আগস্ট ২২, ২০২৩ ১৭:৫৭ Asia/Dhaka

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবারের আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মুমেনীন হযরত আলী (আ.) বলেছেন, 'ভালো কাজে উদ্বুদ্ধ করা সৃষ্টির সব আমলের মধ্যে শ্রেষ্ঠ।'

নাসির মাহমুদ: আমরা নিজেরা ভালো কাজ করার চেষ্টা করব এবং অন্যদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করব- এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। রেডিও তেহরানের নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'অমর মনীষী আল ফারাবী' সম্পর্কে মতামত জানিয়ে কয়েকটি ইমেইল এসেছে বাংলাদেশ থেকে।

কিশোরগঞ্জের কটিয়াদী থানার চরঝাকালিয়া থেকে মিয়া মোহাম্মদ ছিদ্দিক পাঠিয়েছেন প্রথম মেইলটি।

তিনি লিখেছেন, '৫ আগস্ট থেকে শুরু হওয়া নতুন ধারাবাহিক 'অমর মনীষী আল ফারাবী' আমার খুবই ভালো লেগেছে। এরকম একটি জ্ঞানবর্ধক অনুষ্ঠান চালু করায় রেডিও তেহরানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'  

আশরাফুর রহমান: একই অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে আরও যারা লিখেছেন তারা হলেন,

  • নারায়ণগঞ্জের বন্দর থানার আলী সাহারদি থেকে এইচ এম তারেক
  • রংপুরের পূ্র্ব শালবন থেকে শবনম মোস্তারি কুইন
  • এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ

নাসির মাহমুদ: দেবাশীষ গোপ অবশ্য একই দিন প্রচারিত 'ইরান-ইরাক যুদ্ধের  ইতিহাস'অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানিয়েছেন। লিখেছেন,পবিত্র প্রতিরক্ষাযুদ্ধে বিশ্বনবীর প্রতি ইরানি যোদ্ধাদের আনুগত্য ও ভালোবাসার কথা শুনে ভালো লাগল। আল্লাহর প্রতি ঈমান ও নির্ভরতার কারণে যুদ্ধে সৈন্যসংখ্যা অস্ত্র কম থাকার পরও  ইরানি যোদ্ধারা জয়ের মুখ দেখতে পেরেছে। ইরানি যোদ্ধাদের অকল্পনীয় প্রতিরোধ  ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আশরাফুর রহমান: অমর মনীষী আল ফারাবী ও ইরান-ইরাক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল করায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

টাঙ্গাইলের আকন্দের বাইদ থেকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি পাঠিয়েছেন এবারের মেইলটি।

সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "গত ৫ আগস্ট ফেসবুক-এর মাধ্যমে রেডিও তেহরানের পুরো আয়োজন শুনলাম। ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' অনুষ্ঠানটি।"

নাসির মাহমুদ: ভাই মোবারক হোসেন ফনি, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি নিজেকে রেডিও তেহরান বাংলার একজন নবীন শ্রোতা হিসেবে পরিচয় দিয়ে কয়েকটি প্রশ্ন করেছেন। তার একটি প্রশ্ন হচ্ছে- ইরানের মানুষের প্রধান পেশা কী?

নাসির মাহমুদ: ইরানের অধিকাংশ মানুষ চাকরিজীবী। এক পরিসংখ্যান অনুযায়ী ৫০.৪ শতাংশ মানুষ সরকারি চাকরি করেন। এছাড়া ৩৩.৮ শতাংশ মানুষ শিল্পকারখানায় এবং ১৫.৮ ভাগ কৃষিকাজে নিয়োজিত।

আশরাফুর রহমান: হিরামন সেখ তার চিঠির শেষাংশে কাজী নজরুল ইসলামে ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার আবৃত্তি শুনতে চেয়েছেন।

নাসির মাহমুদ: ঠিক আছে আজকের অনুষ্ঠানের শেষের দিয়ে আমরা কবিতাটি বাজিয়ে শোনাব। তো ভাই হিরামন সেখ, নিয়মিত ইমেইল পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে আরআইআইবি ফ্যান ক্লাবের অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "গত ৪ আগস্ট, শুক্রবার সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নাইমুল ইসলাম খান। গত সপ্তাহের মতো এদিনও বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ নিয়ে আলোচনা হয়। সেন্টমার্টিন দ্বীপ- বাংলাদেশের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়,বর্তমানের বার্নিং ইস্যু। নিজের দেশের ভূখণ্ডকে রাজনৈতিক দলগুলোর এভাবে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা কাম্য ছিল না। এতে দেশের নিরাপত্তাই বিঘ্নিত হয়। বিষয়টি নিয়ে আমাদের যথেষ্ট ধারণাও আছে। কিন্তু নাইমুল ইসলাম খানের দৃষ্টিভঙ্গীর সাথে আমরা তেমন একটা সহমত হতে পারিনি। তিনি দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে তার নিজস্ব মতামতকে কৌশলে জনগণের উপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করেছেন। রেডিও তেহরান একটি নিরপেক্ষ সংবাদ প্রতিষ্ঠান। এখানে আরো নিরপেক্ষ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর অনুরোধ করছি।"  

আশরাফুর রহমান: বোন শরিফা আক্তার পান্না,আপনার মতামতটি তুলে ধরা হলো। আশা করি আলাপন অনুষ্ঠানের প্রযোজক বিষয়টি ভেবে দেখবেন।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। আর পাঠিয়েছেন এস এম নাজিম উদ্দিন। 

তিনি লিখেছেন, গত ৮ জুলাই ইমাম মুসা কাযিম (আ.)'র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি উপভোগ করলাম। গাজী আব্দুর রশিদ ও মুহাম্মদ আমির হোসেন-এর পরিবেশনায় এবং সুললিত ইসলামী মিউজিকের সুর-মূর্ছনায় একটি অনবদ্য ও জ্ঞানগর্ভ আলোচনা উপহার দেবার জন্যে রেডিও তেহরানকে জানাই আন্তরিক ধন্যবাদ।

নাসির মাহমুদ: নাজিম উদ্দিন ভাই তার চিঠির শেষাংশে একটি প্রস্তাবও দিয়েছেন। লিখেছেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর পবিত্র বংশধর তথা আহলে বাইত-এর বারো ইমাম সম্বন্ধে একটি ধারাবাহিক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করুন। এর মাধ্যমে আমরা বারো ইমাম সম্বন্ধে জানতে পারব।”

আশরাফুর রহমান: ভাই নাজিম উদ্দিন, আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকল। অনুষ্ঠান সম্পর্কে মতামত ও প্রস্তাবের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের রংপুরের এক নতুন শ্রোতাবোনের সঙ্গে। 

 নাসির মাহমুদ: আসরের এবারের মেইলটি এসেছে রংপুরের গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে। আর পাঠিয়েছেন ওই কলেজের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগের সভাপতি। 

তিনি লিখেছেন, “রেডিও তেহরানের প্রতিদিনের অনুষ্ঠান আমার নিত্যদিনের সঙ্গী। এই বেতার পথহারা মানুষদের সঠিক পথের সন্ধানদাতা। রেডিও তেহরানের প্রতিদিনের অনুষ্ঠানগুলো মানুষকে ঈমান, আমল এবং আখলাককে পরিশুদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করে।”

আশরাফুর রহমান: আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কে মোস্তাফিজ ভাই কিছু লিখেননি?

নাসির মাহমুদ: হ্যাঁ, লিখেছেন। আমি বরং তার চিঠি থেকেই হুবহু পড়ে শোনাচ্ছি।  প্রতিদিনের মতো গত ৩ আগস্ট তারিখে প্রচারিত পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলা তরজমা, বিশ্বসংবাদ এবং সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আমার অত্যন্ত ভালো লেগেছে। এজন্য রেডিও তেহরানকে এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আমার সালাম শুভেচ্ছা ও ধন্যবাদ।” 

