সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৭:৪৯ Asia/Dhaka
  • বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যে বার্তা দিল ওয়াচডগ

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২১ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আ.লীগের সবকিছুতে সন্ত্রাসী-জমিদারি ব্যাপার থাকে: মির্জা ফখরুল-আজকের পত্রিকা
  • জাতীয় নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ ‘উপযোগী নয়’ বলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ -ডেইলি স্টার বাংলা
  • আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার -প্রথম আলো
  • আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন -মানবজমিন
  • ভারত-কানাডা বিরোধে পশ্চিমা দেশগুলো শঙ্কিত কেন -ইত্তেফাক
  • বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যে বার্তা দিল ওয়াচডগ -যুগান্তর
  • বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস এডিবির -কালের কণ্ঠ
  • সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এসডিজি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী -নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • এ কেমন তদন্ত? আদালতে ফের ধমক খেলো ইডি -গণশক্তি
  • কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত, মোদী সরকারের সিদ্ধান্তে বিপাকে ট্রুডো? -আনন্দবাজার পত্রিকা
  • বড়সড় বিপদে ইমরান, ফাঁসির সাজা পেতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী! -সংবাদ প্রতিদিন
  • নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে লিখিত জবাব জমা অভিষেকের -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার তাপস বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না। জবাবে ফখরুল বলেছেন, তাদের চরিত্র, কথা-বার্তা, সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। কী বলবেন আপনি?

২. নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায় পৌঁছেছে’। একথা বলেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। প্রশ্ন হচ্ছে- এর কী প্রভাব পড়ছে বা পড়বে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

আ.লীগের সবকিছুতে সন্ত্রাসী-জমিদারি ব্যাপার থাকে: মির্জা ফখরুল-আজকের পত্রিকা

আওয়ামী লীগের সবকিছুতেই একটা প্রচণ্ড সন্ত্রাসী ও জমিদারি ব্যাপার থাকে। এটাই তাদের চরিত্র। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপসের বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেন। ডিএসসিসির মেয়র ফজলে নূর তাপস এর আগে বলেছিলেন, ‘মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না।’ মেয়রের এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা হচ্ছে তাদের জমিদারি, সে জন্য কাকে ঢুকতে দেবে আর কাকে ঢুকতে দেবে না—এ ধরনের কথা তারা বলে। কে কী বলল না বলল, তাতে বাংলাদেশের জনগণের কিছু যায়-আসে না। জনগণের লক্ষ্য একটাই, তারা দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায়। সে নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে।’

আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার-প্রথম আলো

নতুন করে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নতুন করে ডিম আমদানির অনুমতি পেয়েছে ছয়টি কোম্পানি, যাদের প্রতিটি এক কোটি করে ডিম আমদানি করবে। আমদানির অনুমতি পাওয়া কোম্পানিগুলো হচ্ছে চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এমএস রিপা এন্টারপ্রাইজ, এসএম করপোরেশন, বিডিএস করপোরেশন ও মেসার্স জয়নুর ট্রেডার্স।দেশের বাজারে ডিমের দাম বেড়ে গেলে গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলন করে ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেন। তিনি বলেন, এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ ও দেশি পেঁয়াজ ৬৫ টাকা, যদিও সেই ঘোষণার এক সপ্তাহ পরও নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি হচ্ছে না।

 দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, আলু, দেশি পেঁয়াজ ও ডিম সরকারি দর কার্যকর হয়নি, উল্টো সরবরাহে টান

অভিযানের আতঙ্ক ও লোকসানের ভয়ে খুচরা বিক্রেতারা নতুন করে দোকানে আলু ও পেঁয়াজ তুলতে চাইছেন না।

আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন-প্রথম আলো

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকা সফর করে যাওয়া ইইউর প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের নেওয়া এই সিদ্ধান্তের কথা গতকাল বুধবার চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। চিঠির বিষয়ে অবগত একাধিক সূত্র প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। 

বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যে বার্তা দিল ওয়াচডগ-যুগান্তর

আন্তর্জাতিক ওয়াচডগ গ্রুপ 'সিভিকাস মনিটর' বাংলাদেশকে নিজেদের 'ওয়াচলিস্ট' তালিকায় যুক্ত করেছে। বাংলাদেশ ছাড়াও সর্বশেষ (২১ সেপ্টেম্বর) হালনাগাদ করা ওই তালিকায় রয়েছে— বসনিয়া ও হার্জেগোভিনা, ইকুয়েডর, সেনেগাল এবং সংযুক্ত আরব আমিরাত। সিভিকাস মনিটরের মতে, ২০২৪ সালের জানুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে— বাংলাদেশে বিরোধী দল, নেতাকর্মী এবং ভিন্নমতের কণ্ঠস্বরের ওপর ক্রমবর্ধমানভাবে ক্র্যাকডাউন চালানো হয়েছে।

২০২৩ সালের শুরু থেকে, কর্তৃপক্ষ বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তাদের লক্ষ্যবস্তু করার মাত্রা বাড়িয়েছে। দলটির সমর্থকদের বিরুদ্ধে হাজার হাজার বানোয়াট মামলা করা হয়েছে। আইন প্রয়োগকারী (সংস্থাসমূহের) কর্মকর্তারা এ উন্মুক্ত মামলাগুলোকে রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের বাড়িতে অভিযান চালানোর জন্য 'ওয়ারেন্ট' হিসেবে ব্যবহার করেছেন, যা কিনা প্রকাশ্যে রাজনৈতিক হয়রানি এবং ভয় দেখানো বলেই মনে হচ্ছে। 

