রিজার্ভ-সেনা তলবের জের: খালি হয়ে যাচ্ছে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো
https://parstoday.ir/bn/news/event-i155356-রিজার্ভ_সেনা_তলবের_জের_খালি_হয়ে_যাচ্ছে_ইসরায়েলি_বিশ্ববিদ্যালয়গুলো
পার্স-টুডে: ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে যে সেনাবাহিনীর জন্য ব্যাপকভাবে রিজার্ভ বাহিনী মোতায়েনের ফলে ইসরায়েলের কিছু কলেজ বন্ধ হয়ে গেছে।
(last modified 2025-12-22T11:29:15+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৫ ১৫:৩৭ Asia/Dhaka
  • রিজার্ভ-সেনা তলবের জের: খালি হয়ে যাচ্ছে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো
    রিজার্ভ-সেনা তলবের জের: খালি হয়ে যাচ্ছে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো

পার্স-টুডে: ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে যে সেনাবাহিনীর জন্য ব্যাপকভাবে রিজার্ভ বাহিনী মোতায়েনের ফলে ইসরায়েলের কিছু কলেজ বন্ধ হয়ে গেছে।

জায়নিস্ট ওয়েবসাইট "ওয়ালা" ঘোষণা করেছে: "রিজার্ভ সার্ভিসের জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থীকে তলব করার পরিপ্রেক্ষিতে, বেশ কয়েকটি কলেজে আর পড়াশোনার জন্য শিক্ষার্থী নেই এবং তাদের দরজা বন্ধ করে দেয়া হয়েছে; আর এই সমস্যার সমাধান খুঁজছে ইসরায়েলি শিক্ষা ক্ষেত্র।"

ইসরায়েলের উচ্চশিক্ষা খাত একটি গুরুতর সংকটের মুখোমুখি এবং শ্রেণীকক্ষগুলো প্রায়ই খালি পড়ে থাকে।

ইসরায়েলি উচ্চশিক্ষা কাউন্সিলের একজন জ্যেষ্ঠ সদস্য বলেন: "৬০,০০০ এরও বেশি শিক্ষার্থীর উপস্থিতির আলোকে  সেনাবাহিনীতে প্রতিটি রিজার্ভ বাহিনীকে ডাকা হলে, আমরা একটি সেমিস্টার পুরোপুরি বাদ দিতে বাধ্য হচ্ছি।"

হিব্রু মিডিয়াটি আরও জানিয়েছে: "ইসরায়েলি শিক্ষা ব্যবস্থা দুটি ফ্রন্টে যুদ্ধের মধ্যে রয়েছে: একদিকে, শিক্ষাদান

দুই বছরের যুদ্ধের সময় ইসরায়েলি উচ্চশিক্ষা কাউন্সিলের তত্ত্বাবধান ও লাইসেন্সিং বিভাগের প্রধান ইয়ার হারেল জোর দিয়ে বলেন যে শিক্ষাক্ষেত্র একটি গুরুতর সংকটের মুখোমুখি।

নথিভুক্ত প্রতিবেদন অনুসারে, প্রায় ৬০,০০০ শিক্ষার্থীকে সামরিক রিজার্ভ সার্ভিসের জন্য ডাকা হয়েছিল এবং যুদ্ধের দুই বছরে, গড়ে এক-তৃতীয়াংশ ইসরায়েলি শিক্ষার্থী যুদ্ধক্ষেত্রে ছিল। ইসরায়েলের এই  উচ্চশিক্ষা কর্মকর্তা স্বীকার করেছেন যে খালি বিশ্ববিদ্যালয়ের চিত্রটি সাধারণ বা স্বাভাবিক দৃশ্য হয়ে উঠেছে এবং প্রায়ই দেখা গেছে যে ৮০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত।

ওই প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি অডিট অফিসের একটি জরিপে দেখা গেছে যে ৪১ শতাংশ রিজার্ভ শিক্ষার্থী তাদের অনুপস্থিতির সময় প্রতিষ্ঠানগুলোর প্রদত্ত সহায়তায় অসন্তুষ্ট ছিলেন এবং ৪৫ শতাংশ বলেছেন যে তাদের দেয়া সমাধানগুলো তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অপর্যাপ্ত ছিল।

গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট শিক্ষা সংকটের কথা উল্লেখ করে হারেল বলেন, "যখনই যুদ্ধ তীব্রতর হয়, তখনই হঠাৎ করেই শ্রেণীকক্ষ খালি হয়ে যায় এবং একটি সম্পূর্ণ সেমিস্টার ভেঙে যেতে পারে"। #

পার্স টুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।