ডাচ জাতীয় নিরাপত্তার কালো তালিকায় ইসরায়েল
https://parstoday.ir/bn/news/event-i150654
পার্সটুডে: ডাচ ন্যাশনাল কাউন্টার-টেররিজম অ্যান্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অর্গানাইজেশন (এনসিটিভি) এক নজিরবিহীন পদক্ষেপে প্রথমবারের মতো ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করেছে।
(last modified 2025-07-24T14:36:54+00:00 )
জুলাই ২৪, ২০২৫ ২০:১৯ Asia/Dhaka
  • ডাচ জাতীয় নিরাপত্তার কালো তালিকায় ইসরায়েল

পার্সটুডে: ডাচ ন্যাশনাল কাউন্টার-টেররিজম অ্যান্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অর্গানাইজেশন (এনসিটিভি) এক নজিরবিহীন পদক্ষেপে প্রথমবারের মতো ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করেছে।

'রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছ থেকে হুমকির মূল্যায়ন'  শীর্ষক একটি প্রতিবেদনে ডাচ এনসিটিভি নিরাপত্তা সংস্থা সতর্ক করে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়লি সরকার ডাচ জনমত এবং দেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য বিভ্রান্তিকর প্রচারণা ব্যবহার করছে।

প্রতিবেদনে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।