প্রতি ৫ ইউরোপীয় শিশুর মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার
https://parstoday.ir/bn/news/world-i155366-প্রতি_৫_ইউরোপীয়_শিশুর_মধ্যে_একজন_যৌন_নির্যাতনের_শিকার
পার্সটুডে-ইউনিসেফ, কাউন্সিল অফ ইউরোপ, ইউরোপীয় কমিশন এবং চাইল্ডলাইট এবং ইসিএলএজি-এর মতো এনজিওগুলোর সাম্প্রতিক প্রতিবেদনগুলো প্রমাণ করে, ইউরোপে শিশু যৌন নির্যাতনের সংকট এখনও গুরুতর।
(last modified 2025-12-22T13:15:36+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৫ ১৯:০৮ Asia/Dhaka
  • প্রতি ৫ ইউরোপীয় শিশুর মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার
    প্রতি ৫ ইউরোপীয় শিশুর মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার

পার্সটুডে-ইউনিসেফ, কাউন্সিল অফ ইউরোপ, ইউরোপীয় কমিশন এবং চাইল্ডলাইট এবং ইসিএলএজি-এর মতো এনজিওগুলোর সাম্প্রতিক প্রতিবেদনগুলো প্রমাণ করে, ইউরোপে শিশু যৌন নির্যাতনের সংকট এখনও গুরুতর।

একটি নতুন প্রতিবেদনে সমস্ত ইইউ সদস্য রাষ্ট্রকে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের বিচারের সময়সীমা (আইনি সময়সীমা) অপসারণ বা কমপক্ষে উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। শিশু সুরক্ষা সংস্থাগুলো পরিস্থিতিটিকে 'লটারি' হিসাবে বর্ণনা করে, যার অর্থ হল শিশু যৌন নির্যাতনের অপরাধের জন্য ন্যায়বিচারের অ্যাক্সেস ইইউ জুড়ে সম্পূর্ণ ভিন্নধর্মী। পার্সটুডে আরও জানায়, শিশু যৌন নির্যাতন ইইউ জুড়ে বিস্তৃত। প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার। অনেক ভুক্তভোগীর ক্ষেত্রে নির্যাতনের কথা প্রকাশ করতেও কয়েক দশক সময় লাগতে পারে।

ব্রেভ মুভমেন্ট এবং চাইল্ড গ্লোবালের এক নতুন যৌথ প্রতিবেদন অনুসারে ভুক্তভোগীরা গড়ে ৫২ বছর বয়সে একটি ফৌজদারি প্রতিবেদন দায়ের করেন, যদি তারা চান, সবাই প্রকাশ করতে চান না।

এর মানে হল, যখন তারা এগিয়ে আসে, তখন হয়তো ঘড়ির কাঁটা থেমে গেছে। তার কারণ সীমাবদ্ধতার আইন (SOL)। অর্থাৎ ফৌজদারি প্রতিবেদন দায়ের করার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের অভিযোগ দায়ের করতে ওই সময়সীমা প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন জুড়ে আইনি চিত্র খুবই বিক্ষিপ্ত। বেশ কয়েকটি দেশ বেশিরভাগ বা সমস্ত শিশু যৌন নির্যাতনের অপরাধের জন্য সীমাবদ্ধতার ওই আইন সম্পূর্ণরূপে বাতিল করেছে, আবার অন্যদের কোনও সীমাবদ্ধতার আইনই নেই, সময়ের হিসাব অপরাধ সংঘটিত হওয়ার মুহূর্ত থেকে চলে।

অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া, সুইডেন এবং রোমানিয়ার মতো দেশগুলো শুধুমাত্র গুরুতর অপরাধের জন্য সীমাবদ্ধতার আইন বাতিল করেছে, শিশু যৌন নির্যাতনের সাথে সম্পর্কিত অন্যান্য অপরাধের জন্য বহাল রেখেছে।

উদাহরণস্বরূপ, স্লোভেনিয়ায়, শিশু পাচারের অভিজ্ঞতার রিপোর্ট করার ক্ষেত্রে একজন ভুক্তভোগীর জন্য সীমাবদ্ধতার আইন মাত্র ৬ বছর।

ইউরোপীয় ইউনিয়নের বাকি অংশে, সীমাবদ্ধতার আইন এখনও সমস্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। তবে, এই দেশগুলোর কিছুতে, ভুক্তভোগী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সীমাবদ্ধতার আইন কার্যকর হয় না।

জার্মানিতে, সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগীর বয়স ৬০ বছর না হওয়া পর্যন্ত মামলা করা যেতে পারে। স্পেনে, ৫৫ বছর পর্যন্ত, ফ্রান্সে ৪৮ বছর পর্যন্ত এবং ইতালিতে ৪৬ বছর পর্যন্ত।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন