পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
একনজরে ১৩ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ১৩ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে জি২০ সম্মেলনের খবরবাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।
ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:
- উত্তরাধিকার সূত্রে পেলেও ৬০ বিঘার বেশি কৃষিজমি রাখা যাবে না- প্রথম আলো
- জামালপুরের মতো ডিসি দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না’-দৈনিক কালেরকণ্ঠ
- যুক্তরাজ্য-জার্মানির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
- ভোট চাওয়া ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ- ইত্তেফাক
- প্রধানমন্ত্রী স্পষ্টভাবে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন: সিইসি- সমকাল
কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম
- অভিষেকের জিজ্ঞাসাবাদ চলছে ইডি দফতরে, তার মধ্যেই তৃণমূলের পোস্ট: আমরা ভীত নই, ওরা ভীত: দৈনিক আনন্দবাজার পত্রিকা
- বিজেপিশাসিত উত্তরাখণ্ডের সরকারি মাদ্রাসাতেও পড়ানো হবে সংস্কৃত, ঘোষণা ওয়াকফ বোর্ডের- সংবাদ প্রতিদিন
- ভয়াবহ বন্যায় লিবিয়ায় মৃত্যু বেড়ে ৫ হাজার, নিখোঁজ ১০ হাজার- সংবাদ প্রতিদিন
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
উত্তরাধিকার সূত্রে পেলেও ৬০ বিঘার বেশি কৃষিজমি রাখা যাবে না- প্রথম আলো
জাতীয় সংসদে পাস হওয়া ভূমি সংস্কার আইন অনুযায়ী কোনো ব্যক্তি ৬০ বিঘার বেশি কৃষিজমি রাখতে পারবেন না। এমনকি উত্তরাধিকার সূত্রে বেশি জমি পেলেও সেখান থেকে নিজের পছন্দমতো ৬০ বিঘা কৃষিজমি রেখে অতিরিক্ত জমি ছেড়ে দিতে হবে। অতিরিক্ত কৃষিজমি নির্ধারিত ক্ষতিপূরণ দিয়ে সরকার খাস করতে পারবে।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমিসচিব মো. খলিলুর রহমান ও যুগ্ম সচিব মো. খলিলুর রহমান। জাতীয় সংসদে উত্থাপিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই জাতীয় সংসদে পাস হওয়া ভূমি সংস্কার আইন ২০২৩ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন।
ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একসময় জমিদারদের অধীনে অধিকাংশ জমি ছিল। কিন্তু ১৯৫০ সালে নতুন নিয়ম করে বলা হয়, কারও ৩৭৫ বিঘার বেশি কৃষিজমি থাকতে পারবে না। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা কমিয়ে ১০০ বিঘা করেন। আর ১৯৮৪ সালে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ তা ৬০ বিঘা করেন। কিন্তু অধ্যাদেশের আলোকে বিধিমালা না হওয়ায় এটি এত দিনেও বাস্তবায়ন হয়নি। এখন নতুন আইন করে সরকার তা বাস্তবায়ন করতে চাচ্ছে। যার মূল কথা হলো কোনো একক ব্যক্তির ৬০ বিঘার বেশি কৃষিজমি থাকতে পারবে না।
জামালপুরের মতো ডিসি দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না’-দৈনিক কালেরকণ্ঠ
জামালপুরের মতো জেলা প্রশাসকদের (ডিসি) দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ডিসি বলেছেন- আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এই খবর সব পেপারে দেখলাম। এদের দিয়ে ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) নির্বাচন হবে না।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দেশের ২৮ বিশিষ্টজনের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, জামালপুরের মতো ডিসিদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারেন। একই ডিসিদের দিয়ে রিটার্নিং করাতে হবে বিষয়টি এমন নয়। কোনো দলের কথা শুনবেন না। অতীত ভুলগুলো শুধরাবেন।
যুক্তরাজ্য-জার্মানির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিনিয়োগকারীদের আরো বড় পরিসরে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ভৌগোলিকভাবে বাংলাদেশ ৩ বিলিয়ন মানুষের বাজারের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আমাদের নিজস্ব ১৭০ মিলিয়ন মানুষ আছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বিত্তশালী জনসংখ্যা দাঁড়াবে ৩৫ মিলিয়নে। ফলে জার্মানি ও যুক্তরাজ্যের পর বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে।’ বুধবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী 'কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম বাংলাদেশ-২০২৩' এ প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
কমনওয়েলথ স্বীকৃত ব্যবসায়িক নেটওয়ার্ক কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অসহায় মানুষদের সহায়তা প্রদানকারী পরিবার পরিচালিত ফাউন্ডেশন জেডআই ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এর লক্ষ্য হচ্ছে- উদ্ভাবন, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অংশীদারিত্ব বৃদ্ধি এবং বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের উপায় অনুসন্ধান করা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের লক্ষ্য অর্জনের জন্য উন্নয়ন অংশীদার প্রয়োজন।
ভোট চাওয়া ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ- ইত্তেফাক
আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ায় জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসকরা সাধারণত রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন এবং নির্বাচনের সময় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। এ অবস্থায় সরকার, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের উপর জনমানুষের আস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে ডিসি মো. ইমরান আহমেদকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনভাবে নির্বাচনী দায়িত্ব দেওয়া থেকে বিরত রাখা সমীচীন হবে।
প্রধানমন্ত্রী স্পষ্টভাবে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন: সিইসি- সমকাল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবে কয়েকবার সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। এর আগে কোনো সরকার কখনও এমন প্রতিশ্রুতি দেয়নি। এই প্রথমবার সরকারপ্রধান এমন প্রতিশ্রুতি দিয়েছেন। এ জন্য আমি বলব, আস্থা রাখতে চাই।’
বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বিশিষ্টজনদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা ও পর্যালোচনায় তিনি এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) আশ্বস্তবোধ করছে বলে দাবি করে সিইসি বলেন, ‘আমরা অত্যন্ত আশ্বস্ত বোধ করছি। প্রধানমন্ত্রীসহ সরকারের তরফ থেকে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার কথা বলা হয়েছে। এ প্রতিশ্রুতি সরকার দিয়েছে। এর আগে কিন্তু সরকার কখনো এমন প্রতিশ্রুতি দেয়নি। এবারই প্রথম সরকার এমন প্রতিশ্রুতি দিয়েছে। আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, সেতুমন্ত্রী; উনারাও সরকার শব্দটা ব্যবহার করেছেন। প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে কয়েকবার বলেছেন; সরকার আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করার নিশ্চয়তা দিচ্ছে। আমি বলব, আস্থা রাখতে চাই।’
তিনি বলেন, ‘আমরা একটা কঠিন অবস্থায় আছি। এটা বিলেতের (বিদেশ) নির্বাচন হচ্ছে না। অস্ট্রেলিয়ার নির্বাচন করতে যাচ্ছে না। আপনারা বলেছেন, সংকট আছে; আমরাও তা অনুধাবন করি। অনেকগুলো সংকট নিরসন করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। এ কথাটি বারবার বলেছি, আমাদের জন্য অনুকূল পরিবেশ রাজনীতিবিদরা যদি তৈরি করে না দেন, তাহলে নির্বাচন করাটা কষ্টসাধ্য হবে। আর পরিবেশ অনুকূল করে দিলে আমাদের জন্য কাজটা সহায়ক হবে।’
ভয়াবহ বন্যায় লিবিয়ায় মৃত্যু বেড়ে ৫ হাজার, নিখোঁজ ১০ হাজার- সংবাদ প্রতিদিন
লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে সুনামির মতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যার জলের তোড়ে সমুদ্রে ভেসে গেছেন হাজার হাজার মানুষ। গত সোমবার এই ঝড় আছড়ে পড়ে দেশটির পূর্বাঞ্চলে।
লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যায় ডুবে বা ভেসে গিয়ে এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫ হাজার ২০০ মানুষের। অবশ্য তাঁর এই মন্তব্যের পর আরও ১০০ লোকের প্রাণহানির খবর এসেছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষের বয়ানে জানা গেছে, পুরো দারনা শহরই ভেসে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।
এই বন্যাকে অনেকে ‘সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। সমুদ্রের জলেতে যারা ভেসে গেছেন, তাদের মরদেহ জল থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। এখনও পর্যন্ত নিখোঁজ ১০ হাজার মানুষ।
অভিষেকের জিজ্ঞাসাবাদ চলছে ইডি দফতরে, তার মধ্যেই তৃণমূলের পোস্ট: আমরা ভীত নই, ওরা ভীত: দৈনিক আনন্দবাজার পত্রিকা
ইডির তলবে সাড়া দিয়ে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি দফতরে যখন তৃণমূলের ‘সেনাপতি’র জিজ্ঞাসাবাদ চলছে, সেই সময়েই দলের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘‘আমরা ভীত নই। সত্যিটা হল, ওরা ভয় পেয়েছে।’’ ইংরেজিতে সেখানে লেখা হয়েছে, ‘উই আর নট স্কেয়ার্ড’ লিখেছে তৃণমূল। আবার ‘স্কেয়ার্ড’-এর শেষ দু’টি অক্ষর (ই এবং ডি) লেখা হয়েছে লাল রং দিয়ে। রাজনীতিকদের একাংশের মতে, তৃণমূল আসলে বোঝাতে চেয়েছে, ‘‘ইডিকে ভয় পাই না।’’
অভিষেক ইডি দফতরে যাওয়ার আগেও একটি টুইট করা হয় তৃণমূলের তরফে। সেখানে অভিষেকের বক্তব্য তুলে ধরা হয়। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘আমার সঙ্গে লড়াইয়ের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বিজেপি। সিবিআই, ইডির মাধ্যমে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে আমাকে দমানো যাবে না। জনগণের সেবা থেকে আমাকে সরানো যাবে না। জনগণের কাছে পৌঁছনো থেকে আমাকে আটকানো যাবে না।’’
আপনি কি বিরোধী জোটের নেতৃত্ব দিতে চলেছেন? দুবাই বিমানবন্দরে মমতাকে প্রশ্ন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বুধবার বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ‘সমন্বয় কমিটি’র বৈঠক বসেছে দিল্লিতে। ওই কমিটির সদস্য অভিষেক। ইডির তলবের কারণে ‘সমন্বয় কমিটি’র প্রথম বৈঠকে হাজির থাকতে পারেননি অভিষেক। যদিও অভিষেক যে দিল্লিতে যেতে পারবেন না, তার ইঙ্গিত মঙ্গলবার তৃণমূলের তরফে একটি সাংবাদিক বৈঠকে দিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।