সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৬:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • ১৮ই সেপ্টেম্বর ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি: মানবজমিন
  • রাজধানীতে দুই বড় দল, সারাদেশে বিক্ষোভ জামায়াতের: দৈনিক ইত্তেফাক
  • ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার পর বাজারে গিয়ে যা দেখা গেল-দৈনিক প্রথম আলো
  • আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার আইনে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই: আইনমন্ত্রী–যুগান্তর।
  • ভারতে ইলিশ যাচ্ছে টোকেন হিসেবে : বাণিজ্যমন্ত্রী-কালের কণ্ঠ
  • খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট- এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত

 

  • ভারতের শিরোনাম:
  • বিশ্বকর্মা পুজোতেই ‘পিএম বিশ্বকর্মা প্রকল্পের’র উদ্বোধন মোদির, কম সুদে শিল্পীরা পাবেন ১৫ হাজার টাকা- দৈনিক পুবের কলম
  • নিয়োগ দুর্নীতিতে অভিষেকের সম্পত্তির হিসাব চাইল আদালত– দৈনিক গণশক্তি
  • স্থায়ী সমিতি গঠন না হওয়া পর্যন্ত বিরোধীদের গ্রেফতার নয়, রানিনগর নিয়ে নির্দেশ হাই কোর্টের-আনন্দবাজার পত্রিকা

এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

১৮ই সেপ্টেম্বর ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি:- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, সরকার পতনের একদফার দাবিতে আগামী ১৮ই সেপ্টেম্বর ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একদফা দাবি এবং তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করেছে আমাদের তিন সংগঠন। এছাড়া বিএনপিও একদফা দাবিতে আগামী ১৮ই সেপ্টেম্বর ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সবাই একমত এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারা বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার পর বাজারে গিয়ে যা দেখা গেল শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বাজার নিয়ন্ত্রণে দেশে প্রথমবারের মতো সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিলেও ঢাকার বাজারে তা কার্যকর হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ও আজ শুক্রবার সকালে দুই দফায় রাজধানীর তিনটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। তবে অনেক ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতা তিনটি কৃষিপণ্যের বেঁধে দেওয়া দামের বিষয়ে জানেনও না।

আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার আইনে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই: আইনমন্ত্রী - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, সাইবার নিরাপত্তা আইনে (সিএসএ) আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব ধারা নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল, সেই ধারাগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে।

আনিসুল হক বলেন, যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা। পাশাপাশি হ্যাকিং সংক্রান্ত বিষয়টি আগের আইনে ছিল না, যা এবার নতুন করে সংযোজন করা হয়েছে। আর এই আইনে অন্যের কম্পিউটারে ঢুকে কোনো তথ্য-উপাত্ত নষ্ট করলে চৌদ্দ বছরের সাজা।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক

ভারতে ইলিশ যাচ্ছে টোকেন হিসেবে : বাণিজ্যমন্ত্রী –শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে তা টোকেন হিসেবে। বাংলার মানুষের দুই দিনের খাবার তালিকার সমপরিমাণ মাছ। এতে ইলিশের বাজারে কোনো প্রভাব পড়বে না দেশে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট:- শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গেটগুলো খুলে দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক বার্তায় গেট খুলে দেয়া হবে বলে জানানো হয়েছিল।

ওই বার্তায় বলা হয়েছিল, গেট খুলে দেয়ায় নয় হাজার সিএফএস পানি নিস্কাশিত হবে। বর্তমানে লেকের পানি ইনফ্লো ও বৃষ্টিপাত গভীরভাবে পর্যাবেক্ষন করা হবে। ইনফ্লো আরো বৃদ্ধি পেল স্পীলওয়েল গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।

 এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

বিশ্বকর্মা পুজোতেই পিএম বিশ্বকর্মা প্রকল্পেরর উদ্বোধন মোদির, কম সুদে শিল্পীরা পাবেন ১৫ হাজার টাকা-শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, আর কদিন বাদেই বিশ্বকর্মা পুজো। সেই বিশ্বকর্মা পুজোতেই ‘পিএম বিশ্বকর্মা প্রকল্পের’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের অধীনে শিল্পীরা ১৫ হাজার টাকা করে পাবেন। শিল্পীরা এই প্রকল্পের অধীনে ইনসেনটিভ ভাতা হিসেবে ওই টাকা পাবেন। টাকা দেওয়া হবে ই-ভাউচার বা ই-রুপির মাধ্যমে। পাশাপাশি তারা ন্যূনতম ৫ শতাংশ সুদের হারে জমানতহীন ঋণের সুবিধাও পাবেন। এই প্রকল্পের অধীনে শিল্পীরা পিএম বিশ্বকর্মা  সার্টিফিকেট ও আইডি কার্ড পাবেন। প্রথম কিস্তিতে শিল্পীরা ১ লক্ষ টাকা ও দ্বিতীয় কিস্তিতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পাবেন।

এই প্রকল্পের অধীনে ঋণের জন্য কোনও কিছু বন্ধক বা জমা দিতে হবে না।  বিশ্বকর্মা পুজোতেই দেশের ‘বিশ্বকর্মা’দের প্রদান করা হবে বিশেষ সম্মান।  প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার থেকে পিএম বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিয়োগ দুর্নীতিতে অভিষেকের সম্পত্তির হিসাব চাইল আদালত-শীর্ষক খবরে দৈনিক গণশক্তি লিখেছে,  নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইওসহ সব ডিরেক্টরের সম্পত্তির খতিয়ান আদালতে এক সপ্তাহের মধ্যে জমা দেবে ইডি। এদিন বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে আরও বলেছেন, নিয়োগ দুর্নীতি মামলায় টলিউডের যে সমস্ত অভিনেতা-অভিনেত্রীর নাম পাওয়া গেছে তা আদালতকে জানাতে হবে। একই সঙ্গে তাঁদের সম্পত্তির খতিয়ান জমা দিতে হবে। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে এই হিসাব আদালতে জমা করতে বলেছে আদালত।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস’র নাম সামনে এসেছে। এদিন আদালত বলেছে, এই সংস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আদালত দেখতে চায়। এই সংস্থা কবে সরকারি নথিভুক্ত হয়েছিল বা রেজিস্ট্রেশন কবে হয়েছিল তাও আদালত জানতে চেয়েছে।

স্থায়ী সমিতি গঠন না হওয়া পর্যন্ত বিরোধীদের গ্রেফতার নয়, রানিনগর নিয়ে নির্দেশ হাই কোর্টের শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি নির্বাচন কবে করানো হতে পারে, সে বিষয়ে রাজ্যের মত জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এই মামলায় শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, আগামী মঙ্গলবারের (১৯ সেপ্টেম্বর) মধ্যে রাজ্যকে জানাতে হবে নতুন করে কবে নির্বাচন করানো হবে। সেই সঙ্গে বিচারপতির নির্দেশ স্থায়ী সমিতি গঠন পর্যন্ত বিরোধী কংগ্রেস এবং বাম সদস্যদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