জুন ২৪, ২০২৩ ১৮:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২৪ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ডিজিটাল নিরাপত্তা আইনে ২২৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার৫৬- প্রথম আলো 
  • নিত্যপণ্যের চড়া দামে কষ্টে অনেক মানুষ-ইত্তেফাক
  • ঘুষ লেনদেনের সময় দুদক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪-মানবজমিন
  • রাজধানীতে ক্রেনের তার ছিঁড়ে ৩ শ্রমিক নিহত, ভাঙ্গায় অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭
  • প্রকাশ্যে ভোট ডাকাতিতে বিএনপি রেকর্ড সৃষ্টি করেছে: কাদের-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • কলপ্তে ৩৩৭ কোম্পানি, বাহিনী সঙ্কটে ভোটে জট-গণশক্তি
  • চব্বিশে একসঙ্গে লড়বে ১৭ বিরোধী দল, সিদ্ধান্ত বৈঠকে, কটাক্ষ শাহের-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির খবর প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় দেখা যায় আজকের ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, নিত্যপণ্যের চড়া দামে কষ্টে অনেক মানুষ-বিস্তারিত খবরে লেখা হয়েছে, চিনির দাম বাড়বে। ঈদের আগেই মশলার দামে আগুন, পেয়াজের দাম ৭০/৮০ টাকা, মাছের পাশাপাশি মুরগি, গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। সব মিলিয়ে নাভিশ্বাস উঠেছে স্বল্প আয়ের মানুষের। কাটছাঁট করেও তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ভোক্তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে দাম বাড়ে, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারে সেভাবে দাম কমে না। এছাড়া দেশে উৎপাদিত অনেক পণ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেড়েছে।

 প্রথম আলোর খবরে লেখা হয়েছে, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গত প্রায় সাড়ে তিন বছরে ১১৫টি মামলায় ২২৯ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে  ৫৬ জন সাংবাদিককে। মামলা দায়েরের পরপরই কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাৎক্ষণিকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

২০২০ সালের জানুয়ারি থেকে চলতি ২০২৩ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এমন চিত্র তুলে ধরেছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংগঠন আর্টিকেল-১৯। এই সংগঠনটি মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করে।

মানবাধিকারকর্মীরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগই এখন অপপ্রয়োগ। এই আইনে করা মামলার আসামিদের মধ্যে বড় অংশই সাংবাদিক। আর বেশির ভাগ মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মী বা সমর্থক।

বিতর্কিত এই আইনে করা ১ হাজার ২৯৫টি মামলার তথ্য বিশ্লেষণ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজও (সিজিএস)। ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের ১১ এপ্রিল পর্যন্ত ওই সব মামলা করা হয়। সিজিএসের বিশ্লেষণে উঠে এসেছে, এসব মামলার মধ্যে ২৭ দশমিক ৪১ শতাংশ মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। 

হেফাজতে আলালের মৃত্যু নিয়ে এত লুকোচুরি কেন-প্রথম আলো

রাজধানীর তুরাগ থানা এলাকার বাসিন্দা আলাল উদ্দিন ১৬ জুন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান। র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর মাস তিনেকের মাথায় এবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে মৃত্যু হলো আলাল উদ্দিনের। আলালের মৃত্যুর পর পুলিশ বলছে, তিনি একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। পায়ে আঘাত থাকায় পুলিশ তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হলে চিকিৎসক আলালকে মৃত ঘোষণা করেন। তবে এর বাইরে আরও যেসব প্রশ্ন উঠছে, সেগুলোর কোনো জবাব দিচ্ছে না পুলিশ।

বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশ সব ক্ষেত্রে রাখঢাক করে এমন নয়। জঙ্গি দমনে বড় বড় অভিযান শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে। সাম্প্রতিক বছরগুলোয় মাদক ও খোয়া যাওয়া মুঠোফোন উদ্ধার থেকে শুরু করে ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের খবর জানাতেও তারা বেশ তৎপর। পুলিশ, সিআইডি, পিবিআই, র‌্যাবসহ কেউ সেখানে পিছিয়ে নেই। কিন্তু আলাল উদ্দিনের ব্যাপারে পুলিশ মুখ খুলছে না।

পত্রিকান্তরে জানা যাচ্ছে, পরিবারের অভিযোগ, তাঁকে (আলাল) ৬ জুন ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুলিশ। এরপর পাক্কা ১০ দিন তাঁর কোনো খোঁজ ছিল না। 

এরপর পরিবারের লোকজনকে পুলিশ ফোন করে আলালের মৃত্যুর খবর দেয়। এ নিয়ে সংবাদপত্রগুলো পুলিশের উত্তরা বিভাগ, ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কেউই সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

প্রশ্ন উঠছে, ৬ থেকে ১০ জুন পর্যন্ত আলাল উদ্দিন কোথায় ছিলেন? পুলিশ কত তারিখে আলাল উদ্দিনকে আদালতে হাজির করে? আদালতের নির্দেশে কবে তাঁকে পুলিশ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে?

