নভেম্বর ১২, ২০২৩ ১৩:২৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান। ১২ নভেম্বর (রোববার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরে বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • যারা গাড়ি পোড়ায়, তাদের থেকে সাবধান: প্রধানমন্ত্রী -প্রথম আলো
  • মানবাধিকার লঙ্ঘনের জন্য ইউপিআরে বাংলাদেশকে জবাবদিহিতায় আনার আহ্বান অ্যামনেস্টির: মানবজমিন
  • নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে অপতথ্য ছড়ানো- ডেইলি স্টার বাংলা
  • টাকার মান কমছে অস্বাভাবিক হারে: যুগান্তর
  • চতুর্থ দফায় অবরোধ চলছে, মোড়ে মোড়ে পুলিশ: ইত্তেফাক
  • মিরপুরে রাস্তা অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ জয়রাম রমেশের, পাল্টা জবাব নাকভির- আজকাল
  • কারার ঐ লৌহ কপাট…… গানে বিকৃত সুর বলিউডে- পূবের কলম
  • জ্যোতিপ্রিয়র পরিবারকে ৯ কোটি টাকা ঋণ বাকিবুরের!‌ শ্রীঘরে গিয়ে জেরার সিদ্ধান্ত ইডির: হিন্দুস্তান টাইমস
  • সুনকের হুমকি উড়িয়ে যুদ্ধবিরতির পক্ষে মিছিল লন্ডনে- গণশক্তি

বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশ সরকারের প্রতিবেদন: মানবাধিকার সুরক্ষার জন্যই ছিল ২০১৮ সালের নির্বাচন। দৈনিক প্রথম আলোর এ শিরোনাম সম্পর্কে আপনার মতামত কী?
২. সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসির জরুরি সম্মেলন অনুষ্ঠিত হলো। কতটা সফল হলো এ সম্মেলন?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

যারা গাড়ি পোড়ায়, তাদের থেকে সাবধান: প্রধানমন্ত্রী - প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন এবং অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করার জন্য আবারও নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। তিনি অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সমালোচনা করে বিএনপি-জামায়াত থেকে সাবধানে থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বিকেলে মহেশখালীতে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের মাঠে মহেশখালী আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকে, তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। ঢাকাসহ বিভিন্ন জায়গায় জীবন্ত মানুষগুলোকে বিএনপি-জামায়াত পুড়িয়ে হত্যা করছে। গাড়ি যানবাহন সব পুড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, মানুষকে পুড়িয়ে মারা আর সম্পদ পুড়িয়ে নষ্ট করাটাই তাদের কাজ। আমরা উন্নয়ন করি আমরা সৃষ্টি করি। ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে। ওরা ধ্বংস করতে জানে, মানুষের কল্যাণ করতে জানে না। কাজেই এদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মানবাধিকার লঙ্ঘনের জন্য ইউপিআরে বাংলাদেশকে জবাবদিহিতায় আনার আহ্বান অ্যামনেস্টির: মানবজমিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও দ্রুততার সঙ্গে মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষকে জবাবদিহিতায় আনতে সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউকে (ইউপিআর) ব্যবহার করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।  দক্ষিণ এশিয়া বিষয়ক এ সংগঠনের ডেপুটি আঞ্চলিক পরিচালক লিভিয়া সাক্কারদি বলেছেন, বাংলাদেশের চতুর্থ ইউপিআর এমন এক সময়ে হতে যাচ্ছে যখন মানবাধিকার এবং গুরুত্বপূর্ণ সমালোচনাকারী প্রতিষ্ঠান, বিরোধী দলীয় নেতা, নিরপেক্ষ মিডিয়া হাউস এবং নাগরিক সমাজ সিস্টেমেটিকভাবে আক্রমণ মোকাবিলা করছে। এই মূল্যায়ন বাংলাদেশের মানবাধিকার রেকর্ড যাচাই এবং আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য কর্তৃপক্ষকে যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ওই বিবৃতিতে আরও বলা হয়, প্রতি চার বছরে একবার জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের মানবাধিকার রেকর্ড রিভিউয়ের সুযোগ এনে দেয় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইউপিআর। এর আগে ইউপিআরে বাংলাদেশের সামনে যেসব সুপারিশ দেয়া হয়েছিল তা বাস্তবায়নে ইউপিআরে মূল্যায়ন জমা দিয়েছে অ্যামনেস্টি। তাতে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ সভাসমাবেশ, অন্যান্য মানবাধিকার- যেমন জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের অধিকার, মৃত্যুদণ্ড ও শরণার্থীদের অধিকারের বিষয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে অপতথ্য ছড়ানো- ডেইলি স্টার বাংলা

জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপগুলো হয়ে উঠছে গুজব, অপতথ্য ও ভুয়া খবরের কারখানা। জনমতে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে সরকার সমর্থক ও সরকারবিরোধী কনটেন্ট নিয়ে চলছে জোরালো প্রচারণা।

ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিসল্যাবের তথ্য অনুযায়ী, কেবলমাত্র সেপ্টেম্বরেই ফ্যাক্টচেকাররা রাজনৈতিক অপতথ্যের অন্তত ৮৪টি ঘটনা শনাক্ত করেছেন। এই সংখ্যা জানুয়ারিতে ছিল ৩২টি।

দুই হাজার ৪৯টি যাচাইকৃত ভুয়া সংবাদ পর্যালোচনার ভিত্তিতে দেখা যায়, মার্কিন ভিসানীতি ও নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সেপ্টেম্বরে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

ডিসমিসল্যাবের পর্যবেক্ষণে বের হয়েছে, এসব অপতথ্যের মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা, সরকারপন্থি শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার মিথ্যা দাবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের ভুয়া বিবৃতি।

কিছু ক্ষেত্রে এসব কনটেন্টের বিষয়বস্তু সম্পূর্ণ ভুয়া এবং ফ্যাক্টচেকাররা সেগুলো শনাক্ত করতে পেরেছেন। এগুলোর মধ্যে বিরাট সংখ্যক কনটেন্টে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে এবং সাইবারস্পেসে সেগুলো ছড়িয়ে পড়ছে।

চতুর্থ দফায় অবরোধ চলছে, মোড়ে মোড়ে পুলিশ: ইত্তেফাক

আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দেশব্যাপী চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে সড়ক, রেল ও নৌপথে চতুর্থ দফার প্রথম দিনের অবরোধ শুরু করে বিএনপিসহ সমমনা দলগুলো। এ দিন সকাল থেকে রাজধানীতে তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

দূরপাল্লার বাসগুলোকে বাসস্ট্যান্ডে অবস্থান করতে দেখা গেছে। বেশিরভাগ দূরপাল্লার বাসে যাত্রী নেই। ট্রেন চলছে, তবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে।

মিরপুরে রাস্তা অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সমকাল

রাজধানীর মিরপুর ১০ ও ১৩ এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা মিরপুর ১৩ নম্বর সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে সাড়ে ১০টার দিকে তারা রাস্তা থেকে সরে যান।

শ্রমিকেরা বলছেন, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। রোববার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন, সবার বেতন সমান হারে বাড়েনি। সরকার ৫৬ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে যারা অভিজ্ঞ শ্রমিক তাদের বেতন বেড়েছে ২০-৩০ শতাংশ। এ কারণে তারা আবারও বিক্ষোভ করছেন।

টাকার মান কমছে অস্বাভাবিক হারে: যুগান্তর

ডলারের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মান অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। দেশে ডলারের তীব্র সংকটের কথা বাইরের দেশগুলোতে প্রচারিত হওয়ার পর বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো টাকার মান কমিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মুদ্রার মান বাড়িয়ে দিয়েছে।

গত এক এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মান কমেছে ৭ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। এত বেশি টাকার দরপতনে রেমিট্যান্স আহরণের খরচ বেড়ে গেছে। এতে ব্যাংকগুলো পড়েছে বিপাকে।

একদিকে বৈদেশিক দেনা পরিশোধে ব্যাংকগুলো এখন রেমিট্যান্সের ওপর নির্ভর করছে, অন্যদিকে এর দাম বেড়ে যাচ্ছে লাগামহীনভাবে। বাড়তি দামে রেমিট্যান্স কিনেও বিক্রি করতে হচ্ছে কম দামে। এতে ব্যাংকগুলোকে নিজস্ব তহবিল থেকে বাড়তি খরচের জোগান দিতে হচ্ছে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ জয়রাম রমেশের, পাল্টা জবাব নাকভির- আজকাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন তা সম্পূর্ণ মিথ্যা। তার কোনও কথার কোনও দাম নেই। কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আর এবার তাকে পাল্টা দিলেন বিজেপির সিনিয়র নেতা মুক্তার আব্বাস নাকভি। নাকভি বলেন, কংগ্রেসের নেতাদের কাছ থেকে কারও সার্টিফিকেট নিতে হবে না। যারা নিজেরা দুর্নীতি, দাঙ্গা এবং হতাশায় ভোগে তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।

