জুন ০২, ২০২৩ ১৭:০৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২ জুন (শুক্রবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে প্রতিক্রিয়া এবং ভারতের বাংলা দৈনিকগুলোতে কুস্তিগিরদের আন্দোলনের প্রতি বিভিন্ন মহলের সমর্থনের খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • পুরো বাজেটই গরিবের জন্য উপহার, ‘সবার’ ট্যাক্স দেয়ার সময় এসেছে: অর্থমন্ত্রী- বণিকবার্তা
  • ন্যূনতম কর যৌক্তিকও নয়, নৈতিকও নয়: সিপিডি- প্রথম আলো
  • ‘স্মার্ট বাংলাদেশ' গড়তে বিশেষ বরাদ্দ ১০০ কোটি!- কালেরকণ্ঠ
  • বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আ. লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী-যুগান্তর
  • 'বাজেটের অজুহাতে আবারও দাম বাড়াবে বিক্রেতারা'-ইত্তেফাক
  • জনগণের রক্ত শুষে নিচ্ছে সরকার : রিজভী- নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • ব্রিজভূষণের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এফআইআরে যুক্ত করলেন কুস্তিগিররা- গণশক্তি
  • ৮৩-র বিশ্বকাপজয়ী কপিল, গাওস্কররা পাশে দাঁড়ালেন কুস্তিগিরদের, অনুরোধ, ‘গঙ্গায় পদক ভাসাবেন না’: আনন্দবাজার
  • কুস্তিগিরদের সমর্থনে আহ্বান মমতার: দেশের খেলোয়াড়রা গর্জে উঠুন- পূবের কলম
  • বিজেপিকে হারাবে ঐক্যবদ্ধ বিরোধী জোট, আশাবাদী রাহুল: আজকাল সবার

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত 

পুরো বাজেটই গরিবের জন্য উপহার, সবার ট্যাক্স দেয়ার সময় এসেছে: অর্থমন্ত্রী- বণিকবার্তা

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুরোটাই গরিব মানুষের জন্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আপনারাই আগে বলতেন এ দেশে মিডিল ইনকাম জনসংখ্যার হার বেশি, কিন্তু তারা ট্যাক্স দেয় না। এরা সবাই যদি ট্যাক্স দিতে তাহলে অন্যদের কম ট্যাক্স দিতে হতো। আমি মনে করি, এখন সময় এসেছে সবাইকে ট্যাক্স পেমেন্ট করতে হবে।

আজ শুক্রবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয় আয়োজিত 'বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে' তিনি এ মন্তব্য করেন।

ন্যূনতম কর যৌক্তিকও নয়, নৈতিকও নয়: সিপিডি- প্রথম আলো

সরকারি সেবা নিতে গেলে ন্যূনতম দুই হাজার টাকা করের বিধানটি বাদ দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, একদিকে মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে, অন্যদিকে ন্যূনতম কর দুই হাজার টাকা করা হয়েছে। যাঁদের করযোগ্য আয় নেই, তাঁরাও এই করের আওতায় পড়বেন। এ কারণে উদ্যোগটি নৈতিকতার দিক থেকে ঠিক নয়, আবার যৌক্তিকও নয়।

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বিশ্লেষণ করতে গিয়ে এ সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি। পাশাপাশি সিপিডি বলেছে, বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি ও মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও বাস্তবতা হচ্ছে উচ্চমূল্যস্ফীতির চাপ। এ চাপ মোকাবিলায় বাজেটে কার্যকর তেমন কোনো পদক্ষেপই নেই। উল্টো অর্থমন্ত্রী বলেছেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখা হবে।

স্মার্ট বাংলাদেশ' গড়তে বিশেষ বরাদ্দ ১০০ কোটি!- কালেরকণ্ঠ

স্মার্ট বাংলাদেশ গঠনের চালিকাশক্তি হিসেবে তরুণ-তরুণী ও যুবসমাজকে প্রস্তুত করে তোলার উদ্দেশ্যে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজে আগামী বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়ছে।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে তার বাজেট বক্তৃতায় বলেন, ‘স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার।’

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশে ৩ শতাংশের কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে আর চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায়।’

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে আরো বলেন, ‘মূল্যস্ফীতি ৪-৫ শতাংশের মধ্যে সীমিত থাকবে এবং বাজেট ঘাটতি থাকবে জিডিপির ৫ শতাংশের নিচে।

বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আ. লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী-যুগান্তর

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ভিক্ষা করা টাকা দিয়ে বাজেট দিত; আজকে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করেছে।

শুক্রবার বেলা ১১টায় আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।

আনিসুল হক বলেন, আমি বাজেট সম্পর্কে আপনাদের একটা ইতিহাস বলি, তা হলো— ২০০৬ সালে বিএনপি সাহেবদের সময়ে বাজেট দিয়েছিলেন ৬৩ হাজার কোটি টাকার প্লাস সামথিং অর্থাৎ ৬৩ হাজার কোটি টাকার একটু বেশি। আর গতকালকে (আওয়ামী সরকার) যে বাজেট ঘোষণা করেছে, তা হচ্ছে— ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

'বাজেটের অজুহাতে আবারও দাম বাড়াবে বিক্রেতারা'-ইত্তেফাক

নতুন বাজেট উত্তাপ ছড়াচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে মাছ-মাংস, ডিম, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম। ফলে বেশ বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

শুক্রবার (২ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে ৩০ টাকায় বিক্রি হওয়া শসার দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ২০ টাকার আলুর কেজি এখন ৪৫ টাকা। পেঁয়াজের কেজি পৌঁছেছে ৯০ টাকায়। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকায়।

জনগণের রক্ত শুষে নিচ্ছে সরকার : রিজভী- নয়াদিগন্ত

বর্তমান সরকার জনগণের রক্ত শুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ।

দোয়া মাহফিলের আগে রুহুল কবির রিজভী বলেন, আজ প্রধানমন্ত্রী বলেন, কিসের গণতন্ত্র? আগে উন্নয়ন। আসলে যারা জনগণকে ভয় পায়, তারাই এ ধরনের কথা বলে। অন্যদিকে জিয়াউর রহমান উন্নয়নের দিকে গেছেন। একইসাথে তিনি বহুদলীয় গণতন্ত্রের দিকেও গেছেন। এটাই হলো জিয়াউর রহমান।

নির্বাচনকে প্রভাবিত ও প্রশ্নবিদ্ধ করতে ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র: ঢাবির ভিসি- আমাদের সময়

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত ও প্রশ্নবিদ্ধ করতেই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে আয়োজিত ‘মার্কিন নতুন ভিসানীতি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

ঢাবির ভিসি ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই ঘোষণা করেছেন যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের এই ভিসানীতির লক্ষ্য ও উদ্দেশ্য কী তাহলে ওয়াশিংটনের ‘‘চীন-ঠেকাও’’ নীতির অংশ?’

ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এ ধরনের ভিসা নীতি প্রয়োগ করে বাংলাদেশের ওপর তারা খবরদারি করতে চাইছে? জাতিসংঘ কি এমন অনধিকার চর্চার এই দায়িত্ব দেশটিকে দিয়েছে? তারা বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন ভিসানীতি দিয়েছে।’

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ব্রিজভূষণের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এফআইআরে যুক্ত করলেন কুস্তিগিররা- গণশক্তি

বিজেপি সাংসদ এবং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে ১০টি নিগ্রহের ঘটনার কথা তুলে ধরলেন সাক্ষী মালিকরা। সূত্রের খবর ব্রিজভূষণের বিরুদ্ধে যেই দুটি এফআইআর দায়ের করা হয়েছে তাতে ১০টি ঘটনার কথা উল্লেখ করেছেন কুস্তিগরিরা।

কুস্তিগিরদের পক্ষ থেকে এফআইআরে বলা হয়েছে যে বিজেপি সাংসদ একাধিক সময় মহিলা কুস্তিগিরদের বিভিন্ন আপত্তিকর প্রশ্ন করতেন। প্রথম এফআইআর ছয় জন কুস্তিগির মিলিত ভাবে করেছেন। সেখানে একজন উল্লেখ করেছেন যে, ব্রিজভূষণ তাঁর শ্বাস প্রশ্বাস দেখার নাম করে একাধিকবার তাঁর পেটে হাত দিয়েছেন। কোচের অনুপস্থিতির সুযোগ নিয়ে ব্রিজভূষণ এই সব করেছে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।

