এপ্রিল ০৮, ২০২৩ ১৫:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৮ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি, রেলওয়ে বলছে লগইনে সমস্যা-প্রথম আলো
  • নরসিংদীতে ১৬ লাখ টাকা ছিনতাই ছাত্রলীগ নেতাসহ চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ -মানবজমিন
  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘ভণ্ডদের আখড়া’: জয়-ইত্তেফাক
  • মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত’-কালের কণ্ঠ
  • বঙ্গবাজারে অগ্নিকাণ্ড দুই যুবকের সংশ্লিষ্টতা খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী-যুগান্তর
  • বিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে: ফখরুল-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • দ্বিতীয় শ্রেণি পর্যন্ত উঠিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা? সুপারিশ কেন্দ্রের পাঠক্রম কমিটির -আনন্দবাজার পত্রিকা
  • কুড়মি আন্দোলন: শনিবারও বাতিল দূরপাল্লার ৭২টি ট্রেন, মালগাড়ি আটকে ক্ষতি ১৪০০ কোটির -সংবাদ প্রতিদিন
  • সার্বিক বিরোধী ঐক্য গড়তে তৎপর কংগ্রেস-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘ভণ্ডদের আখড়া’: জয়-ইত্তেফাক, যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ‘ভণ্ডদের আখড়া’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।বিবিসির প্রতিবেদনটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আইনসভার সদস্যরা ভোট দিয়ে দুই সংখ্যালঘু আইনপ্রণেতাকে বহিষ্কার করেছে, যদিও একজন শ্বেতাঙ্গকে রেখে দিয়েছে। এই হল মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক দল ভণ্ডদের আখড়া ছাড়া আর কিছুই নয়।’যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ মানবাধিকার প্রতিবেদনেও বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল।দুই বছর আগে র‌্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক ভিডিও প্রতিবেদন নিয়েও প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি, রেলওয়ে বলছে লগইনে সমস্যা-শিরোনামে প্রথম আলোর খবরে লেখা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার দ্বিতীয় দিনেই আজ শনিবার সকাল ৮টায় অনলাইনে রেলের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলে সার্ভার জটিলতায় পড়েন যাত্রীরা। টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন টিকিটপ্রত্যাশীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সার্ভারে লগইনে কিছু সমস্যা হয়েছে। একসঙ্গে অনেকে লগইন করায় কিছু সমস্যা হয়েছে।টিকিট কাটার সমস্যার ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী প্রথম আলোকে বলেন, সিস্টেমে কোনো সমস্যা নেই। বেশি গ্রাহক একসঙ্গে ঢোকায় সমস্যা হতে পারে। টিকিট বিক্রি বন্ধ নেই।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড দুই যুবকের সংশ্লিষ্টতা খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী (-পর্যবেক্ষণে একটি সিসিটিভি ফুটেজ * শুরু থেকে ব্যবসায়ীদের অভিযোগ-‘পরিকল্পিত ঘটনা)’যুগান্তর

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই যুবকের সংশ্লিষ্টতা খুঁজছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ আগুনের পেছনে কারও না কারও হাত রয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শুরু থেকেই অভিযোগ করছিলেন। তারা অভিযোগ করেন, এটি ‘পরিকল্পিত ঘটনা।’ তাদের উচ্ছেদ করতে কেউ পেছন থেকে আগুন লাগিয়ে থাকতে পারে। তাদের সেই অভিযোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে একটি সিসিটিভি ফুটেজ। এতে দেখা যায়, দুই যুবক মার্কেট থেকে মোটরসাইকেলে দ্রুত ‘পালিয়ে’ যাচ্ছে। ইউটিউবসহ বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে ওই ফুটেজ জুড়ে দিয়ে বলা হচ্ছে, ‘অগ্নিসংযোগ করে দ্রুততার সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করছে।’

এদিকে ওই দুই যুবকের সন্ধানে ও তাদের আটক করতে মাঠে নেমেছে তদন্তকারী সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। তারা অগ্নিকাণ্ডের আসল রহস্য বের করতে চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ে অনেক ‘প্লাস-মাইনাসের’ হিসাব রয়েছে। তাই এ নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা যাবে না।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বঙ্গবাজার ব্যবসায়ীদের সহায়তায় খোলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তদন্তে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটিত হবে।

এ সম্পর্কিত অন্য এক খবরে লেখা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। বিএনপির মহাসচিব বলেছেন, তদন্ত হলে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সরকারের কারা কারা যুক্ত তা বেরিয়ে আসতে পারে। এ ধরনের বক্তব্য বিএনপির মহাসচিবের কাছে আশা করা যায় না।

মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত’-কালের কণ্ঠের এ শিরোনামের খবের লেখা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত আক্রমণ।ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে বিক্ষিপ্ত কিছু জনতা ভাঙচুর করেছে। এ সময় অফিস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। গ্রেপ্তারকৃতদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি।পুলিশ কমিশনার বলেন, ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব। এখানে অন্য কোনো পরিকল্পনা, ভিন্ন কোনো দৃষ্টিকোণ ও ভিন্ন কোনো গোষ্ঠীর থেকে এই ঘটনা ঘটিয়েছে কি না- রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য পেলে জানাব

বাংলাদেশ প্রতিদিনের রাজনীতির খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে। সংঘাত এড়িয়ে সংলাপ চাইলে পদত্যাগের ঘোষণা দিতে হবে সরকারকে। শনিবার জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।মির্জা ফখরুল বলেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। ক্ষমতা টিকে রাখতে প্রশাসনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করছে। তিনি বলেন, আন্দোলন সফল করার লক্ষে আজ জাতীয় সমমনা জোটের সাথে এই বৈঠক। এসময় যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মমতার পথে বিরোধী ঐক্যের বার্তা খাড়গের, ফোন স্ট্যালিন, উদ্ধব, নীতীশকে-গণশক্তি/ সংবাদ প্রতিদিন

যে পথটা দেখিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), জোটবদ্ধ হওয়ার সেই পথে ইতিমধ্যেই হাঁটা শুরু করেছে দেশের বিভিন্ন বিরোধী দল। যার স্পষ্ট প্রতিফলন দেখা গিয়েছে সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে। সংসদের বাইরেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই দিল্লিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin) উদ্যোগে এক সঙ্গে বসেছিল বিজেপি বিরোধী দলগুলি। এবার একে একে বিভিন্ন সমমনস্ক দলের নেতাদের ফোন করতে শুরু করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।শীঘ্রই সব সমমনস্ক দল একত্রিত হয়ে একটি বৈঠক করার বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

কুড়মি আন্দোলন: শনিবারও বাতিল দূরপাল্লার ৭২টি ট্রেন, মালগাড়ি আটকে ক্ষতি ১৪০০ কোটির-সংবাদ প্রতিদিন

চতুর্থ দিনে পড়ল কুড়মি আন্দোলন (Kurmi Protest)। ট্রেন লাইনে শুয়ে-বসে চলছে আন্দোলন। শনিবারও বাতিল ৭২টি দূরপাল্লার ট্রেন (Trains)। দক্ষিণ ভারত ও মুম্বইগামী অধিকাংশ ট্রেনই বাতিল রয়েছে। যার জেরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। শুধু যাত্রীরা নয়, ব্য়াপক ক্ষতির মুখে পড়েছে রেলও। ইতিমধ্যে প্রায় ১৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে খবর।সারনা ধর্ম ও আদিবাসী উপজাতিভুক্ত হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সম্প্রদায়। পুরুলিয়া-খড়গপুরের একাধিক স্টেশনে রাতভর অবস্থান করছে তাঁরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