পরিবারের ভাষ্য যদি ঠিক বলে ধরে নিই, তাহলে তুলে নেওয়ার ২৪ ঘণ্টা পর তাঁকে আদালতে হাজির করা হয়নি। আলালের পরিবার বলছে, তিনি পায়ে হেঁটে বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন কর্মী প্রথম আলোকে বলেছেন, তাঁর পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। পঙ্গু হাসপাতালের একটি স্লিপ নিয়ে পুলিশ আলালকে ১৬ জুন সন্ধ্যা সাতটার দিকে নিয়ে আসে। আলালের মৃত্যুসনদ অনুযায়ী, তিনি সন্ধ্যা সাতটায় হাসপাতালে আসেন। ৭টা ৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর পাঁচ মিনিট পর চিকিৎসক তাঁর মৃত্যুসনদ লেখেন।

তাহলে আলালকে কি মৃত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছিল? পঙ্গু হাসপাতাল তাঁকে পাশের হাসপাতালে পাঠাতে এত দেরি করল কেন? ১৯ জুন পঙ্গু হাসপাতালে গিয়ে আলাল উদ্দিনের ভর্তি সম্পর্কিত তথ্যের খোঁজ নেওয়ার চেষ্টা করি।

ঢাকায় পুলিশি হেফাজতে ২০১৪ সালে ‘জনি’ হত্যার ৬ বছর পর ঢাকার নিম্ন আদালতে রায় পেয়েছেন তাঁর ভাই রকি। উচ্চ আদালতে সে মামলা এখনো চলছে। সিলেটে রায়হান আহমেদ নামের এক যুবকের হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ওই ঘটনায় বিচার এখন চলছে। তবে আলালের মতো প্রান্তিক মানুষ, এই শহরে যাঁর পরিচয় একজন ‘দারোয়ান’, তাঁর পরিবার বিচার পাবে কি না, কে জানে।

হেফাজতে মৃত্যু ও নির্যাতন ঠেকাতে ২০১৩ সালে নতুন আইনও হয়েছে, তাতেও খুব একটা লাভ হচ্ছে না। গত ১০ বছরে পুলিশ হেফাজতে নির্যাতনের অজস্র অভিযোগ এলেও গোটা বিশেক মামলা হয়েছে। যাঁরা মামলা করেছেন, তাঁদেরও ঝক্কির শেষ নেই।

ঢাকায় পুলিশি হেফাজতে ২০১৪ সালে ‘জনি’ হত্যার ৬ বছর পর ঢাকার নিম্ন আদালতে রায় পেয়েছেন তাঁর ভাই রকি। উচ্চ আদালতে সে মামলা এখনো চলছে। সিলেটে রায়হান আহমেদ নামের এক যুবকের হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ওই ঘটনায় বিচার এখন চলছে। তবে আলালের মতো প্রান্তিক মানুষ, এই শহরে যাঁর পরিচয় একজন ‘দারোয়ান’, তাঁর পরিবার বিচার পাবে কি না, কে জানে।

● শেখ সাবিহা আলম প্রথম আলোর সহকারী সম্পাদক

প্রকাশ্যে ভোট ডাকাতিতে বিএনপি রেকর্ড সৃষ্টি করেছে: কাদের-যুগান্তর

বিএনপিই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। প্রকাশ্যে ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র এবং ভোটাধিকার হরণে বিএনপি রেকর্ড সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। যারা দেশকে ভঙ্গুর এবং পরনির্ভরশীল করে রেখে গিয়েছিল, তারা আজ দেশের অর্থনৈতিক অর্জন নিয়ে সমালোচনা করে।

বিএনপি প্রতিনিয়ত ‘মিথ্যাচারের ফানুস উড়াচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, এ দেশের অর্থনীতিকে আজ শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ আজ বিশ্বে অর্থনৈতিকভাবে এক উদীয়মান শক্তি। দেশের এই অর্জন-সমৃদ্ধি তারা কখনো মেনে নিতে পারে না। বিএনপির রাজনীতি হচ্ছে পরশ্রীকাতরতা ও দ্বিচারিতায় পূর্ণ।

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশকে আন্তর্জাতিক খেলাধুলার মাঠ বানিয়েছে সরকার। আগে কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে টুঁ শব্দ করতে পারত না। কিন্তু আজকে বাংলাদেশের যে মর্যাদা সেটি ভ‚লুণ্ঠিত হচ্ছে। রিজভী বলেন, আজকে শেখ হাসিনা সেন্টমার্টিন দ্বীপ দেননি বলে ক্ষমতায় থাকতে পারবেন না-এই আশঙ্কা প্রকাশ করেছেন। এজন্য তো তিনিই দায়ী। তিনি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছেন। জনগণ তো এখন ভোট দিতে যায় না। আর নির্বাচন কমিশন বলে যে ভোট সুষ্ঠু হয়েছে। আসলে জনগণ এটা বিশ্বাস করে না,কারণ তারা (নির্বাচন কমিশন) বলে চাকরি রক্ষার জন্য। এখন সরকারকে জোরে ধাক্কা দিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