৮৩-র বিশ্বকাপজয়ী কপিল, গাওস্কররা পাশে দাঁড়ালেন কুস্তিগিরদের, অনুরোধ, গঙ্গায় পদক ভাসাবেন না: আনন্দবাজার

কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন কপিল দেব, সুনীল গাওস্কররা। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যেরা আন্দোলনকারী কুস্তিগিরদের অনুরোধ করলেন তাঁদের পদক গঙ্গায় না ভাসিয়ে দেওয়ার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিন্নীও একই অনুরোধ করেছেন। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌননিগ্রহের অভিযোগ করেছেন কুস্তিগিরেরা।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া বার্তায় ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ীরা বলেন, “আমাদের দেশের কুস্তিগিরদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখে আমরা মর্মাহত। বহু কষ্টে অর্জিত পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার যে ভাবনা কুস্তিগিরদের মধ্যে এসেছে সেটা দেখে আমরা চিন্তিত। বহু দিনের পরিশ্রমের পর পদক জিতেছে তারা। অনেক ত্যাগ করতে হয়েছে এই পদক পেতে। আমরা অনুরোধ করব এমন কোনও বড় পদক্ষেপ যেন তারা না করে। আশা করব খুব তাড়াতাড়ি বিচার পাবে কুস্তিগিরেরা। দেশের আইনের উপর ভরসা রাখুক তারা।

কুস্তিগিরদের সমর্থনে আহ্বান মমতার: দেশের খেলোয়াড়রা গর্জে উঠুন- পূবের কলম

দিল্লিতে দেশের পদকজয়ী কুস্তিগিরদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পথে নেমে এদিন আবারও প্রতিবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের পাশে দাঁড়িয়ে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে ফের গর্জে উঠলেন তিনি। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে হুংকারের সুরে মমতা জানিয়ে দিলেন, জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং যতদিন না পর্যন্ত গ্রেফতার হবেন, ততদিন চলবে এই প্রতিবাদ আন্দোলন।

গোষ্ঠপালের মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশে বাংলার ক্রীড়াব্যক্তিত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, *আমরা সবাই দেখছি, দিল্লিতে নন্দলাল র সরকার চলছে। তা সত্ত্বেও আমরা কুস্তিগিরদের আন্দোলনে তাদের পাশে ন থাকব। ওদের জন্য আন্দোলন জারি থাকবে। ওরা দেশের জন্য বিশ্বমঞ্চে লড়াই করে পদক জিতেছেন। সেই সব কুস্তিগিরদের ওপর পুলিশি নির্মম অত্যাচার, জুলুম মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা হয়, ততদিন আমাদের এই লড়াই চলবে।' একই সঙ্গে এই লড়াই থেকে কুস্তিগিররা যেন পিছিয়ে না আসে, তার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এটা সত্যের জন্য লড়াই। এই লড়াই থেকে আপনারা কেউ পিছিয়ে আসবেন না। এখন দেখার, ওরা কী সিদ্ধান্ত নেয়, তার উপরেই আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

বিজেপিকে হারাবে ঐক্যবদ্ধ বিরোধী জোট, আশাবাদী রাহুল: আজকাল

দশ দিনের আমেরিকা সফরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মার্কিন সফরে এসেই আত্মবিশ্বাসী রাহুল বলেছেন, ২০২৪ লোকসভা ভোটে ঐক্যবদ্ধ বিরোধী জোট বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসবে। ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে রাহুল বলেছেন, ‘‌কংগ্রেস আগামী লোকসভা ভোটে ভাল ফল করবে বলেই আমার বিশ্বাস। এমন ফলাফল যা মানুষকে চমকে দেবে। ঐক্যবদ্ধ বিরোধী জোট বিজেপিকে পরাস্ত করবে।’‌ লোকসভা ভোটের আর এক বছরও বাকি নেই। কংগ্রেস নিয়মিত বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করছে বলে জানিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘‌বিরোধীরা ঐক্যবদ্ধ রয়েছে। সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে আমরা বৈঠক করছি। যার সুদূরপ্রসারী ফল আশাব্যঞ্জক হতে পারে। কাজটা জটিল। তবে অসম্ভব নয়। তবে আমি আশাবাদী বৃহৎ ঐক্যবদ্ধ বিরোধী জোট গড়ে তোলা সম্ভব হবে।’‌

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

 

 

 

ট্যাগ