আশরাফুর রহমান: আপনাকেও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনাদের ক্লাবের সদস্যরাও চিঠি লিখে তাদের মতামত জানাবেন।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, ভারতের ত্রিপুরার ডি-এক্সার প্রদীপ কুন্ডু গত ২৬ জুলাই বাংলাদেশ সফরে গিয়েছিলেন। কুমিল্লা সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করলে তাকে স্বাগত জানান কুমিল্লার ডি-এক্সার মাহফুজুর রহমান। ওই দিন দুপুরে তিনি ঢাকায় আসলে তাকে স্বাগত জানান চুয়াডাঙ্গার সিনিয়র শ্রোতাসংগঠক এবং প্রবাহ অনলাইন ডটকম পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। একইদিন সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি রেস্টুরেন্টে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা প্রদীপ চন্দ্র কুন্ডুকে সংবর্ধনা দেয় বলে ক্লাবের সেক্রেটারি সোহেল রানা হৃদয় ইমেইলে জানিয়েছেন।

নাসির মাহমুদ: এর একদিন পর প্রদীপ কুন্ডু কিশোরগঞ্জের হাওরে বেতার শ্রোতাদের মিলনমেলায় অংশ নেন। সেখান থেকে চলে যান কুমিল্লায়। এ বিষয়ে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু তাহের জানিয়েছেন, ৩০ জুলাই সন্ধ্যায় কুমিল্লার হোটেল নূরজাহান-এ আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের আয়োজনে ভারতীয় রেকর্ড হোল্ডার প্রখ্যাত ডিএক্সার, হ্যাম অপারেটর ও রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ চন্দ্র কুণ্ডুর সম্মানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বেতার শ্রোতা আড্ডা। উক্ত আড্ডায় চট্টগ্রাম থেকে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ, আবীর চৌধুরী, জাফর ভূঁইয়া এবং কুমিল্লার লালমাই থেকে মোখলেছুর রহমান,তন্ময় দাস এবং উষা রঞ্জন দাস। অনুষ্ঠানে প্রদীপ চন্দ্র কুণ্ডুকে বাংলাদেশ সফর এবং রেডিও তেহরান শ্রোতা আড্ডায় অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয় এবং সম্মাননা স্বরূপ আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে তাকে মূল্যবান ক্রেস্ট প্রদান করা হয়।

আশরাফুর রহমান:ভারতের শ্রোতা প্রদীপ চন্দ্র কুন্ডুর বাংলাদেশ সফরের মাধ্যমে দু’দেশের শ্রোতাদের বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।তো প্রদীপ দাকে সংবর্ধনা দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।আর শ্রোতাবন্ধুরা, আগামী সপ্তাহে আমরা সরাসরি প্রদীপ দা’র সঙ্গে কথা বলব তার বাংলাদেশ সফর সম্পর্কে। আশা করি সে আসরেও আপনারা সঙ্গ দেবেন।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে। আর পাঠিয়েছেন অজয় কুমার সরকার

তিনি লিখেছেন,১০ জুলাই তারিখে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জনে বাংলাদেশ থেকে ছয়জন এবং পশ্চিমবঙ্গ থেকে তিনজন শ্রোতার চিঠি নিয়ে আলোচনা, বাংলাদেশের একজন শ্রোতার সাক্ষাৎকার এবং বাবা'কে নিয়ে সুন্দর একটা গান পরিবেশিত হয়। সবশেষে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা অনুষ্ঠানে দুই বাংলার কয়েকটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ থেকে শিরোনাম ও বিশ্লেষণ পরিবেশিত হয়। আজ পুরো সময়জুড়ে সকল অনুষ্ঠান সুচারুভাবে শুনতে পাওয়ার জন্য আনন্দিত। সেইসাথে কর্তৃপক্ষকে ধন্যবাদ।  

নাসির মাহমুদ: নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লিখার জন্য শ্রোতাবন্ধু অজয় কুমার সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, আজকের আসরটি শেষ করব শ্রোতাবন্ধু হিরামন সেখের অনুরোধের একটি আবৃত্তি শুনিয়ে। কবি কাজী নজরুল ইসলামে কাণ্ডারী হুঁশিয়া কবিতাটি আবৃত্তি করেছেন ফয়সাল আজিজ।  

আশরাফুর রহমান: কাণ্ডারী হুঁশিয়ার কবিতাটি অংশবিশেষ শুনলেন। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন আবারো এ কামনা করে বিদায় নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর থেকে।

নাসির মাহমুদ: আবারো কথা হবে চিঠিপত্রের আগামী আসরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

 

 

ট্যাগ