সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৬:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • গ্রামের মানুষকে কেন এত লোডশেডিং সহ্য করতে হবে?-ডেইলি স্টার বাংলা
  • বাংলাদেশে এই প্রথম ডেঙ্গু টিকার সফল পরীক্ষা, চার ধরনেই কার্যকর-প্রথম আলো
  • বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই দেশের একটিও-মানবজমিন
  • বিএনপির হাঁকডাক খালি কলসি বেশি বাজার মতো: তথ্যমন্ত্রী-ইত্তেফাক
  • কোনো স্যাংশনে পরোয়া করি না: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • ক্ষমতা না ছাড়লে সরকার এবার আর পার পাবে না : রিজভী-কালের কণ্ঠ
  • বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২১.১৫ বিলিয়ন ডলার-নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • পাঞ্জাবে কৃষকদের ‘রেল রোকো’ অভিযান-গণশক্তি
  • বেরিয়ে এল ড্রাগনের আসল চেহারা! পাকিস্তানকে আর সাহায্য করতে নারাজ চিন, বড় বিপদে ইসলামাবাদ-আনন্দবাজার পত্রিকা
  • বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯১, দেশের সেরা প্রতিষ্ঠান কোনটি?-সংবাদ প্রতিদিন
  • এজলাসে বসেই রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে- একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কী বলবেন আপনি?

২. নূর স্যাটেলাইটকে আইআরজিসি গোয়েন্দাবৃত্তির কাজে লাগাবে। কীভোবে দেখছেন বিষয়টিকে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

বাংলাদেশে এই প্রথম ডেঙ্গু টিকার সফল পরীক্ষা, চার ধরনেই কার্যকর-প্রথম আলো

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে প্রথমবারের মতো ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা এই টিকার সফল পরীক্ষা করেছেন। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন—ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। টিকার পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, চারটি ধরনের বিরুদ্ধেই এই টিকা কার্যকর। টিকার এই সফল পরীক্ষা নিয়ে একটি প্রতিবেদন আন্তর্জাতিক সাময়িকী ‘ল্যানসেটে’ গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। এই টিকার নাম দেওয়া হয়েছে টিভি-০০৫ (টেট্রাভেলেন্ট)।

এই টিকা গবেষকদের একজন আইসিডিডিআরবির বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, এটি একটি আশাব্যঞ্জক ঘটনা। যেহেতু দেশে ডেঙ্গুর ব্যাপক প্রকোপ চলছে, তার মধ্যে এটি একটি আশার খবর।

কোনো স্যাংশনে পরোয়া করি না: প্রধানমন্ত্রী-যুগান্তর

আজ যে উন্নয়ন সেটি যেন সাসটেইনেবল হয় আমরা সেটা করব। কোনো দেশের স্যাংশনে পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের মাটি আছে, মানুষ আছে। সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন। আমিও তাই গড়ছি। বাংলাদেশের জনগণ আমার পরিবার। আমি আমার পরিবারের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছি।’ দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ করার কথা দিয়েছিলাম, সেটা করেছি। এবার হবে স্মার্ট বাংলাদেশ। আজ যে উন্নয়ন সেটি যেন সাসটেইনেবল হয় সেটি আমরা করব।

শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, ‘দিনবদলের সনদে বদলে গেছে বাংলাদেশ। সামনের দিন আরও বদলাবে। আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। সেজন্য কমিটি গঠন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।’ উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ থেকে যে যাত্রা শুরু হবে তার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান বঙ্গবন্ধুকন্যা।

সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বাংলাদেশের মানুষের ওপর আস্থা ও বিশ্বাস আছে। তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি।’

বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও-যুগান্তর

টাইমস হায়ার এডুকেশনের ২০২৪ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে প্রথম ৮০০টির তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এ র‍্যাংকিং তালিকায় সেরা ৮০০ এর মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের ৪ বিশ্ববিদ্যালয়। 

র‍্যাঙ্কিং এ নেই বাংলাদেশে

এগুলো হলো- ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। এছাড়া, ১২০১ থেকে ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত বছরের টাইমস হায়ার এডুকেশনের র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০ এর মধ্যে। এবারের র‍্যাংকিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)।

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান তালিকার ২০১-২৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ভারতের সেরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো-জামিয়া মিলিয়া ইসলামিয়া, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, আলাগাপ্পা ইউনিভার্সিটি, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।

