নভেম্বর ০৪, ২০২৩ ১৭:৩২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -প্রথম আলো
  • জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করবে জনগণ: প্রধানমন্ত্রী -ইত্তেফাক
  • এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে শুনলে শয়তানও হাসে: মুফতি ফয়জুল -যুগান্তর
  • পদত্যাগে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম ইসলামি আন্দোলন বাংলাদেশ–মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • তাজমহল শাহজাহান নাকি মান সিংয়ের? ASI-কে জানতে বলল দিল্লি হাই কোর্ট -সংবাদ প্রতিদিন
  • আমি সিদ্ধান্ত নিয়েছি, ৮০ কোটি দেশবাসীকে আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন: নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী -আনন্দবাজার পত্রিকা
  • রেশন দুর্নীতি কান্ডে একাধিক জায়গায় চলছে ইডি তল্লাসি -গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত খবরই আজকের জাতীয় দৈনিগুলোর প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। এরবাইরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন -এ খবরটিও বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। এ খবরে লেখা হয়েছে, রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহুল প্রত্যাশিত মেট্রোরেল সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই অংশের কার্যক্রম উপলক্ষে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন। এর ফলে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সেবা চালু হবে।এর আগে গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইত্তেফাকে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। জনগণও তাদের প্রত্যাখান করবে'।  

রাজনীতির খবরে প্রথম আলোতে লেখা হয়েছে, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে—এমন কোনো কথা সংবিধানে লেখা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন, যাদের জনসমর্থন নেই, তারা নির্বাচনে আসবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক খান এসব কথা বলেন। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নিবন্ধিত দলগুলোকে জানাতে এ আলোচনার আয়োজন করে ইসি। সকালে আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২২টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে আটটি দল ইসির ডাকে সাড়া দেয়নি। আজ বিকেলে আলোচনায় বসার জন্য বিএনপিসহ আরও ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিএনপির কোনো নেতাকে না পেয়ে নিমন্ত্রণের চিঠি দলটির কার্যালয়ে ঝুলিয়ে এসেছে ইসি।

যুগান্তরের শিরোনাম-এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে শুনলে শয়তানও হাসে: মুফতি ফয়জুল। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর সময় আছে প্রায় দুই মাস। ফলে দিন যতই কমে আসছে, রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন নিয়ে চরমোনাই পিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কী ভাবছে? এ নিয়ে যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম। ইসলামী আন্দোলন বিগত দিনে ৩০০ আসনেই নির্বাচন করেছে। নির্বাচনের যদি পরিবেশ পায়, তাহলে ভবিষ্যতেও নির্বাচন করবে। এ সরকারের অধীনে যে নির্বাচনগুলো কেমন হয়েছে এ সম্পর্কে তিনি বলেন, স্বয়ং শেখ হাসিনাও জানে তার অধীনে ভোট নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।  এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে এটা শুনলে শয়তানও হাসে। পরিষ্কারভাবে বলে দিতে চাই যে, এ জাতি যতক্ষণ না স্পষ্ট হবে যে, সুষ্ঠু ভোট হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন কোনো নির্বাচনে যাবে না।আর মানবজমিনের শিরোনাম- পদত্যাগে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম।

ড্যান মজিনার পথেই কি হাঁটছেন পিটার হাস?  -যুগান্তর

এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন। আর বিরোধীদলীয় দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তাদের দমিয়ে রাখতে বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার করছে পুলিশ। এদিকে এবারের জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলের বাইরেও সোচ্চার আছেন বিশ্বের অনেক প্রভাশালী দেশ ও সংগঠন। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি কড়া নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসও বেশ আলোচিত হচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে।  তবে তার অবস্থা ড্যান মজিনার মতো হবে কি না তা নিয়ে প্রশ্ন রাখেন বর্তমানে বিএনপির নেতা গোলাম মাওলা রনি।

মানুষ যাবে কোথায়? মানবজমিনের অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, অসহায় সাধারণ মানুষ। বাজারের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে পারছেন না তারা। একই পণ্য আজ যে দাম দেখে গেছেন কাল কিনতে গিয়ে দেখেন বেড়ে গেছে দশ থেকে বিশ টাকা কেজিতে। এমন পরিস্থিতির মুখোমুখি আর কখনো হয়নি তারা। এমন অবস্থায় কোনো রকমে দিন কাটছে তাদের। শ্রমজীবী মানুষেরা হাপিত্যেশ করছে । নিত্যপণ্যের এমন গতির লড়াইয়ে মানুষ যাবে কোথায়? হাতে সীমিত টাকা নিয়ে বাজারে গিয়ে অনেক প্রয়োজনীয় পণ্য না কিনেই ফিরতে হচ্ছে। করুণ এক অবস্থা ঘরে ঘরে। এক চাকুরীজীবির আকুতি তুলে ধরা হয়েছে এ রিপোর্টে। তিনি বলেছেন, আমাদের মতো মানুষের ক্ষুধার যন্ত্রণা নিয়েই দিন পার করতে হচ্ছে। আমরা যাবো কোথায়? এত মানুষই বা কোথায় যাবে? কার কাছে এর সুরাহা চাইবো?

