নভেম্বর ০২, ২০২৩ ১৭:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন-সংঘাত ধরপাকড় হুমকিতে টালমাটাল বাংলাদেশের রাজনীতি-যুগান্তর
  • বিএনপিকে আলোচনার চিঠি পৌঁছে দিতে ঘুরছেন ইসির অফিস সহকারী-ডেইলি স্টার বাংলা
  • বিবিসির প্রতিবেদন-রাজনৈতিক সহিংসতা গ্রাস করেছে বাংলাদেশকে–মানবজমিন
  • বাংলাদেশে নির্বাচনের আগে হয়রানি, নির্বিচার গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ-প্রথম আলো

কোলকাতার শিরোনাম:

  • অপ্রত্যাশিত আক্রমণের জন্যও তৈরি থাকতে হবে-সেনাকে সতর্ক থাকতে বললো রাজনাথ-সংবাদ প্রতিদিন
  • আয়কর রিটার্নের নথি বার করে মমতাকে ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন বিরোধী দলনেতা, দ্রুত ‘জবাব’ দিলেন কুণাল -আনন্দবাজার পত্রিকা
  • উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র সঙ্গীদের জন্য ১৫ টি আসন ছাড়তে চায় অখিলেশ-গণশক্তি
  • মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা! কাঠগড়ায় কোন হাসপাতাল ?-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত খবরই আজকের জাতীয় দৈনিগুলোর প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। 

বাংলাদেশে নির্বাচনের আগে হয়রানি, নির্বিচার গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ-প্রথম আলোর  এশিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ।

গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, কারাবন্দী করে নির্বাচন করা হলে, তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন?

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের অবস্থান, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান তাঁরা খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন।

স্টিফেন ডুজারিক আরও বলেন, এই সময়ের মধ্যে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা তাঁরা দেখতে চান না। এসবের বিরুদ্ধেও তাঁরা কথা বলেছেন।

বিবিসির প্রতিবেদনের বরাত দিয়ে মানবজমিনের খবরে লেখা হয়েছে, নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক সহিংসতা গ্রাস করেছে বাংলাদেশকে। ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘটিত সহিংসতার জন্য ক্ষমতাসীন দল ও বিএনপি একে অন্যকে দায়ী করছে। কয়েক সপ্তাহের রাজনৈতিক তীব্র উত্তেজনার পর বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ ও রক্তপাত শুরু হয়েছে। এতে জানুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে প্রান্তসীমায় নিয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনের বরাত দিয়ে যুগান্তরের শিরোনাম এরকম, সংঘাত ধরপাকড় হুমকিতে টালমাটাল বাংলাদেশের রাজনীতি।

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজনীতি টালমাটাল হয়ে উঠেছে। দলটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি করছে। যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচন বর্জন করতে পারে বিএনপি। রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভ যখন সহিংস হয়ে উঠেছে, তখন নির্বাচন বর্জনের এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।তারা বলছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে। যাতে তার পদে একজন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায়। সেই সরকার আগামী জানুয়ারিতে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে। কিন্তু ক্ষমতাসীনরা যেকোনো মূল্যে ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। এমতাবস্থায় টালমটাল বাংলাদেশের রাজনীতি।

বাংলাদেশের রাজনীতি নিয়ে এসব কথা লিখেছে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।এতে আরও বলা হয়, ২০০৯ সাল থেকে বাংলাদেশে ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক মন্ত্রী এবং বিএনপির উচ্চপদস্থ নেতা আবদুল মঈন খান বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভুয়া নির্বাচনে যাবে না বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলো। এই সরকার চাইছে নির্বাচনে অংশগ্রহণ করাতে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তাদের সেই ভুয়া নির্বাচনের উদ্দেশ্যকে আমরা বৈধতা দিতে পারি না। এর আগে এ বছরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নেই। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। জনগণের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। নিত্যপণ্যের উচ্চ মূল্য জনগণের দুর্দশা বাড়িয়েছে। গত রোববার তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। 

একই দিনে বিএনপি মঙ্গলবার থেকে তিন দিনের জন্য মহাসড়ক, রেল ও পানিপথে অবরোধ কর্মসূচি ঘোষণা করে। ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের ফলে সহিংসতা দেখা দিয়েছে। এতে লোকজন নিহত হয়েছেন। বুধবার ছিল অবরোধের দ্বিতীয় দিন। এদিন রাজধানী ঢাকায় একটি স্কুলের সামনে বাসে আগুন দেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় মিডিয়ার খবর সন্দেহভাজন আরেকজন পলাতক রয়েছে। একদিন আগে পুলিশ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের সময় তিনজন নিহত হয়েছেন। ২৮অক্টোবর দু’জন পুলিশ সদস্য সহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশত। সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে আওয়ামী লীগ ও বিএনপি। 

সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করছে কর্তৃপক্ষ। অন্যদিকে বিএনপি অভিযোগ করছে, তাদের মহাসমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মী অনুপ্রবেশ করে সহিংসতা ঘটিয়েছে। এর মধ্য দিয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে।