ঘুষ লেনদেনের সময় দুদক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪-মানবজমিন অনলাইনের খবর

রাজধানীতে ঘুষ লেনদেনের সময় দুদকের এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত দুদক কর্মকর্তার নাম গৌতম ভট্টাচার্য্য (৪২)। তিনি দুদকের এক মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ)। শুক্রবার ফাঁদ পেতে মতিঝিলের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

সিটি করপোরেশন নির্বাচন-মানবজমিন

আওয়ামী লীগ পেলো মেয়র, দেশ পেলো কী!!! সাংবাদিক, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার শুভ কিবরিয়া তার মতামত কলামের শিরোনাম করেছেন এমনটি। মানবজমিনের  মতামত কলামে লেখা হয়েছে, চার সিটি নির্বাচন সেই ‘গ্রহণযোগ্যতার’ মানদণ্ড নির্ণায়ক নির্বাচন হয়েছে বলে মনে হয় না। চার সিটি নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, বা আওয়ামী ঘরানার প্রার্থীরাই জিতেছে। প্রায় ফাঁকা মাঠে গোল দিয়ে আওয়ামী লীগ হয়তো নিজ দলের লোকেদের হাতে মেয়রের গাড়ির চাবি তুলে দিতে পারলো, কিন্তু তাতে দেশ কি পেলো? এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে, ভালো নির্বাচন হবে দেশ ও বিদেশের কাছে সেই গ্যারান্টি কি মিললো?

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

চব্বিশে একসঙ্গে লড়বে ১৭ বিরোধী দল, সিদ্ধান্ত বৈঠকে, কটাক্ষ শাহের-সংবাদ প্রতিদিন

পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় নীতীশ কুমারের ডাকা বৈঠকে একজোট ১৭ বিরোধী দল। নিজেদের মধ্যে মতবিরোধ এড়িয়ে আপাতত বিজেপি বিরোধিতায় এককাট্টা হতে চায় কংগ্রেস, জেডি(ইউ), আরজেডি, তৃণমূল, এনসিপি, পিডিপি, সব দলই। পাটনায় বিরোধীদের প্রথম বৈঠকেই স্থির হয়ে গেল পরবর্তী বৈঠকের দিনক্ষণও। ১০ কিংবা ১২ জুলাই সিমলায় হবে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক।

একের বিরুদ্ধে এক ফর্মুলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই চব্বিশের ভোট স্ট্র্যাটেজি ঠিক করছে ১৭ বিরোধী দল। জাতীয় রাজনীতির অন্যতম বর্ষীয়ান রাজনীতিক, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে শুক্রবার। বিরোধীদের ফটোসেশন’, জোটকে কটাক্ষ শাহের।

আনন্দবাজার পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে, সাগরদিঘির তিক্ততা পটনা বৈঠকের টেবিলে কিছুটা লঘু হল— এমনটাই মনে করছে রাজনৈতিক শিবির। কংগ্রেসের প্রতি তৃণমূলের যে ‘অ্যালার্জি’ দেখতে জাতীয় রাজনৈতিক শিবির অভ্যস্ত, সেটিও আপাতত কমল বলে ঘরোয়া ভাবে দাবি বঙ্গের শাসক দলের নেতৃত্বের।

সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে আজকের বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তালসঙ্গত ছিল মধুর স্বরে বাঁধা। শুধু তাই-ই নয়, তাঁরা একে অন্যের ভূমিকার প্রশংসাও করেছেন বলে খবর। সব মিলিয়ে রাজনৈতিক সূত্রের বক্তব্য, এর অর্থ এমন নয়, যে শনিবার থেকেই পঞ্চায়েত ভোটমুখী বাংলায় ‘হাত’ ও ‘জোড়া ফুল’-এর সংঘাত, চাপান-উতোর বন্ধ হয়ে যাবে। তা না হলেও, জাতীয় স্তরে বিজেপি-বিরোধিতার প্রশ্নে রাহুল-মমতার বোঝাপড়া ভাল হওয়াকে ২০২৪-এর আগে বিরোধী জোটের পক্ষে মঙ্গলের চিহ্ন বলেই মনে করা হচ্ছে।

কলপ্তে ৩৩৭ কোম্পানি, বাহিনী সঙ্কটে ভোটে জট-গণশক্তি

বাহিনী সঙ্কটে নয়া জট তৈরির আশঙ্কায় এক দফায় পঞ্চায়েত ভোটে। 

২০১৩ সালের পঞ্চায়েত ভোটকেই শেষ পর্যন্ত মান্যতা দিয়ে কেন্দ্রীয় বাহিনী আনার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চ। সেই রায়কে মানতে বাধ্য হয়ে হয়ে গত বৃহস্পতিবার ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিও পাঠায় রাজ্য নির্বাচন কমিশন।

কিন্তু একলপ্তে এই বিপুল বাহিনী রাজ্যের পঞ্চায়েত ভোটে পাঠাতে কেন্দ্র অসমর্থ হওয়ার পরই এক দফার পঞ্চায়েত ভোট নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