ইসরাইল আমেরিকার জন্য সম্পদ থেকে বোঝায় পরিণত হয়েছে: সাবেক জেনারেল
https://parstoday.ir/bn/news/west_asia-i149228-ইসরাইল_আমেরিকার_জন্য_সম্পদ_থেকে_বোঝায়_পরিণত_হয়েছে_সাবেক_জেনারেল
পার্সটুডে - গাজায় ইসরাইলি সেনা বাহিনীর সাবেক কমান্ডার এক বিবৃতিতে বলেছেন: "ইসরাইল এখন আমেরিকার জন্য একটি সম্পদ থেকে ভারী বোঝায় পরিণত হয়েছে।"
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৩, ২০২৫ ১২:১৩ Asia/Dhaka
  • ইসরাইল আমেরিকার জন্য সম্পদ থেকে বোঝায় পরিণত হয়েছে:  সাবেক জেনারেল

পার্সটুডে - গাজায় ইসরাইলি সেনা বাহিনীর সাবেক কমান্ডার এক বিবৃতিতে বলেছেন: "ইসরাইল এখন আমেরিকার জন্য একটি সম্পদ থেকে ভারী বোঝায় পরিণত হয়েছে।"

পার্সটুডে জানিয়েছে, গাজায় ইসরাইলি সেনা বিভাগের সাবেক এই কমান্ডার ইস্রায়েল জিভ সোমবার ঘোষণা করেছেন: "বেনিয়ামিন নেতানিয়াহু যে রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়েছেন তার কারণে আমাদের একটি অন্তহীন যুদ্ধে টেনে নিয়ে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব উপায়ে ইসরাইলকে ধ্বংস করতে চান।"

ইসরাইলি চ্যানেল-১২ টেলিভিশন এর আগে হামাস ও মার্কিন সরকারের মধ্যকার চুক্তি সম্পর্কে বলেছিল, এই চুক্তির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চড় মেরেছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম এই প্রতিবেদনে আরও জানিয়েছে: "আইদান আলেকজান্ডারের মুক্তির জন্য হামাস এবং মার্কিন সরকারের মধ্যে এই সরাসরি এবং অভূতপূর্ব চুক্তির মাধ্যমে, ট্রাম্প কেবল নেতানিয়াহুকে চড় মারেননি বরং হামাসকে বৈধতা দিয়েছেন এবং যুদ্ধের শুরু থেকেই অতুলনীয় বিজয় এনে দিয়েছেন।"#

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।