অপরিকল্পিত ঋণ ও ব্যয় বৃদ্ধির শঙ্কা-যুগান্তর

মন্ত্রণালয়গুলো সুষ্ঠুভাবে বাজেট বাস্তবায়ন করতে পারছে না। অর্থবছরের শেষদিকে টাকা খরচ অস্বাভাবিক বৃদ্ধি পায়। অথচ বছরের শুরুতে ধীরগতিতে অর্থ ব্যয় হয়। অপরদিকে রাজস্ব আহরণ ও অর্থ ব্যয়-এ দুয়ের মধ্যে কোনো সমন্বয় থাকছে না। এতে সরকারের আয় ও ব্যয়ের মধ্যে একধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, যা মোকাবিলা করতে গিয়ে অপরিকল্পিত ঋণ গ্রহণ করতে হচ্ছে সরকারকে। এ ধরনের ঋণজনিত ব্যয়ের দায়ভারও বহন করতে হয়, যা আর্থিক শৃঙ্খলা নষ্ট করে।

এ পরিস্থিতি এড়াতে অর্থবছরের শুরুতে বাজেট বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়কে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। এক মাসের মধ্যে পরিকল্পনার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সম্প্রতি অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে সব সচিবকে। ওই চিঠি দেওয়া হয় প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশের সমান জাতীয় বাজেট হওয়ার কথা। বিশ্বের অনেক দেশ এখনো জিডিপির ৩০ শতাংশের সমান বাজেট দিচ্ছে। কিন্তু বাংলাদেশে চলতি অর্থবছরে (২০২৩-২৪) মোট জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ সমান বাজেট ঘোষণা করা হয়েছে। যার আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

আন্তর্জাতিক মানদণ্ডের চেয়েও কম আকারে বাজেট ঘোষণার পরও ব্যয়ের সক্ষমতা নিয়ে প্রতিবছরই প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্ন থেকেই অর্থ বিভাগ সম্প্রতি সব সচিবকে চিঠি দিয়ে সতর্ক করেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বুধবার যুগান্তরকে জানান, আমাদের ব্যয়ের সক্ষমতা নেই। এক্ষেত্রে দুর্বলতা আছে এখনো। সরকারের নিয়মনীতি পালন করে অর্থ ব্যয় করা কঠিন কাজ। প্রতিবছরই জিডিপি ও বাজেটের আকার বাড়ছে। সেভাবে প্রতিটি মন্ত্রণালয়ে অর্থ ব্যয়ের সঙ্গে জড়িত কর্মকর্তাদের দক্ষতা ও সংখ্যা বাড়ছে না। জিডিপির অনুপাতে যে হারে বাজেট হওয়া দরকার, সেটি হলেও অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরও সমস্যা সৃষ্টি হতো। আমরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে সমস্যা দেখি। সমান সমস্যা অর্থ ব্যয়ের ক্ষেত্রেও।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, বেতনভাতা ছাড়া অন্যান্য ক্ষেত্রে অর্থ ব্যয় কম হয়। বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ, মেরামত সংরক্ষণ, নির্মাণ ও পূর্তকাজ, মালামাল ক্রয় ও সংগ্রহের মতো কাজ অর্থবছরের শেষদিকে করা হয়। ফলে সরকারি ব্যয়ের গুণতম মান ঠিক রাখা যায় না। যে কারণে বছর শেষে অপরিকল্পিত ঋণের দায় গ্রহণ করতে হয়।

ছেলেকে র‍্যাগ দিয়ে মেরে ফেলা কালপ্রিটদের চেহারা দেখতে চাই: ইরফানের মা-প্রথম আলো

Image Caption

ছেলে নদীতে ডুবে মারা গেছে প্রথমে এমনটাই শুনেছিলেন বলে জানালেন মালয়েশিয়ায় পড়তে যাওয়া ইরফান সাদিকের মা শাহিদা আক্তার। তবে তারপর একটি ভিডিও ফুটেজ সব এলোমেলো করে দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ছেলেকে প্রায় বিবস্ত্র করে র‍্যাগ দেওয়া হচ্ছে। মায়ের প্রশ্ন, ‘আমার ছেলেকে কারা বিবস্ত্র করল? কারা র‍্যাগ দিল? বিবস্ত্র অবস্থায় ভিডিও করল, অথচ আমার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করল না। মা হিসেবে ছেলেকে র‍্যাগ দিয়ে মেরে ফেলা ওই কালপ্রিটদের চেহারা দেখতে চাই।’

শাহিদা আক্তার বলেন, ‘আমার বাচ্চাটা বেঁচে নেই। বিভিন্ন গণমাধ্যম বলছে, আমি নাকি ছেলের মানসিক অবস্থার কথা জানতাম। আমি বা আমার পরিবার ছেলেকে বাঁচানোর কোনো চেষ্টা করিনি। অপবাদ পাচ্ছি, আমি একজন ব্যর্থ মা।’ ২১ বছর বয়সী ইরফান সাদিক মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে অবস্থিত সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে হিউম্যান রিসোর্স অব ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ফের অশান্ত মণিপুর, আহত ৫০ ছাত্র, ইন্টারনেটে নিষেধাজ্ঞা-

দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মণিপুর ফের অশান্ত হয়ে উঠছে। ছাত্র মৃত্যুর প্রতিবাদ জানাতে গেলে আজ বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জন ছাত্র আহত হয়। অশান্ত মণিপুরে আবার ইন্টারনেট পরিষেবা রুদ্ধ করা হয়েছে। রাজধানী ইমফলে বুধবার এক ছাত্র সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ে সমাবেশের ওপর। তখনই ৫০ ছাত্র আহত হয়। সিবিআই আজই ঘোষণা করেছে যে মণিপুরের এক একটি জেলার জন্যে এক একটি ফোর্স নির্দিষ্ট থাকবে। 

এদিকে আমেরিকার প্রবাসী মেইতেইরা দুই ছাত্রের হত্যার নিন্দা করেছে। প্রায় পাঁচ মাস ধরে চলা কুকি - মেইতেই সমস্যার সমাধান না হওয়ায় তারা বিস্ময় প্রকাশ করে। দুই ছাত্রকে নৃশংসভাবে হত্যার জেরে গোটা মণিপুর আবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯১, দেশের সেরা প্রতিষ্ঠান কোনটি?-সংবাদ প্রতিদিন

ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (Indian Institute of Science)। এই নিয়ে দ্বিতীয়বার এই সম্মান পেল শিক্ষা প্রতিষ্ঠানটি। সম্প্রতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন (Times Higher Education Magazine)। সেখানেই দেশের সেরা বেঙ্গালুরুর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বসেরার তালিকায় ঠাঁই পেয়েছে ভারতের মোট ৯১টি শিক্ষা প্রতিষ্ঠান।টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী বিশ্বের সেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যানফোর্ড। তৃতীয় স্থানে ম্যাসেচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তালিকায় পরবর্তী স্থানগুলিতে রয়েছে হারভার্ড, কেমব্রিজ, প্রিন্সটন, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ১০ নম্বরে ইয়েল বিশ্ববিদ্যালয়।

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপির, নতুন করে হাত ধরতে রাজি নয় অকালি দল-সংবাদ প্রতিদিন

২০২৪ সালের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) দামামা বেজেই গিয়েছে। এর মধ্যেই বড় ধাক্কা বিজেপির। প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দলের নতুন করে এনডিএতে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আর নেই। অকালি দল পরিষ্কার করে দিয়েছে ২০২৪ সালে বিজেপির হাত ধরবে না তারা।

দলের বর্ষীয়ান নেতা নরেশ গুজরাল বুধবার জানিয়েছেন, তাঁরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধার কথা ভাবছেন না। তাঁর দাবি, অকালি দলের সাংসদ হরসিমরক কৌর বাদল লোকসভায় অনাস্থা প্রস্তাব ও মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে যে ভাষণ দিয়েছিলেন, সেখান থেকেই পরিষ্কার ইঙ্গিত মিলেছিল যে শিরোমণি অকালি দল আর বিজেপির জোটসঙ্গী নয়।

বেরিয়ে এল ড্রাগনের আসল চেহারা! পাকিস্তানকে আর সাহায্য করতে নারাজ চিন, বড় বিপদে ইসলামাবাদ-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, উত্তর এবং উত্তর-পশ্চিম, দু’দিকে দুই ‘শত্রু’ দেশ ভারতের। চিন বা পাকিস্তান, কারও সঙ্গেই নয়াদিল্লির সম্পর্ক মধুর নয়। বরং, এই দুই সীমান্তে বিদেশি সেনার সঙ্গে প্রায়ই সংঘর্ষ বাধে ভারতীয় জওয়ানদের।ভারতের সঙ্গে বিরোধের সূত্রেই ঘনিষ্ঠ পাকিস্তান এবং চিন। এই দুই দেশের ‘অন্তরঙ্গ বন্ধুত্বের’ কথা কারও অজানা নয়। পাকিস্তানে একাধিক প্রকল্পের সূচনা করেছে চিন। অতীতে অনেক আর্থিক সাহায্যও বেজিংয়ের থেকে পেয়েছে ইসলামাবাদ।চিন-পাকিস্তানের সেই গাঢ় বন্ধুত্বে কি এ বার ফাটল ধরতে চলেছে? সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ তেমনই ইঙ্গিত দিচ্ছে। অনেকেই বলছেন, চিন এ বার হয়তো পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৮

ট্যাগ