তদুপরি, বিরোধীদের বিক্ষোভগুলোতে টিয়ার গ্যাস এবং সত্যিকারের গোলাবারুদের ব্যবহার সহবিধিনিষেধ এবং অত্যধিক বল প্রয়োগ করা হয়েছে।

সিভিকাস মনিটর বলছে, সরকার মানবাধিকারকর্মীদের হয়রানি করার মাত্রাও বাড়িয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারের আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে কর্তৃপক্ষ শুনানি ত্বরান্বিত করেছে এবং তাদের দুই বছরের কারাদণ্ড দিয়েছে। ২০১৩ সালের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদনের জন্য তারা ১০ বছরের বিচারিক হয়রানির সম্মুখীন হয়েছেন। নিজেদের কাজের জন্য তাদের বিরুদ্ধে দুর্নামও রটানো হয়েছে।

রাজনীতির খবর ৬ লাখ প্রচারকর্মী তৈরি করছে আওয়ামী লীগ, অপপ্রচারের ‘জবাব’ দেবেন তাঁরা-প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ছয় লাখ প্রচারকর্মী তৈরির উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মুখোমুখি হবেন। ভোট চাইবেন, নানা প্রশ্নের জবাব দেবেন এবং বিরোধী দলের অপপ্রচারের বিপরীতে সরকার ও আওয়ামী লীগের পক্ষে তথ্য তুলে ধরবেন।

উদ্যোগটিকে বলা হচ্ছে ‘অফলাইন ক্যাম্পেইন’। যা ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির অংশ। এটির উদ্যোক্তা আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। ২০০৮ সালের নির্বাচনের সময় থেকে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত এইচ টি ইমাম। কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জাতীয় নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ ‘উপযোগী নয়’ বলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ-ডেইলি স্টার বাংলা

বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণের জন্য অনুকূল নয় বলে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি বছরের জানুয়ারি ও জুলাই মাসে বাংলাদেশ সফরকারী ইইউ অনুসন্ধানী মিশনের মূল্যায়নের বিষয়টি উল্লেখ করে গতকাল নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে ইইউ। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

জুলাই মাসের সফরে ছয় সদস্যের ইইউ অনুসন্ধান মিশন নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র, আইন, তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনের ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন এবং একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।' ইইউ অবশ্য ইঙ্গিত দিয়েছে যে তারা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের সময় বিশেষজ্ঞদের একটি ছোট দল পাঠাবে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত, মোদী সরকারের সিদ্ধান্তে বিপাকে ট্রুডো?

কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করল ভারত-আনন্দবাজার, সংবাদ প্রতিদিন ও গণশক্তিসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে হত্যার জেরে উত্তেজনা বাড়ছে দ্বি-পক্ষীয় কূটনীতিতে। এমন পরিস্থিতিতে কানাডার নাগরিকদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্রী মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্রী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত রাখা হবে।কূটনৈতিক মহলের একাংশের মতে, টানাপড়েনের এমন পরিস্থিতিতে ভারতের এ সিদ্ধান্ত দ্বি-পক্ষীয় সম্পর্ক আরো জটিল করে তুলতে পারে।

হরদীপ সিংহ নিজ্জরকে হত্যায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ‘ভূমিকা’ রয়েছে বলে সোমবার অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর ওই বিবৃতির পরেই কানাডায় এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। ট্রুডো সরকারের পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি অভিযোগ করেন, ওই ভারতীয় কূটনীতিক ‘র-এর কর্মকর্তা। মঙ্গলবার ভারত সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়। একই সাথে নিজ্জর হত্যার দায় অস্বীকার করে ভারত।

ভারতের সার্বভৌমত্ব এবং জাতীয় সংহতির বিরোধী শক্তিকে কানাডা মদত দিচ্ছে বলেও পররাষ্ট্রী মন্ত্রণালয়ের তরফে অভিযোগ তোলা হয়।

বড়সড় বিপদে ইমরান, ফাঁসির সাজা পেতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী!-সংবাদ প্রতিদিন

বড় বিপদের মুখে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ফাঁসির সাজা দেওয়া হতে পারে পিটিআই চেয়ারম্যানকে। এমনটাই দাবি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক উচ্চপদস্থ আধিকারিকের।

এ কেমন তদন্ত? আদালতে ফের ধমক খেলো ইডি-গণশক্তি

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জি সহ লিপস অ্যান্ড বাউন্ডস এর ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান হাই কোর্টে জমা দিল ইডি। তবে মাত্র একজন অভিনেতার সম্পত্তির খতিয়ান আদালতের কাছে জমা করেছে ইডি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখ বন্ধ খামে সম্পত্তির সেই খতিয়ান জমা দেওয়া হয়েছে কৃন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে। আর ইডি’র এই রিপোর্ট নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলেন খোদ বিচারপতি। কিন্তু এতদিন তদন্ত চালিয়ে মাত্র একজন সুবিধা ভোগীর সম্পত্তির তালিকা কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা আদালতের কাছে জমা দিল তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২১

ট্যাগ