঠানটির বিগত কয়েকটি পর্ব থেকে প্রাচীন গ্রিস, রোমআরব সমাজে নারীদের অবস্থান মর্যাদা কেমন ছিল তা জানতে পারলাম। এ অনুষ্ঠানের মাধ্যমে ইতিহাসকে যেন চোখের সামনে তুলে ধরা হয়েছে। এটা শ্রোতাদের কাছে চাহিদার তুলনায় বেশি পাওনা বলেই মনে হয়।  

আকতার জাহান: 'নারী: মানব ফুল' অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই আজাদ পাওয়ার বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে কয়েকটি ইমেইলের প্রাপ্তিস্বীকার করছি।

  • ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া থেকে গাজী আবদুর রশীদ
  • একই প্রদেশের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল
  • পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে অজয় কুমার সরকার
  • কুচবিহারের শীতলকুচি থানার গাদোপোতা থেকে সহিদুল ইসলাম
  • চট্টগ্রামের পীরগাছা থানার সৈয়দপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু
  • এবং ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম।

গাজী আবদুর রশীদ: ইমেইল পাঠানোয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসর শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে নাজিমউদ্দিন ভাইয়ের অনুরোধের গানটি। গানের শিল্পী মাহের জেইন।  

নাসির মাহমুদ: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