বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
একনজরে ১৭ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
- চলমান সংঘাত বন্ধে বিশ্বনেতাদের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর-প্রথম আলো
- যুক্তরাষ্ট্র চায়, শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন’-এনটিভিবিডি অনলাইন
- ‘যারা নির্বাচন বানচালের নামে অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই’-যুগান্তর
- নির্বাচনে না যাওয়ার পক্ষে জাপা নেতারা, চাপে এমপিরা-দৈনিক মানবজমিন
- হাজারো ফিলিস্তিনি আশ্রয় নেয়া স্কুলে ইসরাইলি হামলা, বহু হতাহতের শঙ্কা–দৈনিক নয়াদিগন্ত
কোলকাতার শিরোনাম:
- রহমানের ‘লৌহ কপাটে’ ক্ষুব্ধ চুরুলিয়ার কাজী পরিবার, হুঁশিয়ারি আইনি পদক্ষেপের-সংবাদ প্রতিদিন
- গাজা যুদ্ধে প্রাণহানির তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর-দৈনিক আজকাল
- শুধু স্ত্রী-কন্যাই নন, জ্যোতিপ্রিয় রেশনকাণ্ডে জড়িয়েছিলেন শ্যালক, শাশুড়িকেও: ইডি সূত্র-আনন্দবাজার পত্রিকা
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
চলমান সংঘাত বন্ধে বিশ্বনেতাদের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর-প্রথম আলো
চলমান সংঘাত বন্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ শুক্রবার সকালে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে ভারত আয়োজিত এক সম্মেলনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান। ‘দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’ নামের এ সম্মেলনে বিশ্বের ১২৫টি দেশ অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিগুলোর মধ্যে আস্থার ঘাটতি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব ইউরোপে চলমান যুদ্ধ ও ফিলিস্তিনকে গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে। যুদ্ধরত দেশগুলোসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক নেতাদের মধ্যে সত্যিকারের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা জরুরি।
শেখ হাসিনা আরও বলেন, গ্লোবাল সাউথের জনগণের জন্য নতুন চ্যালেঞ্জ ও ক্রমবর্ধমান দুর্ভোগের সঙ্গে এখন নিষেধাজ্ঞা ও পাল্টা-নিষেধাজ্ঞা দেখা দিয়েছে। এই সংকটময় মুহূর্তে বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকের প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রত্যেকের বিশ্বাস শক্তিশালী করতে হবে।
নির্মম হত্যাযজ্ঞের মুখে অসহায় ফিলিস্তিনিদের মর্মান্তিক-অমানবিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন সময় আমাদের সবার এক বিশ্ব হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সংঘাতের অবসান দাবি করার।’
‘যারা নির্বাচন বানচালের নামে অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই’-যুগান্তর
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে যারা নির্বাচন প্রতিহতের নামে অগ্নিসন্ত্রাস করছে তাদের কিন্তু ক্ষমা নেই। নির্বাচন বানচালের নামে বিচারপতির বাসায় হামলা করছে, পুলিশ-সাংবাদিকের ওপর হামলা করেছে, তাদের ক্ষমা নেই।
রাজধানীর তেঁজগাওয়ে শুক্রবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, দণ্ডিত আসামি খালেদা জিয়াকে আমি বাসায় থাকার সুযোগ দিয়েছি। তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা বলছে তার দল। এখন তাকে বিদেশ যেতে হলে তো আগে কারাগারে যেতে হবে, আইন তাই বলে।
তারেক রহমান মাকে দেখতে না আসার বিষয়ে তিনি বলেন, ছেলেই তো মাকে দেখতে এলো না। এই যে, যায় যায়, মরে মরে করতেছে তবুও ছেলে দেখতে এলো না। অগ্নিসন্ত্রাসের জন্য তারেক রহমানকে দোষারূপ করে সরকার প্রধান বলেন, লন্ডনে বসে হুকুম দেয়, সে তো দেশে আসবে না। তার হুকুমে মানুষের ক্ষতি করছে বিএনপি নেতাকর্মীরা। জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে। তাদের ছাড় নেই। যে দেশে আসার সাহস রাখে না তার কথা কেন শোনেন, বিএনপি কর্মীদের প্রতি এটাই আমার প্রশ্ন।
যুক্তরাষ্ট্র চায়, শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন’-এনটিভিবিডি অনলাইন
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন নেই। নির্বাচনের তারিখ ঘোষণার পরও যুক্তরাষ্ট্রের বার্তা একই। আর তা হলো শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, ‘বাংলাদেশে বিরোধী দলগুলোর বিক্ষোভ-প্রতিবাদ উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো এ তফসিল প্রত্যাখ্যান করেছে। (বিরোধীদের ওপর সরকারের) দমন-পীড়ন অব্যাহত আছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে এবং বাংলাদেশ সরকারকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?’
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন আসেনি। নির্বাচনের তারিখ ঘোষণার পরও যুক্তরাষ্ট্র একই বার্তা দিচ্ছে। বাংলাদেশের জনগণ যা চায়, যুক্তরাষ্ট্রও তা চায়। আর তা হলো–শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’
হাজারো ফিলিস্তিনি আশ্রয় নেয়া স্কুলে ইসরাইলি হামলা, বহু হতাহতের শঙ্কা–দৈনিক নয়াদিগন্ত
অবরুদ্ধ গাজার রাজধানী গাজা সিটির দক্ষিণাংশ আল-জায়তুনে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি হতাহতের আশঙ্কা করা হচ্ছে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। ইসরাইলি অব্যাহত হামলার মুখে আল-ফালাহ নামক স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন হাজারো অসহায় ফিলিস্তিনি।
নির্বাচনে না যাওয়ার পক্ষে জাপা নেতারা, চাপে এমপিরা-দৈনিক মানবজমিন
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বড় দুই দলের বার্তা স্পষ্ট। নির্বাচনের পূর্ণ প্রস্তুতিতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো। একদফা দাবিতে অনড় বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি দিয়েছে তারা। এমন অবস্থায় এখনো অবস্থান স্পষ্ট করছে না জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটির নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠকে অংশ নেয়া নেতাদের প্রায় সবাই বর্তমান অবস্থায় নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই নির্বাচনে না যাওয়ার পক্ষে। এমন অবস্থায় দলীয় কিছু এমপি নির্বাচনে যাওয়ার পক্ষে যুক্তি দেখাচ্ছেন। তারা কৌশলে নির্বাচনে যাওয়ার বিষয়ে মত দিচ্ছেন। বিষয়টিতে দলীয় নেতাকর্মীরা ভালোভাবে নিচ্ছেন না।
শুধু স্ত্রী-কন্যাই নন, জ্যোতিপ্রিয় রেশনকাণ্ডে জড়িয়েছিলেন শ্যালক, শাশুড়িকেও: ইডি সূত্র-আনন্দবাজার পত্রিকা
রেশন দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করতে কেবল নিজের স্ত্রী-কন্যাই নন, শ্যালক এবং শাশুড়িকেও ব্যবহার করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অবৈধ উপায়ে পাওয়া টাকাকে বৈধ করতে জ্যোতিপ্রিয় ভুয়ো সংস্থা খুলেছিলেন বলে আগেই দাবি করে ইডি। এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়-‘ঘনিষ্ঠ’ মিল মালিক, অধুনা ইডির হাতে ধৃত বাকিবুর রহমানও।
ইডির দাবি, সংস্থাগুলির মাধ্যমে মূলত দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করা কিংবা শেয়ার কেনাবেচার কাজ চলত। তদন্তকারী সংস্থা সূত্রে আগেই জানা গিয়েছিল, এমনই তিনটি সংস্থায় বিভিন্ন সময়ে ডিরেক্টর পদে ছিলেন মন্ত্রীর কন্যা এবং স্ত্রী। ইডি সূত্রে খবর, এই তিনটি সংস্থায় বিভিন্ন সময়ে ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিপ্রিয়ের শ্যালক এবং শাশুড়িও।
রেশন দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করতে কেবল নিজের স্ত্রী-কন্যাই নন, শ্যালক এবং শাশুড়িকেও ব্যবহার করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অবৈধ উপায়ে পাওয়া টাকাকে বৈধ করতে জ্যোতিপ্রিয় ভুয়ো সংস্থা খুলেছিলেন বলে আগেই দাবি করে ইডি। এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়-‘ঘনিষ্ঠ’ মিল মালিক, অধুনা ইডির হাতে ধৃত বাকিবুর রহমানও।
ইডির দাবি, সংস্থাগুলির মাধ্যমে মূলত দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করা কিংবা শেয়ার কেনাবেচার কাজ চলত। তদন্তকারী সংস্থা সূত্রে আগেই জানা গিয়েছিল, এমনই তিনটি সংস্থায় বিভিন্ন সময়ে ডিরেক্টর পদে ছিলেন মন্ত্রীর কন্যা এবং স্ত্রী। ইডি সূত্রে খবর, এই তিনটি সংস্থায় বিভিন্ন সময়ে ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিপ্রিয়ের শ্যালক এবং শাশুড়িও।
গাজা যুদ্ধে প্রাণহানির তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর-দৈনিক আজকাল
ইজরায়েল-হামাসের যুদ্ধে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে তার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে এই পরিস্থিতির উন্নতি হওয়া দরকার বলে মনে করেন তিনি। ভারত বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। তবে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করাও যেকোনও রাষ্ট্রের প্রধান কর্তব্য বলেও মনে করেন প্রধানমন্ত্রী। পশ্চিম-এশিয়ার পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পৃথকভাবে করা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেও সাধারণ মানুষের প্রাণরক্ষার বিষয়টিতে জোর দিয়েছেন তিনি। গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির দিকে বিবেচনা করে বরাবরই যুদ্ধের বিপক্ষে ভারত।