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

তাজমহল শাহজাহান নাকি মান সিংয়ের? ASI-কে জানতে বলল দিল্লি হাই কোর্ট-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কেন্দ্রের নির্দেশে মুঘল ইতিহাস ব্রাত্য হচ্ছে পাঠ্য বই থেকে। মোদি সরকার দেশের ইতিহাস ও ঐতিহ্য বদলে দিতে চাইছে বলে অভিযোগ করছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির। এই আবহে ফের একটি হিন্দুত্ববাদী সংগঠনের মামলায় তাজমহলের (Taj Mahal) নির্মাণ ইতিহাস নিয়ে প্রশ্ন উঠল। বিষয়টি খতিয়ে দেখার জন্য ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। অপূর্ব স্থাপত্যের জন্য পৃথিবীখ্যাত তাজমহল। ভারতের আন্তর্জাতিক পরিচয়। গোটা বিশ্বের পর্যটকদের অন্যতম জনপ্রিয় স্মৃতিসৌধ নিয়ে হিন্দুত্ববাদীদের নিজস্ব দাবি এই প্রথম নয়। তাজমহলকে কখনও তেজো মহালয়া, কখনও বা হিন্দুদের মন্দির বলে দাবি করা হয়েছে। দিল্লি হাই কোর্টে এবারের জনস্বার্থ মামলাটি করেছে ‘হিন্দু সেনা’ নামের একটি সংগঠন। আবেদনে বলা হয়েছে, এখনকার তাজমহল হিন্দু রাজা মান সিংয়ের প্রাসাদ ছিল। পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান কেবল তার সংস্কার করেছিলেন। অতএব, ইতিহাস বইয়ে উল্লেখ করা তাজমহলের নির্মাণের তথ্য সম্পূর্ণ ভুল। অবিলম্বে ভুল সংশোধন করতে হবে। হিন্দু সেনার আর্জি, এর জন্য এএসআই, কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিক আদালত।

‘বাবাকে জিজ্ঞেস করুন শুভেন্দু’, অধিকারী পরিবারের সম্পত্তির ‘পর্দাফাঁস’ কুণালের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সম্পত্তি নিয়ে অধিকারী পরিবারের পর্দাফাঁস করলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। অভিযোগ, সম্পত্তি নিয়ে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীকে আলাদা-আলাদা তথ্য দিয়েছেন সাংসদ শিশির অধিকারী। একইসঙ্গে তথ্য় দিয়ে তৃণমূল (TMC) মুখপাত্র দাবি করেছেন, মাত্র তিন বছরে সাংসদের সম্পত্তি ১০ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ১০ কোটি টাকা। আবার কয়েক বছরের মধ্য়ে তাঁর সম্পত্তি ‘কমিয়ে’ দেখানো হয়েছে মোটে ৩ কোটি টাকা। এই তথ্য তুলে ধরে সম্পত্তির ‘অসঙ্গতি’ নিয়ে বাবাকে প্রশ্ন করুন বিরোধী দলনেতা, দাবি করলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “আপনার (শিশির অধিকারী) ছেলে পাড়া-পড়শির দিকে আঙুল তুলছেন। তার আগে সম্পত্তি নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব আপনি দিন। বলুন, তথ্যগুলি ঠিক না ভুল।”

গণশক্তির খবরে লেখা হয়েছে, রেশন দুর্নীতি কান্ডে একাধিক জেলায় একযোগে চলছে ইডি তল্লাশি। শনিবার সাকলে উত্তর ২৪ পরগনার বনগাঁ, নদীয়ার রানাঘাট, হাওড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর বাকিবুর ঘনিষ্ট রানাঘাটের এক রেশন ডিলারের বাড়িত তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের নিয়ে এই তল্লাশি কাজ চালাচ্ছেন তারা।

আমি সিদ্ধান্ত নিয়েছি, ৮০ কোটি দেশবাসীকে আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন: নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আগামী সপ্তাহে বিধানসভা ভোট ছত্তীসগঢ়ে। তার আগে শনিবার সে রাজ্য প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করার কথা ঘোষণা করেন তিনি। মোদী জানিয়েছেন, আরও পাঁচ বছর দেশবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে কেন্দ্র। প্রচারসভায় উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’নির্বাচনী প্রচারে শনিবার ভোটমুখী ছত্তীসগঢ়ে গিয়েছেন মোদী।#

ট্যাগ