কারার ঐ লৌহ কপাট…… গানে বিকৃত সুর বলিউডে; পূবের কলম

নেতাজি সুভাষচন্দ্র বসু কারার ঐ লৌহ কপাট গান নিয়ে বলেছিলেন, আমরা যখন জেলে যাব তখন নজরুলের এই গান গাইব। সংগ্রামে, বিপ্লবে, বিদ্রোহে কাজী নজরুল ইসলামের এই গান জড়িয়ে আছে বাঙালির আবেগের সঙ্গে। সেই গানকে কেন্দ্র করে এবার বিতর্ক তুঙ্গে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে হিন্দি চলচ্চিত্র পিপ্পা। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর সহায়তার ঘটনা বলা হয়েছে এখানে। সেখানেই ব্যবহৃত হয়েছে নজরুলগীতি কারার ঐ লৌহ কপাট। সংগীত পরিচালক এ আর রহমানের পরিচালনায় গানটির সুর, তাল, লয়, ছন্দ সবকিছুই বদলে গিয়েছে। একদম নেতিয়ে পড়া সুরে গাওয়া হয়েছে। যেন রক্তে নেশা ধরিয়ে দেবার বদলে ঘুম পাড়িয়ে দেবে! আর সেটা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলকালাম। অস্কারজয়ী শিল্পীকে নিয়ে বেজায় ক্ষুব্ধ বাংলাও। রহমানের মতো সংগীতজ্ঞের কাছে এমনটা আশাই করতে পারছেন না মানুষ।

জ্যোতিপ্রিয়র পরিবারকে ৯ কোটি টাকা ঋণ বাকিবুরের!‌ শ্রীঘরে গিয়ে জেরার সিদ্ধান্ত ইডির: হিন্দুস্তান টাইমস

রেশন দুর্নীতি কাণ্ডের অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ গ্রেফতার করেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তদন্তে নেমে বাকিবুরজ্যোতিপ্রিয়র আরও সম্পত্তির খোঁজ পেতে জোরকদমে চলছে প্রচেষ্টা। ইডি সূত্রে খবর, বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর জেরায় ঋণ নেওয়ার কথা স্বীকার করেছেন জ্যোতিপ্রিয়। অথচ বাকিবুরকে গ্রেফতারের পর জ্যোতিপ্রিয় জানিয়ে ছিলেন, তিনি বাকিবুর রহমানকে চেনেনই না। মন্ত্রীর স্ত্রী এবং কন্যাকে সুদ ছাড়াই মোটা টাকা ঋণ দেন বাকিবুর রহমান। আদালতে এমন কথাই জানিয়েছে ইডি। ইডির দাবি, বাকিবুর মোট ৯ কোটি টাকা মন্ত্রীর স্ত্রী, কন্যাকে ঋণ হিসাবে দিয়েছেন। যার সুদ নেওয়া হয়নি।

সুনকের হুমকি উড়িয়ে যুদ্ধবিরতির পক্ষে মিছিল লন্ডনে- গণশক্তি

হুঁশিয়ারি ছিল প্রধানমন্ত্রী ঋষি সুনকের। স্বরাষ্ট্র সচিব সুয়েলা বেভারম্যান পালা করে হুমকি দিচ্ছেন। রাজনৈতিক বিরোধীরা মিছিলের মধ্যে নেমেও হামলা চালালো। তবু  ফের প্যালেস্তাইনে বোমাবর্ষণ বন্ধের দাবিতে মিছিল হলো লন্ডনে।

'এখনই যুদ্ধবিরতি। প্রধানত এই দাবিতেই ন্যাশনাল মার্চ ফর প্যালেস্তাইন হয়েছে ব্রিটেনের রাজধানীতে। গাজা সহ প্যালেস্তাইনে গত এক মাসে অবিরাম বোমাবর্ষণের প্রতিবাদে যদিও এটিই প্রথম মিছিল নয়। তবে মিছিল ঘিরে সুনকের হুঁশিয়ারি অন্য মাত্রা দেয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

ট্যাগ