রাশিয়ার সাথে উত্তেজনা বৃদ্ধিতে শঙ্কিত ইউরোপ: ওয়াল স্ট্রিট জার্নাল
https://parstoday.ir/bn/news/world-i155320-রাশিয়ার_সাথে_উত্তেজনা_বৃদ্ধিতে_শঙ্কিত_ইউরোপ_ওয়াল_স্ট্রিট_জার্নাল
পার্সটুডে-আমেরিকার একটি সংবাদমাধ্যম লিখেছে: ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদান নিয়ে ইউরোপীয় দেশগুলোর বৈঠক সফল হয় নি।
(last modified 2025-12-21T14:54:14+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৫ ১৬:০৭ Asia/Dhaka
  • রাশিয়ার সাথে উত্তেজনা বৃদ্ধিতে শঙ্কিত ইউরোপ: ওয়াল স্ট্রিট জার্নাল
    রাশিয়ার সাথে উত্তেজনা বৃদ্ধিতে শঙ্কিত ইউরোপ: ওয়াল স্ট্রিট জার্নাল

পার্সটুডে-আমেরিকার একটি সংবাদমাধ্যম লিখেছে: ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদান নিয়ে ইউরোপীয় দেশগুলোর বৈঠক সফল হয় নি।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিরোধ, ইউক্রেনকে ঋণ দেওয়ার জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার এবং ইউরোপীয় করদাতাদের ওপর এই খরচ আরোপের বিষয়ে সাম্প্রতিক বৈঠকে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতা, রাশিয়ার সাথে সংঘাত বাড়ার আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত হবার ইঙ্গিত দেয়।

ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদানের জন্য জব্দ করা রাশিয়া সম্পদ ব্যবহার করার বিষয়ে একমত না হয়ে, ইউরোপীয় দেশগুলো শেষ পর্যন্ত কিয়েভকে ১০৫ বিলিয়ন ডলার ইউরোপীয় ঋণ প্রদানে সম্মত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, এই পদক্ষেপটি প্রমাণ করে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সমর্থন করার বিষয়ে এই দেশগুলোর মধ্যে যে বিরোধ ছিল তা আরও বেড়েছে এবং রাশিয়ার সামনে মহাদেশটি তার কর্তৃত্ব বজায় রাখার জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও লিখেছে, ইউরোপীয় দেশগুলোর নেতারা বলেছেন, একটি সার্বভৌম দেশের সম্পদ ব্যবহার বিপজ্জনক অনুশীলন এবং এর ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাছাড়া এই পদক্ষেপের ফলে ইউরোপীয় ইউনিয়ন যে জটিল পরিকল্পনা তৈরি করেছিল তার সাফল্যেরও কোনও গ্যারান্টি নেই। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা, যারা সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাতে দ্বিধাগ্রস্ত, তারা রাশিয়ার গভীরে দীর্ঘমেয়াদী হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে। এইসব দেশ মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু রাশিয়ার সাথে সংঘর্ষ কিংবা চীনের সাথে অর্থনৈতিক যুদ্ধকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে-সেই পর্যায়ে নয়।

ওই নিবন্ধে আরও বলা হয়েছে: বেলজিয়ামের আর্থিক প্রতিষ্ঠান ইউরোক্লিয়ার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের (যুদ্ধের শুরুতে) ৩০০ বিলিয়ন ডলারের সম্পদের প্রায় দুই-তৃতীয়াংশ ধারন করছে। তবে, আইনি চ্যালেঞ্জ সফল হলে সম্ভাব্য অর্থনৈতিক সংকটের আশঙ্কায় ব্রাসেলস ইইউ পরিকল্পনার বিরোধিতা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইইউ পরিকল্পনা ব্যর্থ হয়েছে কারণ 'অন্যদের অর্থ লুণ্ঠনের সাথে জড়িত সিদ্ধান্ত নেওয়া কঠিন।'

আন্তোনিও কস্তা (ডানে) এবং ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া সম্পদ ব্যবহারের পরিবর্তে ইউরোপীয় করদাতাদের অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা

আমেরিকার এই মিডিয়াটি আরও জানিয়েছে: ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জসহ ইইউ কর্মকর্তারা ইউক্রেনকে ঋণের জন্য জামানত হিসেবে রাশিয়ার ৯০ বিলিয়ন ইউরো জব্দ করার পরিকল্পনা করেছিলেন, যা কিয়েভকে সাহায্য করত, রাশিয়াকে শাস্তি দিত এবং ইইউর উপর আর্থিক বোঝাও কমাত। কিন্তু এখন, ইউরোপীয় করদাতাদেরকে ইউক্রেনের যুদ্ধের খরচ বহন করতে হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল, বিশ্লেষকদের মতামত 'এই পদক্ষেপ চলমান যুদ্ধের প্রেক্ষাপটে খুবই খারাপ একটি চিত্র তুলে ধরেছে' উদ্ধৃত করে লিখেছেন: ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনের ফলাফল প্রমাণ করে খরচ ভাগাভাগি করার জন্য এই দেশগুলোর কাছ থেকে রাজনৈতিক সমর্থন লাভ করা কতোটা কঠিন।

পত্রিকাটি ভবিষ্যদ্বাণী করেছে যে, ইউক্রেনকে সাহায্যের পরিমাণ এবং পদ্ধতি নিয়ে বর্তমান সমস্যা ভবিষ্যতে আরও তীব্র হবে, বিশেষ করে হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র এবং বেলজিয়ামের মতো দেশগুলোর বিরোধিতার কারণে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন