ইসরায়েল-মিশর গ্যাস চুক্তি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: জাতিসংঘের প্রতিবেদক
https://parstoday.ir/bn/news/event-i155316-ইসরায়েল_মিশর_গ্যাস_চুক্তি_আন্তর্জাতিক_আইন_লঙ্ঘন_করছে_জাতিসংঘের_প্রতিবেদক
পার্স-টুডে: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের গণহত্যার যুদ্ধের মধ্যে ইসরায়েল ও মিশরের মধ্যে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তির পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
(last modified 2025-12-21T08:01:55+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৫ ১৩:৪৭ Asia/Dhaka
  •  ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ
    ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ

পার্স-টুডে: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের গণহত্যার যুদ্ধের মধ্যে ইসরায়েল ও মিশরের মধ্যে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তির পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে, আলবানিজ বলেছেন যে মিশরের ইসরায়েল থেকে ৩৫ বিলিয়ন ডলার মূল্যের গ্যাস অধিগ্রহণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, যার মধ্যে ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কর্তৃক জারি করা পরামর্শমূলক মতামতও রয়েছে।

তিনি আরও বলেন যে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থনের একটি "অবিশ্বাস্য" ইঙ্গিত এই চুক্তি। "রাষ্ট্রগুলিকে মানবতার ওপরে মুনাফাকে স্থান দেওয়া বন্ধ করতে হবে," বলে জাতিসংঘের এই প্রতিবেদক জোর দাবি জানান।

বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিশরের সাথে ৩৪.৭ বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস চুক্তি অনুমোদন করেছেন। তিনি দাবি করেছেন যে রপ্তানি চুক্তিটি ইসরায়েলের "গুরুত্বপূর্ণ" চাহিদা পূরণ করবে। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এবং ইসরায়েলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন যে ৩৪.৭ বিলিয়ন ডলারের চুক্তির ১৮ বিলিয়ন ডলার ইসরায়েলের "জনসাধারণের কোষাগারে" যাবে।

এই চুক্তির আওতায়, প্রথম চার বছরে প্রতি বছর ১৫৫ মিলিয়ন ডলার সরকারকে দেয়া হবে। ২০৩৩ সালের মধ্যে এটি ১.৯ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার আশা করা হয়েছিল। ইসরায়েল যখন ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি এবং প্রাকৃতিক সম্পদের উপর সার্বভৌমত্ব অস্বীকার করছে সে সময় এই গ্যাস চুক্তিটি করার খবর এল। 

বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে ইসরায়েলের সাথে মিশরের নতুন গ্যাস চুক্তিকে এই অঞ্চলে কৌশলগত ও রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। তবে, কায়রো জোর দিয়ে দাবি করছে যে এই চুক্তিটি একটি "বিশুদ্ধ বাণিজ্যিক" ব্যবস্থা এবং এই চুক্তির কোনও "রাজনৈতিক মাত্রা" নেই। ২০২৩ সালের অক্টোবরে, যখন ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা যুদ্ধ শুরু করে, তখন থেকে গাজায় কমপক্ষে ৭০,৯২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,১৮৫ জনেরও বেশি আহত হয়েছে। #

পার্স টুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।