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিক ও পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে মারা অমানবিক। হামলাকারীদের শাস্তি পেতেই হবে।বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।এসময় প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।সরকার প্রধান বলেন, কে গুণগান করল আর কে করল না তার পরোয়া করি না, দেশের জন্য কাজ করে যাচ্ছি। কোন কোন পত্রিকা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডকে অন্যভাবে দেখাতে চায়, এদের ধিক্কার জানাই।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কোনো কথা শোনা হবে না।তিনি বলেন, অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়? তাদের নির্বাচনের সময় এমন প্রশ্ন ওঠে? তিনি বলেন, বাংলাদেশে কি হচ্ছে, এটা তাদের (জাতিসংঘের) কি কোনো ক্ষতি করছে? এটা তাদের মাথা ঘামানোর ব্যাপার নয়। আমরা ভালো আছি। বাংলাদেশ নিয়ে তাদের ভাবতে হবে না।

বিএনপিকে আলোচনার চিঠি পৌঁছে দিতে ঘুরছেন ইসির অফিস সহকারী-ডেইলি স্টার বাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু মহাসচিবসহ বিএনপির শীর্ষ নেতারা কারাগারে। অনেকে আছেন আত্মগোপনে। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। এ অবস্থায় আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় এ আলোচনা সভায় অংশ নিতে বিএনপিকে চিঠি পৌঁছে দেওয়ার জন্য ঘুরছে নির্বাচন কমিশন।

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে খবর দিয়েছে ইত্তেফাক। আর প্রথম আলোতে লেখা হয়েছে, শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুর-আশুলিয়ায় ৪২১ টি পোশাক কারখানার বন্ধ রয়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

ইজরায়েলের ধাঁচেই ভারতে হামলার ছক! সেনাকে প্রস্তুত থাকার বার্তা রাজনাথের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, আচমকা হামলার জন্য তৈরি থাকতে হবে-ভারতীয় সেনাকে সাফ এই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ইজরায়েলের (Israel) উপর হামাসের (Hamas) হামলার পরেই এই বার্তা গিয়েছে সেনাকর্তাদের উদ্দেশে। রাজনাথ সিং বলেন, সবচেয়ে অপ্রত্যাশিত আক্রমণের জন্যও তৈরি থাকতে হবে। তার পর থেকেই বেশ কয়েক হাজার কোটি টাকা খরচ করে ড্রোন-সহ একাধিক অস্ত্র কিনেছে ভারত। কাশ্মীর সীমান্তের পাশাপাশি জলপথেও জঙ্গিদের অনুপ্রবেশ আটকানোর চেষ্টা চালাচ্ছে ভারত। কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নৌসেনা। 

 ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ছড়ানো হচ্ছে ‘ভুল তথ্য’! কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।১০০ দিনের কাজ নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছেই।পুজোর পর ফের প্রাপ্য আদায়ের দাবিতে আবারও আন্দোলনের আঁচ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষয়টিতে রাজ্যপালও হস্তক্ষেপ করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজ নিয়ে তাঁকে চিঠি পাঠানো হয়েছে। এমনই যখন পরিস্থিতি, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় সরব হয়ে অভিযোগ তুললেন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। রাজ্য সরকারের বদনাম ছড়ানোর জন্যই এমনটা চলছে।

উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র সঙ্গীদের জন্য ১৫ টি আসন ছাড়তে চায় অখিলেশ-গণশক্তি পত্রিকা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ৬৫টিতে প্রার্থী দেবে সমাজবাদী পার্টি। সংবাদ সংস্থা এনডিটিভিকে দেওয়া এক সাক্ষা২কারে একথা জানিয়েছেন সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব। অখিলেশের কথায় বাকি ১৫টি আসন তার ছাড়তে রাজি কংগ্রেস সহ ইন্ডিয়া মঞ্চের অন্যান্য দল গুলোকে। তবে সপা সূত্রে খবর তাদের প্রার্থী তালিকে চুড়ান্ত না হলেও প্রস্তুত হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে রায়বারেলি এবং আমেঠি তারা কংগ্রেসে জন্য ছাড়ছে।

আয়কর রিটার্নের নথি বার করে মমতাকে ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন বিরোধী দলনেতা, দ্রুত ‘জবাব’ দিলেন কুণাল-আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বুধবার নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতার নাম করেই সমাজমাধ্যমে সেই প্রশ্নের জবাব দিলেন শুভেন্দু। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে ‘চ্যালেঞ্জ’ জানিয়ে তাঁর উদ্দেশে ছুড়লেন পাল্টা প্রশ্ন।শুভেন্দুর ওই পোস্টের ‘জবাব’ দিতে দেরি করেনি তৃণমূল। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বিরোধী দলনেতার প্রশ্নের জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধী দলনেতাকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ‘‘সন্দেহ সব সময় অপরাধীর মনকেই তাড়া করে।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২

ট্যাগ